বৌভাতের কাটানো মুহুর্ত

in Incredible India3 years ago

IMG_20221201_212304.jpg

(বৌভাতের অনুষ্ঠানে আমি ও শ্বেতা)

Hello,
Everyone,

কেমন আছেন আপনারা সকলে?
আশাকরি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের সকলের আজকের দিনটাও অনেক ভালো কেটেছে।

আমাদের দিনটাও ভালোই কেটেছে। আজকে আমার পিকলুর জন্য মনটা খারাপ লাগছে। কারন শুভ আজকে ফোন করে বললো যে, গতকাল থেকে পিকলু মনমরা হয়ে শুয়ে আছে। খাওয়া দাওয়াও ঠিকঠাক করছে না।

IMG_20221201_231638.jpg

(পিকলুর জন্য মন খারাপ লাগছে)

আমাকে এতো দিন দেখছে না বলেই ওর মন খারাপ। কারন আমি যখন ফোন করে ওর নাম ধরে ডাকছি, তখন ও আমাকে খুঁজে বেড়াচ্ছে। যার যখন খুঁজে পাচ্ছে না, তখনই আবার এসে শুয়ে পড়ছে। এটাই হলো ওদের ভালোবাসা।

আর মাত্র কালকের দিনটা। পরশুদিন সকালে আমি বাড়িতে পৌঁছে যাবো, তারপরে ওর মন ঠিক হয়ে যাবে। বাড়ির অন্য কেউ বাড়িতে না থাকলেও কোনো সমস্যা নেই, কিন্তু আমি না থাকলেই ওর কষ্ট হয়।

যাইহোক, গতকালের পোস্ট যেখানে শেষ করেছিলাম, সেখানে আপনাদের জানিয়েছিলাম যে, আমরা বৌভাতের অনুষ্ঠানে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম। সেই বৌভাতের অনুষ্ঠান আমরা কিভাবে কাটালাম, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো।

IMG_20221201_212116.jpg

(দূর থেকে তোলা কনের ছবি)

আমরা যখন অনুষ্ঠানের জায়গায় পৌঁছালাম, ততক্ষণে কন্যাযাত্রীরা সকলে চলে এসেছে। তাই আমি দূর থেকেই পাত্রীর একটি ছবি তুললাম। তারপরে মামা ও মামীর সাথে কিছুক্ষণ বসলাম।

IMG_20221201_212142.jpg

(বৌভাতের প্যান্ডেল)

ওখানে স্টলে চিকেন পকোরা, জিলাপি, চা/কফি ও পান ছিলো। বিয়ে -বৌভাতে জিলাপি দিতে আমি এখানেই আমি প্রথম দেখলাম। আমরা চিকেন পকোরা খেলাম। তারপর কিছুক্ষণ গল্প করে আমরা সোজা ডিনার করতে গেলাম।

যদিও পকোরা খাওয়ার পর খুব বেশি খিদে পায়নি। তবুও মামী বলায় অল্প করে খেতে বসলাম। ডিনারে রান্নার পদ যদিও অনেক ছিলো, কিন্তু আমি বেশি কিছুই খাইনি।

IMG_20221201_212211.jpg

(বৌভাতের মেনু কার্ড)

মোটামুটি ডিনার সেরে আমরা বাড়িতে রওনা করলাম। কাল রাতে বেশ ঠান্ডা পড়েছিল। বাড়িতে এসে ফ্রেশ হয়ে আমারা যখন ঘুমাতে এলাম তখন ঘড়িতে প্রায় 12.50 বাজে। আসার সময় কিছুক্ষণ দাঁড়িয়ে সকলের নাচ দেখছিলাম।

এখানে অসমিয়া গানের তালে সকলে খুব ভালো নাচ করে। কিন্তু সেই সময় আমার ফোনটি আমার কাছে ছিলো না, তাই আমি ছবি তুলতে পারি নি। কারন আমি আগেই আমার ফোনটি মামাকে দিয়ে ঘরে চার্জ দিতে পাঠিয়ে দিয়েছিলাম।

তা না হলে আমি নিশ্চয়ই আপনাদের সাথে ঐ নাচের ছবি নিশ্চয়ই শেয়ার করতাম। আসলে যেখানকার যে বিশেষত্ব সেটা দেখতে বেশ ভালো লাগে। কালকে সব অনুষ্ঠানের শেষে, স্থানীয় গান চালিয়ে সকলে বেশ আনন্দ করে নাচ করছিলো।

IMG_20221201_231226.jpg

(মামা,মামী ও আমি)

যাইহোক, কালকের দিনটা বেশ আনন্দ করেই কাটলো আমাদের। আজকেও আমরা চা বাগানে ঘুরতে গিয়ে বেশ মজা করেছি।

সেই গল্প আগামী দিনে আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ রাত্রি।

Sort:  
 3 years ago 

তোমাদের সবাইকে খুব সুন্দর লাগছে।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

অনেক সুন্দর লাগছে সবাইকে। কালকে দিনের বেলা তোলা স্টেজটের ছবিটা রাতে লাইটের আলোয় আরও ভালো লাগছে।

 3 years ago 

হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, রাতে সবকিছু আরও সুন্দর করে সাজানো ছিলো তার সাথে লাইটও ছিলো।সেই কারনে আরও ভালো লাগছিলো।

 3 years ago 

এককালে খুবই সুন্দার লাগতাছে ।😀

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্যের জন্য।

Loading...
 3 years ago 

@sampabiswasআপনাদের সবাইকে ভারি সুন্দর লাগছে। আর বৌভাতের পেন্ডেলটা খুব সুন্দর হয়েছে।

 3 years ago 

অনেক ধন্যবাদ আমার পোস্ট পড়ে এতো সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

ম্যাডাম আপনার খাবারের তালিকা দেখছি বেশ দীর্ঘ,আশাকরি আপনার আগামী দিনগুলি এই ভাবেই হাসি খুশিতে কাটুক।

 3 years ago 

হ্যাঁ স্যার খাবারের তালিকা দীর্ঘ ছিলো বটে, কিন্তু আমি খুবই সামান্য খেয়েছিলাম। অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.033
BTC 116305.03
ETH 4494.47
SBD 0.85