একগুচ্ছ প্রেমের অনু কবিতা- Writing by @samhunnahar.

in আমার বাংলা ব্লগ6 months ago

সবাইকে শুভসকাল!

প্রিয় বন্ধুরা আসসালামুআলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সকলেই নিজ নিজ কর্মব্যস্ততায় ব্যস্ত আছেন। তবে সবার সময় ভালো কাটুক এই প্রত্যাশা করি। সবাই সুস্থ থাকুন পরিবার পরিজনকে নিয়ে দিন গুলো হয়ে উঠুক আনন্দময় সে কামনা করি। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার অসীম রহমতে সুস্থ আছি আপনাদের সকলের দোয়ায়। তো বন্ধুরা বরাবরের মত আজকেও নতুন একটি ব্লগ নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য।

Add a heading (1).jpg

আপনারা তো সবাই জানেন এবিবি ফানের উদ্যোগে সবাই অনেক সুন্দর সুন্দর অনু কবিতা লেখেন। এবং মাঝে মাঝে আমিও সময় সুযোগ হলে অনু কবিতা গুলো লিখি এবিবি ফানে। তো বেশ ভালো লাগে অনু কবিতা লিখতে। ক্ষুদ্র ক্ষুদ্র কবিতা গুলো পড়তে বেশ ভালই লাগে। সবার পোস্টে দেখি সুন্দর সুন্দর অনু কবিতা লিখেন। কবিতা গুলো অসাধারণ হয় পড়তে। আমারও বেশ উৎসাহ এবং অনুপ্রেরণা জাগে এই অনুকবিতা গুলো লেখতে। তাছাড়া আমাদের প্রিয় দাদা @rme দাদার লেখা অনুকবিতা গুলো বেশ ভালোই লাগে। তো সেই অনুপ্রেরণা থেকে আমিও চেষ্টা করি অনু কবিতা লিখতে। আজকে আবার ও অনু কবিতা লিখেছি যা আপনাদের সাথে শেয়ার করার জন্য হাজির হয়েছি।

আশা করি আপনাদের কাছে আমার কবিতা গুলো পড়ে বেশ ভালো লাগবে। তবে কবিতা তো প্রতি সপ্তাহে একটা করে লিখার চেষ্টা করি। আজকেও ভাবলাম একগুচ্ছ অনু কবিতা লিখি যা আমার ভালো লাগা থেকে আমার অনুভূতি থেকেই লিখেছি। আশা করি আমার একগুচ্ছ অনু কবিতা আপনাদের সকলের আনন্দ দেবে।


তাহলে বন্ধুরা শুরু করা যাক অনু কবিতা গুলো কেমন হলো পড়ে আসি—


💖"একগুচ্ছ অনু কবিতা"💖

(১)
যখন মনে প্রচুর কথা জমে থাকে
তখন নির্জন পাহাড়ে চলে যান
সেখানে মনের জমে থাকা দুঃখের কথা গুলো
পাহাড়ের সাথে চিৎকার চেঁচামেচি করে বলুন
পাহাড় কিংবা নির্জনতা আপনার সাথে বেইমানি করবে না।

(২)
নীল আকাশের মাঝে একটি ঝুলন্ত কুটির থাকবে
সেই কুটিরে থাকবো তুমি আর আমি
থাকবেনা আর কেউ নির্জনতার মাঝে
সেই কুটিরে হারিয়ে যাব তুমি আর আমি।

(৩)
যতক্ষণ আপনার কাছে প্রচুর পরিমাণ সম্পদ থাকবে
আপনজনও আপনার কাছাকাছি থাকবে
যখন আপনার হাত শূন্য হয়ে যাবে
দেখবেন পুরা পৃথিবী ও আপনার কাছে শূন্য।

(৪)
মনে যখন প্রচুর কষ্ট জমে যায়
তখন খোলা আকাশের নিচে চলে যান
খোলা আকাশের দিকে চেয়ে থাকুন
দেখবেন আপনার সব কষ্ট ধুয়ে মুছে যাবে।

(৫)
পৃথিবীতে প্রতিটা মানুষ স্বার্থপর
কেউ রাখেনা একে অপরের কষ্টের খবর
সবাই মুখোশধারী মানুষ
সুযোগ বুঝে সবাই সবার সাথে আঘাত করে।

(৬)
আমি তোমার প্রেম ভিখারী
আমি তোমার প্রেমে সজীবতা
তুমি আমার বেঁচে থাকার একমাত্র সম্বল
তুমি আমার হৃদয়ের স্পন্দন।

qara-xett.png

সমাপ্তি-@samhunnahar


আশা করি আপনাদের সকলের কাছে আমার অনু কবিতা গুলো পড়েই ভালো লেগেছে। তো বন্ধুরা আমার একগুচ্ছ অনু কবিতা পড়ে কেমন লাগলো কমেন্টে জানালে অনেক বেশি ভালো লাগবে। আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন।


