গান কভার- 💖“একাকী মন আজ নিরবে, বিবাগী তোমার অনুভবে”💖 @samhunnahar.

in আমার বাংলা ব্লগlast year

প্রিয় আমার বাংলা ব্লগ পরিবার।

আশা করি সকলে ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তার অসীম রহমতে অনেক ভালো আছি। পোস্টের ভিন্নতা আনার জন্য প্রতিনিয়ত বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করার চেষ্টা করি। আজকেও আবারো নতুন একটি গান কভার নিয়ে আপনাদের সাথে উপস্থিত হয়েছি। আশা করি আমার আজকের গান কভারটি আপনাদের ভালো লাগবে। গান আমার অনেক প্রিয়। মন যখন মন খারাপ থাকে কিংবা ভালো থাকে সময় পেলেই আমি গান শুনে থাকি। এছাড়াও প্রিয় গান গুলো কভার করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যদিও কভার করার সুযোগ তেমন থাকেনা কিন্তু নিজে নিজে গান গেয়ে মনটা হালকা করি।

Add a heading.jpg

বিশেষ করে বিরহের গান গুলো আমার খুব বেশি ভালো লাগে। কেন জানি না বিরহের গান গুলো মনের অজান্তে ভালো লেগে যায়। আজকের গানটি বেশ ভাল লাগার একটি গান। এমন গান আমার আজ থেকে না ছোটবেলা থেকে আমার বেশ ভাল লাগে। বিরহের গান গুলো আমি প্রায় সময় শুনতে পছন্দ করি। তবে রোমান্টিক গান গুলো আরো ভাল লাগে। কিন্তু সব ধরনের গান শোনার চেষ্টা করি। তবে ঘুরে ফিরে বিরহের গান গুলো বেশি ভালো লেগে যায়। তো আমাদের সবার প্রিয় শিল্পী- বালামের কন্ঠে গান গুলো আমার সব সময়ই ভালো লাগে। আজকে আমি আমাদের সবার প্রিয় শিল্পী -বালামের সেই প্রিয় গানটি আপনাদের সাথে কভার করে শেয়ার করতেছি। “একাকী মন আজ নিরবে, বিবাগী তোমার অনুভবে”। আশা করি আমার আজকের এই গান কভারটিও আপনাদের ভালো লাগবে। সব সময় আপনারা আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেন। তাই বারবার গান কভার নিয়ে উপস্থিত হতে বেশ ভালোই লাগে। তাহলে চলুন বন্ধুরা আমার গান কভারটি শুনে আসি।

গানের কিছু তথ্য


গান--“একাকী মন আজ নিরবে, বিবাগী তোমার অনুভবে”
শিল্পী-বালাম
অ্যালবামবালাম ভুল-৩
প্রকাশিত২০১৮
সুরকার---


গানটি শুনতে এখানে ক্লিক করুন


[গানের কথা]


একাকি মন আজ নিরবে,
বিবাগী তোমার অনুভবে।
ফেরারী প্রেমখোঁজে ঠিকানা,
আকাশে মেঘ মানে বোঝো কিনা।

বিরহ নীলে নীলে বাঁধে বাসা,
অজানা ব্যাথা,
অধরা তারা গুলো বাঁধে বেদনা,
খেয়ালি তুমি কোথায়।

এ হে হে
এ হে হে

দিনের আলো শেষে,
যখন রাত নামে,
তোমাকে খুঁজে পাই, আধারে শিহরণে

বিরহ নীলে নীলে বাঁধে বাসা,
অজানা ব্যাথা,
অধরা তারা গুলো বাঁধে বেদনা,
খেয়ালি তুমি কোথায়।

নিথর চোখে কোণে অথই শূণ্যতা,
ভাবনার বন্দরে
চাঁদ জাগে অপূর্ণতায়

বিরহ নীলে নীলে বাঁধে বাসা,
অজানা ব্যাথা,
অধরা তারা গুলো বাঁধে বেদনা,
খেয়ালি তুমি কোথায়।

