ভিডিওগ্রাফি -মাছের সুন্দর একটি ভিডিওগ্রাফি।

in আমার বাংলা ব্লগ10 months ago

সবাইকে শুভ সকাল প্রিয় বন্ধুরা

@amarbanglablog পরিবারের সকল সদস্য সদস্যগণ সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমার আজকের ব্লগিং পর্বে। বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভাল আছেন দিনের শুরুতেই। দিনের শুরুতেই একটি সুন্দর দিন শুরু হওয়া মানে হচ্ছে পুরো দিনটা সুন্দর যায়। তো আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার অসীম রহমতে ভালো আছি। দিনের শুরুটা নিশ্চয়ই মনে হচ্ছে ভালোই কাটবে সারাদিন। তো ভাবলাম আপনাদের সাথে যুক্ত হয়ে যায়। আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব তা হচ্ছে একটি ভিডিওগ্রাফি। বন্ধুরা আমি চেষ্টা করি প্রতি সপ্তায় একটি করে ভিডিওগ্রাফি শেয়ার করার। তাই আজকেও আবার উপস্থিত হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আমার আজকের ভিডিওগ্রাফিটি আপনাদের সকলের ভালো লাগবে।

pic1.jpg

আজকে আমি যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে মাছের ভিডিওগ্রাফি। বন্ধুরা একটা বিষয় লক্ষ্য করা যায় যে বর্তমান সময়ে আমরা যেদিকে ঘুরতে যাই না কেন। সব জায়গায় খুব সুন্দর করে কিছু মাছের এ্যাকুরিয়াম থাকে। সেখানে অনেক সুন্দর করে মাছ গুলোকে সাজিয়ে রাখা হয়। কিন্তু এমন সুন্দর মাছ দেখতে পেলাম হোটেল রয়েল টিউলিপের পাশে। খুব সুন্দর করে একটা নালা করে মাছ রাখা হয়েছে। আমি মনে করেছিলাম সেখানে আবর্জনা পানি গুলো যায়। আসলে পরবর্তীতে দেখতে পেলাম সেখানে ময়লা আবর্জনা পানি একদমই যাওয়া হয় না। যা আমি পরবর্তীতে দেখে মুগ্ধ হয়ে গেছিলাম। আমাদের ছোট ভাই সরওয়ার যখন আমাদেরকে মাছ গুলো দেখাতে নিয়ে গেল আমি তো দেখে অবাক। এই নালার ভিতরে এতগুলো মাছ চাষ করা হয়েছে।

pic2.jpg

সবাই কিন্তু এই মাছ গুলোকে খাবার দিতে আসে। বিশেষ করে বাচ্চারা মাছ গুলোকে খাবার দিয়ে অনেক বেশি আনন্দ পায়। রংবেরঙের এত সুন্দর মাছকে দেখতেই বাচ্চারা যেন খুশিতে আত্মহারা হয়ে গেছিল। আমারও তো অনেক ভালো লেগেছে তাছাড়া মাছগুলো সাইজে বড় ছিল। যেহেতু খোলামেলা পরিবেশের মধ্যে বড় হচ্ছে। তাছাড়া পর্যাপ্ত পরিমাণ খাবার খাই। তাছাড়া এ্যাকুরিয়ামের পানি গুলো সব সময় পরিবর্তন করে দেওয়া হয়। তো অনেক সুন্দর দেখাচ্ছিল মাছগুলো। আমি তো আর ধরে রাখতে পারলাম না আমার আনন্দের মুহূর্তটি। তাই আমি ছোট্ট একটি ভিডিও নিয়েছিলাম। ভাবলাম সেই ভিডিওটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব।

ভিডিওগ্রাফি টি দেখার জন্য নিচে ক্লিক করুন

প্রিয় বন্ধুরা আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। কারণ এমন সুন্দর একটি মুহূর্ত কারো ভালো না লেগে থাকতে পারে না। তাই চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার। তো কেমন লেগেছে আমার আজকের ভিডিওটা মতামত দিয়ে জানালে বেশ ভালোই লাগবে। ধন্যবাদ সবাইকে সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য।

268712224_305654151337735_1271309276897107472_n.png

ক্যামেরার বিবরণ


ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিভিডিওগ্রাফি
ভিডিও এডিটিং@samhunnahar
লোকেশনকক্সবাজার


সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার শেয়ার করা ভিডিওগ্রাফি দেখার জন্য।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJxBV1deubp3jTX5M8sF2eMPzpt7ToKs7xvshYmvG2N9uBGen8JJSxhXd6cj7tosB3JWqedqnSVHWyMFLQizB7ouZeu28paqWxpHmLGq5FJ23YStCWcEHwtnsfm6gSWK8GH8.gif

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

New_Benner_ABB1.png

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7DiLvzq9baKkST8T1mkhiizFXSFVv2PXDydTeMWpnYK2gToiY733FT9uwSdBSXWz7RnGmzsa8Pr9pGoyYaQFsuS3p.png

Sort:  
 10 months ago 

খুব সুন্দর রঙিন মাছের ভিডিও গ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার ভিডিওগ্রাফি দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। আপনার ছোট ভাই আপনাকে রংবেরঙের অনেক সুন্দর মাছ দেখানোর জন্য নিয়ে গিয়েছিল। আসলে এ ধরনের মাছগুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মাছের ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 10 months ago 

