ফটোগ্রাফি পোস্ট ||| সবুজ প্রকৃতির কিছু এলোমেলো ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 months ago

হ্যালো

আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই ও বোনেরা সকলে কেমন আছেন? আশা রাখি মহান সৃষ্টিকর্তার রহমতে ও কৃপায় এই গরমের মধ্যেও পরিবারসহ সকলে সুস্থ আছেন এবং সুন্দর সময় অতিবাহিত করছেন।আমিও মহান সৃষ্টিকর্তা রহমতে ও আপনাদের ভালোবাসায় পরিবারসহ সুস্থ আছি এবং ভালো সময় অতিবাহিত করছি।
আজকে যে গরম পড়েছে।এই গরমে মনে হয় জীবন অতিষ্ঠিত হয়ে যাচ্ছে। এত গরমে আসলে মানুষ কিভাবে চলাফেরা করবে আর কিভাবেই না ব্যবসা-বাণিজ্য চালাবেন।আজকের গরম আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বেশি গরম। আর এই উত্তাপের মধ্যে আমি হয়েছি বাইরে বেড় কারণ ব্যবসায়িক কাজে ঘরে বসে থাকলে তো আর চলবে না তাইতো বেড় হতেই হবে।তবে আজকে খুব সবুজ প্রকৃতির কথা মনে পড়ছে। তাই চিন্তা করলাম আপনাদের মাঝে সবুজ প্রকৃতি নিয়ে কিছু ফটোগ্রাফি পোস্ট করা যায় কিনা।তাই আপনাদের মাঝে "সবুজ প্রকৃতির কিছু এলোমেলো ফটোগ্রাফি" নিয়ে হাজির হলাম।চলুন আর কথা না বাড়িয়ে ফটোগ্রাফি গুলো এক নজর দেখে নেওয়া যাক।

IMG_20240423_174135.jpg

মেহগনি গাছের বাগান

এই বাগানে দুপুরবেলা তীব্র তাপের মধ্যে একটু খানি বিশ্রামের জন্য দাঁড়িয়ে ছিলাম। এতটাই শীতল এতটাই ভাল লেগেছে যেটা আসলে ভাষাই প্রকাশ করার মতো না।গাছ যে আমাদের কতটা বন্ধু সেটা আসলে এই বাগানে বিশ্রামের সময় বুঝতে পেরেছি।
IMG_20240423_174204.jpg
সবুজ ধান ক্ষেত ও গ্রাম

এই ছবিটি দেখে আপনাদের কেমন লাগছে? তবে বাস্তবে এই সবুজের পাশে গ্রাম দেখতে কত যে ভালো লেগেছে তা বলে বুঝানো মুশকিল।
IMG_20240423_174153.jpg
ধান ক্ষেতের আল

আপনার বাস্তবে কেউ কি এই ধান ক্ষেতের আল দিশে কখনো বিকালে খালি পায়ে হেঁটেছেন কখনো, তাহলে বুঝবেন মজাটা কত।
IMG_20240423_174115.jpg
ধানক্ষেতের মাঝে পাখি

এই রৌদ্রের তাপের মধ্যে পাখি যখন আকাশে উড়তে উড়তে ক্লান্ত হয়ে গিয়েছে। ঠিক তখন ধানক্ষেতের মাঝে একটি লাঠিতে বসে বিশ্রাম নিচ্ছে আর ঠিক সেই মুহূর্তটি আমি ক্যাপচার করেছি।
IMG_20240418_173019.jpg
ধান গাছ ও সূর্য

এই গরম উত্তাপের মধ্যে ধান গাছ ও সূর্যের একটি ছবি নেওয়ার চেষ্টা করেছি জানিনা কতটুকু ভালো হয়েছে।
IMG_20240418_172631.jpg
সবুজ মাঠ

সবুজ মাঠ দেখলে এমনিতেই মন ভরে যায়।আর তার সঙ্গে যদি থাকে ঘাসফুল ধান খেত তবে কতই না সুন্দর লাগবে।তা ছবিটি দেখেই বোঝা যাচ্ছি।
IMG_20240418_172621.jpg
সুবিশাল সবুজ মাঠ

মাঠের পর মাঠ যদি সবুজ প্রকৃতি থাকে আর সেই সবুজ প্রকৃতির মাঝে যদি হাঁটা যায়।তাহলে অনুভূতিটা একটু ব্যতিক্রম আর সেই অনুভূতিটা আমি অনুভব করেছি কি যে ভালো লেগেছে।
IMG_20240412_182055.jpg
কচুরিপানা

