DIY ||| এসো নিজে করি ||| সুন্দর আকর্ষণীয় রঙ্গিন কাগজের একটি নকশা।

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম।প্রত্যাশা করি আমার বাংলা ব্লগের প্রিয় ভাই-বোনেরা সকলে সবার পরিবারকে নিয়ে সুস্থ ভাবে দিন যাপন করছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও সৃষ্টিকর্তার রহমতে বেশ ভালো আছি।

received_1166122827741050.jpeg


আজ দুদিন হলো প্রকৃতি সতেজতায় ভরপুর। কারণ অঝোরে ঝরছে বৃষ্টির ধারা। বৃষ্টির এই সময় প্রকৃতি যেমন সতেজতায় থাকে তেমনি আমাদের মনটিও ভালো থাকে। প্রচন্ড গরমে মানুষের জীবন অস্বস্তি হয়ে উঠেছিল। সৃষ্টিকর্তা তার রহমত দিয়ে আমাদের সেই কষ্ট থেকে মুক্তি দিয়েছেন। আসলে ভাবা যায় সৃষ্টিকর্তা কি না পারে যে গরমে আমরা এতটা কষ্ট করেছি আর এখন রাত দিন বৃষ্টিতে এক প্রকার ঠান্ডা লাগছে। তবে যেটাই বলি না কেন বৃষ্টিতে ভিজতে, বৃষ্টি দেখতে অনেক ভালো লাগে।আর বৃষ্টি এলে আমার কেন জানি মনে প্রচন্ড আনন্দ লাগে। আর তখনি মনে হয় এখন একটি কবিতা লিখি। চেষ্টা করি লেখার জন্য। মনের ভেতর প্রচুর আবেগ অনুভূতি না থাকলে কবিতা লেখা সম্ভব হয় না। আজ আপনাদের মাঝে কোন কবিতা নিয়ে আসিনি। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি রঙ্গিন কাগজ দিয়ে সুন্দর একটি নকশা তৈরি নিয়ে।একসময় এই রঙিন কাগজ দিয়ে নকশা তৈরি করে গ্রাম বাংলার বিয়েতে, বিভিন্ন রকম অনুষ্ঠানে, উৎসবে রঙিন কাগজ কেটে ডিজাইন করে সুন্দর করে লাগাতো আকর্ষণীয় দেখার জন্য। আমি আজ আপনাদের মাঝে রঙিন কাগজ দিয়ে একটি নকশা নিয়ে হাজির হয়েছি চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেয়া যাক।

উপকরণ সমূহঃ-

১।রঙ্গিন কাগজ।
২।পেন্সিল।
৩।কাঁচি।

received_418509990946283.jpeg

received_2727882480720026.jpeg

received_1173237383862470.jpeg

↩️প্রস্তুত প্রণালী↪️

🔰প্রথম ধাপ🔰

received_1822356814936038.jpeg

প্রথমে রঙ্গিন কাগজটিকে ভাঁজ করে নিয়েছি চারদিকে সমান রেখে।

🔰দ্বিতীয় ধাপ🔰

received_421241740800157.jpeg

এবার সেই কেটে নেওয়া কাগজ টির মাঝখানে ভাঁজ করে নিয়েছি ত্রিভুজ আকৃতি করে।

🔰তৃতীয় ধাপ🔰

received_758090866517558.jpeg

এবারও সেই কাগজটির ভেতর ভাঁজ করে নিয়েছি।

🔰চতুর্থ ধাপ🔰

received_1131670271388484.jpeg

এবার ভাঁজ করে নেওয়া কাগজের নিচের অবশিষ্ট বেশি অংশটুকু কাঁচি দিয়ে কেটে নিয়েছি।

🔰পঞ্চম ধাপ🔰

received_750561890574651.jpeg

এবার একটি পেন্সিল দিয়ে সুন্দর করে ডিজাইন এঁকে নিয়েছি এক্সাইডে।

🔰ষষ্ঠ ধাপ🔰

received_1098366374790511.jpeg

ঠিক একই ভাবে অপর সাইডে ডিজাইনটি এঁকে নিয়েছি।

🔰সপ্তম ধাপ🔰

received_463707556177762.jpeg

received_467769909041867.jpeg

এবার ডিজাইন এঁকে নেওয়া অংশ কাঁচি দিয়ে কেটে নিয়েছি।

🔰অষ্টম ধাপ🔰

received_824413559603758.jpegreceived_1606960390094799.jpeg

received_1017700876817136.jpeg

এবার সেই কেটে নেওয়া রঙিন কাগজটি আস্তে আস্তে সুন্দর করে খুলে নিয়েছি। আর এভাবেই হয়ে গেল আমার "সুন্দর আকর্ষণীয় রঙ্গিন কাগজের একটি নকশা"।এবার এই "সুন্দর আকর্ষণীয় রঙ্গিন কাগজের একটি নকশা" ডাইটির একটি ছবি আপনাদের মাঝে উপস্থাপন করলাম।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

