Better Life With Steem || The Diary game || 4th July

in Incredible Indialast year
20230705_212310_0000_092316.png
"Edited by canva"

Hello,

Everyone,

আশাকরি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং আপনাদের সকলের আজকের দিনটি অনেক ভালো কেটেছে। সবেমাত্র সন্ধ্যা পুজো দিয়ে লিখতে বসলাম।

আমার আগের পোস্টে আপনাদেরকে জানিয়েছিলাম গতকাল আমার দিনটা অনেক ব্যস্ততার মধ্যে কাটতে চলেছে। আর ঠিক তেমনটাই হয়েছে, গতকাল আমার দিনটা অনেক ব্যস্ততার মধ্যে কেটেছে। আজ এই পোস্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব, গতকালের সারাটা দিন আমি কিভাবে কাটালাম।

গতকাল সকাল থেকে রোদ্দুর দেখে মনে হয়েছিল যেন, শরৎকাল। ঠিক যেমন দূর্গাপূজার আগে নীল আকাশে সাদা মেঘ ভেসে ওঠে,গতকাল ঠিক সেরকমই একটি পরিবেশ ছিল, সকাল থেকে প্রায় সারাদিনই। কিন্তু আবহাওয়া যেমনি হোক না কেন আমাকে কালকে বাড়ির বাইরে বেরোতেই হয়েছিল।

অন্যান্য দিনের মতনই গতকাল সকালবেলায় সময় ঘুম থেকে উঠে, প্রতিদিনের মতন সমস্ত কাজ সেরে স্নান করে, পুজো দিয়ে তারপর বাইরে বেরিয়েছিলাম। আমাদের বাড়িতে যে সকল আত্মীয়-স্বজন বেড়াতে এসেছেন, তাদের মধ্যেই একটি মাসির সাথে বারাসাতে গিয়েছিলাম।

সেখানে তার ডক্টর দেখানোর কথা ছিল, পাশাপাশি বেশ কয়েকটি জিনিস কেনার ছিলো। যেগুলো ওনার পরিচিতজনেরা তাকে ভারত থেকে কিনে নিয়ে যেতে বলেছেন।

IMG_20230704_141742.jpg
"শপিংমলে তোলা একটি ছবি"

আমরা প্রায় ১২.৩০ নাগাদ বাড়ি থেকে বেড়িয়ে সোজা ডক্টরের চেম্বারে পৌছালাম। তারপর তিনি যে সকল ওষুধগুলো দিয়েছেন সেই ওষুধ গুলো কিনে, আমরা দুজনে পাশেরই একটি শপিংমলে গেলাম। সেখানে টুকটাক জিনিসপত্র দেখে শুনে কিনতে কিনতে সময় কখন পেরিয়ে গেল বুঝতেও পারলাম না।

তারপর শপিং মলের পার্কিং এড়িয়ায় বসে আমি নিজের কমিউনিটির কাজগুলো করলাম। আর তিনি বাকি জিনিস গুলো কেনাকাটা সেরে নিলেন। কারণ আমি তাকে বাড়ি থেকে বলেই এসেছিলাম, এই টাইমটুকু আমাকে ফ্রী থাকতে দিতে হবে। যেহেতু চ্যালেঞ্জ চলছে, আমি কমিউনিটির কাজকে ইগনোর করতে পারব না।

IMG_20230705_213201.jpg
"মাটি- এই দোকানে গিয়ে মনটা সত্যিই ভালো হয়ে গিয়েছিলো"

এরপর আমরা দুজনে মিলে মাটি নামক একটি দোকানে গেলাম। যেখানে সমস্ত কিছু মাটির তৈরি এবং হাতে তৈরি। দোকানের প্রত্যেকটা জিনিস এত ভালো ছিল যে, কোনটা ছেড়ে কোনটা দেখব, সেটাই আমরা বুঝতে পারছিলাম না।

বিশেষ করে সেখানকার বুদ্ধ মূর্তিগুলো ভীষণ আকর্ষণীয় ছিল। আমার নিজের একটি পেইন্টিং খুবই ভালো লেগেছিল কিন্তু দুঃখের বিষয় সেখান থেকে কোনো কিছুই আজকে না হয়নি। আমরা শুধু দোকানে গিয়ে সেই সকল জিনিস গুলো দেখে, দাম সম্পর্কে একটু আইডিয়া নিয়ে এলাম।

IMG_20230705_213441.jpg
"আমাদের গতকালের লাঞ্চ-চিকেন ডিলাইট মোমো"

দুপুরবেলায় দুজনেরই মোটামুটি বেশ খিদে পেয়েছিলো, সুতরাং সেখানে আমরা wow momo থেকে দুজনে মিলে দুই প্লেট মোমো খেয়ে নিলাম।

শপিং মলের ভিতরে থাকলে কখন রাত হয়, কখন দিন কোনটাই বুঝে ওঠা সম্ভাবনা না। এই কারণে যখন আমরা সমস্ত কেনাকাটি শেষ করে মলের বাইরে বেরোলাম,তখন অলরেডি সাড়ে সাতটার বেশি বাজে। এরপর দুজনে মিলে হাঁটতে হাঁটতে অটো স্ট্যান্ডে পৌছালাম এবং সেখান থেকে অটো ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।

