DIY ||| এসো নিজে করি ||| রঙিন কাগজ দিয়ে একটি ব্যাঙ।
আসসালামু আলাইকুম। বাংলা ব্লগের সকল ভাই ও বোনেরা আশা করছি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আছি মোটামুটি।
আমরা এ ভুবনে যে যেখানে যেভাবেই অবস্থান করি না কেন আমাদের একটি পরিচয় আমরা মানুষ। মানুষ হয়ে বেঁচে থাকতে গেলে আমাদের কিছু স্বপ্ন আশা আকাঙ্ক্ষা , বাস্তব অবাস্তব কল্পনা আবেগ-অনুভূতি সবকিছু নিয়ে বেঁচে থাকতে হয়। সবার মন মানসিকতা যে একইরকম হবে তাও কিন্তু নয়। বর্তমান যুগ এমন হয়েছে যে মুখোশের আড়ালে সবকিছু চলে। আপনার সামনে এক কিন্তু মনের ভেতর আরেক। আজকাল ভালো মানুষ খুঁজে পাওয়া অনেক কঠিন। তাই বলে যে ভাল মানুষ নেই তা আমি বলবো না। ভালো মানুষ আছে বিধায় আমারা এই সুন্দর পৃথিবীতে টিকে আছি। আমরা বুক ভরে নিঃশ্বাস নিতে পারছি। হাসি আনন্দের পাশাপাশি যেমন থাকে দুঃখ বেদনা তেমনি ভালো মানুষের পাশে রয়েছে মন্দ মানুষ মুখোশধারী। আসলে আমাদের উচিত এই মুখোশধারী মানুষগুলোর মুখোশ টেনে আসল চেহারা বের করা কিন্তু আমরা সবাই আতঙ্কে থাকি । কারণ বলার কিছুই নেই। দুর্বলের উপর অত্যাচার আর সবলের সাথে সবার সদাচার। এখনকার সময়টা এভাবেই চলছে আর এরই মাঝে আমাদেরকে টিকে থাকতে হচ্ছে। তো বন্ধুরা অনেক কিছু লিখে ফেললাম ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের মাঝে একটি ডাই পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমার ডায় পোস্ট "রঙিন কাগজ দিয়ে একটি ব্যাঙ" তৈরি। চলুন আর কথা না বাড়িয়ে এই "রঙিন কাগজ দিয়ে একটি ব্যাঙ"টি তৈরি করেছি তার সমস্ত প্রস্তুত প্রণালী নিচে দেখে নেওয়া যাক।
উপকরণসমূহঃ-
১।রঙ্গিন কাগজ।
একটি সবুজ কালার রঙিন কাগজ নিয়ে এক সাইডের কিনারে ধরে ভাজ করে নিয়েছি।
এবার সেই রঙিন কাগজ দিয়ে ভাঁজ করার পরে অবশিষ্ট অংশটি কেটে নিয়েছি।
এবার চতুর্ভুজাকৃতির কাগজটির মাঝখানে সমান ভাজ করে নিয়ে ত্রিভুজাকৃতি করে নিয়েছি।
এরপর ত্রিভুজ আকৃতির এক সাইডে কাগজটিকে খুলে দুই সাইডে কাগজ ঢুকিয়ে আবারও ত্রিভুজ আকৃতির এক সাইডে করে নিয়েছি।
ঠিক একই ভাবে পাশের সাইডে ভাজ করে নিয়েছি।
এবার অনেক ভাজ করার সেই কাগজের উপরে খোলা থাকা একটি কাগজ আছে সেটি মুরে দিয়েছি।ঠিক একই ভাবে তারপাশের কাগজটি মুরে দিয়েছি।
এক্সাইড এর কাগজ এভাবে ভাজ করা হলে পরের সাইটের সামনের দিকের কাগজ একই ভাবে ভাঁজ করে নিয়েছি ।
দুই সাইডের কাগজ ভাঁজ করে নেওয়ার পরে হয়ে গেল ব্যাংগের হাত আর পা।
এবার কাগজের নিচের দিকের অংশে রাখা কাগজটিকে উল্টাদিক করে ভাঁজ করে নিয়েছি।
এবার সাইডের কাগজটিকে ব্যাঙ আকৃতি করার জন্য ডান সাইডের কাগজকে ভাঁজ করে নিয়েছি ।
ঠিক একই ভাবে বাম সাইডের কাগজকে ভাঁজ করে নিয়েছি।
![]() | ![]() |
---|
![]() | ![]() |
---|
এবার ব্যাঙের সম্পন্ন বডি তৈরি হওয়ার পর পিছন দিকে দুইটি ভাজে ভাজ করে নিয়েছি।যেন ব্যাঙটি টাচ করতেই লাভ দিতে পারে। আর এভাবেই হয়ে গেল আমার "রঙিন কাগজ দিয়ে একটি ব্যাঙ"।এবার এই "রঙিন কাগজ দিয়ে একটি ব্যাঙ" এর একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।
আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি।
বিষয়ঃ- ডাই পোস্ট "রঙিন কাগজ দিয়ে একটি ব্যাঙ"।
কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।
আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........