একাকি মন আজ নিরবে,
বিবাগী তোমার অনুভবে।
ফেরারী প্রেমখোঁজে ঠিকানা,
আকাশে মেঘ মানে বোঝো কিনা।

বিরহ নীলে নীলে বাঁধে বাসা,
অজানা ব্যাথা,
অধরা তারা গুলো বাঁধে বেদনা,
খেয়ালি তুমি কোথায়।

সোর্স

সমাপ্তি-@samhunnahar

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Eh2qs4cCyucf3FD7ahStNw2cTHPk2QiaQacbQjJNEWnuhyjY1PXfUUMr27ifyD15nkQhFHksgx6bm9BxYLdCkQDMy8JhQrktZHYy6njdzRU4bQ9b1d2xjCdoVzCDDY85pLPq2s7FhKBwPjpuHdozHaReDxEaFH2aYse13zaqogf9utVshuSban6ex1saRA.png

আজ এখানে আমার গান সমাপ্তি করছি। আশা করছি আমার আজকের গান কভার সকলের ভাল লেগেছে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJxBV1deubp3jTX5M8sF2eMPzpt7ToKs7xvshYmvG2N9uBGen8JJSxhXd6cj7tosB3JWqedqnSVHWyMFLQizB7ouZeu28paqWxpHmLGq5FJ23YStCWcEHwtnsfm6gSWK8GH8.gif

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

Steem_Pro.png

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Ehur2Z3EsVgTD2AcTmkokXePYxgzpSqwnBNBj3ZteFgQGBvoV1Gau6PdZ2iRjGoCbkshRWuRQSfGSpuzhGGAeLA4Vf5U1Hc8iJwwxD89QHRxVn1je1P4CmpDJ3i8T6K3VVLivshpofZcmEc1F66yhadmSAKB5S67TB9CT5ts8F67pFjTnJQ9RnA2Qqq1Qc1.gif

Sort:  
 last year 

আপু আপনার কন্ঠে মিষ্টি গান শুনতে অনেক ভালো লাগে। আপনি সত্যিই দারুন গান করেন। আর এই গানটি অনেকদিন আগে থেকেই শোনা হয়। আপনার কন্ঠে এই গানটি শুনে আরো বেশি ভালো লাগলো আপু।

 last year 

আপু অনেক ভালো লাগলো আপনার এত সুন্দর অনুভূতি প্রকাশ করেছেন।

 last year 

আপু পছন্দের গান গুলো শুনতে খুবই ভালো লাগে। আর যদি হয় খালি গলায় তাহলে তো কোন কথা নেই। শিল্পী বালামের গাওয়া অনেক সুন্দর একটা গান কভার করেছেন আপনি। আপনার কন্ঠ এমনিতেই অনেক সুন্দর। আর এরকম সুন্দর কন্ঠে গানগুলো শুনতে তো সবার কাছেই ভালো লাগবে। লাইনগুলো অনেক সুন্দর ভাবে নিজের মতো করে বলেছেন আপনি। সত্যি আপনার আজকের গাওয়া এই গান খুব দারুন ছিল।

 last year 

আপু আপনি সব সময় আমার গান কভার গুলো শুনেন এবং অনেক সুন্দর উৎসাহ দেন অনেক ভালো লাগে।

 last year 

সত্যিই এটা জেনে খুবই ভালো লাগলো যে আপনি বিরহের গান শুনতে এবং বিরহের গান গাইতে অনেক বেশি ভালোবাসেন আমিও আপনার মত বিরহের গান অনেক বেশি পছন্দ করি। বালাম আমার অনেক বেশি পছন্দের একজন শিল্পী এই গান আমি আগে প্রচুর শুনতাম যদি এখন আর তেমন একটা শুনা হয়ে ওঠেনা। ধন্যবাদ এত সুন্দর একটি গান কভার করে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

