নতুন ফ্রিজ কেনার অনুভূতি-শেষ পর্ব-২।

in আমার বাংলা ব্লগlast year (edited)

সবাইকে বিকেলের শুভেচ্ছা।

আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল বন্ধুরা আশা করি সকলে ভাল আছেন। আজ বৃহস্পতিবার হ্যাংআউটের দিন সবাই অনেক অধীর আগ্রহে বসে থাকি কখন রাত নয়টা বাজবে। খুব সুন্দর একটি আনন্দঘন মুহূর্ত শুরু হবে এবং খুব সুন্দর সুন্দর তথ্য আদান প্রদান হবে সেই অপেক্ষায় থাকি। বিভিন্ন ধরনের তথ্য আদান-প্রদান সাথে অনেক সুন্দর সুন্দর বিনোদনের ব্যবস্থা অনেক ভালো লাগে। তো আসলে ব্যস্ততার শেষ নেই দিন যত বাড়তেছে ততই ব্যস্ততা বাড়তেছে। শত ব্যস্ততার মাঝেও একটু চেষ্টা করি সবার সাথে যোগাযোগ রাখতে। নিজের পছন্দের এবং ভালোলাগার বিষয় গুলো সবার সাথে ভাগ করে নিতে পারলে অনেক ভাল লাগে।

frige.jpg

গত সপ্তাহে আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে ফ্রিজ কেনার অনুভূতি। তো সেখানে অনেক কথাবার্তা হয়েছে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করেছি। আজ আমি পরবর্তী বিষয় গুলো আপনাদের সাথে শেয়ার করে নিব ফ্রিজ কিনা থেকে বাসায় আনা পর্যন্ত। তো বন্ধুরা আমি সেদিন ফ্রিজ দেখে চলে আসি আমার পছন্দ মত ফ্রিজ টা আমার সাথে যে বড় ভাই গিয়েছিল উনাকে বলে দিয়েছি আমার পছন্দের ফ্রিজ। তো সেই মোতাবেক আমার সাহেব অফিস থেকে বের হয়ে সরাসরি বড় ভাইকে নিয়ে ফ্রিজের শোরুমে চলে গেলেন। শোরুমে যেয়ে কথাবার্তা বলে এবং তাদের সাথে দরদাম ঠিক করে ফ্রিজ টা নেওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন।

frige1.jpg

frige2.jpg

frige3.jpg

কিন্তু খুব অল্প সময়ের মধ্যে দরজা নক দিলেন দেখতে পেলাম ফ্রিজ নিয়ে হাজির। কিন্তু কত দামের নিল সেটা আমাকে জানালো না যখন বাসায় আসলো তখন আমি জানতে পারলাম ফ্রিজের দাম হচ্ছে ৫০,০০০ হাজার টাকা। ফ্রিজ টা সাইজে অনেক বড় ছিল যেহেতু আমি এলজির ফ্রিজ কিনি নাই আমি নিয়েছিলাম ইকো প্লাসের ফ্রিজটা। কারণ ইকো প্লাসের ওয়াশিং মেশিন ব্যবহার করেছি বেশ ভালো পেয়েছিলাম। তো এলজির এবং অন্যান্য ব্রান্ডের ফ্রিজ গুলো সাইজ ছোট কিন্তু দামে অনেক বেশি ছিল। তাছাড়া কালার গুলো আমার তেমন ভালো লাগছিল না। তাই আমার পছন্দ হয়েছিল ইকো প্লাসের ব্ল্যাক কালারের রেফ্রিজারেটর টা। তো সেই মোতাবেক আমার হসবেন্ড সেই ফ্রিজ টা নিয়ে আসলো। তাছাড়া আমি চাইছিলাম ডিপ ফ্রিজ উপরে হলেই ভালো লাগে। আর নরমালটা নিচে থাকলেই ভালো লাগে।

