অরিগ্যামি পোস্টঃ- রঙ্গিন কাগজ দিয়ে ওয়াল হ্যাংগিং তৈরি ।
আসসালামু আলাইকুম,
প্রিয় পরিবারের সকল ভাই ও বোনরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি পরিবার-পরিজনকে নিয়ে দিনকাল বেশ ভালোই কাটাচ্ছেন। তবে দুই একদিন হলো গরম একটু কমে গেছে আমাদের এদিকে। যেহেতু আজকে রাতেও বৃষ্টি হয়েছে পরিবেশটা বেশ ভালোই আছে গরমটা কমে গেল আগের থেকে। কিন্তু ঠান্ডা জনিত সমস্যায় এবং জ্বরের কারণে একটু অসুস্থ আছি। তাছাড়া প্রচুর গলা ব্যাথা তাই সারাদিন ভালোই লাগছে না। আজকে আমার মায়ের কথা খুব বেশি মনে পড়ে গেল। পৃথিবীতে সব চেয়ে আদরের মূল্যবান সম্পদ যখন হারিয়ে ফেলেছি আর কিছুই ভালো লাগেনা। যখন মায়ের কথা মনে পড়ে সবকিছু অন্ধকার হয়ে যায়। দোয়া করবেন আমার আম্মুর জন্য সৃষ্টিকর্তা যেন আমার মাকে বেহেস্ত নসিব করেন। কান্না করলে বা অস্থিরতা আসলেও আর কোথায় পাবো মাকে! যা হারানোর সে তো হারিয়ে ফেলেছি এখন আফসোস ছাড়া আর কিছু নেই। যে একবার হারিয়ে যায় সে আর কখনো ফিরে আসে না সেই জগত থেকে। অবশ্যই আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে।
কিন্তু এই প্রিয়জন হারানোর ব্যাথাটা কখনো ভুলা যায় না বারবার মনের মধ্যে আঘাত করে। বন্ধুরা আজকে আমি আবার উপস্থিত হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি ওয়াল হ্যাংগিং অরিগ্যামি। গতকালকে একটু ফ্রি ছিলাম তাই চিন্তা করলাম একটি রঙিন কাগজ দিয়ে অরিগ্যামি তৈরি করি। সত্যি যখন তৈরি করতে বসি তখন এতই অস্থির হয়ে গেছিলাম আমি কোনমতেই আর করা যাচ্ছিল না। কারণ ওয়াল হ্যাংগিং আমি যেভাবে তৈরি করতে চেয়েছিলাম সেভাবে তৈরি করতে গেলে প্রচুর সময়ের দরকার হয়েছিল। রঙ্গিন কাগজ দিয়ে ওয়াল হ্যাংগিং তৈরি করতে যথেষ্ট পরিমাণ সময়ের দরকার হয়। যেহেতু আমি যে পদ্ধতিতে তৈরি করেছি সেটি আমার কাছে বেশ ভালোই সময় লেগেছিল। মাঝপথে আমি ছেড়ে দিতে চেয়েছিলাম আবার চিন্তা করলাম না এত কষ্ট করে যখন করেছি তখন আমাকে করতে হবে। শেষমেষ অনেক কষ্ট করে তৈরি করে নিলাম। যখন তৈরি হয়ে যায় দেখতে বেশ ভালো লাগছিল। তবে রঙিন কাগজ দিয়ে কিংবা অন্যান্য ক্রিয়েটিভিটি গুলো তৈরি করতে পারি না এমনটা নয়।
কিন্তু আমার যথেষ্ট পরিমাণ সময়ের অভাব তাই অনেক কিছু তৈরি করতে ইচ্ছে থাকলেও সম্ভব হয় না যেহেতু প্রচুর সময় দিতে হয়। সে সময় গুলো আমার কাছে থাকে না তাই তৈরি করা হয়ে ওঠেনা। কিন্তু আমি যখন সময় সুযোগ পাই তখন তৈরি করতে বসে পড়ি। আশা করি আমার আজকের শেয়ার করা অরিগ্যামি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। এই ধরনের ওয়াল হ্যাংগিং গুলো তৈরি করে যখন ওয়ালে টাঙিয়ে রাখা হয় দেখতে বেশ ভালোই লাগে। তাহলে চলুন বন্ধুরা ধাপ গুলো আপনাদেরকে পর্যায়ক্রমে শেয়ার করে নিচ্ছি—---
