স্টিমিট প্ল্যাটফর্মে কাজের অভিজ্ঞতার নিরিখে আমার ব্যক্তিগত অভিমত ও সিদ্ধান্ত||Club75

in Incredible India2 years ago (edited)

Hello,
Everyone,

আশা করছি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের দিনটা সকলে নিশ্চয়ই খুব ভালো ভাবে কাটিয়েছেন।

গতকাল আমি আমার বোন(মামার মেয়ে) শ্বেতা কে (@swetab97) এই স্টিটিম প্ল্যাটফর্মে জয়েন করিয়েছি। আমার বোন প্রথম যখন আমাকে এই প্ল্যাটফর্মে কাজ করতে দেখেছে, ওর অনেক প্রশ্ন ছিল মনে। মানে আমি এই প্ল্যাটফর্ম সম্পর্কে কিভাবে জানলাম, এখানে কি ভাবে লিখতে হয়, অন্যের লেখা কি ভাবে পড়া যায়, এখানে শুধুই ইংরেজি ভাষায় লিখতে হয় কিনা ইত্যাদি ইত্যাদি।

প্রথমেই বলে রাখি আমি নিজেও শুরুতে বাংলা ভাষায় লিখতাম। কারন বাংলা আমার মাতৃভাষা। ইংরেজি ভাষায় ভীষন দক্ষ না হলেও মোটামুটি বুঝতে পারি, আর অন্যের বোঝার মতো লিখতে বা বলতে পারি। কিন্তু যতটা সাবলীলভাবে বাংলা ভাষা বলতে পারি,ততটা ভালো ভাবে ইংরেজি ভাষা বলতে পারি না।

কিন্তু বেশ কয়েকমাস কাজ করার পরে আমার কোথাও একটা মনে হয়েছে, এই প্ল্যাটফর্মে বাংলা ভাষার গ্ৰহনযোগ্যতা অনেকটা কম। কিংবা বলতে পারেন ভালো পোস্ট লেখার থেকেও এখানে কোন ভাষায় লেখা হচ্ছে সেটা বেশি প্রাধান্য পায়। আর @pulook গতকাল নিজের পোস্টে একটা বিষয় তুলে ধরেছেন, সেটাও আমি সম্পূর্ণ রূপে সমর্থন করি।

সত্যি বলতে কাজের দায়িত্ব সেই সকল মানুষের উপর থাকা উচিৎ , যারা ভালো লেখার মূল্যায়ন করতে পারবেন। কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি এমন অনেকেই আছেন যারা ভালো লেখাকে মূল্যায়ন না করে, নিজেদের কমিউনিটির কিছু মানুষের লেখাকেই সাপোর্ট করে যাচ্ছেন। যেটা একেবারেই কাম্য নয়। আর এই বিষয়টি নিয়ে @pulook এর লেখা পোস্টটিকে আমি 100℅ সমর্থন করি।

যাইহোক, বেশ কয়েক দিন ধরেই এই ধরনের কিছু কার্যকলাপের কারনে আমি সিদ্ধান্ত নিলাম, এখন থেকে আমি আমার মাতৃভাষাতেই লিখবো। কারন আমি বাঙালি। আর এটাই আমার গর্ব। বর্তমানে কেউ চাইলেই স্মার্ট ফোনে গুগুল ট্রান্সলেটরের সাহায্যে বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট করে পড়তেই পারে। তাই আমি আমার পথেই এগোবো। আর এই বিষয়ে আমাকে আরও অনুপ্রাণিত করেছেন @pulook স্যার।

ওনার লেখার মাধ্যমে আমি অনেক কিছু শিখতে পারি। আসলে উনি বয়েসে আমার থেকে অনেকটাই বড়ো।তাই জীবনের অভিজ্ঞতাও বেশি। আর সেই অভিজ্ঞতা গুলো ওনার লেখার মধ্যে দিয়ে প্রকাশিত হয়।