আমার গান কভার ভালো লাগলো শুনে অনেক বেশি খুশি হয়েছি ধন্যবাদ।

 last year 

জ্বী আপু মনে কষ্ট না থাকলেও বিরহের গানগুলা মনে অজান্তে ভালো লেগে যায়। আমার কাছেও ভীষণ ভালো লাগে এবং আপনার কন্ঠে গানটি শুনে আমার কাছে অনেক ভীষণ ভালো লাগলো এবং আপনার কন্ঠ অত্যন্ত সুন্দর।আপনি এভাবেই এগিয়ে যান আরও পরবর্তীতে আরো সুন্দর সুন্দর গান আমরা শুনতে পাব। আপনার কাছ থেকে। বেশ ভালই লাগলো আজকের উপস্থাপনা গুলি।

 last year 

কেন জানি ভাইয়া ঘুরে ফিরে বিরহের গান গুলো খুব ভালো লাগে।

 last year 

গানের পাখি আপু, বরাবরই আপনার গানগুলো আমার ভীষণ ভালো লাগে। সব সময় সুরেলা কন্ঠে চমৎকার গানগুলো আমাদের মাঝে পরিবেশন করেন যা সত্যিই প্রশংসনীয়। পুরো গানটা মনোযোগ দিয়ে শুনলাম আপু, শুনে একদম মুগ্ধ হয়ে গেলাম। খুব জনপ্রিয় একটি গান মিষ্টি কন্ঠে গেয়ে শোনানোর জন্য অনেক অনেক ধন্যবাদ।

 last year 

সব সময় এত বেশি প্রশংসা করেন ভাইয়া অনেক বেশি অনুপ্রাণিত হয়।

 last year 

আমি সাধারণত ব্রান্ড এর গান শুনি। সেগুলো বিরহ বা রোমান্টিক এইসবের বাইরের গান। এই গান শুনেছি। গানটা আপনিও বেশ সুন্দর কভার করেছেন আপু। বেশ শ্রুতিমধুর ছিল। ধন্যবাদ আমাদের সঙ্গে গানটা শেয়ার করে নেওয়ার জন্য। চমৎকার ছিল।।

Posted using SteemPro Mobile

 last year 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 last year 

২০১২-১৩ সাল থেকে গানটা আজ পর্যন্ত শুনে আসছি বেশ ভালো লাগে বালামের কন্ঠে দারুন একটি গান। আর সেই গানটা আপনি নিজ কন্ঠে গেয়ে আমাদের মাঝে শুনিয়েছেন। এমনিতে আপনার গানের কন্ঠটা বেশ চমৎকার, চিকনকন্ঠ হওয়ায় আপনি যে গান আমাদের মাঝে উপস্থাপন করেন সেটাই বেশি ভালো লাগে আমার।

 last year 

সব সময় শুনেন এবং অনুপ্রাণিত করেন ভীষণ ভালো লাগে।

 last year (edited)

আপু আপনি এইখানে স্টিমিটের পোষ্টের লিংক কপি করে পেস্ট করেছেন কিন্তু আপনি টুইটারে পোস্ট করার পর যে লিংক দেওয়া থাকে ওইটা কপি করে পেস্ট করতে হতো।সংশোধন করে নিয়েন আপু

 last year 

আমি দুইটার লিংক শেয়ার করি ভাইয়া। অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

অনেক সুন্দর একটি গান কভার করেছেন আজকে আপু। আপনার কন্ঠে গানটি ভীষণ ভালো লাগছে শুনতে। এর আগেও আপনার কন্ঠে আমি একটি গান শুনেছিলাম। সেটাও বেশ চমৎকার লেগেছিল। আশা করছি আবারো আপনি আমাদের মাঝে আপনার একটি প্রিয় গান কভার করে শেয়ার করবেন।

 last year 

অনেক ভালো লাগলো আপু আপনার এত সুন্দর অনুপ্রেরণা পেয়ে।

 last year 

সব সময় আপনার কন্ঠে গান শুনতে ভীষণ ভালো লাগে। আসলে আপনি খুব সুন্দর করে গান গেয়ে থাকেন। আপনার প্রতিটা গান আমার কাছে শুনতে বেশ ভালো লাগে। এত সুন্দর করে গানটি গেয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 last year 

অনেক ধন্যবাদ ভাইয়া অনেক সুন্দর অনুভূতি ছিল।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 79169.45
ETH 3182.99
USDT 1.00
SBD 2.63