অনুভূতির কবিতা || 💖"বিকেল"💖|| Writing By @samhunnahar.

in আমার বাংলা ব্লগ8 days ago

জুমা মোবারক সবাইকে,

আসসালামু আলাইকুম প্রিয় কমিউনিটির সকল ভাই ও বোনেরা। সবাই কেমন আছেন বন্ধুরা! আশা করি সবাই ভালো আছেন? আজকে আবারো সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন ব্লগিংয়ে। আমি আজকে আবার উপস্থিত হয়েছি আপনাদের সাথে একটি কবিতা পোস্ট নিয়ে। কবিতা লিখতে বেশ ভালো লাগে। তবে কবিতা লিখতে গেলে একটু ফ্রি হয়ে নীরব মনে লিখতে হয়। তাহলে বেশ ভালো কবিতা লিখা যায়। আজ কি পোস্ট করবো তা চিন্তা করছিলাম। কারণ মাঝে মাঝে একটু ভাবনায় পড়ে যায় কি পোস্ট লিখবো। কিন্তু এত বিষয় থাকার পরেও যেন লেখার বিষয় খুঁজে পাই না। হঠাৎ মাথায় এলো আজকে একটি কবিতা লিখে ফেলা যাক। যেহেতু একটু ব্যস্ততায় আছি ঈদের ছুটিতে গ্রামে যেতে হবে তাই একটু গুছিয়ে নিতে হচ্ছে।

vecteezy_national-sport-of-nauru_30642677.jpg
Image Source Location

তো যে ভাবনা সে কাজ লিখে নিলাম একটি কবিতা। কবিতা নাম দিয়েছি বিকেল। আমাদের ছোট বেলার বিকেলটা খুবই সুন্দর ছিল। বিকেল বেলা গ্রামের সবাই মিলে খেলাধুলা করতাম। এদিক ওদিক ছুটে চলা যেন বেশ আনন্দের একটি দিন ছিল। পাখির কিচিরমিচির আওয়াজ যেন চারদিকে মাতিয়ে রাখতো। প্রকৃতি খুব সুন্দর রূপে সজ্জিত হয় তখন। গ্রামের আঁকাবাঁকা নদী সবকিছু যেন সুসজ্জিত হয়ে উঠতো সে বিকেল বেলা টা। পুরো গ্রামকে মাতিয়ে তুলতো গ্রামের সকল ছেলেমেয়েদের খেলাধুলার সেই কোলাহলে। ছোটবেলার সেই স্মৃতিগুলো মনে পড়লে সেই ছোটবেলায় হারিয়ে যেতে ইচ্ছে করে। কত রকমের খেলাধুলা ছিল সবাই মিলে কত মধুর আলাপন ছিল তখন। নদীর কিনারায় বসে প্রকৃতির শীতল বাতাস গায়ে লাগানো সবকিছু মিলিয়ে যেন এক মধুর সময়।

সেই সময় গুলো এখন আর খুঁজে পাওয়া যায় না। সে বাংলার প্রকৃতি সেই বাংলার গ্রামের বৈচিত্র এখন আর খুঁজে পাওয়া যায় না। এই গ্রাম যেন সেই গ্রাম নয়। সেই গ্রামের সৌন্দর্য এবং এখনের গ্রামের সৌন্দর্যের মধ্যে অনেক তফাৎ রয়েছে। এখনের প্রকৃতিতে যেন সবকিছুর মধ্যে ভিন্ন বৈচিত্র দেখা যায়। প্রকৃতি যেন দিনদিন অনুপযোগী হয়ে যাচ্ছে মানুষের জন্য। কারণ প্রকৃতিকে মানুষ দিন দিন ধ্বংস করতেছে। তখন এত ঘনবসতি ছিল না একদম খোলামেলা পরিবেশ ছিল। পুরো মাঠ জুড়ে খোলামেলা পরিবেশে ঘাসের মধ্যে বসে বাতাসের শীতলতায় গা ভাসিয়ে দিতাম। সেই মধুর স্মৃতিগুলো আমি কল্পনা করে এই কবিতাটি লিখেছি। আশা করি আপনাদের কাছে বেশ ভালো লাগবে পড়ে। তাহলে বন্ধুরা শুরু করা যাক আমার আজকের কবিতাটি পড়ে আসি—

