রেসিপিঃ- পাউরুটি গাজরের ঝাল টোস্ট তৈরি।

in আমার বাংলা ব্লগ2 months ago

শুভ দুপুর সবাইকে,

আসসালামুয়ালাইকুম প্রিয় ভাই ও বোনদেরকে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি সকালটা বেশ সুন্দরভাবেই শুরু হল। যখন সকালটা খুব সুন্দরভাবে শুরু হয় তখন বুঝতে পারবেন যে পুরো দিনটাই অনেক সুন্দরভাবে কেটে যায়। তাই আমরা যদি সকালটা খুব সুন্দরভাবে শুরু করতে পারি তাহলে আমাদের সবার জন্য ভালো। দিনের শুরুতেই যখন কোন সমস্যা সৃষ্টি হয়ে যায় তাহলে পুরো দিনটা ভেজাল। আশা করি আপনাদের দিনকাল বেশ ভালোই যাচ্ছে বন্ধুরা। যদিও আগের থেকে তাপমাত্রা একটু কমছে আজ দুই দিন যাবত এমন মনে হচ্ছে আমার এদিকে। তবে দিনের বেলায় বিল্ডিং এর নিচে একটু ঠান্ডা হলেও রাতের বেলায় প্রচুর পরিমাণ গরম বের হয়।

r21.jpg

তারপরও আমাদের এদিকে একটু গরম কমলো তাই মনে হচ্ছে। আশা করি আস্তে আস্তে গরমের তাপমাত্রা কমে যাবে সেই কামনা করছি। এই গরমের দিনে কি খাবো সেই বিষয় নিয়ে অনেক দ্বন্দ্বে পড়ে যাই। অনেক সময় টেনশনে পড়ে যাই কি খাবো। আমরা তো সব সময় বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি বিকেল বেলায় কিংবা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খাবার মেনু রাখার চেষ্টা করি। কিন্তু মাঝে মধ্যেই কোন কিছু তৈরি করতে গেলে একটু চিন্তা করতে হয়। কারণ সব সময় একই ধরনের খাবার খেতে ভালো লাগে না। যেহেতু কয়েকদিন ঘোরাফেরা করলাম গ্রাম থেকে আসছি তাই একটু শারীরিকভাবে অসুস্থ ছিলাম। খাবারের রুচি একদম কমে গেছে বলা যায়। গতকালকে বিকেলে চিন্তা করলাম যে ভিন্ন কিছু একটা তৈরি করি যেহেতু বাচ্চারাও খেতে চাইছে। বাচ্চারা পাউরুটি দিয়ে যেকোনো কিছু করে দিলে বেশ পছন্দ করে। কিন্তু গরমের দিনে ভাজাপোড়া খেতে বেশ ভয় কাজ করে।

r20.jpg

তারপরে যেহেতু বাচ্চারা চাইছিল তাই আমি গাজর দিয়ে পাউরুটি টোস্ট করেছিলাম ঝাল ঝাল করে। যদিও বাচ্চারা গাজর একদম খেতে চায় না। তাই আমি কিভাবে গাজর খাওয়াতে পারি সেই প্রেসেস বের করেছিলাম। তবে এত সুস্বাদু হবে সেটা আমি বুঝতে পারি নাই। চেষ্টা করবো এই রেসিপি টা বারবার তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে। যেহেতু বাচ্চারা গাজর খেতে চাইনা। এভাবে টোস্ট করে দিলে বেশ ভালোভাবে খাওয়া-দাওয়া করে। বন্ধুরা আমি আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা ধাপ গুলো শেয়ার করা যাক—----

r24.jpg


রেসিপির প্রয়োজনীয় উপকরণ সমূহঃ


rr.jpg

উপকরণপরিমাণ


  • পাউরুটি- ১০ পিস।

  • গাজর বড় সাইজের- ১ টি।

  • ডিম- ২ টি।

  • পেঁয়াজ কুচি - ১ টি।

  • কাঁচা মরিচ - ৩/৪ টি।

  • লবণ- স্বাদমত।

  • সয়াবিন তেল- পাউরুটি ভাজার জন্য।


পাউরুটি গাজরের ঝাল টোস্ট তৈরির ধাপ সমূহঃ


রন্ধন প্রক্রিয়া-১

প্রথমে রেসিপি তৈরি করার জন্য প্রয়োজনীয় উপকরণসমূহ সব সাজিয়ে নিয়েছি। গাজরের খোসা ছাড়িয়ে গাজরকে কুচি করে নিয়েছি। ডিম ফেটে নিয়েছি। এছাড়াও কাঁচা মরিচ কুচি এবং পেঁয়াজ কুচি করে নিয়েছি। সাথে দেখতে পাচ্ছেন আপনারা লবণ নিয়েছি। এভাবে সবগুলো উপকরণ এক সাথে নিয়ে নিলাম।

