Steem engagement challenge-S10/W3| I do believe marriages are made in heaven.

in Incredible Indialast year (edited)

হ্যালো বন্ধুরা,

তো কেমন আছেন ,সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন, এবং আমিও অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের সামনে এনগেজমেন্ট চ্যালেঞ্জের কিছু ধারনা দেব, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

এই এংগেজমেন্ট চ্যালেঞ্জ যে অংশগ্রহণ করার এটি আমার দ্বিতীয়বার, কেননা আমি এর আগে একবার এনগেজমেন্ট চ্যালেঞ্জে পার্টিসিপেট করছিলাম। এবং যে প্রশ্ন আমাদের মাঝে incredible india community শেয়ার করেছেন সেটা সঠিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব।

Do you believe marriages are made in heaven? Share your opinion

আমি অবশ্যই বিশ্বাস করি ,একটা বিয়ে কার সাথে সারাটা জীবন থাকতে হবে ,সেটা স্বর্গের সিদ্ধান্ত হয়। সেই আল্লাহতালা আমাদের কপালে লিখে দেন ,আমরা কার সাথে আমাদের দাম্পত্য জীবন শুরু করবো আর কার সাথে শেষ করবো।

হয়তো এভাবে কথা বলবেন। যদি তাই হয় তাহলে কেন একজন মানুষ একাধিক বিয়ে করবে আমি বলব যে তার কপালে ঠিক যেমন উপরে লেখা আছে, তিনি একাধিক বিয়ে করেছেন।

Picsart_23-06-19_14-29-56-339.jpg

তাই আমি সম্পূর্ণ একমত এই প্রশ্নের সাথে, অবশ্যই একটি বিবাহ স্বর্গ থেকে তৈরি করে দিয়েছেন। পরম সৃষ্টিকর্তা যখন আমরা সবকিছুর মালিক হন তখন তিনি সবকিছু ঠিক করেন দেন ।

Which marriage do you prefer, arranged or love? Why?

আমার মতে আমি পরিবার বিয়েতে সমর্থন করব।কেননা আপনি যদি পরিবার মেয়ে বিয়ে করি তাহলে আমার পরিবারের সকল মানুষই অনেক খুশি হবে আনন্দ উল্লাস করতে পারবে।

কেননা পরিবারের মতে ,যদি বিয়ে করা হয় তাহলে সংসারের শান্তি হয় ,এবং আপনার যদি কোন সমস্যা হয় তাহলে আপনি পরিবারকে জানাতে পারবেন। এবং পরিবারেই আপনার সেই ,সমস্যা সমাধান করার চেষ্টা করতে পারবে। পরিবারের বিয়েটা হল আত্মীয়তা করা যদি। আপনি পরিবারের মতে বিয়ে করেন।

তাহলে আপনি নতুন একটি আত্মীয়ের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক করতে পারবেন। এবং পরিবারের মধ্যে বিয়ে করলে বাবা-মা অনেক খুশি হয় কেননা বাবা মাআমাদের অনেক কষ্ট করে লালন-পালন করেছে।তাদেরও একটি স্বপ্ন থাকে সে স্বপ্নটা পূরণ করা আমাদের সন্তানদের কাজ।

bride-1255520_1280.jpg
Src
এর কারণে আমি পারিবারিকভাবে বিয়ে করাকে সমর্থন করি। আমি যেমন পারিবারিকভাবে বিয়ে করেছি ,এখন আমার কোন সমস্যা হলে আমি আমার পরিবারকে জানাতে পারি। আমি চাইবো আপনারাও আপনার পরিবারের মতে বিয়ে করুন এটাই আমার মতামত।

এবং প্রেম করে বিয়েকে আমি কখনো সমর্থন করব না, আমি যদি প্রেম করে, বিয়ে করি তাহলে আমার পরিবারও খুশি থাকবে না এমনকি আমিও খুশি থাকবো না।

হয়তো ক্ষনিকের জন্য আমি যদি প্রেম করে বিয়ে করি,তাহলে খুশি থাকব কিন্তু পরবর্তীতে আমি প্রেম করে বিয়ে করলে, খুশি থাকতে পারবো না দুই থেকে তিন মাস যেতে না যেতেই প্রেম করে বিয়ে করলে ঝগড়াঝাঁটি বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়।

