একগুচ্ছ প্রেমের অনু কবিতা-"অশান্ত মন"-Writing by @samhunnahar.

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম,


প্রিয় পরিবারের সকল সদস্যরা আশা করি সবাই ভালো আছেন? সৃষ্টিকর্তার অসীম রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। শুকরিয়া জানাই পরম করুণাময়ের কাছে সব সময় এত সুন্দর ভাবে আমাদেরকে পরিচালিত করতেছেন। কত দেশের মানুষ কতই অশান্তিতে আছে তারপরও সে তুলনায় আমরা অনেক ভালো আছি। আজকে আবার উপস্থিত হয়েছি আমি নতুন একটি পোস্ট নিয়ে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো অনু কবিতা। প্রতি সপ্তাহে একটি করে কবিতা পোস্ট লিখে শেয়ার করার চেষ্টা করি। আজকে আমি সেই অনু কবিতা পোস্ট লিখে শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি। হঠাৎ করে যে কবিতা লিখব কিংবা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখব তা একদম সম্ভব নয়। কবিতা লিখতে হলে একটু হাতে সময় নিয়ে নীরব মনে সুন্দর করে গুছিয়ে কবিতা লিখতে হয়।

Add a heading.jpg

তাহলে বন্ধুরা সুন্দর কবিতা লেখার সুযোগ হয়। ছোট ছোট কবিতা গুলো লিখতে ভীষণ ভালো লাগে। কারণ প্রতিটি অনু কবিতার মধ্যে ভিন্ন কিছু অনুভূতি লোকিত থাকে। লেখক তার মনের ভাবগুলো কবিতার মাধ্যমে বেশ সুন্দরভাবে প্রকাশ করতে সম্ভব হয়। অনেক মানুষ আছেন নিজের মনের ভাবগুলো প্রকাশ করতে পারেনা। কিন্তু এই ছোট কবিতাই খুব সুন্দরভাবে প্রকাশ করার সুযোগ হয়। আমাদের কমিউনিটিতে এখন সবাই খুব সুন্দর সুন্দর কবিতা লিখেন। বলতে গেলে এখন কবিতার ছড়াছড়ি অনেক বেশি। সবাই চেষ্টা করেন কবিতা লিখতে। এছাড়াও অনেকের কবিতা দেখি বেশ ভালোভাবে লিখতে পারেন।

আমিও চেষ্টা করি আপনাদের সবার অনুপ্রেরণায় কবিতাগুলো লিখতে। তবে সবার কাছ থেকে এত সুন্দর অনুভূতি পেয়ে থাকি সুন্দর মতামত পেয়ে থাকি অনেক ভালো লাগে। সবাই এত বেশি উৎসাহ প্রদান করেন সবকিছুতে তাই উৎসাহ এবং অনুপ্রেরণা থেকে কাজ করতে অনেক বেশি ভালো লাগে। চেষ্টা করেছি অনুকবিতা গুলো সুন্দরভাবে গুছিয়ে লেখার। প্রতিটি মানুষের জীবনে ভালোমন্দ দিক থাকে। প্রতিটি মানুষের জীবনে কষ্ট থাকে সুখ থাকে। প্রতিটি মানুষ তার প্রিয় মানুষের সাথে ভালোভাবে সময় অতিবাহিত করতে চাই। প্রিয়জনদের সাথে ভালোভাবে থাকতে চাই। কিন্তু সেই সুখ সবার হয় না। কারো কারো মাঝে সেই বিষন্নতা নেমে আসে। কারো কারো আবার সুখে ভরপুর হয়ে যায় জীবন। সেই বিষন্নতার ছোঁয়া নিয়ে আমি কবিতা লিখেছি। আশা করি প্রতিটি অনু কবিতা আপনাদের ভালো লাগবে। তাহলে পড়ে আসি কবিতা গুলো—--

💖"একগুচ্ছ অনু কবিতা"💖

(১)
মেঘলা আকাশ অশান্ত মন
কোন বাঁধা মানে না এই মন
ছুটে যাই নীল আকাশের মেঘলা আকাশে
ডানা মেলে ঘুরতে চাই খোলা দিগন্তে
খুঁজে নিতে চাই এক পরশ ভালোবাসা।

