Incredible India community growth contest||Make the steemit logo with craft and share it with your neighbors

in Incredible India2 years ago (edited)

IMG_20221014_215958.jpg

ভারতীয় জাতীয় পতাকার রঙ অনুসারে চাল ও ডাল দিয়ে তৈরি স্টিমিট লোগো 🇮🇳

Hello,
Everyone,

আশাকরি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং আপনাদের সকলের আজকের দিনটা খুব ভালো কেটেছে।

আমার শরীর এখনো পুরোপুরি ঠিক হয়নি। তবুও আগের থেকে একটু ভালো। আজকে আমি লেখার শুরুতেই আমাদের @IncredibleIndia কমিউনিটির অ্যাডমিন @sduttaskitchen ম্যামকে কে ধন্যবাদ জানাতে চাই, এতো সুন্দর একটা প্রতিযোগিতা রাখার জন্য।

গত প্রায় দুবছর ধরে আমি যে প্ল্যাটফর্মের সাথে ওতোপ্রতো ভাবে যুক্ত আছি, সেই প্ল্যাটফর্মের লোগো আমরা নিজেদের মতো করে কতটা সুন্দর ভাবে বানাতে পারি সেটাই প্রতিযোগিতার বিষয়, এবং তার পাশাপাশি স্টিমিট প্ল্যাটফর্মের বিষয়ে প্রচার করার কথাও বলা হয়েছে,যাতে এই প্ল্যাটফর্মে আরও কিছু ভালো মানুষকে আনতে পারি। যারা ভালোবেসে এখানে কাজ করবে। আর এই ভাবনাটার জন্যও সুনীতা ম্যামকে অনেক ধন্যবাদ।

আজকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছি।

আজকে আপনাদের সকলের সাথে আমি শেয়ার করবো আমি কিভাবে এই লোগো বানিয়েছি। আমি কি কি ব্যবহার করেছি আগে আপনাদের বলি-

উপকরণ:-

১. এ-ফোর সাইজের সাদা কাগজ- ১ টি
২. চাল ও মুসুরির ডাল- প্রয়োজন অনুসারে
৩. পেনসিল
৪. আঠা
৫. একটা মোটা কাগজ- আমি আমার দিদির ছেলের জন্মদিনের কেকের নীচের মোটা কাগজটা ব্যবহার করেছি।
৬. নীল রঙ ও তুলি
৭. কাঁচি ও ছুড়ি
৮. আকাশী রঙের স্কেচ পেন

পদ্ধতি:-

IMG_20221014_195939.jpg

IMG_20221014_200047.jpg

  • ১. প্রথমে আমি একটা এ-ফোর সাইজের সাদা পৃষ্ঠা নিয়ে তার উপর পেন্সিল দিয়ে স্টিমিট এর লোগোটা এঁকে নিলাম।

    IMG_20221014_200139.jpg

  • ২. এরপর আমি একটা বাটিতে কিছুটা চাল নিলাম। তারপর ফ্যাবিগাম আঠা নিয়ে পেন্সিল দিয়ে আঁকা স্টিমিটের উপরের অংশটিতে আঙুলের সাহায্যে ভালো করে আঠা লাগিয়ে দিলাম।

    IMG_20221014_200218.jpg

  • ৩. তারপর আমি বাটি থেকে চাল নিয়ে ঔ আঠার উপর লাগিয়ে দিলাম। আঙুলের সাহায্যে একটু চেপে চেপে দিলাম, যাতে চালগুলো ভালো করে আঠার উপর লেগে যায়।

    IMG_20221014_200304.jpg

    IMG_20221014_200403.jpg

  • ৪. এরপর আমি আমার দিদির মেয়ে তিতলির আঁকার রঙ নিয়ে সেখান থেকে সবুজ রঙ নিয়ে, তুলির সাহায্যে ঔ চাল গুলোকে সবুজ রঙ করে দিলাম।

    IMG_20221014_200439.jpg

    IMG_20221014_200528.jpg

  • ৫. তারপর আমি নীচের দিকের লাইনটায় আঠা লাগিয়ে একটা একটা করে চাল ঔ আঠার উপর লাগিয়ে দিলাম। যাতে একটা সবুজ রঙের লাইন মনে হয়। তারপরে সেটাকেও একইভাবে সবুজ রঙ করে দিলাম।

    IMG_20221014_200926.jpg

    IMG_20221014_200958.jpg

    IMG_20221014_201039.jpg

  • ৬. এরপর আমি বাটিতে মুসুরির ডাল নিলাম। তারপরে আমি সবুজ লাইনের পাশেই আবার আঠা দিয়ে একইরকম ভাবে মুসুরির ডাল দিয়েও একটা লাইন বানালাম।

    IMG_20221014_201155.jpg

  • ৭. এরপরে ঔ এ-ফোর সাইজের পৃষ্ঠাটিকে আমি স্টিমিটের লোগোর মাপে কেটে নিলাম।

    IMG_20221014_201313.jpg

  • ৮.তারপরে আমি তাতানের জন্মদিনে যে কেক কাটা হয়েছিলো,সেই কেকের নীচের মোটা কাগজটাও একই মাপের করে কেটে নিলাম।তারপর আঠা দিয়ে আমি স্টিটিম লোগো বানানো কাগজটা ঔ মোটা কাগজের উপর আঠার সাহায্যে লাগিয়ে দিলাম।

