ঢাকার লালবাগ কেল্লাতে ঘোরাঘুরি করার কিছু স্মৃতি।

in আমার বাংলা ব্লগlast year

শুভ দুপুর বন্ধুরা!


প্রিয় আমার বাংলা ব্লগের সকল ইউজার ভাই ও বোনেরা আশা করি সকলে ভাল আছেন? আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। নিশ্চয় আপনারা জানেন যে আমি বাংলাদেশের কক্সবাজারে থেকে যুক্ত আছি আপনাদের সাথে প্রতিনিয়ত নতুন নতুন ব্লগিং নিয়ে। আজ সাপ্তাহিক বৃহস্পতিবার হ্যাংআউটের দিন আজ হবে অনেক সুন্দর তথ্য আদান-প্রদান। হবে অনেক সুন্দর সুন্দর দিনোদন সেই সাথে ভালোমন্দ তথ্য শেয়ার। তো চলে এলাম সকাল সকাল নতুন একটি পোস্ট নিয়ে। পোস্ট টা করে নিতে পারলে একটু নিজেকে অনেক বেশি হালকা লাগে। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ব্লগিং শেয়ার করব আপনাদের সাথে।

kella1.jpeg

আমি আজকে যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে যে বেশ কিছুদিন আগে আমি ঘুরতে গেছিলাম পরিবারের সবাইকে নিয়ে ঢাকাতে। আপনারা অবশ্যই অনেকে জানেন আমি ঢাকাতে ঘুরতে গিয়েছিলাম শীতের দিনে। আমাদের সাথে ছিল আরো এক পরিবার। অনেক গুলো সে বিষয়ে আপনাদের সাথে ব্লগিং শেয়ার করেছিলাম। তো আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করব লালবাগ কেল্লায় ঘুরতে যাওয়ার আরো কিছু মুহূর্ত। আসলে মূলত গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে দেখব সেই আশায়। কিন্তু যত আশা নিয়ে গেছিলাম কিন্তু ততদিন থাকি নাই এবং সেভাবে ঘোরাফিরাও করা হয়নি। কারণ শীতের দিন সবাই যেহেতু ঘুরতে যায় একটু যানজট তো আছে ঢাকা শহরে।

kella.jpeg

kella2.jpeg

kella3.jpeg

তারপরও যতটুকু সময় পেয়েছি ঘোরাফেরা করেছি অনেক জায়গা দেখেছি বেশ ভালই উপভোগ করেছিলাম। তো সেদিন গিয়েছিলাম লালবাগ কেল্লাতে। আসলে এত যানজটের শহরে লালবাগ কেল্লাতে যেয়ে আমি রীতি মতো মুগ্ধ হয়ে গেছিলাম। কারণ এতো যানজটের শহরে কোলাহলের শহরে এত সুন্দর একটি পরিবেশ সত্যি বলার মতই। চারিদিকে এত গাছপালা এত ফুল গাছ এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ মন চাইছিল সেখানে থেকে যায় আরো অনেক সময় ধরে। কিন্তু থেকে যাওয়ার ইচ্ছা হলে কি থেকে যাওয়া যায়?

kella6.jpeg

kella7.jpeg

একটা নির্দিষ্ট সময়ের পরে গন্তব্যস্থলে ফিরে আসতে হয়। সত্যিই লালবাগ কেল্লা আমার অনেক ভালো লাগে। আমি যদি আবার কখনো ঢাকাতে যাই লালবাগ কেল্লাতে তো অবশ্যই যাবো। সেই সাথে আমি আহসান মঞ্জিল যাওয়ার ইচ্ছে আছে। এছাড়া বাকি যেগুলো জায়গায় আমার ভ্রমণ করা হয়নি সেইসব জায়গা দেখে আসব।

kella4.jpeg

kella5.jpeg

তো লালবাগ কেল্লাতে যাওয়ার পরেই আপনাদের সাথে কয়েকটা ব্লগ শেয়ার করেছিলাম। আজকে ফোনের গ্যালারিতে অনেক গুলো ফটোগ্রাফি পেয়েছি ভাবলাম সে ফটোগ্রাফি নিয়ে আপনাদের সাথে শেয়ার করি। এত সুন্দর ফুলের বাগান এত ফুলের বাহার এত রঙ বেরঙের গাছপালা সত্যি আমাকে মুগ্ধ করেছিল। তাছাড়া সেখানে দর্শনার্থীদের সংখ্যাও কম ছিল না। যত বেলা বাড়ছিল ততই যেন জমে যাচ্ছিল। কিন্তু এত লোকজনের সমাগম ছিল তারপরও যেন মনে হচ্ছিল যে খুব কম সংখ্যক মানুষ। কারণ লালবাগ কেল্লার এরিয়াটা এত বড় একদিনে ঘুরে শেষ করা যাবে না আমার মনে হয়। কারণ সব জায়গায় যদি একটু একটু করে সময় দেওয়া হয় তাহলে অনেক সময় দরকার। বাংলাদেশ সরকার এত সুন্দর সুন্দর পরিদর্শনের জায়গা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছেন সত্যি দেখলে অনেক বেশি ভাল লাগে।

