পাওয়ার আপ প্রতিযোগিতায় আমার অংশগ্রহণঃ- 100 Steem Power Up || #club5050 || 10% to @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুয়ালাইকুম বন্ধুরা,
আশা করি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আমার বাংলা ব্লগ কর্তৃক আয়োজিত পাওয়ার আপ কন্টেষ্টে অংশগ্রহণ করবো। এর আগে আমি বলতে চাই, কেন আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি। আমি @sangram5, আমার ইচ্ছা আমি দীর্ঘমেয়াদী আমার বাংলা ব্লগের সাথে পথ চলতে চাই আর দীর্ঘ মেয়াদে পথ চলতে হলে নিজের একাউন্টের সক্ষমতা থাকা অত্যাবশক। আমি আমার একাউন্টের ক্ষমতা বৃদ্ধির জন্যেই আজকে মূলত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো।

আমি ব্যক্তিগতভাবেই পাওয়ার আপ করতে পছন্দ করি। যখন দেখি অন্য কেউ পাওয়ার আপ করতেছে তখন নিজের কাছে তা অসম্ভব ভালো লাগে। আমার বাংলা ব্লগের সবাইকে পাওয়ার আপ করতে উৎসাহিত করতেই মূলত এই প্রতিযোগিতা আয়োজন করা।

তো চলুন বন্ধুরা, পাওয়ার আপ এর কার্যক্রম শুরু করা যাক।

আমার পাওয়ার ছিলো 783 এস পি!

PicsArt_12-14-09.10.43.png

আমি পাওয়ার বৃদ্ধি করি 100 স্টিম

PicsArt_12-14-09.12.11.jpg

এখন আমার এস পি হচ্ছে 883 SP

PicsArt_12-14-09.12.52.jpg

আশা করি আমি আমার লক্ষ্যে পৌছাতে পারবো। সবার ভালোবাসা একান্তই কাম্য।

#welovepowerups
#club5050
#club100

ভালোবাসায়:-
@sangram5

Sort:  
 2 years ago 

খুবই ভালো লাগলো যে আপনি আপনার পাওয়ার আপের ধারাবাহিকতা বজায় রেখেছেন।আপনি ভালো মানের পাওয়ার আপ করেছেন।আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া।

 2 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

খুবই ভালো একটি উদ্যোগ নিয়েছেন আপনি। আপনার উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আপনার পথচলা যেন সুদীর্ঘ হয় সেই দোয়াই রইল ভাই।

 2 years ago 

আপনার গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 2 years ago 

অনেক বেশি পরিমাণ স্টিম পাওয়ার আপ করেছেন।স্টিমিটে পাওয়ার আপ করার মাধ্যমে নিজের অবস্থান শক্ত করছেন।পাওয়ার আপ করার পদ্ধতিও সুন্দরভাবে দেখিয়েছেন।শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

আপনার সুস্বাস্থ্য মনের ভাব প্রকাশের জন্য আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 2 years ago 

ভাইয়া আপনার পাওয়ার বৃদ্ধি পোষ্টটি পড়ে আমার অনেক ভালো লেগেছে। পাওয়ার বৃদ্ধি করার মধ্য দিয়ে আপনি আপনার সক্ষমতাকে তুলে ধরেছেন। পাওয়ার বৃদ্ধি করে আপনি নিজের অবস্থানকে শক্ত জায়গায় নিয়ে গেছেন। আপনার পাওয়ার বৃদ্ধির পোস্টটি পড়ে অনেকে পাওয়ার বৃদ্ধি করতে উৎসাহিত হবে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 2 years ago 

একাউন্টঃ @sangram5
পাওয়ার বৃদ্ধিঃ = 12.7714%

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.031
BTC 67783.91
ETH 3783.98
USDT 1.00
SBD 3.48