You are viewing a single comment's thread from:

RE: Mistake

in Incredible India10 days ago (edited)

@tahirazaman,

  • আপনি এই প্লাটফর্মে ইতিপূর্বেও কিছু অনৈতিক কার্যের সঙ্গে যুক্ত ছিলেন। যে কারণে আপনাকে সচেতন করা হয়েছিলো। তবে যেহেতু নতুন অবস্থায় সেই ভুলগুলো আপনি করেছিলেন, তাই আমাদের কমিউনিটির তরফ থেকে আপনার সাথে কথা বলে, আপনার ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে পুনরায় কাজের সুযোগ দেওয়া হয়েছিলো।

  • তারপরেও আপনি এমন কিছু অনৈতিক কাজ করেছিলেন, যার কারণে গতকাল আপনার সঙ্গে ডিসকর্ডে কথা বলে আমি আপনাকে সাবধান করেছিলাম। আজ আপনার এরকম একটা পোস্ট দেখবো এমনটা সত্যিই আশা করিনি। তবে যেমনটা আমি আপনাকে জানিয়েছিলাম এটাই আপনার জন্য এটাই শেষ সুযোগ ছিলো। তাই অনুগ্রহপূর্বক আমাদের কমিউনিটিতে নিজের লেখা শেয়ার করা বন্ধ করবেন। কারন আমাদের কমিউনিটিতে কোনো অনৈতিক কার্যক্রম গ্রহণ করা হয় না, এ কথা আমি আপনাকে আগেই জানিয়েছি।

  • আপনার এই পোস্টটি #steemexclusive নয়। তাই পোস্টের নিচে এই হ্যাশট্যাগ ব্যবহার করা অনৈতিক। এই প্লাটফর্মে cross post নিষিদ্ধ একথা আপনার অজানা নয়। ধন্যবাদ‌ আপনাকে। ভালো থাকবেন।

IMG_20251018_235129.jpg

cc: @sduttaskitchen

Sort:  

@sduttaskitchen

আমি আপনাকে অনুরোধ করছি যে দয়া করে মনে রাখবেন যে আমি নিজেই এই পোস্টটি লিখেছি এবং কোথাও থেকে কিছু চুরি করিনি। দয়া করে আমার পোস্টটি একবার পড়ুন। কারণ আমি আমার ব্যস্ত সময়সূচী সত্ত্বেও ভয়ে এই পোস্টটি লিখেছি। আমি আপনাকে অনুরোধ করছি যে দয়া করে মনে রাখবেন যে আমি আমার চাকরি এবং ব্যস্ত সময়সূচীর উপর এই পোস্টটি লিখেছি।

 9 days ago 

আপনার পোস্ট যেহেতু আমি ভেরিফিকেশন করেছি, তাই আপনি আমাকে রিপ্লাই করবেন, অযথা অ্যাডমিন ম্যামকে মেনশন করা প্রয়োজন নেই। আপনার পোস্টের নিচের কমেন্টটা যদি আপনি ভালো করে পড়েন, তাহলে বুঝতে পারবেন আমি কোন বিষয়ে উল্লেখ করতে চেয়েছি। একই পোস্ট আপনি অন্য প্ল্যাটফর্মেও শেয়ার করেছেন, যেটা অনৈতিক। আমি শুধু সেই জিনিসটাই কমেন্টে উল্লেখ করেছি। লেখাটা অবশ্যই আপনার নিজস্ব, তবে একই লেখা দুটো প্লাটফর্মে শেয়ার করাটা অনৈতিক এবং সেই সাথে আপনি পোস্টের নিচে #steemexclusive হ্যাশট্যাগও ব্যবহার করেছেন। এই হ্যাশট্যাগটি তখনই ব্যবহার করা যায়, যখন আপনি পোস্টটি শুধুমাত্র স্টিমিট প্লাটফর্মে শেয়ার করেন। ধন্যবাদ।

@sampabiswas
ভুলের জন্য আমি ক্ষমাপ্রার্থী। বিশ্বাস করো, আমি খুব টেনশনে আছি। ভুলের জন্য আমি ক্ষমাপ্রার্থী।

@sampabiswas
আজ সকালে পোস্ট করেছি, একবার দেখে নিন। কথা দিচ্ছি কোন ভুল হবে না।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.30
JST 0.034
BTC 114097.06
ETH 4121.49
USDT 1.00
SBD 0.58