বাহ রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে ব্যাঙ তৈরি করেছেন। কাগজের ব্যাঙটি দেখতে খুবই সুন্দর লাগছে। কাগজ দিয়ে ব্যাঙ তৈরি করা প্রক্রিয়া খুবই দুর্দান্ত হয়েছে। এত সুন্দর ডাই পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ ভাই।
আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন রঙিন কাগজ দিয়ে একটি ব্যাঙ তৈরি। আসলে আপনার তৈরি রঙিন কাগজের ব্যাঙ দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করতে হলে অনেক সময় প্রয়োজন হয়। ধন্যবাদ এত সুন্দর ভাবে তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার ডাই পোস্টটি আপনার কাছে ভালো লেগেছে এটি আমার জন্য বড় পাওয়া।
অনেক সুন্দর একটি অরিগামি শেয়ার করেছেন। কালার সিলেকশনটা অসাধারণ হয়েছে। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল ।
সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে কাজের গতি বাড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।
মুখোশের আড়ালে ভালো মানুষ খুঁজে পাওয়া দায়।উপরে দেখেই অনেক প্রাণী বা, বস্তুকে চেনা যায় ও বোঝা যায় কিন্তু একমাত্র মানুষকে দেখেই বোঝার কোনো উপায় থাকে না তিনি আসলে কেমন!এতো খারাপের মাঝেও ভালো মানুষ আছে বলেই হয়তো আমরা এখনো সুন্দর পৃথিবীতে বসবাস করতে পারছি।রঙ্গিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ব্যাঙ তৈরি করেছেন আপু যা দেখতে অনেক সুন্দর হয়েছে। সুন্দর ব্যাঙ তৈরি ও সাথে অনেক সুন্দর কিছু কথা শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।
আপনার মন্তব্যটি পড়ে অনেক ভালো লাগলো দিদি।আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
বাহ আপনি তো দেখছি বর্ষাকাল উপলক্ষে একটি রঙিন কাগজ দিয়ে একটি ব্যাঙ আর্ট করেছেন, দেখে আমার অনেক ভালো লাগলো। আপনার আর্টটি দেখে আমি পুরাই মুগ্ধ হয়ে গেলাম।
আমার পোস্টটি আপনার ভালো লেগেছে এটা শুনে ভালো লাগলো।
রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে এমনিতেই অনেক দারুন লাগে। আপনিতো রঙিন কাগজ দিয়ে ব্যাঙ তৈরি করে ফেলেছেন আপু। ব্যাঙ তৈরিতে আপনি খুব দারুণভাবে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি ব্যাঙ তৈরি করার জন্য।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।
রঙিন কাগজের ব্যাঙটি দেখতে খুব সুন্দর হয়েছে। রঙিন কাগজ দিয়ে যা কিছুই বানানো হয় দেখতে খুব ভালোই লাগে।আপনি ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরলেন।আমার কাছে ভালো লাগে এই রঙিন কাগজের ডাই পোস্টগুলো।ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।
সুন্দর করে গুছিয়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।
রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর ব্যাঙ তৈরি করেছেন। আপনার ব্যাঙ তৈরি করার ধাপ গুলো দেখে আমার খুবই ভালো লাগলো। অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে শেয়ার করলেন অসাধারণ ছিল।
চেষ্টা করেছি ভাই ভালো কিছু করতে পেরেছি কিনা জানিনা।
বাহ অসাধারণ আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ব্যাঙ তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে কিছু বানাতেও ভালো লাগে দেখতেও চমৎকার লাগে। আমি নিজেও মাঝেমধ্যে রঙিন কাগজ দিয়ে কিছু বানানো চেষ্টা করি। সত্যি বলতে আপনার ব্যাঙ তৈরি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। তবে আপনি কিছু কথা লিখেছেন কথাগুলো শুনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে ব্যাঙ তৈরি আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।
আপনার কাছে আমার পোস্টটি ভাল লেগেছে এইটি আমার জন্য উৎসাহের বিষয়।
আপনি রঙিন কাগজ দিয়ে খুব চমৎকারভাবে ব্যাঙ তৈরি করেছেন। রঙিন কাগজের ব্যাঙ তৈরি দেখে অনেক ভালই লাগলো। আমি নিজেও মাঝেমধ্যে রঙিন কাগজ দিয়ে কিছু বানানো চেষ্টা করি। অনেক সুন্দর করে রঙিন কাগজের ব্যাঙ আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। তবে আপনি ঠিক বলেছেন এখন মানুষ খুঁজে পাওয়া অনেক কঠিন। যাইহোক সুন্দর করে ব্যাঙ আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
সুন্দর মন্তব্য করে কাজের প্রতি আগ্রহ বাড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।