রেসিপি পোস্ট ||| নতুন আলুর স্বাদে দেশি মুরগির ঝাল ভুনা।

in আমার বাংলা ব্লগ5 months ago

আসসালামু আলাইকুম।আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনেরা আশা করছি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

received_786249290187897.jpeg

আমি আপনাদের মাঝে আজ হাজির হয়েছি একটি নতুন রেসিপি পোস্ট নিয়ে।শীতের সময় রান্নাটা এক প্রকার ঝামেলা মনে হলেও খাওয়া থেকে আমরা কেউ পিছিয়ে নেই।নিজেকে সুস্থ রাখতে হলে এবং বাঁচতে গেলে আমাদের অবশ্যই খেতে হবে।আমি মনে করি খাওয়ার কোন বিকল্প নেই।রান্না করতে যেমন ভাল লাগে তেমনি রান্নায় নতুনত্ব আনতে পারলে আরো বেশি ভালো লাগে।যখন আমার রান্নাটি পরিবেশন করি এবং সবাই প্রশংসা করে সেই প্রশংসাটা শুনতে মনে হয় আমার মত প্রত্যেক মেয়েদেরই ভালো লাগে।কারণ যেকোনো কাজ করতে গেলে অবশ্যই পরিশ্রম করতে হয়।পরিশ্রমের পর যদি সফলতা আসে সেটা অবশ্যই প্রশংসার দাবিদার।বাজারে বেশ কিছুদিন আগেই নতুন আলু দেখেছি। তো নতুন আলু দিয়ে অনেক কিছুই রান্না করে খাচ্ছি বেশ ভালো লাগছে।সেই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি।তবে দেশি মুরগি দিয়ে নতুন আলুর রেসিপির কোন জুরি নেই সাধে অতুলনীয়।আমি আপনাদের মাঝে "নতুন আলুর স্বাদে দেশি মুরগির ঝাল ভুনা" রেসিপি পোস্ট নিয়ে হাজির হয়েছি।চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটি কিভাবে তৈরি করেছি তার সমস্ত প্রক্রিয়াটি দেখে নেওয়া যাক।

উপকরণসমূহঃ-

১। দেশি মুরগি।
২।নতুন আলু।
৩।কাঁচা মরিচ।
৪।পেঁয়াজ।
৫।রসুন।
৬।আদা।
৭।ধনে গুঁড়া।
৮।জিরা গুড়া।
৯।হলুদ গুঁড়া।
১০।মরিচ গুঁড়া।
১১।এলাচ দারচিনি
১২।লবণ।
১৩।তৈল।

received_1111539996867350.jpegreceived_1789082731556053.jpeg
received_791849449443243.jpegreceived_905254904406774.jpeg
received_7503018393056327.jpegreceived_802765298350482.jpeg
received_405138302095394.jpegreceived_1051046106193081.jpeg
received_768283548018172.jpegreceived_1129839064840012.jpeg

↩️প্রস্তুত প্রণালী↪️

🍲প্রথম ধাপ🍲

received_1063652118202055.jpeg

প্রথমে মুরগির মাংস পিস করে কেটে নিয়েছি।

🍲দ্বিতীয় ধাপ🍲

received_3650797921858511.jpeg

এবার সেই মুরগির মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি।

🍲তৃতীয় ধাপ🍲

received_302428862826586.jpeg

আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি।

🍲চতুর্থ ধাপ🍲

received_1038447843882191.jpeg

received_1379135199656136.jpeg

এবার খোসা ছাড়ানো আলোগুলো পরিষ্কার করে ধুয়ে
ফ্রাইপেনে তৈল দিয়ে ভেঁজে নিয়েছি।

🍲পঞ্চম ধাপ🍲

received_364208772990590.jpeg

পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়ে রান্নার উপযোগী করে কেটে নিয়েছি।

🍲ষষ্ঠ ধাপ🍲

received_718502053595855.jpeg

কাঁচামরিচের বোটা ছাড়িয়ে নিয়ে রান্নার উপযোগী করে কেটে নিয়েছি।

🍲সপ্তম ধাপ🍲

received_360754030148745.jpegreceived_1526239631529673.jpeg

এবার একটি ফ্রাইপেনে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুঁচি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা , লবণ ও এলাচ দারচিনি দিয়ে মসলার উপকরণ গুলো ভেঁজে নিয়েছি।

