স্বরচিত কবিতা ||| আজ প্রিয় দাদার জন্মদিন ||| original poem by @saymaakter.

in আমার বাংলা ব্লগ3 months ago

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই পরিবারকে নিয়ে অনেক ভালো ও সুস্থভাবে দিন যাপন করছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি এবং আনন্দে আছি। প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে আবারো হাজির হলাম নতুন আরেকটি পোস্ট নিয়ে।

IMG_20241205_123821.jpg
source

আজ অনেক আনন্দের একটি দিন। আমাদের সকলের প্রিয় @rme দাদা যে আমাদের ছায়ার মতো বটবৃক্ষের তলে রেখেছে। অন্ধকার ঘরে প্রদীপ জ্বালিয়ে রেখেছে। আমাদের দুর্দিনে ছায়ার মত সঙ্গে থেকেছে। যার জন্য আমরা বুক ভরে নিঃশ্বাস নিতে পারছি আনন্দ করতে পারছি। সেই আমাদের প্রিয় দাদার জন্মদিন। দাদার জন্মদিনে আমার তরফ থেকে আমার স্বরচিত কবিতার মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা বার্তা। সত্যিই দাদার কোন তুলনা হয় না। এত মানুষ দেখেছি দাদার মতো ভাল মানুষ আর একটিও মিলে না।

যে মানুষটি এত ভাল তার জন্য এতদূর থেকে হয়তো কিছু করতে পারবো না তবে দু এক কলম লিখে শুভেচ্ছা বার্তা তো দিতে পারব। একটি ভাইয়ের জন্য বোনের প্রার্থনা বিশাল কিছু।দূর দূরান্ত বহুদূর তবুও যেন দূরত্ব নয়। কারণ সম্পর্ক গুলো এমন যেটা দূরে থেকেও দূর মনে হয় না আর এটাই হচ্ছে ভালোবাসা।ভাই বোনের ভালোবাসা মায়া মমতায় ঘেরা।তাইতো বোনের চাওয়া ভাইয়ের মঙ্গল কামনা।

দাদার জন্মদিনে এই কামনাই করি বছর ঘুরে যেন বারবার এই আনন্দের দিনটি দাদা পায়।সুস্থ সবল সুন্দর ও সাফল্যময় হয়ে উঠুক দাদার জীবন। পরিবারকে নিয়ে অনেক ভালো কাটুক, আনন্দে কাটুক দাদার দিনগুলো। চলুন আর কথা না বাড়িয়ে আমার স্বরচিত কবিতা "আজ প্রিয় দাদার জন্মদিন"দেখে নেওয়া যাক।

আজ প্রিয় দাদার জন্মদিন

সায়মা আক্তার

আজ দাদার জন্মদিন
এলো খুশির শুভ দিন
সব সময় থাকে যেন,
রঙ্গিন ভরা দিন।

জন্মদিন শুভ দিনে একটি কথা
বলতে আমি চাই
সারা বছর আনন্দ উল্লাসে কাটুক
এটাই যেন দেখতে পাই।

একরাশ ফুলের শুভেচ্ছা
রইল দাদার জন্য
স্বপ্নগুলো পূরণ হোক
দাদার মনের মত,
আজ হাসির দিন
আজ খুশির দিন,
আজ দাদার জন্মদিন।

প্রতিদিন ভোর হয় সূর্য উঠে
দিন তো প্রতিদিন এভাবেই যাচ্ছে
হাজারো দিনের মতো
আজকের দিনটির মতো নয়,
আজ হাসির দিন
আজ খুশির দিন
আজ দাদার জন্মদিন।

আজকে অনেক আনন্দের মধ্যে
দিনটি কাটুক বেশ আয়োজনে,
শুভ দিনের আনন্দগুলো
থাকুক দাদার জীবন ভরে,
এই প্রত্যাশা আমার হৃদয় জুড়ে।

দাদার জন্য রইল শুভকামনা
আগামী দিনের স্বপ্ন গুলো
সত্যি হোক পূরণ হোক আশা
আজকের এই শুভদিনে
দাদাকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা।

আশাগুলো বাসা বাঁধুক
ভালোবাসা ও যত্নে।
দোয়া রইল বছর ঘুরে
বারবার আসে যেন
এই দিনটি দাদার জীবনে।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩খোদা হাফেজ🇧🇩

7YHZyBadGPMHF2XKgfZXx3oMrJwWNvgxqAsBdVAuTc61TPYubb3EKwXArUs8px2rcXjNb6iVQVgemgChuhshQrW1xnNaF2Re8fLzUufkQu...g7xPY7zb8EFFCbjNKRYpfLq65zmCzMhW3G12FLMkP8m5hDHu12yaYqU3RmvWzXicMYhonxjsm7v7vkZd5VN6s4jutwDrMUc215gwLFjQ7G1rvQbY6ocmSGcr5.webp