    IMG_20221014_201346.jpg

    IMG_20221014_201428.jpg

  • ৯. এরপরে আমি একটা আকাশী রঙের স্কেচ পেন নিয়ে লোগোর মাঝের সাদা অংশে স্টিমিট ও নিজের ইউজার নেম টি লিখলাম।

    IMG_20221014_201452.jpg

  • ১০. এইভাবেই আমি ঘরের জিনিস নিয়ে স্টিমিট লোগোটি বানিয়ে ফেললাম।

    IMG_20221014_201551.jpg

    একজন ভারতীয়র দৃষ্টিভঙ্গিতে স্টিমিট প্ল্যাটফর্মের লোগো

গত পরশুদিন আমি স্টিমিট প্ল্যাটফর্মের বিষয়ে আমার দিদির হাজব্যান্ড যাকে আমি দাদা বলে ডাকি তার সাথে কথা বলেছি। ওনার নাম প্রশান্ত মন্ডল। তিনি একজন এক্স আর্মি। দুই বছর আগে সে চাকরি থেকে রিটায়ারমেন্ট নিয়ে চলে এসেছেন।

দাদা আগে জানতো আমি এখানে লিখছি, কিন্তু বিস্তারিত আলোচনা হয়নি কখনো। দুই বছর কাজ করার সুবাদে আমি যতটা শিখেছি, যতটা বুঝেছি সবটাই তাকে জানিয়েছি। আমি যেহেতু দিদির বাড়িতে বসে এই লোগো বানানো শুরু করেছিলাম, তাই দাদা এসে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে আমি তাকে সবটাই বুঝিয়ে বলি।

IMG_20221014_201626.jpg

আমি ও আমার দাদা(প্রশান্ত মন্ডল)

দাদার এই প্ল্যাটফর্ম সম্পর্কে জেনে ভালো লেগেছে। কিন্তু এই মুহূর্তে দাদা হয়তো এখানে যোগদান করতে পারবে না,ব্যক্তিগত কিছু কারনের জন্য। তবে আমি যেমন আমার বোন @swetab97 কে সাহায্য করেছি, তেমনি দাদা যদি ভবিষ্যতে এখানে যোগদান করে, আমি নিশ্চয়ই দাদাকেও সাহায্য করবো।

এই প্ল্যাটফর্মের উন্নতির স্বার্থে এটা আমার একটা ছোট্ট প্রচেষ্টা ছিলো। আশাকরি আপনারাও এইভাবেই একটু একটু করে এগিয়ে এসে আমাদের কমিউনিটিকে ও স্টিমিট প্ল্যাটফর্মকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন।

সবশেষে আমি এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করার জন্য @swetab97 , @sanchita96@piudey কে আমন্ত্রণ জানাই।

আর আমার বানানো লোগো আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ রাত্রি।

Sort:  
Loading...

TEAM 4 CURATORS

Congratulations!
This post has been upvoted through steemcurator07.
We support quality posts anywhere and any tags.
Curated by : @deepak94

amazing.gif

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ @steemcurator07@deepak94 স্যারকে আমার পোস্টটিকে সাপোর্ট করার জন্য। 🙏

 2 years ago 

দারুন হয়েছে আপনার হাতের কাজটা

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমি আপনার প্রতিভা দেখে মুগ্ধ, আপনার লেখার পাশাপশি এই প্রতিভা দেখার সুযোগ হয়েছে এই অভিনব প্রতিযোগিতার কারণে। খুব সুন্দর চিন্তাধারা নিয়ে তৈরি আপনার লোগোটি, কারণ এখানে নিজের দেশের পতাকাকে আপনি সন্মান দিয়েছেন। একজন ভারতীয় হিসেবে এটা আমার কাছে গর্বের বিষয়।

 2 years ago 

অনেক ধন্যবাদ স্যার আপনাকে, এতো সুন্দর মন্তব্যের জন্য। আমি চেষ্টা করেছি নিজের মতো করে ভালো করার, সেটা যে আপনাদের ভালো লেগেছে এতেই আমি খুশি।

 2 years ago 

খুব সুন্দর বানিয়েছো স্টিমিট লোগোটি। তোমার প্রতিভা সত্যিই প্রশংসার যোগ্য। প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে পারলে ভালো লাগতো। কিন্তু সত্যিই সম্ভব হচ্ছে না। তোমাকে অসংখ্য শুভেচ্ছা প্রতিযোগীতার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ দিদি আপনাকে। বুঝতে পারছি আপনি ব্যস্ততার কারনে হয়তো এইবার প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে পারছেন না। আশাকরি আগামী দিনের প্রতিযোগীতায় আপনি অংশগ্রহণ করতে পারবেন। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 62893.52
ETH 3354.14
USDT 1.00
SBD 2.47