আমার অনুভূতি ||| শখের ছাদ বাগান।

in আমার বাংলা ব্লগ23 days ago

আসসালামু আলাইকুম।আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনেরা আশা করছি পরিবারকে নিয়ে সুস্থভাবে দিন যাপন করছেন।আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও সৃষ্টিকর্তার রহমতে বেশ ভালো আছি।

received_345890148258898.jpeg


আমি আজ আপনাদের মাঝে হাজির হয়েছি আমার নিজের গাছের ফুলের ওফটোগ্রাফি এবং আমার অনুভূতি নিয়ে।গাছ আমাদের প্রকৃত বন্ধু।গাছ অক্সিজেন দিয়ে ছায়া দিয়ে আমাদের সবাইকে অতি যত্নে রেখেছে। প্রকৃতির অপরূপ সুন্দর্যের কাছে আমরা মুগ্ধ হয়ে যাই।যে সুন্দর্যগুলো আমাদের নজর কাড়ে। আমরা যত সুন্দর জিনিস দেখি না কেন প্রকৃতির সুন্দর্যের কাছে আমরা হার মানি। কারণ প্রকৃতির সৌন্দর্যটাই অন্যরকম। যেটা আর কিছুতে পাওয়া যায় না।

received_1808962672945958.jpeg

received_346127288503763.jpeg

গাছ লাগাতে আমার অনেক ভালো লাগে। জানিনা আপনাদের কেমন লাগে তবে ছোটবেলা থেকেই আমি গাছের প্রতি অনেক দুর্বল। এখনো কোথাও বেড়াতে গেলে গাছ কেনার মত সিচুয়েশন না থাকলেও তার ফটোগ্রাফি অবশ্যই করি।গাছ লাগানোর পর সেই গাছগুলোর যত্ন নেই। কিন্তু যত্নের পর যখন সেই গাছের কোন সমস্যা হয় তখন অটোমেটিক মনটাও ভেঙ্গে যায়। আসলে একটি গাছকে কতটা ভালোবাসলে একটা মানুষের মন খারাপ হয় সেটা যে গাছের প্রতি দুর্বল একমাত্র সেই উপলব্ধি করতে পারবে। কত যত্ন করা হয় সেই গাছগুলো । সঠিক যত্ন পেয়ে সেই গাছগুলো যখন ফুল ও ফল দেয় তখন মনটা আনন্দে ভরে ওঠে।

received_1506406276643876.jpeg

received_1432315898165404.jpeg

আর গাছের কোন ক্ষতি হলে খুব কষ্ট লাগে।কিছুদিন আগে প্রচন্ড ঝড়ে দু-একটি গাছ নষ্ট হয়ে গেছে। সেই ডাল ভেঙে যাওয়া গাছগুলোকে আবার সুন্দর করে কাঁচি দিয়ে কেটে ঠিক করে জায়গা মতো সুন্দর করে রেখেছি। তবে সেই ভেঙে যাওয়া ডালগুলো থেকে আবার ছোট ছোট ডাল বেরোচ্ছে এটা দেখে বেশ ভালই লাগছিল। আবার কিছু গাছে অনেকদিন পর ফুল এসেছে সেটা দেখেও অনেক ভালো লাগছিল।

received_429560759964969.jpeg

received_700591238815246.jpeg

লেবু গাছটি কিছুদিন আগে একদম মরে গিয়েছিল প্রচন্ড রোদে। তারপর সেই গাছের যত্নে ও পানি দেওয়াতে প্রচুর ফুল এসেছে। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সেই গাছে প্রচুর লেবুও ধরেছে। আসলে নিজের হাতে কোন কিছু লাগানোর আনন্দটাই আলাদা এবং সেই গাছে যদি সবজি ও ফুল হয় তাহলে আরও বেশি ভালো লাগে।

received_343044602155161.jpeg

received_1195713818510186.jpeg

মাটির কোন তুলনা হয় না কিন্তু ছাদ বাগানের মাটি গুলো যত কিছুই লাগাইনা কেন অরজিনাল মাটির রসটা পায়না। ছাদে ও নিচের মাটিতে একই গাছ লাগালে পার্থক্যটা সেখানেই বোঝা যায়। কোন গাছটির সতেজতা বেশি।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

🇧🇩খোদা হাফেজ🇧🇩

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAM3QQ7FR6kib75sNWjeyY2KuEUDi8sz6bqHr6btS4ZpMjd6ZzLZfSH89YMHKJv...3fzs3sFLFAqLELDokXmVgfJ6YVr36Qp4638DGsHpuyWTc5MpwFu6c7wPYBdkH2rWxh2Ga7BCLPL77Z7xxfhZoshrNvtpGsWzLs2U3qCa94pcxDkP5iJQ32gXxJ.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjW7B16raykpRBBtyTQUFW7XGr7xZVLeBTFHMesz1y1YLMaRCqSDdTKqZZEuy...UDd94nf5tGguVVRooGELhKEmtBPjAkNGMsJyyMmhVnaHysGw6KxEdaBokPwW3W6CTvkv3wdBawHctPTTTnJdnpG8WRP1AXmDvTsKP94X1E3EZ5ujgXWURN5fJ6.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...crnZzhhqu4WYmao4vB3RGiHNTU8GnpyKxF83dd6bSwTqRwmbSmFsvHQugwruB3kXoq8vq41Z9g3n3c9cGisLLwmNhiGFhgH3Q5gyrPfV554nn9Ypt5xRrncPbs.gif

