ভিডিওগ্রাফি- সাগরে চলমান একটি বোটের ভিডিওগ্রাফি।

in আমার বাংলা ব্লগlast year

শুভ সকাল বন্ধুরা


দিনকাল কেমন যাচ্ছে সবার? আজ তো আমাদের ডিজে পার্টি আছে। আমার বাংলা ব্লগ কমিউনিটির বর্ষপূর্তি উপলক্ষে আজ আমাদের তৃতীয় দিন সাংস্কৃতিক সন্ধ্যার। আশা করি আমরা গত দুই দিনের মতো আজকেও সুন্দর একটি সময় কাটাবো সবাই মিলে। তো সারাদিন অনেক ব্যস্ত থাকি ভাবলাম পোস্ট টা আজকে সকাল সকাল করে দিই। সেই চিন্তা ভাবনা থেকে শুরু করে দিলাম পোস্ট লেখা। আজকে ভাবলাম আপনাদের সাথে একটি ভিন্ন ধরনের ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করব। সবাই তো সুন্দর সুন্দর ভিডিওগ্রাফি শেয়ার করেন দেখতে বেশ ভালো লাগে।

WhatsApp Image 2023-06-13 at 11.10.00 AM.jpeg

গত শুক্রবারে একটা বিয়ের দাওয়াত ছিল মহেশখালীতে। আবহাওয়াটা তেমন ভাল ছিল না কিন্তু এত করে বলল না গেলে তো মাইন্ড করবে। তাই চলে গেলাম বিয়ের দাওয়াতে। কিন্তু সমস্যা হচ্ছে যে এরকম বর্ষাকালের ওয়েদারে মহেশখালী নদী পার হতে কিন্তু স্পিডবোটে দিয়ে যাওয়া যায় না তেমন। স্পিডবোট দিয়ে যেতে একটু রিস্ক হয়ে যায় তবে খুব দ্রুত পৌঁছে যায়। তো তাই ভাবলাম অন্য একটি ঘাট দিয়ে গাছের বোট দিয়ে যাওয়া যায়। সেখান থেকে গিয়ে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে বোটের জন্য। শেষমেষ অপেক্ষা করার পরেই আসলো বোট। সেখানে অনেক যাত্রী ছিল সবাই উঠলাম। সত্যি বলতে সাগরের দৃশ্য আমার এমন ভালো লাগে একদিকে খোলামেলা আকাশ অন্যদিকে পানি আর দূর থেকে গ্রাম দেখা যায় অসাধারণ লাগে। তো অনেক গুলো ফিশিং বোট যাচ্ছিল মাছ ধরার জন্য ভাবলাম একটা ভিডিও করে নিলে ভাল হয়।

সময় লাগে নদী পার হতে ১৫ মিনিট। তো সেই ১৫ মিনিট সময় পরিবারকে নিয়ে এবং বোটের মধ্যে অনেক মানুষ ছিল অনেক সুন্দর একটি সময় পার করেছি। সাথে কিছু ফটোগ্রাফি নিয়েছি এবং কিছু ভিডিওগ্রাফিও নিলাম। তবে কথা হচ্ছে এমন জনবহুল জায়গায় ভিডিও কিংবা ফটোগ্রাফি নিতে একটু সংকোচ লাগে। কারণ সবাই হা করে চেয়ে থাকে নিজেকে বেশি আনইজি লাগে। তারপরও আমার এমন সুন্দর দৃশ্য দেখলে বেশ লোভ লাগে সবকিছু এক সাইডে রেখে করে নিই ভিডিও এবং ফটো।

