কুমিল্লার নব শালবন বিহারের ফটোগ্রাফি। 10% to @beautycreativity
বেশ কিছু বছর আগে যখন কুমিল্লার শালবন বিহারে বেড়াতে গিয়েছিলাম তখন ফেরার পথে খানিকটা দূর থেকে সাদা রঙের কারুকার্য খচিত এক বিল্ডিঙের মাথায় উজ্জ্বল সোনালী রঙের বুদ্ধ মূর্তি নজর কেড়ে নিয়েছিল। কিন্তু সময় ছিল না বলে ঢুকতে পারি নাই সেবার।
কিন্তু পরবর্তী সময়ে সেই জায়গাতে যাওয়া হয়েছিল আমার এবং এই জায়গার নাম জানতে পারি যে ,এর নাম নব শালবন বিহার। আজকে আপনাদের সাথে সেই নব শালবন বিহারের ছবিই শেয়ার করছি। কুমিল্লা গেলে এখানে যাওয়া মিস করবেন না কেউ-ই।
আমার বাড়ি কুমিল্লা