DIY ||| এসো নিজে করি ||| রঙ্গিন কাগজে আকর্ষণীয় জুতা।

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনেরা আশা করছি সবাই সুস্থ ভাবে দিন যাপন করছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও সৃষ্টিকর্তার রহমতে বেশ ভালো আছি।

received_442766508350356.jpeg


আমি আজ আপনাদের মাঝে হাজির হয়েছি আরেকটি নতুন পোস্ট নিয়ে। আজ আমি আপনাদের মাঝে একটি ডাইপোস্ট নিয়ে হাজির হয়েছি।রঙ্গিন কাগজ দিয়ে যেকোনো কিছু তৈরি করলে দেখতে যেমন আকর্ষণীয় লাগে। তেমনি সেই কাগজের ভাঁজে ভাঁজে কাগজটি নতুন একটি রূপে চলে আসে। আসলে প্রত্যেকটি জিনিসকে যত্ন সহকারে বুদ্ধি দিয়ে কি কাজ করব সেই অনুপাতে যদি করা হয়।তবে সেই কাজটি যেমন সুন্দর হয় তেমনি দেখতেও অনেক ভালো লাগে।ডাই পোস্ট গুলো করতে অনেক ধৈর্য,সময় ও সাবধানতা অবলম্বন করে করতে হয়।আমি আপনাদের মাঝে "রঙ্গিন কাগজে আকর্ষণীয় জুতা" তৈরি করেছি।চলুন আর কথা না বাড়িয়ে জুতাটি কিভাবে তৈরি করেছি তার সমস্ত প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক।

উপকরণসমূহঃ-

১। রঙ্গিন কাগজ।
২। কাঁচি।
৩। গাম।
৪। জেল পেন।

received_25990048413913830.jpeg

received_3164772243654984.jpegreceived_1008518787558114.jpeg

received_439443628706123.jpeg

↩️প্রস্তুত প্রণালী↪️

প্রথম ধাপ

received_438373898919708.jpeg

প্রথমে রঙ্গিন কাগজটির এক কিনারে ধরে ভাঁজ করে ত্রিভুজ আকৃতি করে নিয়েছি।

দ্বিতীয় ধাপ

received_1567136393865898.jpeg

এবার সেই কাগজটি খুলে সেই মাপ অনুযায়ী কাগজটি কেটে নিয়েছি।

তৃতীয় ধাপ

received_430500209874539.jpeg

এবার সেই কাগজটির মাঝখানে আবারো ভাঁজ করে দু টুকরো করে নিয়েছি ।

চতুর্থ ধাপ

received_4252211195009880.jpeg

একটি কাগজের মাঝখানে আবারো সমান ভাঁজ করে নিয়েছি এবং সেই ভাঁজটি খুলে তার বড় সাইডের কাগজটি রেখে পাশের অংশটির মাঝে আবারও ভাঁজ করে নিয়েছি।

পঞ্চম ধাপ

received_1586145495290658.jpeg

এবার ভাঁজের বড় অংশটি অপর প্রান্তে সামান্য ভাঁজ করে নিয়েছি ।

ষষ্ঠ ধাপ

received_1120803322467004.jpeg

এবার অল্প ভাঁজ করে নেওয়া কাগজটির ঠিক মাঝে আবারও ভাঁজ করে নিয়েছি।

সপ্তম ধাপ

received_997572445424550.jpeg

এবার জুতাটি সুন্দর দেখার জন্য কাগজের এক সাইডের ভাঁজ একটু খুলে বাড়িয়ে নিয়েছি।

অষ্টম ধাপ

received_1875208362926652.jpegreceived_411510998524489.jpeg

received_3764136640534047.jpeg

এবার জুতার উপরে জেল পেন দিয়ে সুন্দর করে দুটি চোখ একটি মুখ এঁকে নিয়েছি।আর এভাবে হয়ে গেল আমার "রঙ্গিন কাগজে আকর্ষণীয় জুতা"।এবার এই "রঙ্গিন কাগজে আকর্ষণীয় জুতা" র একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

🇧🇩আজকের মত বিদায়🇧🇩

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAM3QQ7FR6kib75sNWjeyY2KuEUDi8sz6bqHr6btS4ZpMjd6ZzLZfSH89YMHKJv...3fzs3sFLFAqLELDokXmVgfJ6YVr36Qp4638DGsHpuyWTc5MpwFu6c7wPYBdkH2rWxh2Ga7BCLPL77Z7xxfhZoshrNvtpGsWzLs2U3qCa94pcxDkP5iJQ32gXxJ.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjW7B16raykpRBBtyTQUFW7XGr7xZVLeBTFHMesz1y1YLMaRCqSDdTKqZZEuy...UDd94nf5tGguVVRooGELhKEmtBPjAkNGMsJyyMmhVnaHysGw6KxEdaBokPwW3W6CTvkv3wdBawHctPTTTnJdnpG8WRP1AXmDvTsKP94X1E3EZ5ujgXWURN5fJ6.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...crnZzhhqu4WYmao4vB3RGiHNTU8GnpyKxF83dd6bSwTqRwmbSmFsvHQugwruB3kXoq8vq41Z9g3n3c9cGisLLwmNhiGFhgH3Q5gyrPfV554nn9Ypt5xRrncPbs.gif