r.jpg

r1.jpg

r3.jpg

r4.jpg


রন্ধন প্রক্রিয়া-২

যেহেতু সব উপকরণ সমূহ নেওয়া শেষ এখন প্রস্তুতির পর্ব। প্রথমে আমি গাজরের বাটিতে আগে থেকে ফেটে রাখা দুইটি ডিম দিয়ে দিলাম। সেই সাথে কুচি করে রাখা পেঁয়াজ এবং মরিচ দিয়ে দিলাম।

r5.jpg

r6.jpg

r7.jpg


রন্ধন প্রক্রিয়া-৩

আপনারা এই ধাপে দেখতে পাচ্ছেন আমি স্বাদমত লবণ দিয়ে দিছি। লবণ হচ্ছে এমন জিনিস কারণ খাবারে যদি পরিমাণ মতো লবণ না পড়ে তাহলে সেই খাবারের স্বাদ পাওয়া যায় না। একটি রেসিপি জন্য সবচেয়ে প্রয়োজনীয় উপকরণ হচ্ছে লবণ। সব গুলো উপকরণ দেওয়ার শেষে ভালোভাবে চামচ দিয়ে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরেই এখন পাউরুটিতে দিয়ে দিব মাখন গুলো।

r8.jpg

r9.jpg

r10.jpg

r11.jpg


রন্ধন প্রক্রিয়া-৪

আপনারা দেখতে পাচ্ছেন গাজর এবং ডিমের মিশ্রণটি পাউরুটির উপরে দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। এভাবে সব গুলো পাউরুটি কে আমি এভাবে গাজর ডিমের মিশ্রণের সাথে দিয়ে তৈরি করে নিয়েছি।

r12.jpg

r13.jpg


রন্ধন প্রক্রিয়া-৫

পাউরুটি ভেজে নেওয়ার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে আপনারা দেখতে পাচ্ছেন আমি অল্প পরিমাণ তেল দিয়েছি। যেহেতু বেশি তেলে ভাজবো না অল্প তেলে ভেজে নিতে হবে। তেল গরম হয়ে আসলে পাউরুটি গুলো দিয়ে দিলাম। পাউরুটি দেওয়ার পরে এদিক ওদিক উল্টিয়ে দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে নিতে হবে।

r15.jpg

r16.jpg

r17.jpg


রন্ধন প্রক্রিয়া-৬

যেহেতু আমি পাউরুটি গুলো টোস্ট এর মত করে তৈরি করতেছি। তাই আমি চেষ্টা করেছি পাউরুটি গুলো একদম মুচমুচে করে ভেজে নিতে। সেই অনুযায়ী একটু কড়া করে ভেজে নিলাম। যখন পাউরুটি গুলো পারফেক্ট হয়ে আসে তখন একটি প্লেটের মধ্যে নিয়ে নিলাম।

r18.jpg

r19.jpg

r20.jpg


রেসিপির পরিবেশনা

যেহেতু ডিমের এবং গাজরের মিশ্রণে মাখনটি তৈরি করে নিয়েছিলাম। পাউরুটির উপরে দিয়ে ভেজে নেওয়ার কারণে কালারটি দারুন এসেছিল। বন্ধুরা একটা কথা না বললে নয় যখন পাউরুটির একটি পিস আমি ছিঁড়ে মুখে দিলাম সত্যি আমার কাছে অসাধারণ ভালো লেগেছে। আপনারাও তৈরি করে নিতে পারেন এভাবে গাজর দিয়ে পাউরুটি টোস্ট তৈরি। বাচ্চারা খেতে চাই না গাজর তাই আমি এই পদ্ধতিতে রান্না করার চেষ্টা করেছি। বিকেলের নাস্তায় যেমন পারফেক্ট একটি খাবার। তেমনি বাচ্চাদের টিফিনের জন্যও যথেষ্ট উপকারী হবে স্বাস্থ্যের জন্য। যেহেতু ডিম পুষ্টিকর খাবার তাছাড়াও গাজর সবজি এবং পাউরুটি ক্ষুধা নিবারণের জন্য ভারি খাবার। সবকিছু মিলিয়ে দুর্দান্ত একটি রেসিপি বলা যায়। আমার কাছে ভীষণ ভালো লেগেছে বাচ্চারা ও বেশ ভালো ফিডব্যাক দিয়েছে। আপনারা চাইলেই তৈরি করে নিতে পারেন আমার রেসিপিটি দেখে।

r21.jpg

r22.jpg

r23.jpg

r24.jpg

268712224_305654151337735_1271309276897107472_n.png


ক্যামেরার বর্ণানাঃ
ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিরেসিপি

268712224_305654151337735_1271309276897107472_n.png

আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।


💘ধন্যবাদ সবাইকে💘

@samhunnahar

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7DiLvzq9baKkST8T1mkhiizFXSFVv2PXDydTeMWpnYK2gToiY733FT9uwSdBSXWz7RnGmzsa8Pr9pGoyYaQFsuS3p.png