আমি প্রথমে বুঝতে পারি নাই যে সেখানে এতো সুন্দর সুন্দর মাছ ছিল। প্রথমে মনে করেছিলাম সেখানে একটা পানি যাওয়ার নালা ছিল।

 10 months ago 

আপনার ছোট ভাই সরওয়ার এই সুন্দর রংবেরঙের মাছগুলো দেখানোর জন্য আপনাদের নিয়ে গিয়েছিলো জেনে ভালো লাগলো।আপু রংবেরঙের মাছের ভিডিওগ্রাফি বেশ সুন্দর হয়েছে। সত্যি বলেছেন আপু ছোট শিশুরা এই মাছগুলোকে খাবার দিয়ে অনেক আনন্দ পায়। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের সাথে সুন্দর ভাবে শেয়ার করার জন্য।

 10 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার ভিডিওটি দেখার জন্য।

 10 months ago 

দিনের শুরুটা যেহেতু ভালো গিয়েছে আশা রাখছি আজকের দিনটা আপনার ভালোই যাবে সেই কামনাই করছি । আর এ ধরনের অ্যাকুইরিয়াম গুলো আমাদের বড়দের কাছেই ভালো লাগে আর ছোটদের তো ভালো লাগবেই । খাবারের ব্যবস্থা থাকে যাতে ছোটরা এগুলো দিয়ে মজা পায় । আসলেই আজকাল বিভিন্ন জায়গায় গেলেই এ ধরনের মাছ দেখতে পাওয়া যায় । ভালো লাগলো ভিডিওগ্রাফিটি ।

 10 months ago 

হ্যাঁ আপু মাছ গুলো দেখতে খুবই সুন্দর ছিল। তাছাড়া বাচ্চারা অনেক বেশি আনন্দ করেছিল।

 10 months ago 

রঙিন মাছের বেশ সুন্দর ভিডিওগ্রাফি করেছেন আপু। এই মাছগুলো দেখতে সত্যিই ভীষণ ভালো লাগে। রঙিন মাছ আমাদের বাড়িতেও রয়েছে অনেক। তাই প্রতিনিয়তই এই মাছগুলো সঙ্গে দেখা হয়। তবে আজকাল বিভিন্ন জায়গায় এই মাছগুলো দেখা যাচ্ছে। অনেক ভালো লাগলো আপু আপনার পোস্ট।

 10 months ago 

শুনে অনেক ভালো লাগলো যেহেতু মাছ গুলো আপনাদের বাড়িতে আছে। তাহলে তো আপনার সব সময় দেখার সুযোগ হয়।

 10 months ago 

এত সুন্দর রঙিন মাছগুলোর ভিডিওগ্রাফি দেখে সত্যিই অনেক ভালো লেগেছে আপু। এরকম দৃশ্য দেখলে সত্যি খুবই ভালো লাগে। আর সুন্দর কোন দৃশ্য ভিডিওগ্রাফি করতে ভালো লাগে। ভাইয়ের সাথে দারুন একটি জায়গায় গিয়েছেন আপু।

 10 months ago 

অনেক ধন্যবাদ আপু আপনার খুব সুন্দর অনুভূতি ছিল আমার ভিডিওটি দেখে।

 10 months ago 

আপনি আজকে খুব চমৎকার একটি ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। এই লাল মাছের ভিডিওগ্রাফি টি দেখে আমার খুব ভালো লেগেছে। আসলে এ মাছ গুলো চাষ করতেও বেশ ভালো লাগে এবং এই মাছগুলো বেশ দামি মাছ। আপনি খুব চমৎকার ভাবে ভিডিও করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 10 months ago 

হে ভাইয়া মাছ শুধু লাল নয় সেখানে রংবেরঙের মাছ ছিল। তাছাড়া মাছ গুলো দেখতে খুবই সুন্দর ছিল।

 10 months ago 

শুধু ভ্রমণের জায়গা গুলোতে না এখন অনেকে নিজেদের বাড়িতেও অ‍্যাকুরিয়াম রয়েছে। সেগুলো তে রং বেরঙের মাছ চাষ করে। এবং এদের জন্য আবার বিশেষ ধরনের খাবার আছে। বাচ্চারা আবার এই মাছ দেখলে বেশ খুশি হয় । মাছের ভিডিওগ্রাফি টা বেশ সুন্দর হয়েছে। বেশ চমৎকার লাগছে দেখতে। ধন্যবাদ আমাদের সঙ্গে মাছের ভিডিওগ্রাফি টা শেয়ার করে নেওয়ার জন্য।।

Posted using SteemPro Mobile

 10 months ago 

ঠিক বলছেন ভাইয়া এই ধরনের অ্যাকুরিয়াম এখন কিন্তু ঘরের মধ্যে তৈরি করা হয়। বাচ্চারা অনেক বেশি খুশি হয়েছিল অনেক ধন্যবাদ।

 10 months ago 

একুরিয়ামের ভিতরে এরকম রঙ বেরঙ এর মাছ দেখা যায়। দেখতে ভালো লাগে। রয়েল টিউলিপের সামনে এমন মাছ দেখে বাচ্চারা অনেক খুশি হবে। দেখতেও ভালো লাগছে মাছগুলো।

 10 months ago 

অনেক ধন্যবাদ আপনাকে খুব সুন্দর অনুভূতি প্রকাশ করলেন।

 10 months ago 

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59991.95
ETH 2664.96
USDT 1.00
SBD 2.45