লাইফ স্টাইলঃ- দুই বোনের ভালবাসা।

in আমার বাংলা ব্লগ7 months ago (edited)

সবাইকে শুভ দুপুর,

লেখার শুরুতে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি প্রিয় বন্ধুরা। আমি @samhunnahar আপনাদের সাথে যুক্ত আছি বাংলাদেশের কক্সবাজার শহর থেকে। এত দূর থেকেও আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি সেটা আমার জন্য খুবই গর্বের বিষয়। আজ নিজের মনের কথা গুলো প্রতিনিয়ত বাংলা ভাষায় লিখে সবার সাথে শেয়ার করতে পারি। এটা আমার কাছে সবচেয়ে ভালো লাগার একটি বিষয়। বন্ধুরা সব সময় চেষ্টা করি আপনাদের সাথে ভিন্ন ভিন্ন টপিক্স নিয়ে উপস্থিত হওয়ার। @amarbanglablog কমিউনিটির সকল ভাই বোনেরা আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব তা হচ্ছে যে বোন সম্পর্ক নিয়ে………………

p2.jpg

দুই বোনের ভালোবাসা:-

আমি মনে করি মায়ের দ্বিতীয় স্থান হচ্ছে বোনের কাছে। বোন হচ্ছে প্রত্যেক ভাই-বোনদের জন্য অনেক মূল্যবান সম্পদ। এই সম্পর্কটি আমি খুঁজে পাই আমার দুই মেয়ের কাছ থেকে। কারণ তারা যখন যেখানে যাক না কেন তাদের মধ্যে খুব সুন্দর একটি বন্ধন আমি খুঁজে পাই। যদিও ছোট বাচ্চা মানুষ দুইজন দুইজনের সাথে ঝগড়া করে এক সাথে খেলা করে। আবার যখন একজনকে ধমক দিতে যাব তখন অন্যজন আমাকে বাধা দেয়। তো আমি বুঝতে পারি দুইজনের মধ্যে খুব গভীর একটি ভালোবাসা লুকিয়ে আছে। আসলে মায়ের স্থান কারো সাথা তুলনা করা যায় না। এখন বুঝি মায়ের অভাব কি জিনিস। যখন মা ছিল তখন বুঝিনাই। যখন বুঝে মানুষ তখন আসলে আর করার কিছু থাকেনা।

p1.jpg

আরেকটা বিষয় হচ্ছে যে যখন মনের মধ্যে খুব বেশি কষ্ট জমে থাকে তখন সব বিষয় গুলো সবার সাথে শেয়ার করা যায় না। তখন আমি আমার বড় বোনকে ফোন দিয়ে আমার মনের কষ্ট গুলো এবং ভালো লাগা গুলো আমি তার সাথে খুব সুন্দরভাবে শেয়ার করতে পারি। আমার বোন ও আমাকে তার মনের কথা গুলো না বলা কথা গুলো শেয়ার করে। তখন মনে হয় না যে আসলেই পৃথিবীতে মা নেই। তো বেশ কিছুদিন হল আজকে ১৮ দিন হল আমার মা নেই। কিন্তু মাকে প্রতিদিন ফোন দিতাম মোবাইলে। সেই অভাবটি আমার বোন পূরণ করল আমাকে। প্রতিদিন আমি আমার আপাকে ফোন দিই।

p.jpg

তো বন্ধুরা আজকে যে ছবি গুলো আমি শেয়ার করলাম সেগুলো হচ্ছে আমার দুই মেয়ের ছবি। কিছুদিন আগে সেই দিন বৃষ্টির দিন। রেস্টুরেন্টে গিয়েছিলাম মেয়ের জন্মদিন উপলক্ষে ট্রিট দেওয়ার জন্য। তখন বায়না ধরলো দুইজনে মিলে মিল্ক শেক খাবে। আসলে সেদিন বৃষ্টির দিন ছিল একটু ঠান্ডা ও ছিল। তবে শীতের ঠান্ডা তেমন ছিল না। তো আমি বারণ করেছিলাম মিল্ক শেক না খাওয়ার জন্য। কিন্তু তারা তো কিছুতেই মানল না। বিশেষ করে ছোট মেয়েকে মানিয়ে রাখা বেশ কষ্ট হয়ে যায়। তো আমি বললাম যেহেতু খাবে তাহলে একটা মিল্ক শেক অর্ডার করি। বেশি খেলে গলায় ঠান্ডা লাগবে।

