DIY ||| এসো নিজে করি ||| রঙিন কাগজে আকর্ষণীয় টিয়া পাখি।

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম।আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনেরা এবং বাংলা এপার ওপারের সকল ভাই ও বোনেরা আশা করছি পরিবারের সবাইকে নিয়ে সুস্থ আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।

IMG_20230808_163505_884.jpg

ভালো থাকাটা বিধাতার সব থেকে বড় নেয়ামত কেননা প্রচন্ড বৃষ্টি এবং এই বৃষ্টিতে মশার উপদ্রব প্রচন্ড বাড়ছে। প্রত্যেক পরিবারের ছোট বড় সকলে রয়েছে। সেই পরিবারের সকলের সুস্থতার জন্য বিবেচনা করে একটি কথা আমি সবাইকে বলতে চাচ্ছি। এখন যেহেতু বর্ষাকাল কাজেই আমরা সবাই দশটি নয় সাতটি নয় একটি দুটি হলেও যেন গাছ লাগাই।গাছ আমাদের প্রকৃত বন্ধু।গাছ আমাদের অক্সিজেন দেয়। আমরা আমাদের অর্থের প্রয়োজনে যে গাছটি কাটে ফেলি তার বিনিময়ে যেন আরো পাঁচটি গাছ আমাদের নিজস্ব জায়গায় লাগাই।তার কারণ একটি গাছি আপনার যে কোন বিপদে আপদে অনেক সাহায্য সহযোগিতা করে থাকে।

আমরা অনেকেই না বুঝে আমাদের জ্বালানি কাজে এই গাছ কেটে ব্যবহার করে থাকি কিন্তুু একটি বার লক্ষ্য করে দেখছি না। আমরা যদি এভাবে প্রচুর গাছ কেটে ফেলি তাহলে আমরা প্রচুর অক্সিজেন কোথা থেকে পাব। আর কথা নয় আমরা বুক ভরে নিঃশ্বাস নেই এবং গাছ লাগাই।আমি আজ আপনাদের মাঝে একটি ডাইপোস্ট নিয়ে হাজির হয়েছি।আমার ডাই পোষ্টটির নাম "রঙিন কাগজে আকর্ষণীয় টিয়া পাখি" কিভাবে তৈরি করেছি তার সমস্ত প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক ।

উপকরণসমূহঃ-

১।রঙিন কাগজ।
২।রং পেন্সিল।
৩।কাঁচি।

IMG_20230808_164322_009.jpgIMG_20230808_164317_562.jpg

IMG_20230808_164314_430.jpg

প্রস্তুত প্রণালী

প্রথম ধাপ

IMG_20230808_155802_864.jpg

প্রথমে রঙ্গিন কাগজটিকে দুই ভাঁজ করে ত্রিভুজাকৃতি করে কেটে নিয়েছি।

দ্বিতীয় ধাপ

IMG_20230808_155924_859.jpg

এবার ত্রিভুজ আকৃতির কাগজটি খুলে সামনা সামনি ও আড়াআড়ি ভাবে আবারো ভাঁজ করে নিয়েছি।

তৃতীয় ধাপ

IMG_20230808_160056_357.jpg

ভাঁজ করে নেওয়া কাগজটির ভাঁজে ভাঁজে ছোট বর্গক্ষেত্র করে নিয়েছি।

চতুর্থ ধাপ

IMG_20230808_160303_849.jpg

IMG_20230808_160219_020.jpgIMG_20230808_160143_128.jpg

সেই বর্গ ক্ষেত্রর ছোট কাগজটির এক কিনারে মাথা থেকে একটি ভাঁজ দিয়ে নিয়েছি এবং তার পাশেও ভাঁজ দিয়ে নিয়েছি।

পঞ্চম ধাপ

IMG_20230808_160338_089.jpg

ঠিক একইভাবে পিছনের অংশটিও ভাঁজ করে নিয়েছি।

ষষ্ঠ ধাপ

IMG_20230808_160457_974.jpg

এবার পুরো কাগজটি আবার খুলে নিয়েছি।

সপ্তম ধাপ

IMG_20230808_160528_011.jpg

ঠিক মাঝে অল্প করে কেটে নিয়েছি।
<centerঅষ্টম ধাপ**

IMG_20230808_160657_533.jpg

আবারো কাগজটিকে দুই সাইডে মোড়ে ছোট অংশ করে নিয়েছি।

নবম ধাপ

IMG_20230808_160912_222.jpg

IMG_20230808_160819_434.jpg

তারপর সেই ছোট অংশের কাগজের ভেতরের অংশ খুলে মুড়ে দিয়েছি। ঠিক একই ভাবে পরের সাইডেও সুন্দর করে ভাঁজ করে নিয়েছি।