(২)
চেয়েছিলাম এক পশলা বৃষ্টি
চেয়েছিলাম তোমার শুভ দৃষ্টি
চেয়েছিলাম আমার মনে তোমার আনাগোনা
কিছুই হলো না, হলো সব এলোমেলো।

(৩)
উত্তপ্ত মন বিরহ ভালোবাসা
অশান্ত লাগে এই পৃথিবীর কালো ধোঁয়া
মন কে করেছো বিষন্নতায় ভরপুর
তবু মনের অজান্তেই ভালো লাগার বাতাস
মনের বারান্দায় বয়ে যায় মনের অগোচরে।

(৪)
ঝিরিঝিরি বৃষ্টি হালকা বয়ছে বাতাস
চেয়েছিলাম তোমার ভালোবাসা
চেয়েছিলাম তোমার দুই হাতের পরশ
তুমি করেছো নিরাশ করেছ হতাশ
তুমি আমার জীবনে শত ব্যর্থতা।

(৫)
এই পৃথিবীতে ভালো মানুষের নেই কোন অবস্থান
প্রতিবাদ করতে গেলে হবে জীবন প্রস্থান
যতই নীরবতা ততই ভালো
দুর্নীতি করেছে সবকিছুকে আগ্রাসন।

(৬)
সাগরের পানিতে থাকে ঢেউয়ের গর্জন
পাহাড়ে থাকে নির্জনতার উপস্থিতি
আকাশে থাকে যত মেঘের আনাগোনা
প্রকৃতিতে থাকে যত রংবেরঙের দৃশ্য
তোমার অনুপস্থিতিতে আমার সবকিছু শূন্য।

qara-xett.png

সমাপ্তি-@samhunnahar


আশা করি আপনাদের সকলের কাছে আমার অনু কবিতা গুলো পড়েই ভালো লেগেছে। তো বন্ধুরা আমার একগুচ্ছ অনু কবিতা পড়ে কেমন লাগলো কমেন্টে জানালে অনেক বেশি ভালো লাগবে। আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন।


লেখার উৎসনিজের অনুভূতি থেকে
ইমেজ সোর্সকেনভা দিয়ে তৈরি
অবস্থানকক্সবাজার, বাংলাদেশ
রাইটিং ক্রিয়েটিভিটি@samhunnahar
ক্যাটাগরিএকগুচ্ছ অনু কবিতা


আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqKGFwaM8Kqv9tMReTkL2w3ow2M2CubmYy2Aod1kEXoUDtqH3fo7m2hBK4uDhMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAm1.png

New_Benner_ABB1.png

💖ধন্যবাদ সবাইকে💖

Sort:  
 2 months ago 

আপনি প্রেমের অনু কবিতা শেয়ার করেছেন আপু।আপনার এক গুচ্ছ অনু কবিতার পোস্টটি পড়ে ভালো লাগলো।কবিতার লাইনগুলো জাস্ট অসাধারণ হয়েছে।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 months ago 

অনেক ধন্যবাদ আপু ভালো লাগলো আমার লেখা অনু কবিতাগুলো আপনার ভালো লেগেছে জানতে পেরে।

 2 months ago 

আপনার লেখা অনু কবিতাগুলো পড়ে আমার অনেক ভালো লাগে।কি সুন্দর ছন্দে ছন্দেহে প্রত্যেকটা লাইন মিলান।ঠিক আজকেও আপনার লেখা মোট ছয়টি অনু কবিতা পড়ে অনেক ভালো লাগলো।

 2 months ago 

অনেক ধন্যবাদ আপনাকে আমার লেখা কবিতা গুলো পড়ে ভালো লাগে আপনার।

 2 months ago 

বর্তমান পরিস্থিতিতে সবাই দুশ্চিন্তার মধ্যে আছে। আর দেশের এই পরিস্থিতিতে ভালো থাকাও কঠিন। যাইহোক আপু আপনার লেখা কবিতা পড়ে অনেক ভালো লাগলো। আপনি খুবই ভালো কবিতা লিখেন। চমৎকার হয়েছে আপনার লেখা কবিতা।

 2 months ago 

বর্তমান সময়ে নেটওয়ার্ক সমস্যা হচ্ছে বড় ধরনের সমস্যা। তারপরও আমরা চেষ্টা করতেছি কাজগুলো করে যাওয়ার। আপনাকে অনেক ধন্যবাদ।