এবং প্রেম করে বিয়ে করলে পরিবারের বাবা মা সবাইকে অনেক কষ্ট দিতে হয় ।এবং তাদের কথার অবাধ্য হয়ে বিয়ে করলে,কখনো সুখী হওয়া যায়। না এটা আমি মনে করি এর কারনে প্রেম করে বিয়েকে আমি কখনো সমর্থন করবো না। এবং আমি চাইবো যে আপনারাও প্রেম করে বিয়ে না করে। পরিবারের পছন্দে বিয়ে করুন। তাহলেঅবশ্যই আপনারা সুখে থাকবেন।

According to you what is the definition of a happy married life?

আমি মনে করি সুখী দাম্পত্য জীবনে একজন আরেকজনের সমস্যার সমাধান করতে পারবে যদি। একজন কোন সমস্যায় পড়ে, এবং কোন কিছু করতে হয় তাহলে দুজনে একসাথে যদি করে তাহলে সুখী দাম্পত্য জীবনটা অনেক সুন্দর ভাবে কাটানো যায়।

একজন আরেকজনের মনের ভাব বোঝে একজন আরেকজন মনের কষ্টকে বোঝে ,একজন আরেকজনের চিন্তা ভাবনাকে বোঝে এবং দুজনে একসাথে মিলেমিশে কাজ করে।তাহলে অবশ্যই বিবাহিত জীবনে এরাই দাম্পত্য জীবন খুব সুন্দর ভাবে কাটাতে পারে। এবং দুইজন যদি।একসাথে এক মতে চলাফেরা করে তাহলে তাদের জীবনের।

কোনদিন ঝগড়াঝাঁটি, কিংবা কোন সমস্যা হবে না তারা খুব সুখে জীবন কাটাতে পারবে তাদের কোন। কিছুর সম্মুখীন কিংবা কোন বিপদের সম্মুখীন হতে হবে না। সুখী দম্পতি বলতে আমরা বলতে পারি যে একজন আরেকজনের মনের ভাবকে বোঝা।
সুখী দাম্পত্য জীবনে কোনদিন তাদের মনের ভাব দুই রকম হয় না।

সবসময়ের জন্য সুখী দাম্পত্তিদের মনের ভাব,একরকম হয় তারা যেটা করে দুজনে একসাথে বসে পরামর্শ করে তারপরে পড়ে থাকে।তারাও হুটহাট করে একজন আরেকজনের মতে চলে না,তারা দুজনই দুজনের সমান মতামত নিয়ে চলে।এবং আমরা যদি দুজনেই দুজনের সমান মতামত নিয়ে চলি তাহলে, আমাদের দাম্পত্য জীবনটা অনেক সুন্দরভাবে কাটাতে পারব এটাই হলো সুখী দাম্পত্য জীবন।

Share some reasons behind the increase in mental distance and separations.

মানসিক দূরত্ব এবং বিচ্ছেদ বৃদ্ধির পিছনের ,সবচেয়ে বড় কারণটা হলো বিশ্বাস যদি একজন আরেকজনের উপরে বিশ্বাস না থাকে তাহলে ,অবশ্যই বিচ্ছেদের সমস্যাটা বেশি হয়ে যায় এবং যদি একজন আরেকজনের প্রতি বিশ্বাস থাকে তাহলে কারণ খুবই কম হয়ে থাকে।

পরিবারে সবসময়ই কিছু সমস্যা থাকে, এমন একটা সময় আসে যখন তারা যোগাযোগ না ,করে যখন তাদের সম্পর্ক ভেঙ্গে যেতে থাকে। আমরা সবাই জানি যোগাযোগ একটি সুখী দাম্পত্য জীবনের সবচেয়ে শুভিধা যখন একজন বিবাহিতদের এই যোগাযোগ ব্যবস্থা জীবন সমস্যা হয়ে যায়, তারপর তাদের জীবনে এটি ঘটে।

wedding-1850074_1280.jpg
Src
এই বিচ্ছেদ আর্থিক সমস্যার কারণে ,এবং জীবনে অনেক সময় ঘটে। যেখানে প্রচুর টাকা পয়সা প্রয়োজন হয়, এবং তারপরে একে অপরকে সমর্থন না করে একসাথে না থাকার কোনও সিদ্ধান্ত নেই। একটি শেষ কথা বলতে হবে, যদি একটি সম্পর্ককে শক্তিশালী করতে হয়। একে অপরের প্রতি বিশ্বাস থাকতে হবে, একে অপরের উপর আস্থা রাখতে হবে। আমাদের যেকোনো সমস্যা সমাধানে ধৈর্য রাখতে হবে।