🇧🇩আজকের মত বিদায়🇧🇩

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjW7B16raykpRBBtyTQUFW7XGr7xZVLeBTFHMesz1y1YLMaRCqSDdTKqZZEuy...UDd94nf5tGguVVRooGELhKEmtBPjAkNGMsJyyMmhVnaHysGw6KxEdaBokPwW3W6CTvkv3wdBawHctPTTTnJdnpG8WRP1AXmDvTsKP94X1E3EZ5ujgXWURN5fJ6.png

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAM3QQ7FR6kib75sNWjeyY2KuEUDi8sz6bqHr6btS4ZpMjd6ZzLZfSH89YMHKJv...3fzs3sFLFAqLELDokXmVgfJ6YVr36Qp4638DGsHpuyWTc5MpwFu6c7wPYBdkH2rWxh2Ga7BCLPL77Z7xxfhZoshrNvtpGsWzLs2U3qCa94pcxDkP5iJQ32gXxJ.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...crnZzhhqu4WYmao4vB3RGiHNTU8GnpyKxF83dd6bSwTqRwmbSmFsvHQugwruB3kXoq8vq41Z9g3n3c9cGisLLwmNhiGFhgH3Q5gyrPfV554nn9Ypt5xRrncPbs.gif

Sort:  
 2 months ago 

অনেক সুন্দর আকর্ষণীয় ভাবে রঙ্গিন কাগজের একটি নকশা তৈরি করেছেন। দেখতে আমার ভীষণ ভালো লাগতেছে। প্রতিটি ধাপ সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল।

 2 months ago 

মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ।

 2 months ago 

রঙিন কাগজ ব্যবহার করে দারুন একটি নকশা তৈরি করছেন আপু। এই ধরনের নকশাগুলো তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি তো চেষ্টা করি প্রতি সপ্তাহেই এরকম নকশা আপনাদের মাঝে শেয়ার করার জন্য। যে আপনার এত সুন্দর একটি নকশা তৈরি করা দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 2 months ago 

মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।

 2 months ago 

রঙিন কাগজের নকশা ডিজাইন গুলো আমার কাছে সব সময় ভালো লাগে। আপনি সুন্দর একটা নকশা ডিজাইন তৈরি করে আমাদের বাসায় শেয়ার করছেন।নকশা ডিজাইন তৈরি করার সব গুলো ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 months ago 

রঙিন কাগজ দিয়ে বেশ সুন্দর একটি নকশা আমাদের মধ্যে শেয়ার করলেন আপু। দেখতে অনেক সুন্দর লাগছে আপু।রঙিন কাগজ দিয়ে যে কোন কিছুই বানালে আমার দেখতে অনেক ভালো লাগে। আসলে রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ডিজাইনের নকশা কেটে অনেক প্রোগ্রামে সাজানো হয় যা অনেক সুন্দর লাগে। আজ আপনার নকশা ও নকশার কালারটিও কিন্তু অনেক সুন্দর হয়েছে আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

আমার ডাই পোস্টটি আপনার ভালো লেগেছে শুনে অনেক ভালো লাগলো।

 2 months ago 

রঙিন কাগজ কাটিং করে অনেক সুন্দর একটি নকশা ডিজাইন তৈরি করেছেন। রঙিন কাগজের এধরনের ডিজাইন গুলো দেখতে অসাধারন লাগে। তবে নকশা তৈরি করার ক্ষেত্রে কাটিং খুব সাবধানে করতে হয়। তানা হলে ডিজাইনটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।

 2 months ago 

ঠিক বলেছেন ভাই অনেক যত্ন সহকারে কাজটি করতে হয়।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.029
BTC 57328.77
ETH 3111.24
USDT 1.00
SBD 2.42