🍲অষ্টম ধাপ🍲

received_1365664407454983.jpeg

এবার ভেঁজে নেওয়া মসলার উপকরণে সামান্য পানি দিয়ে আবার কষিয়ে নিয়েছি।

🍲নবম ধাপ🍲

received_1055759055651017.jpegreceived_1165978414559613.jpeg

received_3618463115075789.jpeg

কষিয়ে নেওয়া মসলায় মুরগির মাংসগুলো দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ঢেকে দিয়েছি।

🍲দশম ধাপ🍲

received_901048935023197.jpeg

received_1445494089708366.jpeg

মাংসগুলো কষানো হয়ে গেলে তার ভিতরে ভেঁজে নেওয়া আলুগুলো দিয়ে দিয়েছি।সামান্য পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি।

🍲এগারো তম ধাপ🍲

received_1068992260883587.jpegreceived_687881043517734.jpeg

received_941242010188703.jpeg

এবারে ঢাকনা খুলে নেড়ে দিয়েছি এবং পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। এরপর হয়ে গেল আমার "নতুন আলুর স্বাদে দেশি মুরগির ঝাল ভুনা" রেসিপি।এবার এই "নতুন আলুর স্বাদে দেশি মুরগির ঝাল ভুনা" রেসিপির একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।

3V3rr4S3jU49uJ7YGXMfCAW8jdBAMcLpwKuDWQd3Wy8m3RekHFxfRPKJioki9L8rkjapja4Mb7D94eECZLrGjWymqaiFuhAafHyafmaKCx...Z4KvPeHqd9WSyKYLr5cUgCWeoXKYC3uzU9AG7XZCibPhjqYMguNySRGiZ2aW4KTPVTUwZ5Bo3KXN55z6Nx7BC37jdk1bfRWUEMC329RvYSZTX11rQcnAHN9idk.png

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার ও উদ্যোক্তা।কবিতা লিখতে এবং নতুন কোনো রেসিপি তৈরি করতে ও নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে চেষ্টা করি এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষদের নিয়ে কাজ করার চেষ্টা করি এবং তাদের সহযোগিতা করতে নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

বিষয়ঃ- রেসিপি পোস্ট "নতুন আলুর স্বাদে দেশি মুরগির ঝাল ভুনা"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WCnFCoaf77HnnjtGbxvtcZCVRGcMv32JELn7yGd7yduEbShNRxvckSFu5qxWm...4DBE7bSVB6BMULGX4TiDD37LfoKG4LDay4BF3jrUv6vvtoQgQ4ehXkDbqeAwyZ67B7q88vWNYwYe5K84y94JWzcu4Af3kiuQQ3akwFfHeiCdAEkfAf6qBTacXg.png

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WQ9FoKXR6nY3eBXCyiFUDJvfgKpLEANiBKgd7Bwzjx9dLbdyUgWA6hMA3ras9...mvabhXst56JJLqJrLgEkFMJYL2J1JjkehZ8JdUmrkYeqnLKEkC7h5MKoXUDJeoguKyAx72Ktc9j7XvAJLo3LCEogU2ZQ8wTyLQ76aXSY1SdKekLiuM5iKZAWwp.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...WFaaJHmXrxi5zwucUeo3mURWYKXw8Yzqstr8dvh3M1JDWxyrhGVnz8hWdG4EzTnPiDJSxmAXjGFzUJooULrkd8xDqMXzapJE9ubMNuVesQbzQucb8ksjRR8kdT.gif

Sort:  
 5 months ago 

আলু দিয়ে মুরগির মাংস রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আলু দিয়ে মাংসের ঝোল করলে খেতে অনেক মজার হয়। আপু আপনি অনেক সুন্দর ভাবে এই রেসিপি তৈরি করেছেন এবং শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 5 months ago 

সব সময় পাশে থেকে সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 5 months ago 

ঠিকই বলেছেন আপু রান্নায় নতুনত্ব আনতে যেমন ভালো লাগে আবার নতুন নতুন রান্না খেতেও কিন্তু ভালো লাগে ।আমাকে কেউ যদি রান্না করে রেডিমেড খাবার দেয় সেটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে । আপনার নতুন আলু দিয়ে মাংসের রেসিপিটি দেখে তো মনে হচ্ছে বাটি ধরে নিয়ে আসি গরম গরম ভাত দিয়ে পটপট করে খেয়ে ফেলি । খুবই ভালো লাগলো আপনার রেসিপিটি ।

 5 months ago 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।

 5 months ago 

নতুন আলু দিয়ে দেশি মুরগির মাংসের অসাধারণ সুস্বাদু ঝাল ভুনা রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলেই নতুন আলু দিয়ে দেশি মুরগির মাংস ভুনা খেতে অনেক মজার লাগে। আপনার এই রেসিপি তৈরিতে কাঁচা মরিচ দিয়ে মসলাগুলো প্রস্তুত করে নেওয়াটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। অত্যন্ত লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 5 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

