আর্ট পোস্ট : 1 2 3 4 দিয়ে সুন্দর একটি হাতি 🐘 তৈরি।

আসসালামুয়ালাইকুম আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন নতুন সদস্য আমি কয়েকদিন আগে এই প্লাটফর্মের সাথে যুক্ত হয়েছি। সত্যি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যুক্ত হতে পেরে আমার কাছে অনেক ভালো লাগতেছে। আজকে আমি আপনাদের সাথে 1 2 3 4 সংখ্যা দিয়ে সুন্দর একটি হাতি আর্ট শেয়ার করবো। আমি আর্ট করতে পছন্দ করি আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।

IMG_20240528_114142_213.jpg

      প্রয়োজনীয় উপকরণ 

সাদা পেপার
পেন্সিল
রাবার
IMG_20240528_111747_877.jpg

             প্রথম ধাপ :

প্রথমে আমি 1 আর্ট করে ওয়ানের নিচে 2 এর নিচে 3 নিচে আবার 4 সংখ্যা টি লেখা নিলাম।
IMG_20240528_112002_576.jpg

            দ্বিতীয় ধাপ :

এরপর টু সংখ্যাটি বাঁকিয়ে দিয়ে হাতির সুর আর্ট করে নিলাম।
IMG_20240528_112100_622.jpg

             তৃতীয় ধাপ : 

এরপর চিত্রটি দেখুন হাতি টির মুখ আর্ট করতে 3 নিচে লাগিয়ে নিলাম।
IMG_20240528_112135_861.jpg

            চতুর্থ ধাপ :

এরপর হাতিটির দাঁত আর্ট করে নিলাম।
IMG_20240528_112214_613.jpg

           পঞ্চম ধাপ :

এরপর হাতিটির চোখ আর্ট করে নিলাম।
IMG_20240528_112303_486.jpg

            ষষ্ঠ ধাপ :

এরপর 3 মাঝে তিনটি তিন দিকে দাগ করে হাতি টির কান তৈরি করে নিলাম ।
IMG_20240528_112343_352.jpg

             সপ্তম ধাপ :

এরপর 3 নিচে সাজা একটি দাগ টেনে নিলাম পা আর্ট করার জন্য।
IMG_20240528_112438_249.jpg

            অষ্টম ধাপ :

এরপর পা নিচে আঁকাবাঁকা আর্ট করে নিলাম।
IMG_20240528_112457_365.jpg

              নবম ধাপ :

এরপর পা টির সাথে আর একটি পা আর্ট করে নিলাম।
IMG_20240528_112553_133.jpg

            দশম ধাপ  :

এরপর হাতিটির পিঠ ও লেজ বানিয়ে নিলাম।
IMG_20240528_112737_503.jpg

           একাদশ ধাপ :

এরপর লেজ টির নিচে দিকে বাঁকিয়ে দুটি পা তৈরি করে নিলাম।
IMG_20240528_112810_582.jpg
IMG_20240528_112908_036.jpg

          দ্বাদশ ধাপ :

এরপর 1 টির আগালে দুটি পাতা তৈরি করে নিচে দিকে আম আর্ট করে নিলাম।
img_1716878635427.jpg

অবশেষে আমার 1 2 3 4 সংখ্যা দিয়ে সুন্দর একটি হাতি শেষ পর্যন্ত তৈরি হয়ে গেয়েছে । সবাই ভালো থাকবেন ধন্যবাদ ।

IMG_20240528_114142_213.jpg

IMG_20240528_114152_770.jpg

IMG_20240528_114142_212.jpg

DeviceInfinix hot 12 play
Camera13 MP
CountyBangladesh
LocationRangpur, Bangladesh
Sort:  
 2 months ago 

নতুন সদস্য হয়েও আপনি এত সুন্দর আর্ট করতে পেরেছেন আপু দেখি খুবই ভালো লাগলো। দেখে তো মনে হচ্ছে আপনার আর্টের হাত অনেক সুন্দর। কয়েকটি সংখ্যা দিয়ে অনেক সুন্দর ভাবে হাতি সহ একটি আমের আর্ট তৈরি করেছিলেন। খুবই ভালো লাগলো আপনার আর্ট। আশা করছি পরবর্তীতে আরো সুন্দর সুন্দর আর্ট আমাদের মাঝে শেয়ার করবেন।

আপনার উৎসাহমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 months ago 

আপু আপনি সংখ্যা দিয়ে খুব সুন্দর একটি হাতির আর্ট করেছেন। আপনার এই আর্ট আমার কাছে ভালো লেগেছে। নতুন হিসেবে আপনি খুব সুন্দর আর্ট করেছেন। তবে এখানে আরো ইউজার রয়েছে তাদের পোস্টগুলো দেখার চেষ্টা করবেন, তাহলে আর্ট এর মধ্যে সৌন্দর্য ফিরিয়ে আনতে পারবেন। আশা করি সামনে আপনার থেকে আরো সুন্দর সুন্দর আর্ট আমরা দেখতে পারবো। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি র্আট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 months ago 

মাত্র কয়েকটি সংখ্যা দিয়ে হাতি তৈরি করার আইডিয়াটা দারুন ছিল আপু। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর আপনার তৈরি করা হাতি দেখেও অনেক ভালো লাগলো। অনেক সুন্দর করে আপনি হাতি তৈরি করে সবার মাঝে শেয়ার করেছেন আপু। তবে এই প্লাটফর্মে সবাই অনেক ভালো ভালো আর্ট শেয়ার করে। তাই নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরো ভালো কিছু উপহার দিতে হবে আপু।

বাহ!! আপু আপনি তো দেখছি খুব সুন্দর করে সংখ্যার মাধ্যমে হাতি আর্ট করেছেন। আপনার আইডিয়াটা দারুন ছিল। আমি আগে কখনো সংখ্যার মাধ্যমে হাতি আর্ট করতে দেখিনি। আপনার পোষ্টের মাধ্যমে সংখ্যা দিয়ে হাতি আর্ট শিখে নিলাম। আপনার সুন্দর উপস্থাপনার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65248.25
ETH 3471.40
USDT 1.00
SBD 2.51