DIY ||| এসো নিজে করি ||| রঙিন কাগজে কাটা ডিজাইন।

in আমার বাংলা ব্লগ6 months ago

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনেরা দোয়া করি এই প্রচন্ড শীতে পরিবারকে নিয়ে সুস্থ ভাবে দিন যাপন করছেন।আপনাদের দোয়ায় এবং সৃষ্টিকর্তার রহমতে আমি আমার পরিবারসহ বেশ ভালো আছি।

received_375672658378276.jpeg

আজ কদিন থেকে প্রচন্ড ঠান্ডা পড়েছে। এই ঠান্ডায় আমরা আমাদের দিক থেকে যতটুকু পারি চেষ্টা করব ছোট ও বয়স্ক ব্যক্তিদের প্রতি যত্নশীল হওয়ার। কারণ ছোট মানুষ ও বয়স্ক মানুষ একই রকম। কথাটা আমি এজন্যই বললাম এত শীত পড়েছে যে নিজেরাই এই শীতে একদম জমে যাচ্ছি। এই শীতে আমরা আমাদের নিজেদের কর্ম ব্যস্ততায় থেকে আসা যাওয়ার জন্য সাবধানতা অবলম্বন করে তাড়াহুড়া না করে ধীর-স্থিরে নিজেকে ভালোবেসে চোখ-কান খোলা রেখে চলাফেরা করার চেষ্টা করব। কারণ সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। হয়তো কোন ভুলের কারণে একটি জীবন চলে গেলে সেই কান্না ফ্যামিলির জন্য সারাটি জীবন বয়ে নিতে হয়। জীবনটা যার যার সাবধানতা সাথে আমাদের চলাফেরা করা উচিত।আমি আজ আপনাদের মাঝে একটি ডাই পোস্ট নিয়ে হাজির হয়েছি। "রঙিন কাগজে কাটা ডিজাইন" নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। চলুন আর কথা না বাড়িয়ে কিভাবে "রঙিন কাগজে কাটা ডিজাইন" ডাইটি তৈরি করেছি তার সমস্ত প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক।

উপকরণসমূহঃ-

১।রঙ্গিন কাগজ।
২।কাঁচি।
৩।পেন্সিল।

received_346753298221448.jpeg

received_1042540520367516.jpeg

received_1411279699496472.jpeg

↩️প্রস্তুত প্রণালী↪️

✡️প্রথম ধাপ🔯

received_684593207181952.jpeg

প্রথমে একটি রঙিন কাগজ কে ভাঁজ করে নিয়েছি।

🔯দ্বিতীয় ধাপ🔯

received_1415419742741230.jpeg

এবার সেই রঙ্গিন কাগজ ত্রিভুজ আকৃতি করে ভাঁজ করে নিয়েছি।

🔯তৃতীয় ধাপ🔯

received_7578130485554261.jpeg

received_762423059277430.jpeg

এবার রঙিন কাগজটিকে আবারো দুই সাইডে ভাঁজ করে নিয়েছি।

🔯চতুর্থ ধাপ🔯

received_1101516551091373.jpeg

ভাঁজ করার পর অবশিষ্ট অংশ কেটে নিয়েছি।

🔯পঞ্চম ধাপ🔯

received_396892946141804.jpeg

একটি পেন্সিল দিয়ে হার্ট এঁকে নিয়েছি।

🔯ষষ্ঠধাপ🔯

received_1422157081834136.jpeg

ঠিক একই ভাবে সেই হার্টের ভিতরে আবারো এঁকে নিয়েছি।

🔯সপ্তম ধাপ🔯

received_623632079860571.jpeg

এবার বড় হার্ট এর নিচের দিকে আবারো এঁকে নিয়েছি।

🔯অষ্টম ধাপ🔯

received_399277592475737.jpegreceived_929903468397807.jpeg
received_287479990979102.jpegreceived_714372664137412.jpeg

received_371240762163585.jpeg

এবার সেই এঁকে নেওয়া অনুযায়ী নকশাগুলো কাঁচি দিয়ে কেটে নিয়েছি।আর এভাবে হয়ে গেল আমার "রঙিন কাগজে কাটা ডিজাইন" ডাই।এবার এই "রঙিন কাগজে কাটা ডিজাইন" এর একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।

3V3rr4S3jU49uJ7YGXMfCAW8jdBAMcLpwKuDWQd3Wy8m3RekHFxfRPKJioki9L8rkjapja4Mb7D94eECZLrGjWymqaiFuhAafHyafmaKCx...Z4KvPeHqd9WSyKYLr5cUgCWeoXKYC3uzU9AG7XZCibPhjqYMguNySRGiZ2aW4KTPVTUwZ5Bo3KXN55z6Nx7BC37jdk1bfRWUEMC329RvYSZTX11rQcnAHN9idk.png

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

বিষয়ঃ- ডাই পোস্ট "রঙিন কাগজে কাটা ডিজাইন"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WCnFCoaf77HnnjtGbxvtcZCVRGcMv32JELn7yGd7yduEbShNRxvckSFu5qxWm...4DBE7bSVB6BMULGX4TiDD37LfoKG4LDay4BF3jrUv6vvtoQgQ4ehXkDbqeAwyZ67B7q88vWNYwYe5K84y94JWzcu4Af3kiuQQ3akwFfHeiCdAEkfAf6qBTacXg.png