p4.jpg

সেই জন্য একটা মিল্ক শেক অর্ডার করি দুই বোনের জন্য। স্ট্রবেরি মিল্ক শেক দেখতে খুবই সুন্দর ছিল। তাছাড়া খেতেও দারুন হয় এই মিল্ক শেক গুলো খেতে। তখন দুইজন দুই সাইড থেকে খাওয়া শুরু করে দিছিল। তারা খাওয়ার সময় এত মজার করে খাচ্ছিল আমার বেশ ভাল লাগছিল। তারা দুই বোনের ভালোবাসা আমাকে সব সময় মুগ্ধ করে। তো আমি বললাম দেখি তোমাদের দুইজনকে একটু ছবি করে নিই একটা। কিন্তু দুইজন এভাবে পোজ দিল দেখে আমার অনেক হাসি পাচ্ছিল। আর তাদের বাবা ও ছিল পাশে।

p3.jpg

আসলে বাচ্চাদের ছবি নেওয়া বেশ কঠিন ব্যাপার হয়ে যায়। কারণ যেভাবে ফটোগ্রাফি গুলো নিতে চাইবেন ঠিক তার বিপরীত হয়ে যায়। কারণ তারা খুব আঁকাবাঁকা করে বিভিন্ন ধরনের অঙ্গি ভঙ্গি করে যার কারণে ফটোগ্রাফি গুলো বিশ্রি হয়ে যায়। তাদের ভালোবাসা গুলো দেখলে আমাকে সব সময় অনেক বেশি ভাবায়। আমি মনে করি আমার দুই মেয়ে যেন আমার দুনিয়া। আমি মনে করি আমার মায়ের অভাব গুলো তারাই পূরণ করবে। এবং আমি মনে করি তারা একে অপরের জন্য যথেষ্ট পরিপূর্ণ এবং পরিপূরক। কারণ ছেলেদের কাছে অনুভূতি নাই সেটা বলবো না।

তবে তারা খুব সহ্য করতে পারে সেটাও স্বাভাবিক। এবং ছেলেরা সহজেই মনের ভাব গুলো প্রকাশ না করে মনের মধ্যে চেপে ধরে রাখতে পারে। তবে বেশির ভাগ ক্ষেত্রে একটু লক্ষ্য করা যায় যে মেয়েদের মন একটু নরম হয়। বোনের কাছ থেকে মায়ের অনুভূতি খুঁজে পাওয়া যায়। আর ভাইয়ের কাছ থেকে বাবার উপস্থিতি। তাই আজকে আমি সেই অনুভূতি গুলো আপনাদের সাথে শেয়ার করলাম।

p5.jpg

বন্ধুরা আশা করি আপনাদের কাছে আমার দুই মেয়ের ভালোবাসার মুহূর্ত গুলো ভালো লাগবে। আমি আপনাদেরকে ফটোগ্রাফি এবং বিস্তারিত বর্ণনা করে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে সময় দিয়ে দেখার জন্য।


24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Eh2qs4cCyucf3FD7ahStNw2cTHPk2QiaQacbQjJNEWnuhyjY1PXfUUMr27ifyD15nkQhFHksgx6bm9BxYLdCkQDMy8JhQrktZHYy6njdzRU4bQ9b1d2xjCdoVzCDDY85pLPq2s7FhKBwPjpuHdozHaReDxEaFH2aYse13zaqogf9utVshuSban6ex1saRA.png

ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
Location কক্সবাজার
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিরাইটিং


সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার ব্লগটি ভিজিট করার জন্য।

268712224_305654151337735_1271309276897107472_n.png

🥀আল্লাহ হাফেজ সবাইকে🥀


আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে অনেক ভালবাসি। রান্না করতে আমি অনেক পছন্দ করি। তাছাড়া সময় পেলে ভ্রমণ করি আর প্রকৃতিকে অনুভব করি। ফটোগ্রাফি করতে আমার ভীষণ ভাল লাগে। আমি মাঝে মাঝে মনের আবেগ দিয়ে কবিতা লেখার চেষ্টা করি। আমার প্রিয় শখের মধ্যে তো গান গাওয়া অন্যতম। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের/ভালবাসার কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7DiLvzq9baKkST8T1mkhiizFXSFVv2PXDydTeMWpnYK2gToiY733FT9uwSdBSXWz7RnGmzsa8Pr9pGoyYaQFsuS3p.png

