ডাই পোস্টঃ- গ্লিটার পেপার/রঙ্গিন কাগজ দিয়ে ফুলের টব তৈরি।
হ্যালো বন্ধুরা!
দিনকাল কেমন যাচ্ছে আপনাদের সকলের? নিশ্চয়ই ভালো যাচ্ছে পরিবার-পরিজনকে নিয়ে দিনকাল। যদিও ব্যস্ততার মধ্যে সময় কাটে সবার। সেই ব্যস্ততার মধ্যেই আমরা ভালো থাকার চেষ্টা করি। যখন আমরা সময় সুযোগ পাই পরিবারের সাথে সুন্দর সময় কাটানোর চেষ্টা করি। ঋতুর পরিক্রমায় ছয় ঋতুর দেশ আমাদের এই বাংলাদেশ। দুই মাস পর পর আমরা একটি নতুন নতুন ঋতুর সাথে পরিচিত হয়। সেই ঋতুর সাথে আমাদের বেশ মানিয়ে চলতে হয়। এখন যেহেতু গরমকাল আমাদের বাংলাদেশের গ্রীষ্মকাল। প্রচুর গরম তাই সবাই একটু অস্থিরতায় আছেন। যেহেতু অনেক গরম সেই গরমের মধ্যে যখন মানুষ অসুস্থ হয়ে পড়েন জীবনটা একদম জরাজীর্ণ হয়ে যায়। কিছুই ভালো লাগেনা এত গরমে যখন অসুস্থ হয়ে পড়ি আমরা। সবার জন্য দোয়া রইলো যেন ভালো থাকেন সুস্থ থাকেন পরিবারের সবাইকে নিয়ে।
আজকে বন্ধুরা আমি উপস্থিত হয়েছি একটি ডাই পোস্ট নিয়ে। আপনারা তো অবশ্যই জানেন আমি চেষ্টা করি বিভিন্ন ধরনের আর্ট পোস্ট বা ডাই পোস্ট শেয়ার করতে। যদিও আমি শত ব্যস্ততার মধ্যেই সময় কাটাই। কিন্তু আমি মনে করি আমার বাংলা ব্লগ কমিউনিটি এমন একটি কমিউনিটি এখানে কাজ করলে কোন একঘেয়েমি আসে না। যখন শত ব্যস্ততার মাঝে কমিউনিটিতে সময় দিতে আসি তখন মনে হয় যে সারাদিনের ক্লান্তি সব দূর হয়ে গেছে। সময় সুযোগ পেলেই চেষ্টা করি ডাই পোস্ট তৈরি করার। কারণ ডাই পোস্ট কিম্বা অন্যান্য আর্ট পোস্ট করতে আমার ভালো লাগে। চেষ্টা করি ভিন্ন কিছু তৈরি করতে যখন আপনাদের কাছে শেয়ার করতে পারি আরও অনেক বেশি ভালো লাগে। চেষ্টা এবং সফলতা দুটি থাকলে কখনো মানুষ ব্যর্থ হতে পারে না আমি সেটা মনে প্রাণে বিশ্বাস করি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি ফুলের টবের ডাই পোস্ট। আমি রঙ্গিন কাগজ এবং গ্লিটার পেপার দিয়ে একটি ফুলের টব তৈরি করার চেষ্টা করেছি।
ফুলের টব দেখতে খুব ভালো লাগে। যখন একটি ফুলের টবের মধ্যে বিভিন্ন ধরনের ফুল দেখা যায় ভীষণ ভালো লাগে। সেই চিন্তাভাবনা থেকে আমি গ্লিটার পেপার দিয়ে এবং রঙ্গিন কাগজ দিয়ে ফুলের টব তৈরি করতে চেষ্টা করেছি। আশা করি বন্ধুরা আপনাদের ভালো লাগবে আমার আজকের তৈরি করা ডাই পোস্ট। ডাই পোস্ট গুলো তৈরি করতে যথেষ্ট পরিমাণ সময় দিতে হয়। যদিও আমি এই ফুলের টব টি তৈরি করার জন্য গতকালকেই কাজ শুরু করেছিলাম। কিন্তু মাঝখানে বাসায় মেহমান আসার কারণে আর করা হয়নি। আজকে আমি ফুলের টবের কাজ শেষ করে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি—-
প্রয়োজনীয় উপকরণ সমূহঃ
গ্লিটার পেপার/ রঙ্গিন কাগজ।
কাঁচি।
গাম।
সাদা কাগজ।
পেন্সিল।
মার্কার পেন।
প্রথম ধাপঃ
প্রথমে আমি সব উপকরণ নিয়েছি যা আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে আমি টবের সাইজ করে গ্লিটার পেপার কেটে নিয়েছি। গ্লিটার পেপার সাদা কাগজের উপর বসিয়ে দিয়েছি।
দ্বিতীয় ধাপঃ