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WQ9FoKXR6nY3eBXCyiFUDJvfgKpLEANiBKgd7Bwzjx9dLbdyUgWA6hMA3ras9...mvabhXst56JJLqJrLgEkFMJYL2J1JjkehZ8JdUmrkYeqnLKEkC7h5MKoXUDJeoguKyAx72Ktc9j7XvAJLo3LCEogU2ZQ8wTyLQ76aXSY1SdKekLiuM5iKZAWwp.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...WFaaJHmXrxi5zwucUeo3mURWYKXw8Yzqstr8dvh3M1JDWxyrhGVnz8hWdG4EzTnPiDJSxmAXjGFzUJooULrkd8xDqMXzapJE9ubMNuVesQbzQucb8ksjRR8kdT.gif

Sort:  
 6 months ago 

এটি একদম ঠিক কথা সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। হয়তো এমন এমন ভুল আছে এই ভুলের কারণে মানুষের জীবন পর্যন্ত চলে যায়। তবে আজকে আপনি অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে ফুলের ডিজাইন তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে কিছু বানালে দেখতে এমনিতে বেশ ভালো লাগে। তবে আগে বিভিন্ন অনুষ্ঠানে এই কাগজের ফুলগুলো দেখা যেত। খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে ফুলের ডিজাইন তৈরি করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 6 months ago 

সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ভাই।

 6 months ago 

পেপার কাটিং বেশ দুর্দান্ত হয়েছে। আমাদের মাঝে খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। কাগজ কেটে খুব সুন্দর করে ফুল তৈরি করার প্রক্রিয়া আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 6 months ago 

সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ভাই।

 6 months ago 

রঙ্গিন কাগজ দিয়ে কাটা ডিজাইন এই কাজগুলি করার জন্য খুবই দক্ষতা ও ধৈর্য লাগে। ঠিক ঠাক ভাবে ভাঁজগুলি সম্পন্ন না হলে কখনোই সম্পন্ন হয় না। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আমার ভীষণ ভালো লাগলো। আপনার জন্য শুভেচ্ছা রইল

Posted using SteemPro Mobile

 6 months ago 

আমার ডাই পোস্ট আপনার ভালো লেগেছে শুনে অনেক ভালো লাগলো ভাই।

 6 months ago 

একদম ঠিক বলেছেন আপু সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি। একটি ভুলের জন্য যদি কারো জীবন চলে যায় তাহলে পরিবারের কান্না শেষ থাকবে না। এখন প্রতিটা জায়গায় প্রচন্ড শীত পড়েছে তার জন্য ছোট বড় সবাইকে খুব সাবধানে ও যত্ন সহকারে রাখতে হয়। যাই হোক আপনি রঙিন কাগজ কেটে খুব সুন্দর একটি নকশা বানিয়েছেন। আপনার এই নকশা আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ধরনের নকশা বানাতে আমিও খুব পছন্দ করি। এই নকশাগুলো দিয়ে ঘর সাজালে দেখতে বেশ সুন্দর দেখায়। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর নকশা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 6 months ago 

গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 6 months ago 

আপনি শুভ নববর্ষের শুভেচ্ছা জানাতে সুন্দর একটি
রঙিন কাগজের নকশা তৈরি করেছেন।এই নকশাটি খুবই নিখুঁত হয়েছে।আর এটা খুবই সাবধানে কাটিং করতে হয়।ভালো লাগলো আপনার তৈরি কাগজের নকশাটি দেখে, ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

ডাই পোস্ট আপনার ভালো লেগেছে শুনে অনেক ভালো লাগলো দিদি।

 6 months ago 

রঙিন কাগজ কেটে যে ডিজাইনটি করেছেন দেখতে অসম্ভব সুন্দর লাগছে। এমন ডিজাইন দেখতে সত্যিই আমার বেশ ভালো লাগে। আপনি আপনার তৈরি পদ্ধতি আমাদের মাঝে সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

 6 months ago 

উৎসহ মুলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাই।

 6 months ago 

আপনি সবসময় কাগজ কেটে খুব সুন্দর সুন্দর কিছু নকশা তৈরি করে আসছেন। আজকেও একদম অসাধারণ একটি নকশা তৈরি করে ফেলেছেন। খুব ভালোভাবে আপনি এই নকশা তৈরি করেছেন৷ অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি নকশা তৈরি করার জন্য৷

 6 months ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাই।

 6 months ago 

রঙিন কাগজ কেটে সুন্দর একটি নকশা তৈরি করেছেন দেখতে খুব সুন্দর লাগছে। এমন কাগজের নকশাগুলো তৈরি করতে যদিও সময় একটু কম লাগে তবে ভাজগুলো খুব সাবধানে দিয়ে কাটিং করতে হয়। এই নকশা ঘরের মধ্যে ঝুলিয়ে রাখলে দেখতে খুব সুন্দর দেখায়। ধন্যবাদ এত সুন্দর একটি নকশা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 6 months ago 

অনেক সুন্দর মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 6 months ago 

আপনি অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে ডিজাইন তৈরি করছেন। রঙিন কাগজ দিয়ে কিছু বানাতে যেমন ভালো লাগে দেখতেও বেশ চমৎকার লাগে। আমি নিজের রঙিন কাগজ দিয়ে অনেক কিছু তৈরি করার চেষ্টা করি। তবে রঙিন কাগজের এই ডিজাইনটি ঘরের মধ্যে সাজিয়ে রাখলে দেখতে বেশ ভালোই লাগবে। খুব সুন্দর কাগজের ডিজাইন আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। তবে এখন অনেক কুয়াশার কারণে মানুষের জীবন এবং চলাফেরা করতে অনেক কষ্ট হচ্ছে। আর সাবধানে মানুষ চলাচল করা দরকার। একটু ভুলের জন্য মানুষের জীবন পর্যন্ত চলে যায়।

 6 months ago 

সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57899.47
ETH 3134.16
USDT 1.00
SBD 2.39