💖"বিকেল"💖


বিকেল মানে হারিয়ে যাওয়া
ছোট বেলার স্মৃতি
বিকেল মানে হারিয়ে যাওয়া
কত আবেগ মাখা প্রীতি
রোদ ফুরানো মাঠের শেষে
যেন দুটি মনের মিলন।

বিকেল মানে সবাই মিলে ছুটে চলার স্মৃতি
বিকেল মানে সবাই মিলে কত রীতি নীতি,
বিকেল মানে দুটি মনের কল্পনারী ক্ষণ
বিকেল মানে সবাই
মিলে যেন মধুর আলাপন।

বিকেল মানে ঝিকিমিকি রোদ
যেন মেঘের গায়ে আঁকা সাত রং
বিকেল মানে জানালা দিয়ে এক টুকরো আকাশ
বিকেল মানে নদীর মত বাঁকা যে স্বপ্ন।

বিকেল মানে একলা বিকেল
দুষ্টুমিতে ছোট বেলার খেলা
বিকেল মানে ছুটা ছুটি
যেন বৈশাখ মাসের মেলা।

বিকেল মানে হাতে এক টুকরো ঘুড়ি
বিকেল মানে ঘুড়ির সাথে যেন আমিও উড়ি,
বিকেল মানে কিচিরমিচির পাখির যেন ডাক
বিকেল মানে ক্লান্ত সবাই মিলে বিরতির এক হাঁক।

বিকেল মানে নদীর কূলে শীতল যে বাতাস
বিকেল মানে দিনের শেষে একটু অবকাশ
বিকেল মানে সাজবে বিকেল প্রকৃতির রঙ্গে
সেই রঙ্গেতে সাজিয়ে ওঠে নানা রঙের ঢংয়ে।

qara-xett.png

সমাপ্তি-@samhunnahar


আশা করি আপনাদের সবার কাছে আমার কবিতা পড়ে ভালো লেগেছে। তো বন্ধুরা আমার আজকের কবিতা পড়ে কেমন লাগলো কমেন্টে জানালে অনেক বেশি ভালো লাগবে। আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।


লেখার উৎসনিজের অনুভূতি থেকে
ইমেজ সোর্সভিক্টিজি ডট কম
অবস্থানকক্সবাজার, বাংলাদেশ
রাইটিং ক্রিয়েটিভিটি@samhunnahar
ক্যাটাগরিএকক কবিতা


আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

Steem_Pro.png

New_Benner_ABB1.png

💖ধন্যবাদ সবাইকে💖

Sort:  
 8 days ago 

বাহ্ আপু বিকেলকে ঘিরে বেশ দারুন একটি কবিতা লিখেছেন আপনি।আমারও বিকেল পছন্দের।আগে বিকেল হলেই আমার বাসায় খেলতে বান্ধবীরা সবাই চলে আসতো।কারণ বড় একটি মাঠ ছিল আমার বাসার পাশে।ধন্যবাদ আপনার অনুভূতি মূলক কবিতা পোস্টটি খুবই সুন্দর ছিল।

 6 days ago 

বিকেল বেলার সময় গুলো খুবই মধুর ছিলো আপু।

 8 days ago 

ছোটবেলায় বিকেল হলেই বাইরে বের হয়ে পড়তাম খেলার জন্য। এখনকার দিনের বাচ্চাদের মধ্যে এসব খুব কম দেখা যায়। ‌ ছোটবেলার এই সময় গুলো আসলেই অসাধারণ ছিল। ঠিক বলেছেন আপু আমরাই প্রকৃতিকে ধ্বংস করছি দিন দিন। আপনি আজকে দারুন একটা কবিতা লিখেছেন আপু। কবিতার প্রত্যেকটা লাইন ভীষণ ভালো লেগেছে আমার কাছে। অসাধারণ লিখেছেন আপু।

 6 days ago 

Those childhood times were much sweeter.