পরে গ্রীন কালার কাগজ নিয়েছি। কাগজ নিয়ে গাছের সাইজে লতাগুলো কেটে নিয়েছি। লতা গাছ কেটে নেওয়ার পরে গাম দিয়ে টবের উপরে লাগিয়ে দিয়েছি।
তৃতীয় ধাপঃ
এখন লাল গ্লিটার পেপার এবং পিংক কালারের গ্লিটার পেপার ও হলুদ কালারের গ্লিটার পেপার দিয়ে ফুলের আকৃতি কেটে নিয়েছি। ফুল কেটে নেওয়া হয়ে গেলে টবের উপরে সাজিয়ে নিব।
চতুর্থ ধাপঃ
এখন আবার গ্রীন কালারের কাগজ নিয়ে পাতার আকৃতি কেটে নিয়েছি। গ্রীন কালারের মার্কার পেন দিয়ে পাতার কালার করে নিয়েছি।
পঞ্চম ধাপঃ
এখন কেটে রাখা পাতা গুলোতে গাম দিয়ে দিয়েছি। গাম দেওয়ার পরে টবের মধ্যে বিভিন্ন দিকে পাতাগুলো গাম দিয়ে সাজিয়ে নিয়েছি। আপনারা নিশ্চয়ই এই ধাপে দেখতে পাচ্ছেন।
ষষ্ঠ ধাপঃ
আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার তৈরি করা ডাই পোস্ট এর কাজ শেষ। বিশেষ করে আমি বিভিন্ন কালারের সাথে ফুল গুলো তৈরি করার চেষ্টা করেছি। সেইখানে আপনারা দেখতে পাচ্ছেন পাতা দিয়েছি। এভাবে ধাপে ধাপে টবের ডিজাইনটি তৈরি করা শেষ হয়ে গেল।
সপ্তম ধাপঃ
যখন ডাই পোস্ট তৈরি করা শেষ হয় তখন পাশে আমার একটি সাইন দিয়ে দিলাম।
উপস্থাপনা
আশাকরি বন্ধুরা আমার আজকের গ্লিটার পেপার দিয়ে তৈরি করা ফুলের টব আপনাদের দেখতে বেশ ভালো লাগবে। আমি চেষ্টা করেছি বিভিন্ন কালারের সমন্বয়ে ফুলের টব তৈরি করার। যেহেতু একটি ফুলের টবের মধ্যে বিভিন্ন কালারের ফুল দেখতে ভালো লাগে। তাই সেই স্টাইলে তৈরি করার চেষ্টা করেছি আমি। তবে কতটুকু তৈরি করতে পেরেছি সেটা অবশ্যই আপনাদের ফিডব্যাক এর মাধ্যমে জানতে পারবো। আশা করি বন্ধুরা আপনাদের কাছে ভালো লাগবে। যখন ফুলের টব তৈরি করা হয়ে যায় তখন আমার বেশ ভালো লেগেছে দেখে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিনিয়ত আমার পোস্ট ভিজিট করেন এবং আমাকে সুন্দর সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহ দিয়ে থাকেন।
ডিভাইসের নাম | Wiko,T3 |
---|---|
মডেল | W-V770 |
ফটোগ্রাফার | @samhunnahar |
ক্যাটাগরি | গ্লিটার পেপার দিয়ে ফুলের টব তৈরি। |
আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।
💘ধন্যবাদ সবাইকে💘
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
গ্লিটার আর্ট পেপার এবং রঙিন কাগজ দিয়ে দারুন একটি ফুলের টপ প্রস্তুত করেছেন।
বিশেষ করে কালার কম্বিনেশন টার জন্য দেখতে বেশ চমৎকার লাগছে।
প্রস্তুতির ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।
আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।
আমরা আমাদের বাস্তব জীবনের ব্যস্ততার মাঝেও নিজের কাজগুলো যখন করি তখন সত্যি অনেক ভালো লাগে আপু। রঙিন কাগজ এবং গ্লিটার কাগজ দিয়ে এত সুন্দর করে সাজিয়ে তুলেছেন দেখে অনেক ভালো লাগলো। ফুলের টপটি দেখতে খুবই সুন্দর লাগছে।
অনেক ধন্যবাদ আপু সময় দিয়ে আমার তৈরি করা ফুলের টব দেখলেন।