যখন কচুরিপানা গুলো বড় হয়ে পুরো কুকুরে জমাট বেঁধে যায়।তখন দেখতে অনেক সুন্দর লাগে আর সেই সুন্দর মুহূর্তটি আমার ফোনে ধারন করেছি আপনাদেরকে দেখানোর জন্য।

3V3rr4S3jU49uJ7YGXMfCAW8jdBAMcLpwKuDWQd3Wy8m3RekHFxfRPKJioki9L8rkjapja4Mb7D94eECZLrGjWymqaiFuhAafHyafmaKCx...Z4KvPeHqd9WSyKYLr5cUgCWeoXKYC3uzU9AG7XZCibPhjqYMguNySRGiZ2aW4KTPVTUwZ5Bo3KXN55z6Nx7BC37jdk1bfRWUEMC329RvYSZTX11rQcnAHN9idk.png

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

বিষয়ঃ- ফটোগ্রাফি পোস্ট "সবুজ প্রকৃতির কিছু এলোমেলো ফটোগ্রাফি" ।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

RNFetchBlobTmp_03d29u40mvnu59lndy9o3r.jpg

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WCnFCoaf77HnnjtGbxvtcZCVRGcMv32JELn7yGd7yduEbShNRxvckSFu5qxWm...4DBE7bSVB6BMULGX4TiDD37LfoKG4LDay4BF3jrUv6vvtoQgQ4ehXkDbqeAwyZ67B7q88vWNYwYe5K84y94JWzcu4Af3kiuQQ3akwFfHeiCdAEkfAf6qBTacXg.png

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WQ9FoKXR6nY3eBXCyiFUDJvfgKpLEANiBKgd7Bwzjx9dLbdyUgWA6hMA3ras9...mvabhXst56JJLqJrLgEkFMJYL2J1JjkehZ8JdUmrkYeqnLKEkC7h5MKoXUDJeoguKyAx72Ktc9j7XvAJLo3LCEogU2ZQ8wTyLQ76aXSY1SdKekLiuM5iKZAWwp.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...WFaaJHmXrxi5zwucUeo3mURWYKXw8Yzqstr8dvh3M1JDWxyrhGVnz8hWdG4EzTnPiDJSxmAXjGFzUJooULrkd8xDqMXzapJE9ubMNuVesQbzQucb8ksjRR8kdT.gif

Sort:  
 2 months ago 

সবুজ প্রকৃতির কিছু এলোমেলো ফটোগ্রাফি আপনি খুব সুন্দর ভাবে ক্যাপচার করেছেন। প্রকৃতির ছবিগুলো সব সময় আমার নজর কারে। আপনি খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন। এই ধরনের গ্রামীণ ফটোগ্রাফি উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

আমার ফটোগ্রাফি গুলো আপনার পছন্দ হয়েছে জেনে ভালো লাগলো ভাই।

 2 months ago 

সবুজ শ্যামল প্রাকৃতিক ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। আর এরকম প্রাকৃতিক মাঝে সময় কাটানোর মজাই আলাদা। আপনার প্রাকৃতিক ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। প্রতিটি ফটোগ্রাফির বেশ সুন্দর ছিল এবং খুব সুন্দর ভাবে বর্ণনা দিয়েছেন। এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 months ago 

সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে কাজে গতি বাড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 2 months ago 

বেশ দারুন দারুন কিছু সবুজ প্রকৃতির ফটোগ্রাফি করলেন। সত্যি বলতে আমাদের চারপাশে প্রাকৃতিক দেশের ফটোগ্রাফি গুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগে। বিশেষ করে সবুজ শ্যামল পরিবেশ আমার অনেক ভালো লাগে। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি দেখেই মনে হচ্ছে আপনি একেবারে সবুজে ঘিরে গেলেন। যাই হোক দারুন ফটোগ্রাফি করলেন।

 2 months ago 

সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ আপু।

 2 months ago 

প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে সময় অতিবাহিত করতে পারলে আসলেই অনেক ভালো লাগে আপু। আপনি প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ কিছু ফটোগ্রাফি ধারণ করে আমাদের মাঝে শেয়ার করেছেন। এ ধরনের প্রকৃতি দেখলেই যেন মনটা ভরে যায়।

 2 months ago 

সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ভাই।

 2 months ago 

দুর্দান্ত কয়েকটি ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু।আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখতে দারুন হয়েছে।খুবই চমৎকার কয়েকটি ফটোগ্রাফি করেছেন।খুবই নিখুঁতভাবে ফটো গুলো তুলেছেন আপু।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 months ago 

আমার তোলা ফটোগ্রাফি গুলো আপনার পছন্দ হয়েছে এটা আমার জন্য অনেক বড় পাওয়া।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.12
JST 0.027
BTC 64593.80
ETH 3405.02
USDT 1.00
SBD 2.32