 2 months ago 

এই ধরনের কবিতা গুলো আমি একটু বেশি পছন্দ করি লিখতে এবং পড়তে দুটোই। বিশেষ করে ভালোবাসার মানুষটাকে নিয়ে যত চিন্তাভাবনা থাকে এবং যত স্মৃতি থাকে, সেগুলো নিয়ে কবিতা লিখতে অনেক বেশি ভালো লাগে। আপনি স্মৃতির পাতা জুড়ে থাকা সেগুলোকে নিয়েই কবিতাটি লিখেছেন দেখে ভালো লেগেছে। খুব দারুণ হয়েছে কবিতার প্রত্যেকটা লাইন।

 2 months ago 

আপনিও খুব সুন্দর কবিতা লিখে শেয়ার করেন আমার পড়তে বেশ ভালো লাগে।

 2 months ago 

আপু আপনার অনু কবিতা গুলো পড়তে আমার অনেক ভালো লাগে। খুব ছন্দ দিয়ে আপনি কবিতা গুলি লেখেন। এমনিতেই আমার যে কোন কবিতা পড়তে অনেক ভালো লাগে। চেয়েছিলাম এক পশলা বৃষ্টি চেয়েছিলাম তোমার শুভদৃষ্টি লাইন দুটো আমার কাছে অনেক ভালো লেগেছে ধন্যবাদ সুন্দর একটি অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

ধন্যবাদ আপু সব সময় আমার কবিতাগুলো পড়ে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন।

 2 months ago 

আপনি খুবই সুন্দরভাবে প্রেমের অনু কবিতা গুলো লিখেছেন। এই কবিতাগুলো পড়ে অনেক ভালো লাগলো। ভালোবাসার মুহূর্ত গুলো যেন এই কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন।

 2 months ago 

আপনার মূল্যবান সময় দিয়ে আমার কবিতা গুলো পড়েছেন ভালো লাগলো।

 2 months ago 

আপনার লেখা অনু কবিতা গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি প্রতিটি কবিতা খুব সুন্দর ভাবে লিখেছেন।কবিতার লাইনগুলো জাস্ট অসাধারণ ছিল। ধন্যবাদ আপু সুন্দর সুন্দর অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

আপনার কাছ থেকে গঠন মূলক মতামত পেয়ে অনেক উৎসাহ পেয়েছি আপু।

 2 months ago 

ধন্যবাদ আপনাকে আপু।

 2 months ago 

অল্প কথার মাধ্যমে মনের ভাবকে সম্পূর্ণভাবে প্রকাশ করার অন্যতম মাধ্যম হলো অন্য কবিতা। অনু কবিতা পড়তে আমার কাছে খুবই ভালো লাগে কারণ ছোট ছোট তার ভিতরে বৃহৎ আকারের অর্থ বহন করে। আপনি অনেক সুন্দর সুন্দর অনেক কবিতা লিখেছেন আপু আপনার অনেক কবিতা গুলো পড়ে মন ভরে গেল।

 2 months ago 

কবিতা এমন এক প্রতিভা যার মাধ্যমে স্বল্প ভাষায় অনেক কিছু প্রকাশ করার সুযোগ হয়।

 2 months ago 

জ্বি আপু ঠিক বলেছেন আপু কবিতা এমন একটা জিনিস যার মাধ্যমে সব কিছুই প্রকাশ করা সম্ভব।

 2 months ago 

আপনার অনু কবিতাগুলো পড়তে আমার অনেক ভালো লাগে৷ সব সময় আপনি খুব সুন্দর সুন্দর কিছু অনু কবিতা শেয়ার করে থাকেন৷ আজকেও একেবারে অসাধারণ কিছু অনু কবিতা শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো৷ সবগুলো অনু কবিতা যখন একের পর এক পড়ছিলাম তখন অনেকটা ভালো লাগছিল৷ এরমধ্যে ৪ নাম্বার এবং ৫ নাম্বার অনু কবিতা আমার মনের মধ্যে জায়গা করে নিয়েছে৷

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62804.67
ETH 2444.00
USDT 1.00
SBD 2.71