kella8.jpeg

kella9.jpeg

যদিও ঢাকা কোলাহলপূর্ণ একটি জায়গা কিন্তু কিছু কিছু জায়গা আমাকে অনেক বেশি মুগ্ধ করেছিল। লালবাগ কেল্লাতে বাচ্চারা অনেক বেশি খেলাধুলা করেছে। কারণ বিশাল জায়গা বিশাল খেলাধুলার জায়গা। সেখানে বাচ্চারা বলেন, বয়স্করা বলেন কিংবা তরুণ তরুণীদের সংখ্যা কম ছিল না। কিন্তু যখন বের হয়ে আসতে ছিলাম তখন মনটা একদম খারাপ হয়ে গেছিল। কারণ আমার মনের তৃপ্তি মিটিয়ে আমি সেখানে থাকতে পারি নাই। কারণ প্রথমে জায়গাটা একটু চিনতে আমাদের সময় লেগে গিয়েছিল সেজন্য বেশি সময় পায়নি ঘোরাঘুরি করতে।

kella10.jpeg

আমরা যেহেতু দুইটা ফ্যামিলি গিয়েছিলাম অন্য ফ্যামিলিরা খুব তাড়া করছিল ফিরে আসার জন্য। তাই বাধ্য হয়ে তাদের সাথে আমরাও বের হয়ে যাই লালবাগ কেল্লা থেকে। তো ভাবলাম আবার যখন যাব তখন বেশ সময় হাতে নিয়ে যাব অনেকক্ষণ সময় কাটাবো লালবাগ কেল্লাতে। আশা করি আমার আজকের ব্লগ আপনাদের ভালো লেগেছে নিশ্চয়ই মতামত দিয়ে জানালে খুশি হব।


24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Eh2qs4cCyucf3FD7ahStNw2cTHPk2QiaQacbQjJNEWnuhyjY1PXfUUMr27ifyD15nkQhFHksgx6bm9BxYLdCkQDMy8JhQrktZHYy6njdzRU4bQ9b1d2xjCdoVzCDDY85pLPq2s7FhKBwPjpuHdozHaReDxEaFH2aYse13zaqogf9utVshuSban6ex1saRA.png

ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
Locationw3w
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিট্রাভেলিং


সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার লেখা পড়ার জন্য।

268712224_305654151337735_1271309276897107472_n.png

🥀আল্লাহ হাফেজ সবাইকে🥀


আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে অনেক ভালবাসি। রান্না করতে আমি অনেক পছন্দ করি। তাছাড়া সময় পেলে ভ্রমণ করি আর প্রকৃতিকে অনুভব করি। ফটোগ্রাফি করতে আমার ভীষণ ভাল লাগে। আমি মাঝে মাঝে মনের আবেগ দিয়ে কবিতা লেখার চেষ্টা করি। আমার প্রিয় শখের মধ্যে তো গান গাওয়া অন্যতম। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের/ভালবাসার কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

287864753_400308362032280_8045934577883994743_n.gif

52k6mffrchQhs3Ssm9CLhkXcA8J5RhCbAhzzMtY9rBYwuor5owTWfK3hsfRcZnYb7wrEhskd2s8HBHr4RhMM9omL4rxSgvTJqwSSnNUzvjXQXok7tzfACAspADgZkJ316LdD4jwuTuxPFRrLJv8vbvqe9jwEcw4qbvJMTkYk1NHrUgqWaPWjVAzmHrEoVEjiyuECgtbe9rb7FDWzxUHqitBaapJs.png

Sort:  
 last year 

ঢাকার লালবাগ কেল্লাতে ঘোরাঘুরি করার কিছু স্মৃতি শেয়ার করেছেন জেনে ভালো লাগলো। আপু আপনি শীত কালে ঢাকায় বেরাতে এসেছিলেন আমার মনে আছে। ঢাকার লালবাগ কেল্লাতে অনেক দিন আগে গিয়েছিলাম ‌‌আপনার পোস্ট দেখে মনে পড়ে গেলো। ধন্যবাদ আপনাকে আপু। পরিবার নিয়ে চমৎকার মুহূর্ত কাটিয়েছিলেন।

 last year 

হ্যাঁ ভাইয়া শীতকালে গেছিলাম এই লালবাগ কেল্লা অনেক ভালো লেগেছিল আমার কাছে ধন্যবাদ আপনাকে।