প্রয়োজনীয় উপকরণ সমূহঃ
সাদা কাগজ/ রঙ্গিন কাগজ।
কাঁচি।
গাম।
পেন্সিল।
কার্ড বোর্ড।
পুঁতি।
প্রথম ধাপঃ
প্রথমে আমি গাঢ় পিংক কালারের একটি রঙ্গিন কাগজ নিয়েছি। তা কাঁচি দিয়ে ফিতা আকারে কেটে নিয়েছি। ছোট ছোট করে কেটে নিয়ে গাম দিয়ে লাগিয়ে দিয়ে ফুলের ডিজাইন করে বানিয়ে নিয়েছি। এভাবে অনেকগুলো ফুল তৈরি করে নিয়েছি। আপনাদেরকে বিস্তারিত আলোকচিত্রের মাধ্যমে শেয়ার করেছি।
দ্বিতীয় ধাপঃ
এরপরে গ্রীন কালারের রঙ্গিন কাগজ নিয়ে একই ডিজাইনের আবারও ফুল তৈরি করে নিলাম এবং গাছের লতা তৈরি করে নিলাম। আবার হলুদ কালারের কাগজ নিয়েও ফিতা কেটে নিলাম এবং গাম দিয়ে ডাবল করে লাগিয়ে দিলাম।
তৃতীয় ধাপঃ
এরপরে আমি একটা শপিং ব্যাগের শক্ত কাগজ কেটে নিয়েছি কার্ড বোর্ডের মত। সেখানে আমি পেন্সিল দিয়ে একটি লাভ এঁকে নিয়েছি। লাভ এঁকে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার আগে তৈরি করা রঙ্গিন কাগজের ফুল গুলো সেই এঁকে নেওয়া লাভের নিচের সাইডে গাম দিয়ে লাগিয়ে নিচ্ছি।
চতুর্থ ধাপঃ
বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই ধাপে আমি ফুলের কিছুটা অংশ তৈরি করে নিয়েছি। এখানে মূল কথা হচ্ছে তৈরি করা ফুল গুলোকে গাম দিয়ে ভালোভাবে সেটিং করে লাগিয়ে দিতে হবে। গ্রীন কালার দিয়ে আমি গাছের পাতা এবং লতা দিলাম। পিংক কালার দিয়ে ফুল তৈরি করে নিয়েছি। আর হলুদ কালার দিয়ে লাভের সেইফ ঠিক করে নিলাম।
পঞ্চম ধাপঃ
ধাপে ধাপে আমি পুরো ওয়াল হ্যাংগিং তৈরি করে নিয়েছি বিভিন্ন কালার কাগজ ব্যবহার করে।
ষষ্ঠ ধাপঃ
যেহেতু খুব সুন্দর একটি ওয়াল হ্যাংগিং তৈরি করে নিয়েছি। সেটাকে খুব সুন্দর করে ফ্রেমের মাধ্যমে বাঁধাই করে নিতে হবে। তার জন্য পিংক কালারের একটি রঙ্গিন কাগজ নিয়েছি। সেটাকে ভালোভাবে মুড়িয়ে নিয়ে গাম দিয়ে লাগিয়ে দিয়ে সুন্দর করে চারটি স্টিক তৈরি করে নিলাম।
সপ্তম ধাপঃ
গাম দিয়ে ধাপে ধাপে স্টিক গুলো লাগিয়ে দিলাম। খুব সুন্দর একটি ওয়াল হ্যাংগিং তৈরি হয়ে গেল। যখন ফ্রেম দিয়ে বাঁধায় করলাম তখন দেখতে আরও আলাদা সুন্দর বৃদ্ধি পেয়ে গেল ওয়াল হ্যাংগিং টি।
অষ্টম ধাপঃ
যখন রঙিন কাগজ দিয়ে ওয়াল হ্যাংগিং পুরোপুরি তৈরি হয়ে যায় তখন গাম দিয়ে পুঁতি লাগিয়ে দিলাম। গাম দিয়ে পুঁতি গুলো দেওয়ার পরে বেশ সুন্দর দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে পুরোপুরি ওয়াল হ্যাংগিং তৈরি হয়ে যায়।
উপস্থাপনা