Steem_Pro.png

Sort:  
 2 months ago 

ঠিক বলেছেন আপু মাঝে মাঝে ভাবি কি নাস্তা বানাবো। প্রতিদিন একই ধরনের নাস্তা ভালো লাগেনা। মাঝেমধ্যে মনে করি একটু ইউনিক কিছু নাস্তা যদি বানানো যায়। আর এই গরমের মধ্যে যেন কোন কিছু খাওয়ার রুচি নেই। যাইহোক সব কিছু ভেবে চিন্তা করলেন পাউরুটির টোস্ট বানাবেন। কিন্তু মেয়েরা গাজর খেতে চায় না। তাই আপনি বুদ্ধি করে সুন্দর একটি প্রসেস চিন্তা করে বের করে নিলেন ।আৱ সেই অনুযায়ী গাজর, পিয়াজ আর পাউরুটি দিয়ে সুন্দর একটিও টোস্ট বানালেন যা দেখতেও অনেক লোভনীয় লাগছে আর খেতে না জানি কত ভালো হয়েছে। খুবই ইউনিক একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করলেন আপু। যার প্রতিটা ধাপ সুন্দর করে শিখে নিলাম। আপনার রেসিপিটি দেখে খুবই খেতে ইচ্ছে করছে।আমিও বানাবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু।

 2 months ago 

একসাথে পাউরুটির টোস্ট হয়ে যাবে এবং গাজরও খাওয়া হয়ে যাবে দুটি মিলিয়ে বেশ চমৎকার আপু খেতে।

 2 months ago 

আপনি অনেক মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। পাউরুটি দিয়ে অনেক কিছু হয়। এবং অনেক কিছু খেয়েছি তবে এরকম গাজর দিয়ে যে পাউরুটি মজা করে রান্না করে খাওয়া যায় এই প্রথম দেখলাম আপু। আপনি পাউরুটি দিয়ে অনেক নতুনত্ব একটা রেসিপি তৈরি করেছেন। আরো আপনার বাচ্চারা যেহেতু গাজর খেতে চায় না। গাজরে যেহেতু পর্যাপ্ত পরিমাণে ভিটামিন রয়েছে তাই বাচ্চাদের কে একটু নিনজা টেকনিক করে খাওয়ানোটা অনেক ভালো। আপনি ধাপগুলো অনেক সুন্দর করে সাজিয়েছেন নতুন যে কেউ এই ধাপগুলো দেখে গাজর দিয়ে পাউরুটি তৈরি করতে পারবে। আপনার গাজর বিয়ে পাউরুটি রেসিপিটা দেখতে অনেক সুন্দর এবং ইউনিক লাগছে। এরকম ইউনিক একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 months ago 

আমিও নতুন চিন্তাধারা নিয়ে করলাম কিন্তু এতটা সুস্বাদু হবে বুঝতে পারি নাই। অনেক ধন্যবাদ আপনাকে ভালো লাগলো আপনার সুন্দর মতামত পড়ে।

 2 months ago 

গরমের দিনে ভাজাপোড়া খাওয়া আসলেই রিস্কি আপু। তারপরেও মাঝে মাঝে খেতে ভালো লাগে। পাউরুটির সাথে গাজরও ডিম দেয়াতে মজা হয়েছে। বিকালের নাস্তার জন্য পারফেক্ট এই রেসিপি।

 2 months ago 

অনেক ধন্যবাদ সময় দিয়ে পোস্ট ভিজিট করলেন।

 2 months ago 

মজাদার নাস্তার রেসিপি শেয়ার করেছেন। আমি গতকাল বিকেল বেলায় খেলাম। পাউরুটি গাজরের ঝাল টোস্ট তৈরি ইউনিক ছিলো আপু। আমি কখনো গাজর দিয়ে খাইনি। আজকে নতুন একটি রেসিপি শিখে নিলাম। খুব তাড়াতাড়ি আমি বাসায় তৈরি করে খেয়ে টেস্ট করবো। আপনার রেসিপি পরিবেশন দেখে তো যে কেউ খেতে চাইবে। অনেক ধন্যবাদ আপনাকে আপু।