New_Benner_ABB1.png

Sort:  
 7 months ago 

একদম ঠিক বলেছেন আপু যখন মনের মধ্যে কষ্ট জমে থাকে তখন মা অথবা বড় বোনকে বলে কষ্টটা অনেকটা হালকা পাওয়া যায়। তবে বোন থাকা খুবই জরুরী। কেননা সব কথা সবার সঙ্গে শেয়ার না করা গেলেও মা অথবা বোনদের সঙ্গে সেগুলো বলা যায়। আপু আপনার দুই মেয়ের ভালোবাসার মুহূর্ত গুলো সব সময় যেন অটুট থাকুক। আপনার দুই মেয়ের জন্য অনেক অনেক দোয়া রইল।

 7 months ago 

একজন বোন থাকা ভাগ্যের ব্যাপার আপু।

 7 months ago 

আসলে আপু বাচ্চারা এমনি, নিজেরা মারামারি করবে তাতে কোন দোষ নেই। তবে আমরা বলতে গেলে তারাতাড়ি বাধা দেয়। সত্যি মায়ের পরেই বোনের স্হান।আপনার দুই মেয়ের ভালোবাসা দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু, অনুভূত গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 7 months ago 

যখন আমি দমক দিবে তখন দুইজন এক হয়ে যায় আপু।

 7 months ago 

বোন থাকলে তার সাথে অনেক কথা শেয়ার করা যায়। হাসি আনন্দ গুলো ভাগ করে নেয়া যায়। ভাই বোন একে অপরের মাঝে সেই আনন্দ ভাগ করে নিতে পারে। কিন্তু দুই বোন যদি একসাথে থাকে তাহলে হয়তো বা বেশি আনন্দ উপভোগ করতে পারে। আপনার মেয়েদের দেখে খুব ভালো লাগলো। তারা দুজনে মিলে মিল্কসেক ভাগাভাগি করে খেয়েছে। তাদের দুষ্টুমির মাঝেও যে ভালোবাসা রয়েছে সেটাও ভালো লাগলো। তাদের জন্য অনেক দোয়া করি।

 7 months ago 

সময় দিয়ে দেখার জন্য ধন্যবাদ আপু। বোনের কোন তুলনা হয় না আপু।

 7 months ago 

এটা একদম ঠিক আপু! মায়ের পরে বড় বোনই আসলে মায়ের অভাববোধ অনেকটা মুছে দেয়। বোনের সাথে কথা বললেও ভালো লাগে। দুই ভাগ্নীর সম্পর্ক দেখে ভালো লাগলো। তাদের বন্ধন অটুট থাকুক সেই প্রত্যাশাই করছি 🌼

 7 months ago 

হ্যাঁ ভাইয়া বোনেরা একদম মায়ের স্থানে আমি মনে করি।

 7 months ago 

আপনার মেয়রাই আপনার মা। তারাই আপনার মায়ের অভাব পূরণ করবে। বোন থাকা মানে অনেক বড় ভাগ্যের ব্যাপার।
দুই বোহের ভালোবাসা দেখে বেশ ভালো লাগলো। আসলেই মেয়েদের মন নরম হয়। মেয়েরা দুংখটা বেশ ভালো বুজে৷ ছেলেদের সাথে সব কথা শেয়ার করা যায়না।

 7 months ago 

ধন্যবাদ আপু সময় দিয়ে দেখার জন্য।

 7 months ago 

ঠিক বলেছেন আপু মায়ের পরে যদি কারো স্থান থেকে থাকে সেটি হচ্ছে বোনের। আমার ছোট বোনকেও আমি অনেক ভালবাসি।আর সেও আমার অনেক খেয়াল রাখে।দুই বোনের এই মিষ্টি সম্পর্ক সারা জীবন অটুট থাকুক। খুব ভালো লাগলো আপু পোস্ট টি পড়ে।অনেক দোয়া এবং ভালোবাসা রইলো ওদের জন্য।

 7 months ago 

হ্যাঁ আপু ছোট বোনকে একটু দেখে রাখবেন ধন্যবাদ আপনাকে।

 7 months ago (edited)

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.029
BTC 66930.79
ETH 3268.09
USDT 1.00
SBD 2.64