ভিডিওগ্রাফিঃ- বিকেলে কক্সবাজার সমুদ্রে সৈকতে কাটানো একটি ভিডিও।

in আমার বাংলা ব্লগ6 months ago

আমার বাংলা ব্লগ পরিবারের

সকল ব্লগার ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সৃষ্টিকর্তার অসীম রহমতে আপনারা সকলেই অনেক ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি আপনাদের দোয়ায় পরম করুনাময়ের অসীম রহমতে। প্রতিনিয়ত চেষ্টা করি ভিন্ন কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করার। চেষ্টা করি পোস্টের মধ্যে বিভিন্ন আনার। তো বন্ধুরা আপনারা তো অবশ্যই জানেন সারাদিন অনেক বেশি ব্যস্ত থাকি। যদিও সকালে দশটার পরে একটু হাতে সময় থাকে। সেটা হয়তো রান্নাবান্নার মধ্যে চলে যাই। আর হয়তো রান্না করতে না হলে তাহলে ব্লগিং এর দিকে সময় দেওয়ার চেষ্টা করি। আজকে আমি আবার উপস্থিত হয়েছি নতুন একটি ভিডিওগ্রাফি নিয়ে। যদিও আপনারা সকলেই জানেন প্রতি সপ্তায় আমি একটি করে ভিডিওগ্রাফি শেয়ার করার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় আবার উপস্থিত হয়ে গেছি।

f1.jpg

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কক্সবাজার সমুদ্র সৈকতের একটি ভিডিওগ্রাফি। যদিও আমি আপনাদেরকে এর আগেই অনেকবার কক্সবাজার সমুদ্র সৈকতের ভিডিওগ্রাফি শেয়ার করেছিলাম। তবে বেশ কয়েকদিন ধরে আমি সমুদ্র সৈকতের কোন ভিডিও আপনাদের সাথে শেয়ার করি নাই। আসলেই শীতের তীব্রতার কারণে অনেকদিন হলো সমুদ্র সৈকতে যায় না। কিন্তু দুই এক দিন ধরে যখন একটু ঠান্ডা কমলো তাই ভাবলাম একটু সমুদ্র সৈকত থেকে ঘুরে আসি। আসলে ছোট মেয়েটা অনেক বেশি বিরক্ত করছিল ঊর্মি বিচে যাওয়ার জন্য। সেই বুঝে ঊর্মি ক্যাফে কে ঊর্মি বিচ। যদিও আমি সারাদিন ব্যস্ত থাকি আর হাতে একটু সময় থাকলে সেটা একটু বিশ্রাম নিতে ইচ্ছে করে। আর বিশ্রাম নেওয়ার তো সুযোগ হয় না। যদি হাতে সময় থাকে তাহলে বাড়তি কিছু জমে থাকা কাজ করার চেষ্টা করি।

f.jpg

তো যখন বেশি বিরক্ত করল তখন আমারও আসলে ভালো লাগছিল না। যেহেতু অনেকদিন যাওয়া হয়না। অনেকদিন বলতেই থার্টি ফাস্ট নাইটের দিন গেছিলাম এরপর আর যাওয়া হয়নি। আসলে এত গ্যাপ হয় না আমার সমুদ্র সৈকতে যেতে। কিন্তু এইবারে শীত বেশি হওয়ার কারণেই যেতে ইচ্ছে করলো না। তো রেডি হয়ে চলে গেলাম বিকেল ৪:৩০ মিনিটের দিকে। যাওয়ার পরে মনে হল যে লোক সংখ্যা একটু কম হবে। দূর থেকে দেখা যাচ্ছিল জোয়ারের পানি অনেক বেশি বেড়ে গেছে। তো ভাবছিলাম সেই দিকে একটু যায় দেখে আসি। আর খোলামেলা পরিবেশ হলে তো বাচ্চারা একটু ছুটাছুটি করে। তারা এদিক ওদিক বালিতে দৌড়াদৌড়ি করছিল আর আমি পানির দিকে গেছিলাম।