 last year 

লালবাগ কেল্লায় ঘোরাঘুরি করার মুহূর্ত পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে। লালবাগ কেল্লায় কখনো যাওয়া হয়নি। আপনার ফটোগ্রাফিতে দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। যেতে মন চাচ্ছে। সময় করে একবার গিয়ে ঘুরে আসবো।

 last year 

হ্যাঁ আপু সময় সুযোগ পেলে ঘুরে আসবেন অনেক ভালো লাগে।

 last year 

জি আপু আপনারা শীতের মধ্যে ঢাকা লালবাগ কেল্লাতে ঘুরতে এসেছিলেন এটা আপনি বলেছিলেন আমাকে। যদিও পরিবার নিয়ে খুব বেশি দিন থাকতে পারেননি। তারপরও যানজটের শহরে লালবাগে আপনি গিয়ে রীতিমতো মুগ্ধ হয়েছিলেন। আপনাদের ফটোগ্রাফি দেখে বোঝা আছে খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছিলেন। ওই মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 last year 

হ্যা ভাইয়া আমাদের কক্সবাজারে যত নিরিবিলি পরিবেশে এবং আনন্দ মনে থাকা যায় কিন্তু ঢাকা শহরেই সেভাবে থাকা যায় না।

 last year 

আপনারা দুই ফ্যামিলি নিয়ে বেশ ভালোই ঘোরাঘুরি করেছিলেন ঢাকার লালবাগ কেল্লায়। ঢাকা লালবাগ কেল্লাতে ঘোরাঘুরি করার এত সুন্দর মুহূর্তটা আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে তুলে ধরেছেন। যেহেতু দুই ফ্যামিলি গিয়েছিলেন, অন্য ফ্যামিলি টা আসার জন্য একটু বেশি তাড়া করেছিল, তাই চলে এসেছিলেন আপনারা। আশা করছি পরবর্তীতে যখন যাবেন তখন অনেক সময় পার করবেন এবং ভালোই মুহূর্ত কাটাবেন। ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো। আপনি মন ভরে ঘোরাঘুরি করতে পারেন নাই এটা জেনে অনেক খারাপ লাগলো। আশা করছি পরবর্তীতে ভালো মুহূর্ত কাটবে আপনার।

 last year 

আসলে আমি মনে করি শুধু ফ্যামিলি নিজেরাই গেলে অনেক ভাল হয় সেখানে যদি অন্য ফ্যামিলিকে নিয়ে যাওয়া হয় বাড়তি কিছু ঝামেলা হয় যেটা আমি মনে করি আরকি। নিজেদের ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে হয়।

 last year 

আপনাদের ঘোরাঘুরি করার মুহূর্তটা পড়ে বেশ ভালোই উপভোগ করলাম। ঢাকার লালবাগ কেল্লাতে ঘুরাঘুরি করার কিছু স্মৃতি আমাদের মাঝে এই পোস্টটির মাধ্যমে তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। প্রথম দিকে এই জায়গাটি ভালোভাবে না চেনার কারণে ঘোরাঘুরি করতে পারেননি। আর আপনারা দুই ফ্যামিলি গিয়েছিলেন সেখানে। অন্য ফ্যামিলিটির তারা থাকার কারণে আপনারাও চলে এসেছিলেন। তবে মন খুলে ঘুরাঘুরি না করতে পেরে খারাপ লেগেছিল আপনার কাছে। আসলে এরকম পরিবেশ ছেড়ে আসতে একেবারে ইচ্ছে করে না। তবে পরবর্তীতে গেলে ভালোভাবে ঘুরাঘুরি করবেন।

 last year 

হা আপু জায়াগা টা আমার বেশ ভাল লাগে পরে গেলে বেশি সময় ধরে থাকবো।

 last year 

দীর্ঘদিন পর আপনার মাধ্যমে লালবাগের কেল্লা দেখতে পেয়ে বেশ ভালো লাগলো আপু । বেশ কয়েক বছর আগে আমিও গিয়েছিলাম ওখানে । আসলে ভেতরটা বেশ চমৎকার খোলামেলা । ঘুরতে বেশ ভালই লাগে । আর বাচ্চারা তো বেশ আনন্দ পায় এ ধরনের জায়গায় গেলে । আপনি পরিবার নিয়ে বেশ ভালো সময় উপভোগ করেছিলেন দেখে ভালো লাগলো । ধন্যবাদ ।

 last year 

অনেক সুন্দর একটি জায়গা আপু আমার তো বেশ ভাল লাগছে জায়গাটি তবে ঢাকা গেলে আবার যাবো।

 last year 

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 62249.58
ETH 2435.15
USDT 1.00
SBD 2.67