দশম ধাপ

IMG_20230808_161752_840.jpg

IMG_20230808_161631_256.jpg

পেছনের অংশটিও একইভাবে ভাঁজ করে নিয়েছি।

এগারো তম ধাপ

IMG_20230808_161631_256.jpg

এবার দুই সাইডে উপরে ছোট অংশ দুটো ভাঁজ খুলে সুন্দর করে ভাঁজ করে নিয়েছি।

বারো তম ধাপ

IMG_20230808_162217_750.jpg

IMG_20230808_161946_903.jpg

এবার লম্বা সাইডের এক অংশ ভাঁজ করে নিয়েছি ঠিক একইভাবে পরের অংশটিও ভাঁজ করে নিয়েছে।

তেরো তম ধাপ

IMG_20230808_161317_752.jpg

ছোট চার কোনা অংশটি উল্টিয়ে নিলাম।

চৌদ্দ তম ধাপ

IMG_20230808_161840_824.jpg

IMG_20230808_161809_342.jpg

টিয়া পাখির পায়ের দুই সাইডের অংশ ভাঁজ করে নিলাম ।

পনের তম ধাপ

IMG_20230808_162513_405.jpg

IMG_20230808_162422_211.jpg

এবার পাখা দুটো বানিয়ে নিলাম।

ষোল তম ধাপ

IMG_20230808_162702_397.jpg

IMG_20230808_162547_080.jpg

টিয়া পাখির ঠোঁটের শেভ করে দুটো ভাঁজ করে সেই সুন্দর ঠোঁটের আকৃতি করে নিলাম ।

সতেরো তম ধাপ

IMG_20230808_163427_736.jpgIMG_20230808_162949_263.jpg

IMG_20230808_163806_946.jpg

এবার টিয়া পাখির ঠোঁট এঁকে নিলাম রং পেন্সিল দিয়ে এবং টিয়া পাখির চোখ এঁকে নিলাম। আর এভাবে হয়ে গেল আমার "রঙিন কাগজে আকর্ষণীয় টিয়া পাখি"। এবার এই "রঙিন কাগজে আকর্ষণীয় টিয়া পাখি" এর একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।

received_617824823488930.jpeg

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

বিষয়ঃ- ডাই পোস্ট "রঙিন কাগজে আকর্ষণীয় টিয়া পাখি"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩

received_1368894727258026.jpeg

received_1847025145651788.gif

received_929440788081405.jpeg

received_3543384005885066.jpeg

Sort:  
 last year 

সুস্থতা হচ্ছে আল্লাহর বড় নেয়ামত। আমরা যদি একটি গাছ কাটি তাহলে দুটি গাছ লাগানোর চেষ্টা করতে হবে। গাছ থেকে আমরা অক্সিজেন পাই। যাইহোক আজকে আপনি রঙিন কাগজ দিয়ে খুব চমৎকারভাবে একটি টিয়া তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। তবে আজকে আপনার টিয়া তৈরি দেখে সত্যি আমার কাছে অসম্ভব ভালো লাগলো। তবে আপনার তৈরি টিয়া টি ঘুমিয়ে আছে। যেভাবে টিয়া ঘুমিয়ে থাকে সেভাবে টিয়া টি বানিয়েছেন। অনেক সুন্দর করে রঙিন কাগজের তৈরি টিয়া আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 last year 

অনেক সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

 last year 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর করে টিয়া পাখি তৈরি করেছেন। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। এরকম একটা টিয়া পাখি আমি কিছুদিন আগে তৈরি করেছিলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 last year 

সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ আপু।

 last year 

রঙিন কাগজ ব্যবহার করে চমৎকার একটি টিয়া পাখি তৈরি করেছেন আপু। টিয়া পাখিটি দেখতে আসলেই আকর্ষণীয় লাগছে।টিয়া পাখি তৈরি করার পদ্ধতি গুলো আমাদের মাঝে ধাপে ধাপে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি

 last year 

উৎসাহ মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 last year 

রঙিন কাগজ দিয়ে আপনি খুবই সুন্দর একটি টিয়া পাখি তৈরি করেছেন। আমিও ছোটবেলা যখন স্কুলে পড়তাম তখন এইভাবে কাগজ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতাম। আপনার এই রঙিন কাগজ দিয়ে টিয়া পাখি তৈরি করা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। খুব সুন্দর হয়েছে এভাবে এগিয়ে যান।

 last year 

মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ভাই।

 last year 

ওয়াও আপু আপনি আজকে আমাদের মাঝে অসাধারণভাবে রঙিন কাগজ দিয়ে টিয়া পাখি তৈরি করে শেয়ার করেছেন। আসলে এতসব চিন্তাধারা আপনাদের মাথায় যে কিভাবে আসে আমি ঠিক বুঝে পাইনা। যাইহোক এত সুন্দর ভাবে পোস্টটি সময় নিয়ে তৈরি করে আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর করে গুছিয়ে মন্তব্য করার জন্য।

 last year 

টিয়া পাখিটাকে দেখতে তো অনেক বেশি আকর্ষণীয় লাগছে। টিয়া পাখি আমার খুবই পছন্দের যা দেখতাম আমি খুব ভালোবাসি। আর আপনি টিয়া পাখির অরিগ্যামি তৈরি করেছেন। ভাঁজে ভাঁজে এরকম ভাবে যেকোনো কাজ করতে যদিও কষ্ট হয়, তবে তৈরি করার পরে দেখতে খুব ভালো লাগে। আপনি ভাঁজে ভাঁজে অনেক সুন্দর করে এটা তৈরি করেছেন। আপনার ধাপ গুলো দেখে আমি খুব সহজে এটা শিখে নিতে পারলাম।

 last year 

আমার টিয়া তৈরির বিষয়টি আপনি শিখতে পেরেছেন এটি শুনে অনেক ভালো লাগলো।

 last year 

রঙিন কাগজে আকর্ষণীয় টিয়া পাখি খুবই সুন্দর হয়েছে দেখে, অনেক ভালো লাগলো। এত সুন্দর একটি টিয়া পাখির ডাই পোস্ট আমাদের সাথে ধাপে ধাপে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাই।

 last year 

আপনু অপনি চমৎকার ভাবে রঙিন কাগজ দিয়ে টিয়া পাখি অরিগ্যামি তৈরি করেছেন। এধরনের কাজ গুলো করতে অনেক সময় এবং ধৈর্য্য সহকারে করতে হয়। একটু ভুল হলে পুরো কাজটি নষ্ট হয়ে যায়। নিখুঁত ভাবে পুরো কাজ সম্পুর্ন করেছেন ধন্যবাদ আপনাকে আপু।

 last year 

সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ।

 last year 

আমি তো প্রথমে ভেবেছিলাম আপনি হয়তো টিয়া পাখির ফটোগ্রাফি করেছেন। পরে দেখি আপনি তো রঙিন কাগজ ব্যবহার করে এই টিয়া পাখির অরিগ্যামি তৈরি করেছেন। ভাঁজে ভাঁজে অনেক সুন্দর করে এটা তৈরি করেছেন। আপনি যে পদ্ধতিতে এই পাখিটি তৈরি করেছেন তা অনেক সুন্দর করে উপস্থাপনার মাধ্যমে শেয়ার করেছেন দেখে ভালো লেগেছে। উপস্থাপনা দেখে যে কেউ এটা তৈরি করে নিতে পারবে বলে আমি মনে করি।

 last year 

আপনি সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে কাজ করার গতি অনেক গুণ বাড়িয়ে দেন। এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

 last year 

রঙিন কাগজ দিয়ে কত কি তৈরি করা যায় তা আপনাদের দ্বারা প্রমাণিত হয়। খুব সুন্দর একটি টিয়া পাখির দৃশ্য ফুটিয়ে তুলেছেন রঙিন কাগজ দিয়ে তৈরীর মাধ্যমে ভালো লাগলো।

 last year 

আমার ডাই পোস্টটি আপনার ভালো লেগেছে শুনে ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65546.28
ETH 2666.01
USDT 1.00
SBD 2.90