সত্যি এতই ভালো লাগছিল আমার কাছে পানি গুলো একদম ফ্রেশ ছিল। নীল বর্ণের পানি গুলোতে ঢেউয়ের উত্তাল আমাকে অনেক বেশি মুগ্ধ করেছিল। তো পানির কাছাকাছি যেয়ে দেখলাম মাশাল্লাহ লোকজনের সংখ্যা অনেক বেশি ছিল। নিশ্চয়ই সবাই দূর-দূরান্ত থেকে আসছেন আমি দেখেই বুঝতে পেরেছি। অনেক পর্যটকের ভিড়। যদিও শুক্রবার শনিবার একটু মানুষের ভিড় বেশি থাকে। বিশ্বাস করেন আমার কাছে এত ভিড়ের মধ্যে যেতে ইচ্ছে করে না। কারণ নিরিবিলি পরিবেশে নিজের মতো করে সময় কাটাতে আমার খুব ভালো লাগে। সেই জন্য আমি যখন সমুদ্র সৈকতে যাই তখন আমি সুগন্ধা বিচের দিকে যায় না। আমি লাবনী পয়েন্টের দিকে যাওয়ার চেষ্টা করি।

f2.jpg

ইদানিং দেখবেন সুগন্ধা পয়েন্টের দিকে অনেক বেশি লোকের সমাগম। তো সেখানে ধাক্কাধাক্কির মধ্যে এত বেশি ভালো লাগে না। তাই চেষ্টা করি লাবনী পয়েন্টের দিকে একটু কম থাকে মানুষ তাই সেদিকে যাই। সেই সুযোগেই লাবনী পয়েন্টের দিকে গিয়েছিলাম। যেহেতু রাতে আবার বাচ্চার স্কুলের পড়া ছিল। মেয়ে তার ম্যাডামের কাছে পড়তে যাবে তাই আমি খুব তাড়াতাড়ি ফিরে আসছিলাম। সেই অল্প সময়ের মধ্যে অনেক বেশি ভালো লাগছিল মুহূর্তটা। পরিবেশটা অনেক সুন্দর ছিল গতকালকের। সেই সাথে ভিডিও নিয়েছিলাম ২/৩ ক্লিপ। সেই ভিডিও ক্লিপ গুলো নিয়ে আজকে আপনাদের সাথে ব্লগিং করার জন্য উপস্থিত হয়েছি। আশা করি আপনারা ভিডিওগ্রাফির মাধ্যমে উপভোগ করতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা আমার আজকের শেয়ার করা ভিডিওটি দেখে আসি—---------------

ভিডিওগ্রাফি টি দেখার জন্য নিচে ক্লিক করুন

প্রিয় বন্ধুরা আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। কারণ এমন সুন্দর একটি মুহূর্ত কারো ভালো না লেগে থাকতে পারে না। তাই চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার। তো কেমন লেগেছে আমার আজকের ভিডিও মতামত দিয়ে জানালে বেশ ভালোই লাগবে। ধন্যবাদ সবাইকে সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য।

268712224_305654151337735_1271309276897107472_n.png

ক্যামেরার বিবরণ


ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিভিডিওগ্রাফি
ভিডিও এডিটিং@samhunnahar


সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার শেয়ার করা ভিডিওগ্রাফি দেখার জন্য।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJxBV1deubp3jTX5M8sF2eMPzpt7ToKs7xvshYmvG2N9uBGen8JJSxhXd6cj7tosB3JWqedqnSVHWyMFLQizB7ouZeu28paqWxpHmLGq5FJ23YStCWcEHwtnsfm6gSWK8GH8.gif

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

New_Benner_ABB1.png

New_Benner_ABB-66.png

Sort:  
 6 months ago 

ওয়াও কি সুন্দর সমুদ্রের নোনা জলের ঢেউ তার সাথে জলের ঢেউ এর শব্দ ৷ আমার এখন কি মনে হয় যদি ওই জায়গায় থাকতাম ৷ তবে খুব ইচ্ছা একবার কক্সবাজার সমুদ্র সৈকতে যাবো ৷ ভিডিও টি দারুন ছিল আপু ৷
অসংখ্য ধন্যবাদ আপু এভাবেই নিত্য নতুন ভিডিও শেয়ার করবেন এমনটাই প্রর্তাশা করি ৷