তো বন্ধুরা, আমি আপনাদের সাথে বিবাহিত জীবনের কিছু বিষয় শেয়ার করেছি। আপনাদের কাছে কেমন লাগে তা জানাবেন ,আশা করি আপনাদের ভালো লাগবে, আর কোন ভুল হলে ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন। @xhadhin@jakaria121@hafizur46n

আমি আমার এই এনগেজমেন্ট চ্যালেঞ্জের তিন জন বন্ধুকে ইনভাইট করছি যেন তারাও এই চ্যালেঞ্জের পার্টিসিপেট করে তাদের মতামত জানাতে

তা আপনারা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাই যাবেন।

Sort:  

Marriage is a complete process of emotional and spiritual connection that forms a strong bond between two people. Marriage marks the life of two together and helps to express trust, relationship and love between the two.

Some people may have multiple marriages during the marriage cycle as their previous marriages break up, marital problems arise or the emotional bond between the two is not fully open. Also polygamy is supported in some cultural and religious communities such as coin and stick cults, where polygamy has formed in the society.

A person may have multiple marriages because of their marriage experience and previous marriage life.

TEAM 1

Congratulations! This comment has been upvoted through steemcurator04.

We support quality posts, and good comments anywhere and with any tags.


Curated by : @sduttaskitchen


Hello dear, @sanaula


  • He brought up a very beautiful point about multiple marriages. Like you, I also believe that people get married by the command of Almighty Allah, nothing can be done without His command. Of course if we marry a man of their choice with the opinion of the family then we can easily get the family on our side in any of our problems. So everyone should marry with family opinion. At the same time, the reason for caring for each other is not only to marry, but to have the same mind for each other, then there will be a beautiful family.

20230527_085948.gif


Hey, friend .
How are you?

I read your post.. & really enjoyed 😊.

U did it well..
Best wishes 💓💓

 last year 

Thank you so much

Loading...
 last year 

প্রথম অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে এনগেজমেন্ট চ্যালেঞ্জ অংশগ্রহণ করার জন্য।
এবং আপনি ঠিকই বলেছেন একটি বিবাহ বিচ্ছেদ হয়ে যায় একে অপরকে বিশ্বাস না রাখার জন্য বিশ্বাস না থাকলে আসলে সম্পর্কটি রাখা অনেক কঠিন হয়ে যায়।

 last year 

ধন্যবাদ

 last year 

খুব সুন্দরভাবে পুরো বিষয়বস্তু তুলে ধরেছো, তুমি খুবই ভালো লাগলো তোমাকে এনগেজমেন্টে পার্টিসিপেট করতে দেখে। এবং অবশ্যই কথাটি ঠিকই বলেছ, সেই ওপর থেকেই আমাদের জড়িয়ে নির্ধারণ করে দেয় উপরওয়ালা।

এটা সবাই বিশ্বাস করে, আর বিশ্বাস করতেই হবে। আর পরিবারের বিচ্ছেদের ঘটনা সম্পর্কে যে বিষয়বস্তু তুলে ধরেছো, এটা আসলেই ঠিক একটি সম্পর্ক দীর্ঘমেয়াদী হয় বিশ্বাসের উপর। আর সেই বিশ্বাস যদি নড়বড়ে হয়ে যায়, তখনই বিচ্ছেদের মত এই জঘন্য কাজ হয়ে থাকে।

ভালো লাগলো এবং অবশ্যই আশা করি তুমি ভালো কিছু পাবে।

Loading...

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66015.85
ETH 3551.21
USDT 1.00
SBD 3.13