লেখার উৎসনিজের অনুভূতি থেকে
ইমেজ সোর্সকেনভা দিয়ে তৈরি
অবস্থানকক্সবাজার, বাংলাদেশ
রাইটিং ক্রিয়েটিভিটি@samhunnahar
ক্যাটাগরিএকগুচ্ছ অনু কবিতা


আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

Steem_Pro.png

💖ধন্যবাদ সবাইকে💖

Sort:  
 6 months ago 

আমার কাছেও এমন ছোট ছোট অনু কবিতা গুলো পড়তে বেশ ভালো লাগে। আর আমাদের দাদার অনুপ্রেরণায় আজ আমরাও ছোট ছোট করে অনু কবিতা লেখা শিখে যাচিছ। ধন্যবাদ আপনাকে সুন্দর করে অনু কবিতা গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

 6 months ago 

ধন্যবাদ আপু সময় দিয়ে আমার কবিতা পড়ার জন্য এবং ভালো লাগার জন্য।

 6 months ago 

আপনি সব সময় আমাদের মাঝে একগুচ্ছ অনু কবিতা শেয়ার করেন, যেগুলো আমি পড়ার চেষ্টা করি। তেমনি আজকেও আমি আপনার লেখা এই অনু কবিতাগুলো সুন্দরভাবে পড়ার চেষ্টা করেছি। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে সবগুলো কবিতা ভিন্ন ভিন্ন টপিক নিয়ে লিখেছেন যা দেখেই বোঝা যাচ্ছে। এখন কিন্তু আমাদের এই কমিউনিটির সবাই অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে থাকে। সবার লেখা কবিতাই ভালো লাগে পড়তে।

 6 months ago 

প্রতিনিয়ত আপনি কবিতা গুলো পড়েন এবং অনেক অনুপ্রেরণা দেন।

 6 months ago 
 6 months ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে অসাধারণভাবে প্রেমের অনু কবিতা গুলো লিখে শেয়ার করেছেন। আপনার লেখা অনু কবিতা পড়তে আমার কাছে বেশ ভালো লেগেছে। ঠিক বলেছেন আপু আপনি ধন-সম্পদ যতক্ষণ নিজের কাছে থাকবে ততক্ষণ আপন মানুষ গুলো সব সময় বেশি কাছাকাছি থাকার চেষ্টা করবে। ধন্যবাদ এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 6 months ago 

আমার কাছে অনু কবিতা লিখতে যেমন ভালো লাগে পড়তে আরও অনেক বেশি ভালো।

 6 months ago 

অনুকবিতাগুলো আসলে পড়তে ভালো লাগে। আসলে দুনিয়াটা বড়ই স্বার্থপর। দিনশেষে স্বার্থপরেরাই ভালো থাকে। আর মনে কষ্ট থাকলে পাহাড়ের নির্জনতায় চলে যাওয়ায় ভালো, হয়তো লুকানো কথাগুলো সে শুনতে পাবে 🌼

 6 months ago 

একদম এই পৃথিবীতে কাউকে মনের কষ্ট না বুঝিয়ে নির্জন পাহাড়ে যাওয়া অনেক ভালো।

 6 months ago 

কবিতা লিখতে আমি যেমন পছন্দ করি, তেমনি কবিতা পড়তেও আমার কাছে অনেক বেশি ভালো লাগে। অনু কবিতা আমার কাছে খুব ভালো লাগে। বড় দাদা এবং ছোট দাদার কবিতা সবাই অনেক বেশি পছন্দ করে। তেমনি আমি তো খুবই ভালোবাসি। বড় দাদা মাঝে মাঝে কবিতা লিখে থাকে যেগুলো তো আমি মিস করি না। ছয়টা অনু কবিতা লিখেছেন আপনি আজকে, যেগুলো দারুন হয়েছে।

 6 months ago 

আমাদের অনু কবিতা গুলো লেখার প্রধান অনুপ্রেরণা হচ্ছে আমাদের প্রিয় দাদা।

 6 months ago 

এটা জেনে খুবই ভালো লাগলো যে কমিউনিটিতে দাদার অনুপ্রেরণা পেয়ে খুবই সুন্দর সুন্দর অনু কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করছেন। কোন কবিতাগুলো পড়তে আমার খুবই ভালো লাগে এখানে একটা পোস্টের মাধ্যমেই অনেকগুলো অনুভূতি তুলে ধরা যায়। দারুন কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন, ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 6 months ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আমার লেখা অনু কবিতা গুলো ভালো লাগার জন্য।

 6 months ago 

অনেকগুলো অনু কবিতা নিয়ে আজকে আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপু। আর কবিতাগুলো বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে লেখা। এমন ছোট ছোট সুন্দর অনুভূতিমূলক কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 6 months ago 

এক একটি অনু কবিতার ভিন্নতা একেক রকমের তাই অনেক বেশি ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57849.42
ETH 3122.29
USDT 1.00
SBD 2.43