 6 months ago 

সেই দিনের আবহাওয়া এবং সাগরের ঢেউয়ের উত্তালতা অনেক বেশি ভালো লেগেছিল আমার কাছে।

 6 months ago 

ভ্রমণের জন্য আমরা প্রথম যে স্থানটি চয়েজ করি সেটা হয় কুয়াকাটা না হয় কক্সবাজার আর না হলে বান্দরবান সিলেট জাফলং।
তবে এর মধ্যে অন্যতম কক্সবাজার যেখানে সারা পৃথিবী থেকে মানুষ ঘুরতে আসে।
আমি বেশ কয়েকবার গিয়েছি অনেক ভালো সময় অতিবাহিত করেছি বন্ধুদের সাথে বিশেষ করে সকালে সূর্যোদয় এবং বিকেলে সূর্যাস্তের সময়টা সবথেকে বেশি ভালো লাগে।
আপনার ভিডিওগ্রাফির মাধ্যমে কক্সবাজার সমুদ্র সৈকতের বিকেলের সৌন্দর্যটা দারুন উপভোগ করলাম।

Posted using SteemPro Mobile

 6 months ago 

আপনার পছন্দ ঠিক আছে প্রতিটি জায়গা খুবই সুন্দর।

 6 months ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে অসাধারণভাবে বিকেলে কক্সবাজার সমুদ্রে সৈকতে কাটানো কিছু মুহূর্তের একটি ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে বাংলাদেশের প্রায় অনেক দর্শনীয় জায়গায় আমার দেখা হয়েছে শুধুমাত্র কক্সবাজার বাকি আছে। আশা করি এখানে খুব দ্রুত দেওয়ার চেষ্টা করব এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করব। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য।

Posted using SteemPro Mobile

 6 months ago 

তাহলে দেখার বাকি আছে কক্সবাজার সমুদ্র সৈকত। এটাও তো আপনি এসে দেখে যেতে পারেন।

 6 months ago 

নিজের বাড়ি যখন কক্সবাজারে সমুদ্র সৈকতের পাশে হয় তখন তো যখন খুশি তখনই সৈকতে যাওয়া যায়। এখন শীত কাল পর্যটকের সময়। তাই বেশি মানুষ দেখা যায়। বিডিওটা দারুন ছিল। আমরা আসতেছি ইনশাআল্লাহ, দেখা হবে। ধন্যবাদ।

 6 months ago 

ধন্যবাদ আমার শেয়ার করা সমুদ্র সৈকতের ভিডিওটি দেখে ভালো লাগার জন্য।

 6 months ago 

কক্সবাজার সমুদ্র সৈকতের অনেক সুন্দর একটি ভিডিওগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই ভিডিওগ্রাফির মধ্যে কক্সবাজার সমুদ্র সৈকতে পানির ঢেউ গুলো দেখে আমার খুবই ভালো লেগেছে। চমৎকার একটি ভিডিওগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 6 months ago 

ধন্যবাদ ভাইয়া ভিডিওটি দেখে ভালো লাগার জন্য।

 6 months ago 

আপু সব সময় বাসায় থাকতে ভালো লাগে না। বাচ্চারা বিকেল হলেই বাহিরে যেতে খুব পছন্দ করে। তার জন্যই আপনার ছোট মেয়ে এভাবে বায়না ধরেছে বীচে ঘুরতে যাওয়ার জন্য। আপনার ভিডিওগ্রাফি দেখে আমারও খুব ইচ্ছে করছে আবারও সেখানে চলে যাই। কিন্তু ছেলেটা ছোট বলে যাওয়ার ইচ্ছা থাকলেও যেতে পারছি না। আপনার ভিডিওগ্রাফি দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর একটি মুহূর্তে ভিডিওগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 6 months ago 

ঠিক বলছেন আপু মাঝে মাঝে বাইরে যেয়ে ঘুরতে ইচ্ছে করে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57610.17
ETH 3118.28
USDT 1.00
SBD 2.39