Sort:  
 23 days ago 

এক নজরে আপনার ছাদ বাগানের সুন্দর কিছু দৃশ্য দেখতে পারলাম। যেখানে ফুলের গাছের ফুল থেকে শুরু করে ক্যাকটাস জাতীয় আরো অনেক কিছু আপনার ছাদ বাগানে রয়েছে। বেশ ভালো লেগেছে আপনার সুন্দর এই আজকের পোস্ট দেখে।

 22 days ago 

আমার ছাদ বাগান আপনার ভালো লেগেছে যেনে অনেক ভালো লাগলো।

 23 days ago 

আপু আপনার মত আমারও গাছ লাগাতে ভীষণ ভালো লাগে। আপনি ছাদে অনেক সুন্দর সুন্দর ফুল ও ফলের গাছ লাগিয়েছেন দেখছি। লেবু গাছ মরে যাওয়ার পরেও আবার সতেজ উঠেছে জানতে পেরে খুবই ভালো লাগলো। আর মাশআল্লাহ অনেক লেবু ধরেছে দেখছি। খুবই ভালো লাগলো আপু আপনার ছাদ বাগানে গাছ লাগানোর অনুভূতি পোস্ট পড়ে। ধন্যবাদ আপু।

 22 days ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।

 23 days ago 

গাছের প্রতি আপনার এত ভালবাসা জানতে পেরে ভালো লাগলো। ঝড়ের কারণে ভেঙে যাওয়া গাছগুলো আপনি সুন্দর ভাবে যত্ন নিয়েছেন জেনে ভালো লাগলো। আবার অতিরিক্ত গরমে মরে যাওয়ার মত লেবু গাছটাকেও আপনি সুন্দর মতো যত্ন নিয়ে সতেজ করেছেন যেন ভালো লাগলো। যাহোক দোয়া করি গাছের প্রতি আপনার এই ভালোবাসা অটুট থাকুক ।

 22 days ago 

আমি সব সময় গাছের যত্ন নিতে পছন্দ করি ভাই।

 23 days ago 

আসলে আপু ছাদ বাগান আমার খুব ভালো লাগে। আর আপনার যে ফুলের ছবিগুলো আমাদের মাঝে শেয়ার করেছেন তার সবকটি গাছ আমার ছাদ বাগানে রয়েছে। আসলে অবসর সময়ে এই গাছের যত্ন নিতে এবং এই গাছের সাথে সময় কাটাতে আমাদের সবার খুব ভালো লাগে। ধন্যবাদ আপু আপনার এই শখের ছাদ বাগানের ছবি শেয়ার করার জন্য।

 22 days ago 

শুনে অনেক ভালো লাগলো দাদা যে আপনি অবসর সময়ে গাছের পরিচর্যা করেন।

 23 days ago 

আপনাদের ছাদবাগানে তো দেখছি অনেক কিছু রয়েছে। হাত বাগানের এত সুন্দর চিত্রগুলো দেখে খুবই ভালো লেগেছে আমার। যেখানে ফুল গাছ থেকে শুরু করে তবে অনেক কিছু দেখতে পারলাম। অনেক ভালো লাগলো আপু আপনার এই ছাদ বাগান দেখে।

 22 days ago 

আমার ছাদ বাগান আপনার ভালো লেগেছে। এটা আমার জন্য অনেক ভাল খবর।

 23 days ago 

আপু আপনার ছাদ বাগানের খুব সুন্দর অনুভূতি শেয়ার করেছেন। ঠিক বলেছেন আপু একটি মানুষ যখন গাছকে অনেক বেশি ভালোবাসে তখন গাছ মরে গেলে সে খুব কষ্ট পায়। আপনার অনুভূতি পড়েই বুঝতে পারছি আপনি গাছ প্রেমী মানুষ। আপনার ছাদে খুব সুন্দর সুন্দর গাছ রয়েছে। ছাদে গাছ থাকলে বিকালের সময়টা খুব ভালো কাটে। টবের মধ্যে গাছ গুলো লাগানো হয় বলে অরিজিনাল মাটির রস পাওয়া যায় না। ধন্যবাদ আপু ছাদ বাগানের এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।

 22 days ago 

গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।

 23 days ago 

ছাদের মধ্যে এত সুন্দর কিছু গাছ রোপন করেছেন যেগুলো খুবই সুন্দর দেখাচ্ছে। বলতেই হবে আপনার রুচি আছে। যাইহোক, ছাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য এ ফুল গাছগুলো খুবই প্রয়োজন।

 22 days ago 

সুন্দর মন্তব্য করে কাজে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

 21 days ago 

বাগান করতে আমার ভীষণ ভালো লাগে। আপনার বাগানের ফুল ও ফলের গাছের ছবিগুলো দেখে ভীষণ ভালো লাগলো। যখন নিজের করা বাগানের কোন গাছের ক্ষতি হয় তখন খুবই খারাপ লাগে।ঝড়ের কারনে আপনার দুটি গাছ নষ্ট হয়েছে জেনে খুবই কষ্ট পেলাম আপু। খুব সুন্দর কিছু অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার পোস্ট টি ভালো লাগলো।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 20 days ago 

জি আপু গাছ নষ্ট হলে খুব কষ্ট লাগে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.029
BTC 60808.77
ETH 3368.54
USDT 1.00
SBD 2.47