 2 months ago 

বেশ ভালো লাগবে ভাইয়া খেতে তৈরি করে খেয়ে নেন এবং রিভিউ শেয়ার করবেন।

 2 months ago 

আপু আপনি খুবই লোভনীয় রেসিপি শেয়ার করেছেন। যদিও এভাবে পাউরুটি গাজরের ঝাল টোস্ট কখনো খাওয়া হয়নি। আপনার এই লোভনীয় রেসিপি দেখে খুব খেতে ইচ্ছে করছে। সকাল কিংবা বিকালের নাস্তা হিসেবে দারুণ মজার একটি রেসিপি। এভাবে নাস্তা বানালে বড়রা যেমন পছন্দ করবে তেমনি ছোটদের কাছেও ভালো লাগবে। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 2 months ago 

আমিও নতুনটা তৈরি করেছি আপু তবে এতটা স্বাদের হবে বুঝতে পারি নাই। খাওয়ার পরে মুখে যেন লেগেই থাকছিল এমন অবস্থা।

 2 months ago 

এতদিন যাবত শুধু ডিম পাউরুটির টোস্ট খেলাম। আজকে দেখতেছি আপনি একেবারে পাউরুটির সাথে গাজরের একটি উপকরণ দিয়ে অসাধারণ রেসিপি তৈরি করে ফেলেন। আসলে আপনাদের এই রেসিপিটি দেখেই মনে হচ্ছে বেশ মজা হয়েছে। ভাবতেছি আমি নিজেও একবার এভাবে টোস্ট তৈরি করে খেয়ে দেখব খেতে কেমন হয়। মাঝেমধ্যে মেহমান আসলেও কিন্তু এভাবে তৈরি করে দিলে খুব খুশি হবে। যাই হোক আপনার রেসিপিটা অনেক সুন্দর ছিল।

 2 months ago 

আপু বেশ মজা হয়েছিল খেতে।

 2 months ago 

এটা একদম ঠিক বলেছেন আপু সকালটা যদি সুন্দর হয় তাহলে সারাদিনটা ভালো যায়। আর মাঝে মাঝে নতুন নতুন খাবার তৈরি করতেও ভালো লাগে। পাউরুটি দিয়ে কখনো এভাবে গাজর খাওয়া হয়নি। নতুন একটি রেসিপি শিখতে পেরে ভালো লাগলো আপু।

 2 months ago 

অনেক ধন্যবাদ আপু ভালো লাগলো আপনার গঠন মূলক মতামত পড়ে।

 2 months ago 

আমাদের এখানে গরম খুব একটা কমে নি। দিনের থেকে রাত্রে গরম আরো বেশি মনে হয়। ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন আপনি। গাজর আমাদের শরীরের জন্য খুবই উপকারী তবে গাজর দিয়ে এভাবে ঝাল টোস্ট তৈরি করে কখনো খাওয়া হয়নি। আপনার রেসিপিটি দেখে লোভনীয় লাগছে। দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে।তৈরি করা ধাপ গুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। এভাবে একদিন ট্রাই করে দেখবো।

 2 months ago 

খেতে অনেক সুস্বাদু আপু খেয়ে দেখতে পারেন একদিন তৈরি করে।

 2 months ago 

একটি ভিন্ন রকম রেসিপি টা দেখে সত্যি অনেক ভালো লাগলো আপু। আসলে সকালে নাস্তা করতে পাউরুটির সাথে অনেক কিছুই থাকে। অনেকভাবে খেয়ে থাকি কিন্তু আপনার এই ভিন্ন রকমের রেসিপিটি দেখে নাস্তার একটি আইটেম বেড়ে গেল। নাস্তাটি বিকেলে করার ট্রাই করবো। আপনার এই রেসিপিটি করার ক্ষেত্রেই ফ্রাই পেন এর উপরে পাউরুটি গুলো অল্প তেল দিয়ে ভেজে নেওয়াতে আমার কাছে অনেক ভালো লেগেছে। দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। এমন একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য সত্যিই আপনাকে ধন্যবাদ

 2 months ago 

একদিকে বলা যায় অনেক কালারফুল একটি রেসিপি। অন্যদিক চিন্তা করলে খুবই সুস্বাদু আপু খেতে। আবার চিন্তা করলে দেখা যায় একটি পুষ্টিগুণ সম্পন্ন খাবার।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66015.85
ETH 3551.21
USDT 1.00
SBD 3.13