একগুচ্ছ প্রেমের অনু কবিতা-"মা জননী"-Writing by @samhunnahar.
জুমা মোবারক,
গোধূলির সাত রঙে সাজিয়েছে প্রকৃতি
অবাক নয়নে তাকিয়ে আছি দেখছি আর ভাবছি
কত সুন্দর ধরণী সৃষ্টি করিয়াছো তুমি
সৃষ্টিকর্তা তোমার কাছে করি হাজারো মিনতি
আমায় তুমি কবুল করো প্রতিটি প্রার্থনাতে।
চোখ মেলে দেখি কত সুন্দর ধরণী
তোমার কোলে জন্মেছি বলে মা জননী
মা তুমি দেখালে আমাকে এই ভুবন
আমি তোমার কাছে ঋণী আজীবন।
ভালোবাসার অপর নাম তুমি মা
বেঁচে থাকার অনুপ্রেরণাতে তুমি আমার মা
হাজারো স্বপ্নের মাঝে তোমাকে রাখি মা
প্রতিটি নিঃশ্বাসে, বিশ্বাসে শুধু তোমার প্রার্থনা মা।
ভালোবাসা কি জিনিস শিখিয়েছো তুমি
জীবনের ভালো মন্দ শিখেছি আমি
মা তোমার পাঠশালাতে আমার প্রথম অর্জন
তুমি আমাকে মানুষের মত মানুষ করতে
জীবনে করেছো কত বিসর্জন।
হাটি হাটি পা পা করে হাঁটতে শিখেছি
জীবনে হারতে হারতে জিততে শিখেছি
জীবনে ভালো-মন্দ অনেক কিছু বুঝেছি
সবকিছুতে তোমারি অনুপ্রেরণা ছিল
তুমি আমার জীবনের সকল সুখের মূল।
হাজারো ভিড়ের মাঝে খুঁজি তোমার মুখ
তুমি আমার জীবন চলার পথে যত সুখ,
খুঁজেছি তোমায় আকাশ পানে
খুঁজেছি তোমায় মরুর দেশ কোথাও তুমি নেই
চোখ বুজলে তোমাকে দেখি, নিঃশ্বাসে তোমাকে পাই
প্রতিটি স্বপ্নে তুমি ভেসে আসো
শুধুই তোমাকে খুঁজে পাই।
সমাপ্তি-@samhunnahar
আশা করি আপনাদের সকলের কাছে আমার অনু কবিতা গুলো পড়েই ভালো লেগেছে। তো বন্ধুরা আমার একগুচ্ছ অনু কবিতা পড়ে কেমন লাগলো কমেন্টে জানালে অনেক বেশি ভালো লাগবে। আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন। |
---|
লেখার উৎস | নিজের অনুভূতি থেকে |
---|---|
ইমেজ সোর্স | ভিক্টিজি ডট কম |
অবস্থান | কক্সবাজার, বাংলাদেশ |
ক্যাটাগরি | একগুচ্ছ অনু কবিতা |
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
ভিন্ন ভিন্ন অনুভূতি থেকে বেশ কিছু t কবিতা লিখেছেন আর অণু কবিতাগুলো উপস্থাপন করেছেন দেখে অনেক ভালো লাগলো আপু। আপনার লেখা অনু কবিতা গুলো দারুন হয়েছে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার প্রত্যেকটা কবিতা ভীষণ সুন্দর হয়েছে আপু। সবগুলোই অসাধারণ ভাবে সাজিয়ে লিখেছেন আপনি। প্রত্যেকটা শব্দ খুব সুন্দর ভাবে সাজিয়েছেন কবিতার লাইনে। দারুন হয়েছে কবিতা গুলো। বিশেষ করে প্রথম এবং শেষের দুটো কবিতা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ আপু।
অনেক অনেক ভালো লাগলো আপনার লেখা এমন সুন্দর ছোট ছোট কবিতা গুলো দেখে। বেশি দারুন ভাবে আপনি কবিতার প্রত্যেকটা লাইন মিলিয়ে লিখে। অসাধারণ ছিল আপনার লেখা আজকের কবিতা। এত সুন্দর ভাবে ছোট ছোট কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আমার আজকের টাস্কঃ-
ওয়াও আপু ভালোবাসার একগুচ্ছ অনু কবিতা পড়ে অনেক ভালো লাগলো। মাকে নিয়ে অনু কবিতাটা সব থেকে বেশি ভালো লেগেছে আমার কাছে। অনেক সুন্দর একটি পোস্ট বিস্তারিতভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার লেখা ছোট ছোট কবিতা গুলো আবৃত্তি করতে খুব ভালো লাগলো। কবিতা লেখার ধরনটা আপনার অনেক সুন্দর ছিল। যেখানে ছোট ছোট অনুভূতি দিয়ে লেখা প্রত্যেকটা কবিতা। যেন মনের মাধুর্য মিশিয়েছেন কবিতার লাইনে লাইনে।
আজ আপনি আমাদের সাথে একগুচ্ছ অনু কবিতা শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটি অনু কবিতা পড়তে ভীষণ ভালো লাগলো। ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে কবিতাগুলো তৈরি করেছেন। কবিতার প্রত্যেকটি লাইন বেশ চমৎকার। আপনার কবিতা লেখার সব সময় অনেক ভালো হয় আপু। সুন্দর কবিতাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
https://x.com/nahar_hera/status/1860019397630525787?t=m_d4u_vClXGTGC2waD9MOw&s=19
মাকে নিয়ে চমৎকার কয়েকটি অনুকবিতা লিখেছেন। অনেকদিন পর আপনার অনুকবিতা পড়লাম আপু। মায়ের সাথে আসলে দুনিয়ার কোনো কিছুরই তুলনা হয়না। একমাত্র মাই মায়ের তুলনা। ভালো থাকুক পৃথিবীর সকল মা। আপনার মাকে আল্লাহ তায়ালা জান্নাতুল ফেরদাউস নসিব করুক।