ভিডিওগ্রাফি টি দেখার জন্য নিচে ক্লিক করুন।

বিয়ের আগে পর্যন্ত এমন বোটের মধ্যে যাওয়া আসার কিন্তু অভিজ্ঞতা খুবই কম ছিল। যখন বিয়ে হলো আমার মহেশখালীতে তখন থেকেই একটা বেশ সাহস চলে আসে। প্রথম প্রথম খুব ভয় হত। এখন অনেক সময় দেখা যায় যে আমি একা একা পার হয়ে যায় বাচ্চাদেরকে নিয়ে। আমার হাজবেন্ড যখন অফিসের সমস্যায় কিংবা কোন কাজের কারণে যেতে না পারলে আমি একা চলে যাই। আমার কাছে এত ইজি হয়ে গেছে নদী পারাপার যে কোন মুহূর্তে আমি চলে যাই জরুরী কাজে যেতে হলে। আমার এই নদী পার হওয়াটা অনেক ভালো লাগে এখন। আপনাদের সকলের আমার আজকের সাগরে দৃশ্য বোটের খুব সুন্দর দৃশ্য সাথে পানি ও খোলামেলা আকাশের দৃশ্য আশা করি ভিডিওর মাধ্যমে দেখে আপনাদের ভালো লেগেছে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Eh2qs4cCyucf3FD7ahStNw2cTHPk2QiaQacbQjJNEWnuhyjY1PXfUUMr27ifyD15nkQhFHksgx6bm9BxYLdCkQDMy8JhQrktZHYy6njdzRU4bQ9b1d2xjCdoVzCDDY85pLPq2s7FhKBwPjpuHdozHaReDxEaFH2aYse13zaqogf9utVshuSban6ex1saRA.png

ক্যামেরার বিবরণ


ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিভিডিওগ্রাফি
ভিডিও এডিটিং@samhunnahar
লোকেশনকক্সবাজার বাঁকখালী নদী


সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার শেয়ার ভিডিও টি দেখার জন্য।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJxBV1deubp3jTX5M8sF2eMPzpt7ToKs7xvshYmvG2N9uBGen8JJSxhXd6cj7tosB3JWqedqnSVHWyMFLQizB7ouZeu28paqWxpHmLGq5FJ23YStCWcEHwtnsfm6gSWK8GH8.gif

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

Banner2.png

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Ehur2Z3EsVgTD2AcTmkokXePYxgzpSqwnBNBj3ZteFgQGBvoV1Gau6PdZ2iRjGoCbkshRWuRQSfGSpuzhGGAeLA4Vf5U1Hc8iJwwxD89QHRxVn1je1P4CmpDJ3i8T6K3VVLivshpofZcmEc1F66yhadmSAKB5S67TB9CT5ts8F67pFjTnJQ9RnA2Qqq1Qc1.gif

Sort:  
 last year (edited)

সত্যিই আপু আপনার কাটানো মুহূর্ত টা দারুন ছিল ।মহেশখালীতে নদী পারাপারের দৃশ্য এবং ভিডিওগ্রাফি খুবই সুন্দর এরকম খোলা আকাশের নিচে এরকম সৌন্দর্য উপভোগ করতে সবাই পছন্দ করে যেমনটা আপনি উপভোগ করেছেন।

 last year 

বেশ ভালই অনুভব করেছি ভাইয়া বলার মত না খোলামেলা পরিবেশের খুব সুন্দর সময় ছিল।

 last year 

আপু আমাদের আশেপাশে কোন নদী নেই। তাই হঠাৎ করেই দূরে কোথাও নদীতে ঘুরতে গেলে আমার খুবই ভয় লাগে। যেহেতু আপনি বিয়ের পর থেকে বেশি নদীতে যাতায়াত করছেন তাই আপনি এখন একাই চলে যেতে পারেন ।তবে নদী আমার ভীষণ প্রিয় ভিডিওটি খুব ভালো লেগেছে।

 last year 

হ্যাঁ আপু প্রথম যেদিন নদী পার হয়েছিলাম সেদিনের কথা মনে আছে অনেক ভয় পেয়ে আমার হাজবেন্ডের হাত দুটো ধরে রেখেছিলাম আমি 😍।