 8 days ago 

ছোটবেলায় কথা গুলো মনে পড়লে আবার ছোটবেলায় ফিরে যেতে মন চায়। ছোট বেলার প্রতিটি মুহূর্ত স্মৃতি হয়ে থাকে। আপনি আজকে ছোট বেলার বিকাল বেলা নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতা টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনার লেখা লাইন গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

 6 days ago 

যদি ছোটবেলার সেই সময় গুলো ফিরে পেতাম তাহলে আমিও আবার ফিরে যেতাম।

 8 days ago 

কবিতাটি ভীষণ সুন্দর হয়েছে। আসলেই ছোটবেলা সবার রঙিন।আবার ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে করে।কতই না মজা ছিল , ছিল না এই ব্যস্তময় জীবনের কোন ছোঁয়া। কবিতার লাইনগুলো ছিল দারুন খুব সুন্দর কবিতা আপনি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে আপনার এত সুন্দর দক্ষতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 6 days ago 

আমার লেখা কবিতাটি পড়ে ভালো লাগার জন্য অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 8 days ago 

খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন, কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। বিকেলের অনুভূতি এই কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন, অসাধারণ ছিল এই কবিতাটি।

 6 days ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকেও

 8 days ago 

কবিতাটি বেশ দারুণ ছিল, শব্দচয়ন ও পরিবেশকে লেখার মাধ্যমে ফুটিয়ে তোলার দক্ষতা প্রশংসনীয়।
বিকেলবেলার স্মৃতি আমাদের কমবেশি সবারই মনে গেঁথে থাকে যা ছোটবেলা থেকে শুরু হয়ে সারা জীবন ধরে আলোড়ন ফেলে যায়।
তবে গ্রাম বাংলার প্রকৃতির সাথে বিকেলবেলার আবহ খুব সুন্দর একটি জুড়ি তৈরি করে। এটি আর কোথাও পাওয়া যায় না।

পদ্য উপস্থাপনের জন্য ধন্যবাদ জানাই আর অবশ্যই শুভকামনা রইলো।

 6 days ago 

ধন্যবাদ আপনার কাছ থেকে গঠনমূলক মতামত পড়ে ভালো লাগলো।

 8 days ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে আপনার নিজের লেখা খুবই সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন। কবিতা পড়তে আমার খুবই ভালো লাগে । কেননা কবিতার মধ্যে অনেক শব্দ ভান্ডার পড়ে আমার কাছে একটা সৃজনশীলোতার প্রকাশ পায়। খুব সুন্দর ভাবে কবিতাটি লিখে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আশা করি এভাবে আরো নতুন নতুন কবিতা আমাদের মাঝে শেয়ার করবেন। আপনার জন্য শুভকামনা রইল।

 6 days ago 

বাহ অনেক ভালো লেগেছে আপনার গঠন মূলক মতামত পড়ে।

 8 days ago 

বাহ আপু আপনি তো অসাধারণ একটি কবিতা লিখেছেন।বিকেল কবিতাটি পড়ে বেশ ভালই লাগলো। ছোটকালের স্মৃতি মনে পড়লে সবাই চাই ছোটকালে ফিরে যেতে। আর এই স্মৃতিগুলো মানুষকে বেশি নাড়া দেয়। তবে আপনার কবিতার ভাষা অসাধারণ। চমৎকার কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 6 days ago 

যদিও মন চাই ছোটবেলায় ফিরে যেতে তা কি কখনো সম্ভব আপু?

 8 days ago 

ছোটবেলার বিকেলবেলা বেশ সুন্দর ছিল। আমরা বিকেল বেলা হলেই খেলাধুলায় মেতে উঠতাম। সেই দিনগুলো সত্যিই এখন আমাদের মনের খাতায় স্মরণীয় হয়ে রয়েছে। দারুন একটি কবিতা লিখেছেন আপু। আপনার লেখা কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। খুবই সুন্দর হবে লাইনগুলো উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 6 days ago 

ধন্যবাদ আপু আমার কবিতাটি পড়লেন এবং এত উৎসাহ দেয়ার জন্য ভালো লাগলো

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64467.84
ETH 3492.64
USDT 1.00
SBD 2.54