বন্ধুরা আপনাদের কেমন লাগলো আমার আজকের শেয়ার করা ওয়াল হ্যাংগিংয়ের অরিগ্যামি। আমি চেষ্টা করেছি সুন্দর করে তৈরি করার।তবে কতটুকু সফল হয়েছি জানিনা। আশা করি আপনাদের মাধ্যমে বেশ সুন্দর সুন্দর মতামতের মাধ্যমে জানতে পারবো। যথেষ্ট পরিমাণ সময় দিতে হয়েছে প্রচুর ধৈর্য দিয়ে তৈরি করতে হয়েছে। তৈরি করার পরে আমার বেশ ভালো লেগেছে বন্ধুরা। যেহেতু ছোট ছোট রঙিন কাগজ কেটে গাম দিয়ে লাগিয়ে দিয়ে তৈরি করতে হয় তাই একটু ধৈর্য সহকারে করতে হয়। যখন পুরোপুরি তৈরি হয়ে গেল তখন আমার খুব ভালো লেগেছে দেখে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। অনেক ধন্যবাদ বন্ধুরা সময় দিয়ে দেখার জন্য।
ডিভাইসের নাম | Wiko,T3 |
---|---|
মডেল | W-V770 |
ফটোগ্রাফার | @samhunnahar |
ক্যাটাগরি | ওয়াল হ্যাংগিংয়ের অরিগ্যামি। |
আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।
💘ধন্যবাদ সবাইকে💘
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
রঙ্গিন কাগজ ব্যবহার করে ওয়াল হ্যাংগিং তৈরি করেছেন। এটা দেখতেও ভীষণ ভালো লাগতেছে। আসলেই পৃথিবীর সবথেকে বড় আদরের মূল্যবান সম্পদ হচ্ছে মা। আপনার মার জন্য অনেক অনেক দোয়া রইল। সে যেন জান্নাত বাসী হয়। এই কাজটির জন্য প্রশংসার দাবিদার। দেখতে ভীষণ ভালো লাগতেছে। একদম সূক্ষ্ম হাতের কাজ। শুভেচ্ছা রইল আপনার জন্য।
মা নেই কিছু ভালো লাগেনা ভাইয়া।
প্রথমেই আপনার মায়ের জন্য অনেক দোয়া সৃষ্টিকর্তা ওনাকে বেহেস্ত নসিব করুন আমিন। আপনার অসুস্থতার খবর শুনে খারাপ লাগলো। আপনার জন্য দোয়া রইল তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ। ওয়াল হ্যাংগিং তৈরি দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগতেছে।
আপনার লেখা গুলো পড়ে বেশ অনুপ্রেরণা পেয়েছি।
আসলে পৃথিবীতে কেউ চিরকাল থাকতে পারবে না সবাইকে একদিন চলে যেতে হবে। দোয়া করি আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। আর আপনার ও সুস্থতা কামনা করছি। চমৎকার একটি ওয়াল হ্যাংগিং তৈরি করেছেন। দেখতে খুব সুন্দর লাগছে। এই ওয়ালমেট গুলো ঘরে ঝুলিয়ে রাখলে ঘরের সৌন্দর্য আরো বেড়ে যায়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ওয়ালমেট আমাদেরকে উপহার দেওয়ার জন্য।
ঠিক বলছেন আপু সবাইকে একদিন চলে যেতে হবে। দোয়া করবেন আমার আম্মুর জন্য।
ওয়াল হ্যাংগিং তৈরি করতে আমারও ভীষণ ভালো লাগে। আর রঙিন কাগজ দিয়ে এত সুন্দর করে ওয়াল হ্যাংগিং তৈরি করেছেন দেখে ভালো লাগলো আপু। দেখে তো মনে হচ্ছে অনেক সময় নিয়ে কাজটি করেছেন। দেখতে অসাধারণ হয়েছে। দারুন একটি ওয়াল হ্যাংগিং তৈরির পদ্ধতি সবার মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
হ্যাঁ আপু এই ওয়াল হ্যাংগিং তৈরি করতে আমার বেশ সময় লাগছিল।