অটোতো বসে শুনলাম মাসির আরো বেশ কিছু জিনিস নেওয়ার রয়েছে, যেগুলো বাড়ির কাছাকাছি কোনো একটি দোকান থেকে নিতে চান। ততক্ষণে আমার ফোনে ব্যাটারির প্রায় শেষ। কারণ সকাল থেকে এত তাড়াহুড়ো করে সমস্ত কাজ গুছিয়েছি, যে ফোনটি চার্জে দিতে ভুলে গিয়েছিলাম।

তবুও কিছু করার নেই। যেহেতু তিনি আমাদের দেশে এসেছেন, নিজের পরিজনদের জন্য কিছু জিনিস নিয়ে যেতে চান। তাই নিজের অনেক কষ্ট হলেও, আমি তার সাথে গিয়ে তার প্রয়োজনীয় জিনিস গুলো কিনে দেওয়ার জন্য যথেষ্ট সাহায্য করেছি।

সাহায্য মানে সব সময় যে সেটা আর্থিক সাহায্যই হতে হবে, এমনটা নয়। কারো সঙ্গে থাকা, কাউকে সময় দেওয়াও কিন্তু এক ধরনের সাহায্য। সারাদিন প্রচুর রোদ্দুর উঠেছিল। তাই অনেক কষ্ট হয়েছে সারা দিন ঘুরতে।

IMG_20230705_213607.jpg
"সকলের জন্য সন্ধ্যাবেলার টিফিনে আলুর চপ ও স্যান্ডউইচ এনেছিলাম"

বাড়ি আসার পর ফ্রেশ হয়ে কিছুক্ষণ বসলাম। আমরা ফেরার সময় সকলের জন্য চপ নিয়ে এসেছিলাম, তাই সন্ধ্যার টিফিনের সময় সকলে গল্প করতে করতে চপ মুড়ি খেলেন।

আজকে রাতে ডিনারের জন্য রান্না আমার শাশুড়ি মা দুপুরবেলাতেই করে রেখেছিলেন। আর যেহেতু প্রচন্ড গরম ছিল,সারাদিন বাইরে ছিলাম,তাই রাতে আর রুটি করতে ইচ্ছে করছিল না। এই কারণে সকলের মিলে ভাত খেয়ে নিয়েছিলাম।

গতকাল বেশ তাড়াতাড়ি ডিনার কমপ্লিট হয়েছিল। এরপর আমি কমিউনিটির কাজ নিয়ে বসেছিলাম এবং আমার পোস্ট লেখাও বাকি ছিল। কিন্তু সারাদিন ঘুরে অনেক ক্লান্ত ছিলাম। কখন যে ঘুম এলো বুঝতে পারেনি। এইভাবেই আমি গতকাল একটি ব্যস্ততম দিন কাটালাম।

সকালে অ্যালার্মের শব্দে আজকে ঘুম ভাঙলো। তারপর থেকে প্রতিদিনের মত কাজ করেছি। ওনারা আজকে রাতে চলে যাবেন, তাই দিনে বেশ ব্যস্ত ছিলাম, তাই পোস্ট লেখার অবকাশ পাইনি। যেহেতু বাইরে কালকে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছে, তাই ভাবলাম সেই গল্পই আজকে আপনাদের সাথে শেয়ার করি।

আজকের লেখাটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।

Sort:  
 last year 

দুপুরবেলায় দুজনেরই মোটামুটি বেশ খিদে পেয়েছিলো, সুতরাং সেখানে আমরা wow momo থেকে দুজনে মিলে দুই প্লেট মোমো খেয়ে নিলাম।

খিদে লাগলে আর উপায় নেই খেতেই হবে। পেট বাবাজি ঠান্ডা তো সবকিছুই ঠান্ডা।
শত ব্যস্ততার মাঝেও আপনার পুরো দিনটি কিভাবে কাটল, সেটি আপনি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুললেন আমাদের মাঝে।

ওই যে কথায় আছে না রথ দেখাও হল আবার কলা বেচাও হল। যেমন ডাক্তার দেখাতে গিয়েছিলেন আবার ওখান থেকে শপিংও করে নিয়ে আসলেন।

আমরা সব সময় চাই আপনার দিন সবসময় ভালো কাটুক, শত ব্যস্ততার মাঝেও আপনার দিনটি শুভ যাক এই উত্তপ্ত গরমে।

ধন্যবাদ দিদি আপনাকে আপনার পুরো দিনের একটিভিটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

Loading...

I hope you enjoyed yesterday. Visiting mall is a good thing. And the food you eat look like very delicious.

TEAM 1

Congratulations! This post has been upvoted through steemcurator04. We support quality posts , good comments anywhere and any tags.
Curated by : @edgargonzalez

Screenshot_20221130-164846_Canva.jpg

 last year 

Very sweet story. I quite enjoy reading it. In the midst of busy shopping, still managed to manage the community. Respect. After reading them all, I smiled to myself when I read these lines:
শপিং মলের ভিতরে থাকলে কখন রাত হয়, কখন দিন কোনটাই বুঝে ওঠা সম্ভাবনা না।
When we entered the mall, we also felt that condition. Enter noon, once out it's night. That's why I smile.

 last year 

Very sweet story. I quite enjoy reading it. In the midst of busy shopping, still managed to manage the community. Respect. After reading them all, I smiled to myself when I read these lines:
শপিং মলের ভিতরে থাকলে কখন রাত হয়, কখন দিন কোনটাই বুঝে ওঠা সম্ভাবনা না।
When we entered the mall, we also felt that condition. Enter noon, once out it's night. That's why I smile.

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 59051.02
ETH 2508.42
USDT 1.00
SBD 2.44