|| জগদ্ধাত্রী পূজা পরিক্রমা'২২ | পর্ব-১০ ||

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার বন্ধুরা। আশা করি সকলে ভালো আছেন।
আজকে আমি আবারও জগদ্ধাত্রী পুজোর নিয়ে আরেকটি পর্ব আপনাদের সাথে শেয়ার করব। কলেজে পরীক্ষা চলার জন্য আমি নিয়মিত পোস্ট করতে পারছি না ,মাঝখানে গ্যাপ পড়ে যাচ্ছে। তাও চেষ্টা করি যতটা সম্ভব একটিভ থাকার। যাইহোক বেশি কথা না বাড়িয়ে আজকে আমার লেখা শুরু করছি।

Screenshot_2022-12-02-11-53-34-223_photoeditor.layout.collagemaker.png

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কৃষ্ণনগরের রাধানগর আদি বারোয়ারীর পুজো। এই পূজাটির প্রত্যেক বছর বেশ জাঁকজমকপূর্ণভাবে হয়। শহরের প্রথম সারির পুজোর মধ্যে এই পুজটি পড়ে। তো এই বছর এই পুজো কমিটির থিম ছিল আদিযোগী । আদিযোগী সম্পর্কে যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি, হিন্দু মতে আদিযোগী হল ভগবান শিব-এরই আরেকটি রূপ। ভারতের তামিলনাড়ুর কোয়েম্বাটুর শহরে এই আদিযোগীর বিশাল এক স্টিলের মূর্তি রয়েছে। মূর্তিটি ৩৪ মিটার (১১২ ফুট) লম্বা ২৫ মিটার (৮২ ফুট) চওড়া এবং ৪৫ মিটার (১৪৭ ফুট) দীর্ঘ। এই মূর্তিটি ২০১৭ সালের ২৪ শে ফেব্রুয়ারি ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহা শিবরাত্রি উপলক্ষে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। বর্তমানে এটি একটি পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে। ভারতের বিভিন্ন প্রান্তের মানুষ দূর দূরান্ত থেকে এই মূর্তি দেখতে আসে।
সেই মূর্তির অনুকরণেই কৃষ্ণনগরে এই বারোয়ারি পূজো হয়েছিল । সাথে ছিল দুর্দান্ত লাইট শো এবং মিউজিক শো। আপনাদের সাথে এর আগেও আমি একটি পূজোর লাইট অ্যান্ড মিউজিক শো শেয়ার করেছিলাম, এবং আজকে আরও একটি করছি। আশা করি আমার মতন আপনাদেরও এটি ভালো লাগবে। তবে এই বারোয়ারির প্রতিমা ও বেশ গুরুত্বপূর্ণ। এই প্রতিমার সাজ যেমন সুন্দর হয়, মুখও তেমন মিষ্টি হয়, সাথে বেশ কিছু গয়না ও থাকে। শহরবাসীর কাছে এই বারোয়ারির প্রতিমা "সেরা মা" নামে পরিচিত। এবার চলুন এই বারোয়ারীর পূজোর কিছু ফটো দেখে নেওয়া যাক।

IMG-20221116-WA0001.jpg

IMG-20221116-WA0002.jpg

IMG-20221116-WA0004.jpg

IMG-20221116-WA0000.jpg

IMG-20221116-WA0003.jpg

IMG-20221116-WA0013.jpg

PXL_20221102_033133485.jpg

PXL_20221102_033132769.jpg

🔽 রাধানগর আদি বারোয়ারীর প্রতিমা 🔽

IMG-20221116-WA0007.jpg

IMG-20221116-WA0005.jpg

IMG-20221116-WA0014.jpg

রাধানগর আদি বারোয়ারীর লাইট এন্ড সাউন্ড শো এর ভিডিও লিঙ্ক


◆●◆●◆●◆●◆●◆●◆●◆●◆●◆●◆●◆

এখন আমি আপনাদের সাথে শেয়ার করব প্রভাত সংঘের পুজো। এই প্রভাত সঙ্গের এবারের থিম ছিল পুরীর জগন্নাথ মন্দির। ভারতের এই পুরীর জগন্নাথ মন্দির হিন্দুদের কাছে একটি পবিত্র ধর্মীয় স্থান। এখানে মূলত জগন্নাথ দেবের আরাধনা করা হয়। একই সাথে মন্দির এবং সমুদ্র সৈকত থাকার কারণে এই স্থানটিও পর্যটনের একটি অন্যতম কেন্দ্র।
এই প্রভাত সংঘের পুজো অত্যন্ত সাদামাটা ভাবে হয়। কিন্তু পুজো কমিটি তা খুবই সুন্দর ভাবে দর্শনার্থীদের কাছে তুলে ধরে। নিচে আমি কিছু ফটো শেয়ার করে নিচ্ছি।

IMG-20221201-WA0072.jpg

IMG-20221201-WA0074.jpg

IMG-20221201-WA0073.jpg

Screenshot_2022-11-18-22-57-27-482_com.naeemrh.likhon.png

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65236.35
ETH 3483.12
USDT 1.00
SBD 2.51