ফটোগ্রাফি পোস্ট ||| নদীর কিছু ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ5 months ago

আসসালামু আলাইকুম।আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই ও বোনের আশা রাখি আল্লাহর রহমতে পরিবারসহ সুস্থ আছেন এবং সুন্দর সময় অতিবাহিত করছেন।আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় পরিবারসহ সুস্থ আছি এবং ব্যস্ত সময় অতিবাহিত করছি।

IMG_20240207_145822.jpg

আমি আজকে আপনাদের মাঝে নদীর কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হতে চলেছে।আমরা অনেকেই নদী ভালোবাসি, নদীতে ঘুরতে ভালোবাসি, নদীর বুকে নৌকা নিয়ে চলতে ভালোবাসি।তবে সেই নদী যখন ভরাট হয়ে যায় অর্থাৎ চর জেগে যায় তখন আর সেই নদীর জীবন জীবন থাকে না অর্থাৎ নদীর মৃত্যু ঘটে যায়। এইরকম একটি মৃত্যু প্রায় নদীর কিছু ফটোগ্রাফি নিয়ে আপনাদের সামনে হাজির হতে যাচ্ছে।

IMG_20240207_150648.jpg

নদীতে যখন পানি থাকে অর্থাৎ বন্যার সময় নদীর বুকে নৌকা নিয়ে চলতে অনেক ভালো লাগে।তবে এই বন্যার সময় নদীর পাড়ে বা চর এলাকায় যারা বসবাস করে তাদের জীবন বিপদ গ্রস্তের মধ্যে থাকে যেটা আসলে আমরা কেউই কামনা করি না।

IMG_20240207_150833.jpg

আবার সেই নদীতে যখন চডর জেগে ওঠে নদীতে পানির স্রোত কমে যায় তখন আর নদীকে দেখতে দেখতে ভালো লাগে না।চর জাগলে সেখানে বিভিন্ন ফসল ফলাতে পারে কৃষক।আবার বর্ষা মৌসুমে বিস্তৃত এলাকা বন্যায় প্লাবিত হয়ে যায় যেটাতে চর এলাকার লোকজনের জীবন একদম দুর্বি সব অবস্থায় অবতীর্ণ হয়।

IMG_20240207_150659.jpg

আর এই অবস্থা আমরা কেউই মেনে নিতে পারি না। ঝাঁপিয়ে পড়ি সেই লোকজনদের প্রাণ বিতরণের জন্য ও আবাসস্থল নিশ্চিত করার জন্য।

IMG_20240207_153718.jpg

তাই কোন নদীর মৃত্যু ঘটক এটি যেমন ঠিক না আবার নদীর বুকে চর জেগে উঠলে সেটি কেউও আমাদের সঠিক ভাবে কাজে ব্যবহার করতে হবে।

IMG_20240207_150817.jpg

তাই প্রতিটি নদী ক্ষনণের ব্যবস্থা করা প্রয়োজন ঠিক উপযুক্ত সময়ের মধ্যে।যদি প্রতিটি নদী সঠিক সময়ে খননের ব্যবস্থা করা হয় তাহলে চরের লোকজনদের জীবন যাত্রা বাধা গ্রস্থ হবে না বা একদম দুর্বিষহ অবস্থায়ও পরতে হবে না।

IMG_20240207_153725.jpg

কথাগুলো আমার নিজস্ব চিন্তা ধারা থেকে লিখলাম। যদি কথা গুলোর মধ্যে কোথাও ভুল করে থাকি তবে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন।

3V3rr4S3jU49uJ7YGXMfCAW8jdBAMcLpwKuDWQd3Wy8m3RekHFxfRPKJioki9L8rkjapja4Mb7D94eECZLrGjWymqaiFuhAafHyafmaKCx...Z4KvPeHqd9WSyKYLr5cUgCWeoXKYC3uzU9AG7XZCibPhjqYMguNySRGiZ2aW4KTPVTUwZ5Bo3KXN55z6Nx7BC37jdk1bfRWUEMC329RvYSZTX11rQcnAHN9idk.png

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

বিষয়ঃ- ফটোগ্রাফি পোস্ট " নদীর কিছু ফটোগ্রাফি"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WCnFCoaf77HnnjtGbxvtcZCVRGcMv32JELn7yGd7yduEbShNRxvckSFu5qxWm...4DBE7bSVB6BMULGX4TiDD37LfoKG4LDay4BF3jrUv6vvtoQgQ4ehXkDbqeAwyZ67B7q88vWNYwYe5K84y94JWzcu4Af3kiuQQ3akwFfHeiCdAEkfAf6qBTacXg.png

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WQ9FoKXR6nY3eBXCyiFUDJvfgKpLEANiBKgd7Bwzjx9dLbdyUgWA6hMA3ras9...mvabhXst56JJLqJrLgEkFMJYL2J1JjkehZ8JdUmrkYeqnLKEkC7h5MKoXUDJeoguKyAx72Ktc9j7XvAJLo3LCEogU2ZQ8wTyLQ76aXSY1SdKekLiuM5iKZAWwp.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...WFaaJHmXrxi5zwucUeo3mURWYKXw8Yzqstr8dvh3M1JDWxyrhGVnz8hWdG4EzTnPiDJSxmAXjGFzUJooULrkd8xDqMXzapJE9ubMNuVesQbzQucb8ksjRR8kdT.gif