 5 months ago 

দেশি মুরগি খেতে পছন্দ করে না এরকম মানুষ অনেক কম রয়েছে। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে দেশি মুরগি খেতে। এভাবে আলু দিয়ে দেশি মুরগির মাংস রেসিপি তৈরি করলে অনেক বেশি সুস্বাদু হয়। আপনি নতুন আলু দিয়ে দেশি মুরগির মাংসের ভুনা রেসিপি তৈরি করেছেন, দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু ছিল। সত্যি আপনার তৈরি করা এই রেসিপিটা দেখে আমার তো একেবারে জিভে জল চলে এসেছে। নিশ্চয়ই অনেক মজা করে খেয়েছিলেন এই রেসিপিটা।

 5 months ago 

আপনি ঠিক বলেছেন আপু দেশি মুরগি সকালেই পছন্দ করেন।

 5 months ago 

দেশি মুরগির মাংস আমারও খুব প্রিয়।
নতুন আলু এবং দেশি মুরগির মাংসের মজাদার রেসিপি প্রস্তুত করেছেন দেখেই তো জিভে জল চলে এলো।
আসলে দেশি মুরগির মাংস একটু ঝাল করে প্রস্তুত করলেই খেতে সবথেকে বেশি সুস্বাদু হয়।
রেসিপি প্রস্তুত প্রণালী সুন্দরভাবে উপস্থাপন করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 5 months ago 

সুন্দর মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

 5 months ago 

একদম ঠিক বলেছেন অপু শীতের সময় রান্না করাটা খুবই ঝামেলার। কিন্তু এই শীতের সময় বিভিন্ন ধরনের গরম গরম খাবার খেতেও খুব ভালো লাগে। তাছাড়া রান্না করার পর কেউ প্রশংসা করলেও কস্টটাও দূর হয়ে যায়। নতুন আলু দিয়ে মুরগির মাংসের রেসিপিটি বেশ লোভনীয় হয়েছে। খেতেও নিশ্চয়ই মজাদার হয়েছিল।

 5 months ago 

পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ আপু।

 5 months ago 

নতুন আলোর স্বাদে দেশি মুরগির মাংস রান্নার দারুন রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। দেশি মুরগির রেসিপি গুলো খেতে আমার কাছে খুবই ভালো লাগে। এই রেসিপিটা অন্যান্য মাংস থেকে একটু শক্ত হয় তাই এটা খেতে ভালো লাগে।

 5 months ago 

মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 5 months ago 

হ্যাঁ আপু রান্না করতে আপনাদের যেমন ভালো লাগে ঠিক আমাদেরও নতুনত্ব খাবার গুলো টেস্ট করতে বেশি ভালো লাগে। দেশি মুরগির ঝাল ভুনা রেসিপি শেয়ার করেছেন পরিবেশন করা ছবি দেখেই তো খেতে ইচ্ছে করছে আর এমন লোভনীয় রেসিপি তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 5 months ago 

সুন্দর করে গুছিয়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাই।

 5 months ago 

আজকে তো বেশ সুন্দর ভাবে দেশি মুরগির মাংস নতুন আলু দিয়ে রান্না করলেন। আসলে দেশি মুরগির মাংস খেতে যেমন সুস্বাদু লাগে একই রকম ভাবে নতুন আলো খেতে বেশ মজা লাগে। কিছুদিন আগে আমরাও আমাদের পালিত একটি দেশি মুরগির মাংস রান্না করে খেয়েছিলাম। বিশেষ করে রাত্রেবেলা আপনার রেসিপিটি দেখে অনেকটা লোভ লেগে গেল। বড় বড় মুরগির ফ্রিজ গুলো যেন আমার দিকে তাকিয়ে আছে। যাই হোক বেশ সুন্দরভাবে দেশে আলু দিয়ে মুরগির মাংস রান্না করে আমাদের মাঝে থাকবে শেয়ার করেছেন। বেশি ইউনিক ছিল আপনার রেসিপিটি আজকের।

 5 months ago 

আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো আপু।

 5 months ago 

বয়লারের মুরগী থেকে দেশী মুরগী হাজারগুণে ভালো। খেতেও বেশ মজা লাগে আপু। আর ঝাল হলে গো জমে যায় পুরো। আপনার রেসিপি দেখেই লোভ লেগে গেল

 5 months ago 

সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57173.66
ETH 3067.89
USDT 1.00
SBD 2.39