Messenger_creation_FF6D906D-749B-4E07-8320-B599EE0CFF0F.png

Messenger_creation_2F56E3F2-027F-4EEF-9A13-7105084B0F77.png

Messenger_creation_5ECC1BDD-EC8B-4D17-9935-6B81DE8F1765.png

Sort:  
 3 months ago 

Screenshot_2024-12-05-12-55-15-035_com.android.chrome.jpg

Screenshot_2024-12-05-12-53-54-274_com.coinmarketcap.android.jpg

 3 months ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে দাদা বৌদির বিবাহ বার্ষিকী ও দাদার জন্মদিন উপলক্ষে বেশ দারুণ একটি কবিতা লিখে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার লেখা সহজ সরল ভাষায় কবিতার লাইনগুলো পড়তে আমার কাছে বেশ ভালো লেগেছে। এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 months ago 

আমার কবিতাটি আপনি পছন্দ করেছেন। এটাই আমার লেখার সার্থকতা।

 3 months ago 

বাহ আপু আপনি আমাদের শ্রদ্ধেয় বড় দাদার জন্মদিন উপলক্ষে চমৎকার একটি কবিতা আমাদের সবাইকে উপহার দিলেন পড়ে খুব ভালো লাগলো। অনেক সুন্দর একটি পোস্ট বিস্তারিতভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ।মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 months ago 

প্রথমেই দাদাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। দাদার জন্মদিন উপলক্ষে আপনি খুবই চমৎকার কবিতা লিখেছেন আপু। আপনার লেখা কবিতা পড়ে অনেক ভালো লাগলো। আশা করছি আপনার লেখা কবিতা দাদার কাছেও অনেক ভালো লাগবে।

 2 months ago 

আমার কবিতাটি পছন্দ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

 3 months ago 

আজ কমিউনিটির সবার প্রিয় মানুষটার জন্মদিন। আপনি দাদার জন্মদিন উপলক্ষে খুব সুন্দর একটা কবিতা লিখেছেন। দারুন হয়েছে আপনার লেখা কবিতা টা। খুব সুন্দর ভাবে ছন্দ এবং শব্দগুলো সাজিয়েছেন। এত সুন্দর একটা কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ।আমার কবিতাটি পছন্দ করে উৎসাহ দেওয়ার জন্য।

 3 months ago 

দাদার জন্মদিন অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো। আপনি খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন কবিতার ভাষাগুলো অসাধারণ ছিল।

 2 months ago 

চেষ্টা করেছি ভালো কিছু লেখার আর কবিতাটি যখন আপনার পছন্দ হয়েছে তখন লেখার আগ্রহ অনেক গুণ বেড়ে গেল।

 2 months ago 

আজ আপনি বেশ চমৎকারভাবে দাদা ও বৌদির বিবাহ বার্ষিকী উপলক্ষে ও দাদার জন্মদিন উপলক্ষে খুব সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করেছেন আপু। আপনার লেখা কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম। কবিতার প্রতিটি লাইন খুবই চমৎকার হয়েছে। ধন্যবাদ এত সুন্দর কবিতা লিখে শেয়ার করার জন্য।

 2 months ago 

আমার কবিতাটি পড়ে মুগ্ধ হয়েছেন এটাই আমার বড় সার্থকতা।

 2 months ago 

পরবর্তী কবিতা পড়ার অপেক্ষায় রইলাম।

 2 months ago 

আমাদের সবার প্রিয় বড় দাদার জন্মদিন উপলক্ষে চমৎকার একটি কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করেছেন আপু। কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। যাইহোক দাদার জীবনের আগামী দিনগুলো আরও সুন্দর হোক সেই কামনা করছি। দাদার মতো একজন অভিভাবক পেয়ে আমরা সত্যিই খুব খুশি। এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

আমার কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে এটাই আমার বড় সার্থকতা।

 2 months ago 

দাদার জন্মদিন উপলক্ষে খুবই সুন্দর কবিতা তৈরি করেছেন। আপনার কবিতা গুলো সব সময় অনেক সুন্দর হয়ে থাকে৷ সব সময় আমি আপনার কবিতা গুলো পড়ার চেষ্টা করি৷ আজকে দাদার জন্মদিনকে লক্ষ্য করে যেভাবে আপনি সুন্দর কবিতা এখানে শেয়ার করেছেন তা পড়েও খুবই ভালো লাগলো৷ ধন্যবাদ সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 2 months ago 

আমার কবিতাটি পড়ে আপনার কাছে ভালো লেগেছে। এর চাইতে একজন লেখকের পাওয়ার আর কিছু নেই।

 2 months ago 

একদমই ঠিক বলেছেন। এটাই সবচেয়ে বড় স্বার্থকতা।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 97054.98
ETH 2729.75
SBD 0.62