 last year 

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে গত দুদিন এবং আজ রাত নটায় সকলেই অনেক সুন্দর মুহূর্ত অতিবাহিত করবে এটাই আশা রাখি। যাইহোক অনেক বেশি ব্যস্ত থাকার কারণে আজ অনেক সকাল সকাল পোস্ট করে দিয়েছেন দেখেছি। সত্যি বলতে বিয়ের দাওয়াত খেতে সকলেই অনেক বেশি ভালোবাসা তবে মাঝে মাঝে বেপরোয়া আবহাওয়ার কারণে হয়তোবা আমাদের পক্ষে যাওয়াটা সম্ভব হয়ে ওঠে না তবুও আপনি সেখানে গিয়েছিলেন যেন ভালো লাগলো। খুবই চমৎকার একটি ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখছি। ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 last year 

আসলে ওয়েদার খারাপ থাকার কারণে ও অনেক কাছের মানুষ খুব বেশি রিকোয়েস্ট করেছিল তাই যাওয়া হলো বিয়েতে। কিন্তু বিয়েতে যেয়ে খুব বেশি লাভবান হয়েছি কারণ এমন সুন্দর একটি পরিবেশে নদী পার হওয়াতে বেশ ভালো লেগেছিল।

 last year 

নদী পারাপার করতে করতে আপনার ভয় অনেকটাই কেটে গেছে। কিন্তু কোথাও বেড়াতে গেলে এ রকম নদী পার হতে আমার খুব ভয় লাগে। একটু ভয় লাগলে ও এরকম সময় অতিবাহিত করতে বেশ ভালো লাগে। আপনার ভিডিওগ্রাফি দেখে আমার খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

 last year 

একদম ঠিক বলছেন আপু প্রথম প্রথম ভয় লাগলেও এখন আর ভয় লাগে না এখন অনেক বেশি আনন্দ অনুভব করি। আমার কাছে ভিডিওটা যখন করেছিলাম তখন বেশ ভালো লেগেছিল আপু।

 last year 

বিয়ের দাওয়াত খেতে যেতে যেতে নদী এবং বোটের দারুণ কিছু দৃশ্যে ক্যামেরা বন্দি করেছেন দেখছি ৷ অনেক ভালো লাগলো আপনার ধারনকৃত ভিডিওগ্রাফি দেখে ৷ সুন্দর হয়েছে ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷

 last year 

একদম ঠিক বলছেন ভাইয়া নদী পার হতে হতে বেশ সুন্দর এনজয় করেছি কিছু ফটোগ্রাফি করেছিলাম আবার কিছু ভিডিওগ্রাফিও করেছিলাম যা আপনাদের সাথে শেয়ার করার সুযোগ হলো।

 last year 

বাহ খুব সুন্দর একটি দৃশ্যের ভিডিওগ্ৰাফি শেয়ার করেছেন। আপনার ভিডিওগ্রাফি আমার কাছে অনেক ভালো লাগে। আপু বিয়ের দাওয়াত খেতে গিয়ে ভালো লাভ হয়েছে। দাওয়াত খেতে গিয়েছেন বলেই এত সুন্দর দৃশ্য উপভোগ করতে পেরেছেন আর আমরাও দেখতে পাচ্ছি। ধন্যবাদ এত সুন্দর মুহূর্ত ভিডিওগ্ৰাফির মাধ্যমে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

সত্যি অনেক আনন্দ উপভোগ করেছিলাম আপু অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

অসাধারণ সুন্দর একটি ভিডিও গ্রাফি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে সাগরে চলমান এ ধরনের বোট গুলো দেখতে খুবই সুন্দর লাগে। আর সাগর পাড়ের মানুষেরা এ ধরনের সৌন্দর্য প্রতিনিয়ত উপভোগ করে। দারুন একটি ভিডিওগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

আমি মনে করি যারা নদীর পাড়ের মানুষ আছে তারা সব থেকে বেশি সুখি কারণ তারা প্রাকৃতিক অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পাই।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62065.67
ETH 2429.85
USDT 1.00
SBD 2.68