আমার বোন শুরু থেকেই এখানে লেখার ইচ্ছা প্রকাশ করেছিলো। কিন্তু ও ইংরেজিতে একেবারেই দক্ষ নয়। তাই আমিও ওকে খুব বেশি উৎসাহ দেইনি। কিন্তু যখন আমি সিদ্ধান্ত নিলাম আমি বাংলা ভাষাতেই লিখবো, তখনই আমি ওর সাথে যোগাযোগ করি। আর ও রাজি হয়ে যায়। এখন যেহেতু ও কোনো চাকরি করছে না, বাড়িতে বসেই চাকরির জন্য পড়াশোনা করছে। তাই পড়াশোনার ফাকে এই কাজটা করতেই পারবে।

তাই গতকাল ও আমাদের বাড়িতে এসেছিল। আমি ওর প্রোফাইল খুলে দিই। আর আমার ম্যাম @sduttaskitchen আমাকে আগেই গাইড করে দিয়েছিলেন কিভাবে কাজটি করতে হবে।

অনেক দিন বাদে আমার বোন আমাদের বাড়িতে এসেছিল। তাই এই কাজটি করার পাশাপাশি, আমরা দুজন কিছুটা ভালো সময় কাটালাম। আর শ্বেতা আমাদের পিকলুকে ভীষন ভালোবাসে। তাই ও এসে আমার থেকেও বেশি সময় পিকলুর সাথে কাটালো। পরে আমি স্টেশনে গিয়ে ওকে ট্রেন এ তুলে দিয়ে এলাম।

ওকে আমি কাজটা কিভাবে করতে হবে তা বুঝিয়ে দিয়েছি। আর কোনো সমস্যা হলে আমি ও @sduttaskitchen (সুনীতা ম্যাম) নিশ্চয়ই ওকে সাহায্য করবো। আশা করি ও নিজের সবটা দিয়ে কাজ করবে।

সবশেষে আমি একটা কথাই বলতে চাই,সব ভাষারই একটা আলাদা মাধুর্য আছে। ভারতবর্ষ বহু ভাষাভাষীদের দেশ। তাই স্টিমিট প্ল্যাটফর্মে হিন্দি, ইংরেজি ভাষা যতটা মূল্য পায় বাংলা ভাষাকেও ততখানি মূল্য দিয়ে দেখুন, বাঙালিও অনেক কিছু পারে। সমস্ত নিয়ম মেনে সুন্দর ভাবে লেখা পোস্টের মূল্য দিতে এগিয়ে আসুন, সে ভাষায়ই লেখা হয়ে থাক না কেনো।

পোস্টটিতে আমি আমার ব্যক্তিগত অভিমত জানালাম। যার সাথে অন্য কারোর মতের মিল না ও হতে পারে। সকলে খুব ভালো থাকবেন, পাশে থাকবেন।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328sJPRsjqhH4JUWhJ1vDPE5CGsGcmKgeHw174eWPdhBkKQLMdiBRH5FL6We39oMv7u1oP8okdXf2hcmu5P3WUc1HcXe29XQdbHmLA.jpeg

ENGLISH

My personal opinion and decision based on my experience working on the Steemit platform

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNg43qX7Fr1SnvVaPWGJ2pvy2EAs8gxA1wtxYJu84D13ttchRSLL8ymCwRQHQbUj4PdhvSoJDFc.png

Hello,
Everyone,

Hope you all are well and healthy. Everyone must had a good day.

Yesterday I got my sister (uncle's daughter) Sweta (@swetab97) to join this steem platform. When my sister first saw me working on this platform, she had many questions.

Like, how I came to know about this platform, how to write here, how to read others' writing, whether to write here only in English language or not etc.

First let me say that, I myself used to write in Bengali language in the beginning. Because Bengali is my mother tongue.

Even though I am not proficient in English, I can understand it fairly well, and I can write or speak in a way that others can understand. But as much as I can speak in Bengali fluently, I cannot speak in English.

But after working for several months, I felt that, somewhere the acceptability of Bengali language on this platform is not so good. Or you can say that, what language is being written here is more important than writing a good post. And @pulook sir made a point in his post yesterday, which I also fully support.