frige4.jpg

frige5.jpg

কিন্তু আমি যে সাইজের নিয়েছি সে সাইজের মধ্যে অন্য ব্র্যান্ডের হলে সেভাবে মিলাতে পারছিলাম না। হাফ নরমাল আর হাফ ডিপ ফ্রিজ চেয়েছিলাম। তাই ইকো প্লাসের ফ্রিজ টা আমার বেশ ভালো লেগেছে। এই ফ্রিজের ডেকোরেশন, বাইন্ডিং এবং ডিম আর নরমাল বেশ ভালই ছিল। অবশেষে বাসায় নিয়ে আসলেন বাচ্চারা ও বেশ খুশি হলো নতুন ফ্রিজ পেয়ে। রাতে কিন্তু স্টার্ট দিই নাই কারণ ফ্রিজ টা নড়াচড়া করছিল যেহেতু আনার সময়। তাই আমাদেরকে নির্দেশ দিল রাতে যেন স্টার্ট না করি। তাই খুব সকালে আমি তাড়াহুড়ো করে ফ্রিজ টা যথাস্থানে রেখে দিয়ে কারেন্টের লাইনটা দিয়ে দিলাম।

frige7.jpg

frige8.jpg

এবং পুরাতন ফ্রিজ থেকে সব গুলো জিনিস নতুন ফ্রিজের মধ্যে ট্রান্সফার করে নিলাম। এখন হচ্ছে পুরাতন ফ্রিজ টা গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়ার পালা। তো সেদিন একটা লেভার ঠিক করলো। ভ্যান গাড়ি নিয়ে লেভার এসে পুরাতন ফ্রিজ টা ভালো করে কভার দিয়ে বেঁধে নিয়ে গেল জেটিতে যেহেতু সেদিন বৃষ্টি ছিল। ফ্রিজ গাছের বোটে তুলে দিল এবং বাড়ি থেকে মানুষ আসতে বলেলেন এসে ফ্রিজ টা নিয়ে গেল বাড়িতে। এরপরে পরবর্তীতে আমি যখন ঈদ করতে বাড়িতে যাই তখন আমি ফ্রিজ টা আমার পছন্দ মত নির্দিষ্ট স্থানে রেখে কারেন্টের লাইন দিয়ে দিলাম।

frige9.jpg

frige6.jpg

তো বন্ধুরা আমার আজকের নতুন ফ্রিজ কেনার অনুভূতি এই ছিল। একদিকে বাসায় নতুন ফ্রিজ টা পাওয়া হয়ে গেল অন্যদিকে গ্রামের বাড়িতেও একটা ফ্রিজের চাহিদা পূরণ হয়ে গেল। বলতে গেলে এক সাথে দুইটি চাহিদা আমার পূরণ হয়ে গেল।


24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Eh2qs4cCyucf3FD7ahStNw2cTHPk2QiaQacbQjJNEWnuhyjY1PXfUUMr27ifyD15nkQhFHksgx6bm9BxYLdCkQDMy8JhQrktZHYy6njdzRU4bQ9b1d2xjCdoVzCDDY85pLPq2s7FhKBwPjpuHdozHaReDxEaFH2aYse13zaqogf9utVshuSban6ex1saRA.png

ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
Locationকক্সবাজার
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিলাইফস্টাইল


সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার ব্লগটি ভিজিট করার জন্য।

268712224_305654151337735_1271309276897107472_n.png

🥀আল্লাহ হাফেজ সবাইকে🥀


আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে অনেক ভালবাসি। রান্না করতে আমি অনেক পছন্দ করি। তাছাড়া সময় পেলে ভ্রমণ করি আর প্রকৃতিকে অনুভব করি। ফটোগ্রাফি করতে আমার ভীষণ ভাল লাগে। আমি মাঝে মাঝে মনের আবেগ দিয়ে কবিতা লেখার চেষ্টা করি। আমার প্রিয় শখের মধ্যে তো গান গাওয়া অন্যতম। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের/ভালবাসার কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Ehur2Z3EsVgTD2AcTmkokXePYxgzpSqwnBNBj3ZteFgQGBvoV1Gau6PdZ2iRjGoCbkshRWuRQSfGSpuzhGGAeLA4Vf5U1Hc8iJwwxD89QHRxVn1je1P4CmpDJ3i8T6K3VVLivshpofZcmEc1F66yhadmSAKB5S67TB9CT5ts8F67pFjTnJQ9RnA2Qqq1Qc1.gif

52k6mffrchQhs3Ssm9CLhkXcA8J5RhCbAhzzMtY9rBYwuor5owTWfK3hsfRcZnYb7wrEhskd2s8HBHr4RhMM9omL4rxSgvTJqwSSnNUzvjXQXok7tzfACAspADgZkJ316LdD4jwuTuxPFRrLJv8vbvqe9jwEcw4qbvJMTkYk1NHrUgqWaPWjVAzmHrEoVEjiyuECgtbe9rb7FDWzxUHqitBaapJs.png

