সন্ধ্যাবেলায় maggi
এই maggi টার হাত ধরেই আপনাদের সঙ্গে নিজের প্রথম অভিজ্ঞতা টা share করতে চলেছি। আশাকরি এটাই হয়তো লেখা শুরু এই প্ল্যাটফর্ম এ
বিকেলবেলায়, প্রতিদিন এর মত সেদিন ও ব্যাতিক্রম ছিল না আমি নিজের বেড এ ঘুমিয়ে ছিলাম। তারপর এ সন্ধ্যা নামলো আকাশ টা আস্তে আস্তে কালো হয়ে উঠলো আর আমি জানালা টা সরিয়ে একবার মুহুর্ত এর জন্য সরণ করলাম। তাহলে এবার বেড টা ছাড়া যাক। আমি আর আমার বন্ধু হয়তো দুজন এর বেড বিপরীত মেরুতে দুজন এ বেরিয়ে পড়লাম চা খাবো বলে। কিছুদিন থেকেই ম্যাগি খাবো বলে প্ল্যান করছি । তারপর এ সেন্ট্রাল গেট থেকে বেরিয়ে চা এ চুমুক দেওয়ার পর দুজনেই ভাবলাম আজ খাবো।
চা টা শেষ করলাম ।এবার ম্যাগি কিনতে হবে সেটা কলেজ এর অনেক টা ভেতরে এসে মাথায় আসলো। ঠিক আছে চাপ নেই আবার দুজন এ ব্যাক গিয়ে নিয়ে আসলাম। সন্ধ্যাবেলা টা বেশ ভালোই ছিল হালকা ঠান্ডা ঠান্ডা । বলতে গেলে একদম ম্যাগীর মহল বসানোর জন্য উপযুক্ত। তাই আর দেরি নয় হয়ে যাক ।
এবার রওনা দিলাম ফাইনাল ইয়ার এর দাদাদের কাছে। বিনা লজ্জায় বললাম ম্যাগি খাবো। কিন্তু আমার বন্ধু টা লজ্জা করছে । তারপর শুরু হলো ম্যাগি করা । দরকারি জিনিসগুলো রীতিমত ওখানে আগে থেকেই ছিল।ম্যাগি টা কে tasty করার জন্য হালকা করে টমেটো আর পেঁয়াজ কুচি মেশানো হলো।হাসান দা যখন chef তখন tasty হবে এটা guarante একদম।
কিছুক্ষন পর ম্যাগি ready খাওর জন্য। আমি,সানাউল আর ওয়াহিদ দা বসে আছি খাবো বলে। তখন আমাদের important ক্লাস চলছিল।শেষমেশ ম্যাগি খেতে শুরু করি। পরিমাণ টা অনেক টাই ছিল। খেয়ে যাচ্ছি রীতিমত সবাই। তারপর এ একটা সময় এলো ম্যাগি শেষ। কিন্তু ততক্ষন আমরা ম্যাগি খাওয়া আর আমেজ টা নিয়ে নিয়েছি।
এবার যাওয়ার পালা নিজের রুম এ।ম্যাগি টা তো শেষ হয়ে গেলো ।যেটা চেয়েছিলাম ম্যাগি খাবো বলে ওটা পূরণ হলো। আবার একদিন ইচ্ছা জাকবে সেদিন আবার খাবো আর আবার আপনাদের সামনে নিজের মুহুর্ত গুলো তুলে ধরবো।
তাহলে এবার বিদায় নেওয়ার পালা । আশাকরি নিজের মুহুর্ত টা ঠিকমতো তুলে ধরতে পেরেছি এবং আগেও এভাবেই তুলে ধরবো ।
আপনাদের ম্যাগি খাওয়ার ঘটনাটা বেশ ভালই লাগলো। খুব আমেজ করে যখন ম্যাগি খাওয়াটা শুরু করলেন, তখনই ম্যাগি শেষ হয়ে গেল।
সবাই মিলে বেশ ভালোই সময় পার করছেন তার সাথে আড্ডা আর পড়াশোনা শুভকামনা রইল।
Curated by - @adeljose