Honestly, the onus should be on those people who can evaluate good writing. But from my personal experience,I can say, there are many people who do not appreciate good writing. But they are supporting the writing of some people in their community, those who are not writing good posts following proper rules. Which is not desirable at all.

However,due to some such activities for several days now, I have decided that I will write in my mother tongue from now onwards. Because I am Bengali. And this is my pride. Nowadays, anyone can translate from Bengali to English with the help of Google translator on their mobile's. So I will go on my way. And @pulook sir inspired me more in this regard.

I can learn a lot from his writings. In fact, he is much older than me. Therefore, he has more life experience. And those experiences are shared through his writings.

My sister expressed her desire to write here from the beginning. But she is not very proficient in English. So I didn't encourage her too much. But when I decided that I will write only in Bengali language, I contacted her immediately. And she agreed. Because now she is not working, she is studying for a job at home. So she can do this work easily.

She came to our house yesterday. I open her profile. And my mam @sduttaskitchen guided me beforehand how to do the job.

IMG-20220908-WA0000.jpg

After many days my sister came to our house. So besides doing this work, we both had a good time. And Sweta loves our Picklu very much. So she came and spent more time with Picklu than me. Later I went to the station and dropped her.

I explained to her how to do the work. If there is any problem, me and @sduttaskitchen (Sunita ma'am) will surely help her. I hope she will do her best.

Finally I want to say one thing, all languages ​​have a different sweetness. India is a country of many languages. So I request everyone on Steemit platform give Bengali language as much value as Hindi, English language. We also can do many things. Please come forward to pay the price of beautifully written post following all the rules, no matter what language it is written in.

I gave my personal opinion in the post. With which someone else's opinion may not match. Take care everyone. Always be happy and stay healthy. Good night.

(I just translated my today's post so that everyone can understand. From tomorrow I will write my post in my mother tongue Bengali.)

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScKPYjNsvKa4kA9V1B6EpcLSsW3jJEDhx3JJNmwD9rYutkSrJVHqGmUBnEywXfjJdgZiocHWG3fnE9SJMQMhM5rLaq8iQLn98JCptbqAwwu8.png

Sort:  
 2 years ago (edited)
DescriptionInformation
Verified User
#steemexlusive
Plagiarism Free
Bot Free
300+ Words
Club75
Feedback / Observation
  • I would like to appreciate the point you raised for the people who wants to their regional language, and it is also true if Spanish, Chinese, English, hindi written posts getting appreciations then why not Bengali! I pinned your post because it is also carries some logical appeals.

  • We would like to appreciate your presence and activities towards the community. Our community also like to inspire you to participate in the engagement by visiting others post and make insightful comments .


Regards
@sduttaskitchen(Moderator)
Incredible India

 2 years ago 

@sampabiswas খুব ভালো লিখেছিস দিদি। তোর হাত ধরে আমি সবে এই প্ল্যাটফর্মে যোগ দিলাম। আমার যদিও একেবারে কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু হ্যাঁ বাংলা ভাষায় লেখা ভালো পোস্ট যেন সকলে পড়ে সেটা আমিও চাই।

 2 years ago 

ধন্যবাদ @swetab97 । এখন তুই শুধু মন দিয়ে কাজ করে যা, দেখবি যতদিন যাবে অনেক নতুন কিছু শিখতে পারবি। তোরও অনেক অভিজ্ঞতা হবে। অল দ্যা বেস্ট 👍।

 2 years ago 

খুব সুন্দভাবে লিখেছো বিষয়টি, প্রতিবাদ করবার জন্য যে সাহস দেখিয়েছ তার জন্য কুর্ণিশ জানাই, এই প্রজন্মের মেয়ে হয়ে এত সুন্দর মানসিকতা বহন করছো, ঈশ্বর তোমার মঙ্গল করুণ।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে @pulook স্যার। আমি আপনার কাছ থেকেও অনেক কিছু শিখছি। আর্শীবাদ করবেন যেন জীবনে সঠিক পথে এগিয়ে যেতে পারি। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 67651.30
ETH 3269.44
USDT 1.00
SBD 2.64