রঙিন কাগজ দিয়ে দারুন টি ওয়াল হ্যাংগিং তৈরি করেছেন আপু। দেখতে খুবই চমৎকার লাগছে। খুবই আকর্ষণীয় হয়েছে আপনার ওয়াল হ্যাংগিং টি। দারুন ভাবে প্রতিটা ধাপ তুলে ধরেছেন। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
সময় দিয়ে দেখলেন অনেক ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ।
রঙিন কাগজ দিয়ে সুন্দর একটা ওয়াল হ্যাংগিং তৈরি করেছেন।আপনি ঠিক বলেছেন আপু অনেক কিছু করার ইচ্ছে থাকলেও সময়ের অভাবে করতে পারি না। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে চমৎকার একটা ওয়াল হ্যাংগিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমারও একদম সময় হাতে থাকা না। তবে যখন সময় সুযোগ পায় তখন বসে পড়ি আপু তৈরি করতে।
প্রথমেই আপনার মায়ের জন্য সুস্থতা কামনা করছি।
আপনি খুব সুন্দর একটি ওয়াল হ্যাংগিং তৈরি করেছেন। দেখতে অনেক সুন্দর লাগছে ।
এ ধরনের জিনিস আমাদের ওয়ালের সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি করে।
ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
বেশ ভালো লাগলো আপু আপনার খুব সুন্দর মতামত পড়ে।
ঠিক বলেছেন আপু, মা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ একটা সম্পদ আর এটা হারিয়ে গেলে কখনোই ফিরে আসে না। আমাদের এই পৃথিবী থেকে সবাইকে একদিন চলে যেতে হবে আর মানুষ ক্ষণস্থায়ী এটা মেনে নেয়াই হয়তোবা শ্রেয়। যাই হোক আপনার মায়ের জন্য দোয়া করি। আপনার অরিগমি টা দেখতে সত্যি অনেক সুন্দর ছিল। এই ধরনের ওয়াল হ্যাংগিং বা ওয়ারিগমি আমি অনেক পছন্দ করি।
একদম ঠিক বলছেন ভাইয়া সবাইকে একদিন চলে যেতে হবে। তবে কিছু কিছু মানুষ জীবন থেকে চলে যাওয়া টা মেনে নিতে কষ্ট হয়।
গরমে আমারও আপু আপনার মতো গলা ব্যথা হয়ে গিয়েছিল। ঠিকঠাক কথা বলতে পারছিলাম না। তবে আপনার মায়ের কথা মন পরছে জেনে খারাপ লাগলো। আসলে দুনিয়াতে কেউ স্থায়ী নয় একদিন সবাইকেই চলে যেতে হবে। আপনার উচিত এখন শুধু দোয়া করা। যাইহোক, পেপার কুয়েলিং করে খুব সুন্দর করে ওয়াল হ্যাংগিং বানিয়েছেন আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
এই ওয়াল হ্যাংগিং তৈরি করতে আমার বেশ কষ্ট হয়েছিল। অনেক ধন্যবাদ আপনাকে।
ওয়াও আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে রঙ্গিন কাগজ দিয়ে ওয়াল হ্যাংগিং তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি পোস্ট দেখে সত্যি আমি বেশ মুগ্ধ হয়েছি। আসলে রঙিন কাগজ দিয়ে এত সুন্দর ভাবে যেকোন জিনিস তৈরি করে ঘরে যদি টাঙিয়ে রাখা যায় দেখতে বেশ ভালো লাগে। প্রত্যেকটি স্টেপ তৈরি করে বর্ণনা দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
অনেক ধন্যবাদ ভাইয়া সময় দিয়ে দেখলেন ভালো লাগলো।