Sort:  
 last year 

ইকো প্লাস এর অন্যান্য প্রোডাক্ট এর সার্ভিস পেয়ে আপনি খুশি,তাই এবারও ফ্রিজ কিনলেন।আপনার ফ্রিজ কেনার অনুভূতির ১ম পর্ব পড়া হয়নি। তবে এই শেষ পর্বটি পড়ে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

জি আপু প্রথম পণ্যটি যেহেতু ভালো পেয়েছি তাই আবারো একই ব্র্যান্ডের নিলাম।

 last year 

নতুন কোন জিনিস কিনলে আসলে বেশ ভালো লাগা কাজ করে। যাক পছন্দের ফ্রিজটা কিনতে পেরেছেন জেনে ভীষণ খুশি হলাম। নতুন জিনিসের ট্রিট দিতে হবে কিন্তু 🤪
নাহলে নষ্ট হয়ে যাবে 😂

Posted using SteemPro Mobile

 last year 

আচ্ছা আচ্ছা ট্রিট না হয় দিলাম তারপর ও বদ দোয়া দিবেন না শখের জিনিস নষ্ট হলে মানতে পারবো না 😂😍।

 last year 

আপু,নতুন জিনিস কিনলে মিষ্টি খাওয়াতে হয়। যেহেতু আপনি নতুন ফ্রিজ কিনেছেন সেহেতু আমাদের সকলকেই মিষ্টি খাওয়ানো প্রয়োজন। কেননা আমরাওতো আপনার পরিবারের সদস্য। আর হ্যাঁ আপু, আমার চাচাতো ভাইয়ের ঘরে ইকো প্লাসের ফ্রিজ রয়েছে। আর তাই আমিও জানি এই ব্রান্ডের ফ্রিজগুলো খুবই ভালো সার্ভিস দেয়। যাইহোক আপু, নতুন ফ্রিজ কেনা নিয়ে আপনার সুন্দর অনুভূতিটুকু আমাদের মাঝে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 last year 

অনেক ধন্যবাদ ভাইয়া একটু নিশ্চিত হলাম যেহেতু আপনার চাচাতো ভাইয়ের বাসায় একই ব্রান্ডের ফ্রিজ আছে তাই। তাহলে তো নিশ্চয়ই আপনাকে মিষ্টি খাওয়াতে হয় চলে আসেন বাসায় দাওয়াত দিলাম।

 last year 

একদিকে নতুন ফ্রিজ কেনা হলো অন্যদিকে গ্রামের বাড়ির ফ্রিজের চাহিদা পূরণ হল। ভালোই হয়েছে নতুন ফ্রিজ কিনেছেন। নতুন ফ্রিজ কেনার পর পুরনো ফ্রিজ গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন জেনে ভালো লাগলো। আপু ফ্রিজ কেনা নিয়ে আপনার অনুভূতির কথা জেনে ভালো লাগলো।

 last year 

হ্যাঁ আপু একই খরচে দুইটি চাহিদা পূরণ হলো বেশ ভালো লাগলো অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

আসলে আপু ঘরে যেই জিনিস প্রতিদিন ব্যবহার হয় তা না থাকলে কিনতে হয়। ঘরে ফ্রিজ না থাকলে খাবারের জিনিসপত্র রাখতে খুবই অসুবিধা হয়। নতুন ফ্রিজ কেনার অনুভূতি পড়ে খুব ভালো লাগলো আপু খুব সুন্দর একটি ফ্রিজ ক্রয় করেছেন। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

প্রতিনিয়ত নতুন নতুন জিনিস কিনতে বেশ ভালোই লাগে। তাছাড়া প্রতিনিয়ত চাহিদার পরিবর্তন হয় আমার অনুভূতি গুলো পড়ার জন্য ধন্যবাদ।

 last year 

পোস্টটি পড়ে যানতে পারলাম যে আপনি নতুন একটি ফ্রিজ কিনেছেন। নতুন জিনিস কেনার অনুভূতি অন্যরকম। নতুন ফ্রিজ কিনেছেন এইজন্য পুরাতন ফ্রিজ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেবেন। জেনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।

 last year 

আসলে আপু গ্রামে গেলে সমস্যাই পড়তে হয় ফ্রিজ নিয়ে তাই সেই চিন্তা করে ফ্রিজ টা কিনা হলো।

 last year 

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56697.29
ETH 2390.51
USDT 1.00
SBD 2.29