Sort:  
 5 months ago 

নদীর পাড়ে অপরূপ সুন্দরময় প্রকৃতির দৃশ্যগুলো উপভোগ করেছেন। আর নদীর পাড়ে এই প্রকৃতির দৃশ্যগুলো সুন্দরভাবে ফটোগ্রাফি করেছেন। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 5 months ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 5 months ago 

আপু নদী নিয়ে সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেছেন। বেশ ভালো হয়েছে প্রতিটি ছবি। নদীমাতৃক বাংলাদেশ।কিন্তু নদী গুলোতে বর্ষাকাল ছাড়া তেমন পানি থাকেনা। অনেক নদী মানচিত্র থেকে নাই হয়ে যাচ্ছ। যা অনেক কষ্টের। আপনি ঠিকেই বলেছেন, নদীগুলো নিয়মিত খনন বা ড্রেজিং করা দরকার। নদী নিয়ে ফটোগ্রাফি পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 5 months ago 

আমার ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু।

 5 months ago (edited)

নির্দিষ্ট সময়ে নদী খনন করলে নদীর গভীরতা যেমন বেড়ে যাবে তেমনি নদীর পাড়ের মানুষ একটু ভালোভাবে বাঁচতে পারবে। নদীর পাড়ের দৃশ্য গুলো দেখে অনেক ভালো লাগলো। আর নদীর পারে সময় কাটাতেও অনেক ভালো লাগে। আপু আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে।

 5 months ago 

আমার ফটোগ্রাফি গুলো আপনার পছন্দ হয়েছে এটা আমার জন্য বড় পাওয়া আপু।

 5 months ago 

এমন পরিবেশে সময় অতিবাহিত করতে পারলে আসলেই অন্য রকমের একটা ভালো লাগা কাজ করে। শেয়ার করা ফটোগ্রাফি ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে নদী পাড়ে নৌকা বাধা রাখার ফটোগ্রাফি টা।

 5 months ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 5 months ago 

দারুন কিছু ফটোগ্রাফি করেছেন। নদীর ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রাকৃতিক দৃশ্যের এমন মনোরম পরিবেশে সময় কাটাতে দারুন লাগে। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 5 months ago 

আমি সব সময় চেষ্টা করি একটু ব্যতিক্রম কিছু উপস্থাপন করার।

 5 months ago 

আপনার নদীর প্রাকৃতিক সৌন্দর্য দেখে খুব ভালো লাগলো। আসলে সত্যি নদীর দুর্দান্ত প্রাকৃতিক সৌন্দর্য মন ছুঁয়ে যায়। আপনার নদীর নৌকা ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগলো। এত অসাধারণ ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 5 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা সুন্দর মন্তব্য করার জন্য।

 5 months ago 

নদীর ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশ চমৎকার লেগেছে। নদীতে কি সুন্দর নৌকা দাঁড়িয়ে রয়েছে এই দৃশ্যগুলো সত্যি মনোমুগ্ধকর ‌ আপনি অনেক চমৎকার ফটোগ্রাফি আমাদের মধ্যে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।

 5 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 5 months ago (edited)

এরকম নদীর পারে গেলে ফ্রেশ একটা পরিবেশ উপভোগ করা যায়। যেটা প্রতিনিয়ত উপভোগ করে থাকি খুবই ভালো লাগে। বিশুদ্ধ পরিবেশ মন কে ভালো রাখে। আপনি নদীর পাড়ে গিয়ে খুব সুন্দর উপভোগ করার পাশাপাশি নদীর পাড়ের দৃশ্য দারুন ফটোগ্রাফি করেছেন । আমার কাছে আপনার করা নদীর পাড়ের দৃশ্যের ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

 5 months ago 

সুন্দর মন্তব্যর জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 5 months ago 

বাহ দারুন ফটোগ্রাফি করেছেন তো। নদীর তীরে বসে সময় কাটাতে অনেক বেশি ভালো লাগে। প্রথম ফটোগ্রাফিটা অসম্ভব সুন্দর লাগছে। তাছাড়া প্রতিটি ফটোগ্রাফি বেশ দারুন হয়েছে

Posted using SteemPro Mobile

 5 months ago 

আমার ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে এটা আমার জন্য অনেক বড় পাওয়া।

 5 months ago 

নদীর বিশালতা এবং নদী পারের সৌন্দর্য উপভোগ করতে আমার খুবই ভালো লাগে।
ছোটবেলা থেকেই পদ্মা নদীর পাড়ে বড় হয়েছি এজন্য ভালোবাসার আরেক নাম নদী পাস।
অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন সেই সাথে অনুভূতি শেয়ার করেছেন খুবই ভালো লাগলো।

 5 months ago 

সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 59634.64
ETH 2590.21
USDT 1.00
SBD 2.47