Sort:  
 2 months ago 

আপনি আজকে কাগজ দিয়ে অনেক সুন্দর এক জোড়া জুতা তৈরি করেছেন। আপনার তৈরি কাগজের জুতা দেখে আমার কাছে ভীষণ ভালো লাগলো। তাছাড়া আপনি ঠিক বলেছেন। এধরনের কাজ গুলো খুবই যত্ম সময় ও ধৈর্য নিয়ে করতে হয়। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 months ago 

আসলে রঙিন কাগজ ভাঁজে ভাঁজে কত সুন্দর জিনিস তৈরি হয়ে যায় সেটা তো আগে আমাদের জানাই ছিল না এই কমিউনিটিতে ঢোকার পরে আস্তে আস্তে আমরা কত কিছুই না শিখছি । আপনি রঙিন কাগজ দিয়ে আজকে খুবই সুন্দর একটি জুতা তৈরি করেছেন । আমার তো মনে হচ্ছে জুতাটি পায়ে দিয়ে দেখি খুবই ভালো লাগছে জুতাটি ।

 2 months ago 

আমার ডাই পোস্টটি আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগছে আপু।

 2 months ago 

প্রতিটা মানুষের মধ্যে ভিন্ন ধরনের ক্রিয়েটিভিটি থাকে। আর সেগুলো ভিন্ন ভিন্ন সময়ে প্রকাশ পায়। রঙিন কাগজ দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। আপনি রঙিন কাগজ দিয়ে বেশ সুন্দর একটি জুতা তৈরি করেছেন। এটি তৈরি করার ধাপ সুন্দরনভাবে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 months ago 

সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে কাজে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

 2 months ago 

রঙিন কাগজ দিয়ে আজ আপনি খুব সুন্দর এক জোরা জুতা বানিয়েছেন।দেখতে অনেক সুন্দর লাগছে কালার টা যদি আরেকটু ডিপ দিতেন আরো বেশি ভালো লাগতো।ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 months ago 

জি ভাই ডিপ কালার আসলে অনেকেই পছন্দ করে। তবে আমার কাছে এ কালারটি বেশি ভালো লাগে তাই দিয়েছি।

 2 months ago 

কাগজ কেটে অনেক সুন্দর জুতা তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে কাগজের ভাজে আঠা লাগিয়ে কিভাবে তৈরি করতে হয় সেটা উপস্থাপন করেছেন। সবশেষে জেল পেন দিয়ে চোখ এবং মুখ অংকন করেছেন যেটা সৌন্দর্য আরো বৃদ্ধি করেছে শুভকামনা রইল আপু।

 2 months ago 

মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

 2 months ago 

রঙ্গিন কাগজ দিয়ে অত্যন্ত সুন্দর একটি জুতা তৈরি করেছেন। এটা দেখতে ভীষণ ভালো লাগতেছে এবং এই কাজগুলো করতে বেশ সময়ের প্রয়োজন হয়। কালার কম্বিনেশন অত্যন্ত সুন্দর ছিল দেখতে বেশ চমৎকার।

 2 months ago 

অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য।

 2 months ago 

রঙ্গিন কাগজ দিয়ে চমৎকার সুন্দর জুতা বানিয়েছেন আপু।অনেক সুন্দর লাগছে জুতা গুলো মনে হচ্ছে সত্যিকারের জুতা এগুলো।ধাপে ধাপে জুতা তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ দিদি।

 2 months ago 

রঙ্গিন কাগজে জুতা দেখে সত্যিকারের জুতার মনে হচ্ছে। আপনার জুতা তৈরি ধাপ গুলো দেখে খুব ভালো লেগেছে। একদম আরজিনাল হয়েছে। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 months ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাই।

 2 months ago 

আপনার বুদ্ধি দেখে আমি অবাক হয়ে গেলাম। এত সুন্দর জুতা শপিংমলেও পাওয়া যায় না। আপনি জুতোগুলো আমার কাছে বিক্রি করে দেন। আমি আমার মেয়ের জন্য এই এগুলো নিয়ে যাবো। এই জুতো পেলে আমার মেয়ে অনেক খুশি হবে,হে হে হে। ধন্যবাদ আপু।

 2 months ago 

জি ভাই ঠিক বলেছেন ছোট বাচ্চারা এই জুতা পেলে অনেক খুশি হবে।

 2 months ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একজোড়া জুতা তৈরি করেছেন আপু।জুতা জোড়ার উপর হাসির ইমোজি আঁকিয়ে দেওয়ার কারণে অনেক বেশি কিউট লাগছে। রঙিন কাগজ দিয়ে জুতা তৈরির পদ্ধতি আমাদের মাঝে এত সুন্দর ভাবে পোস্ট আকারের সাজিয়ে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

সুন্দর মন্তব্য করে কাজে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68854.36
ETH 3283.36
USDT 1.00
SBD 2.67