এই গরমে আসলেই আপু অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছে। সবাইকে সাবধানে থাকতে হবে এখন থেকে। যাইহোক,আপনার আজকের ফুলের টবটি সুন্দর হয়েছে। গ্লিটার পেপার দেয়াতে সাথে উপরে তিনটি ফুল দেয়াতে চমৎকার লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
অনেক অনুপ্রাণিত হয়েছি ভাইয়া আপনার যেহেতু ভালো লেগেছে আমার তৈরি করা ডাই প্রজেক্ট।
আপনি আজকে রঙিন কাগজ দিয়ে ফুলের টব তৈরি করেছেন। রঙিন কাগজে কোন কিছু তৈরি করলে দেখতে এমনিতেই ভালো লাগে। রঙিন কাগজের পাশাপাশি আপুনি গ্লিটার ব্যবহার করেছেন। সব মিলিয়ে খুবই চমৎকার দেখাচ্ছে। এত সুন্দর একটি ফুলের টপ তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
রঙ্গিন কাগজ গ্লিটার পেপার দুইটার মিশ্রণে তৈরি করার চেষ্টা করেছিলাম ভাইয়া।
ফুলের টব তৈরি খুবই সুন্দর লাগতেছে। গ্লিটার পেপার দেওয়ার কারনে আরো বেশি আকর্ষণীয় লাগতেছে আপু। এধরনের পোস্ট গুলো দেখতে ভীষণ ভালো লাগে। আমিও চেষ্টা করি মাঝে মধ্যে এধরনের কাজ গুলো করার। ডাই প্রজেক্ট এর মাধ্যমে সৃজনশীলতা বৃদ্ধি পায় ধন্যবাদ আপনাকে আপু।
অনেক ধন্যবাদ আপনাকে অনেক উৎসাহ দিলেন।
অনেক সুন্দর একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। গ্লিটার পেপার এবং রঙ্গিন কাগজের সমন্বয়ে অনেক সুন্দর একটি ফুলের টব তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। গ্লিটার পেপার দিয়ে ফুল তৈরি করে দেওয়াটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া মূল্যবান সময় দিয়ে আমার ডাই প্রজেক্ট দেখলেন।
রঙ্গিন কাগজ দিয়ে তৈরী ফুলের টবটি অসম্ভব সুন্দর হয়েছে। আপনি বেশ চমৎকারভাবে কয়েকটি ধাপের মাধ্যমে ফুলটি তৈরী করেছেন ও আমাদের মাঝে তুলে ধরেছেন। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।
আপনার ভালো লেগেছে জানতে পেরে খুশি হয়েছি আপু ধন্যবাদ।
রঙিন কাগজ ব্যবহার করে খুবই চমৎকার একটা টবসহ ফুলের ওয়ালমেট তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতে আপনার মত আমারও অনেক ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটা জিনিস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
রঙিন কাগজ দিয়ে এমন সুন্দর জিনিসগুলো তৈরি করতে অনেক ভালো লাগে ভাইয়া আমার।
গ্লিটার পেপার দিয়ে ফুলের টব তৈরি বাহ বেশ দারুণ তো। চমৎকার তৈরি করেছেন ফুলের টব টা। যদিও এখানে রঙিন কাগজের ব্যবহারও ছিল। অনেক সুন্দর লাগছে ফুলের টব টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।
বিশেষ করে গ্লিটার পেপার দিয়ে যে কোন জিনিস তৈরি করলে বেশ ভালো লাগে।
আপু আপনি গ্লিটার পেপার ও রঙ্গিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ফুলের টব তৈরি করেছেন। আপনার এই ডাই প্রজেক্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। ফুলের টব যেমন সুন্দর হয়েছে তেমনি ফুলগুলোও খুব সুন্দর হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
হাতে সময় পেলে তৈরি করতে বসে পড়ি আপু।