ফটোগ্রাফিঃ- বৃষ্টি ভেজা ফুল এবং ফলের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ6 days ago

শুভ দুপুর বন্ধুরা,

আশা করি সবাই ভাল আছেন? আমাদের তো সবার ব্যস্ততা বেড়ে গেল যেহেতু সবাই ঈদ উপলক্ষে নিজ নিজ বাড়িতে পৌঁছে যাবেন। পরিবারের সবাইকে নিয়ে ঈদ করার মজাই আলাদা। যেহেতু আপনারা সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিবেন একটু সাবধানতা অবলম্বন করবেন। কারণ পথের মধ্যে অনেক জ্যামের কারণেই দুর্ঘটনা ঘটে যেতে পারে। একটি দুর্ঘটনা মানে একটি পরিবারের সারা জীবনের কান্না। তাই আমাদের প্রত্যেকের উচিত তাড়াহুড়া না করে যে যেখানে আছেন প্রয়োজনে সেখানে ঈদ করলে ভালো হয়। আমিও ভালো আছি বন্ধুরা আমি গ্রামে অবস্থান করতেছি। তবে বেশ ব্যস্ততার মধ্যে যাচ্ছে সময়। কারণ বুঝতে তো পারছেন গ্রামে আসা মানে ব্যস্ত সময় কাটানো। তবে চেষ্টা করতেছি কমিউনিটির কাজগুলো করার ব্যস্ততার ফাঁকে। যেহেতু কোরবানির ঈদে বাড়তি কিছু ঝামেলা থাকে কাজকর্ম নিয়ে।

f4.jpg

আর গ্রামে আসলে সবার সাথে কথা বলা গল্প করা একটু বেশি সময় দিতে হয়। তাই কমিউনিটিতে সময় দেওয়া খুবই কষ্ট হয়ে যায়। বন্ধুরা আজকে যখন পোস্ট করতে বসি একটু চিন্তায় পড়ে গেলাম কি পোস্ট করবো। কারণ এত ব্যস্ত যে পোস্ট করতেও আমাকে কিছুক্ষণ চিন্তা করতে হচ্ছে। অবশেষে চিন্তা করলাম যে আজকে বৃষ্টি ভেজা কিছু ফুল এবং ফলের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে বন্ধুরা আর দেরি না করে আমার বৃষ্টি ভেজা ফুল এবং ফলের ফটোগ্রাফি গুলো দেখে আসি—-

আম ফল-

আমাদের সকলের পরিচিত এবং প্রিয় ফল হচ্ছে আম ফল। আমরা এই সিজনে প্রচুর পরিমাণ আম খেয়ে থাকি। যেহেতু আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ আমের চাষ হয় তাই আম খেতেও আমাদের বেশ ভালো লাগে। আমাদের বাড়ির আশেপাশে আমরা চেষ্টা করি আমগাছ লাগানোর। তাছাড়া এই গাছ এত বেশি যত্ন করতে হয় না কোন রকম রোপন করে দিলে হয়ে যায়। আমি আজকে বৃষ্টি ভেজা আমের যে ফটোগ্রাফি শেয়ার করেছি তা হচ্ছে ছাদ বাগান থেকে নেওয়া। কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল তাই ছাদে গিয়েছিলাম। এত সুন্দর বৃষ্টি ভেজা আমের দৃশ্য দেখে আমার বেশ ভালো লাগছিল। তাই আমি চেষ্টা করেছিলাম সেখান থেকে আমের ফটোগ্রাফি করতে। আজ আপনাদের সাথে শেয়ার করে নিলাম আশা করি ভালো লাগবে।

f3.jpg


নয়ন তারা ফুল-

আমরা সবাই এই ফুলের সাথে খুব সহজেই পরিচিত। কারণ আমাদের দেশের বর্ষাকালীন ফুল হিসেবে নয়ন তারা ফুল খুব বেশি দেখা যায়। এই ফুল অন্য সিজনের তুলনায় বর্ষাকালে বেশি দেখা যায় যা আমার বেশ ভালো লাগে দেখতে। বিশেষ করে যখন নয়ন তারা ফুলের উপর যখন বৃষ্টি পানি দেখা যায় খুব সুন্দর দেখায়। আমি বৃষ্টি ভেজা নয়ন তারা ফুলের কয়েকটি ফটোগ্রাফি করেছিলাম। দেখতে খুবই ভালো লাগছিল তাই ফটোগ্রাফি নিয়ে নিলাম।

f5.jpg

কাঠগোলাপ ফুল-

আমি জানি কম বেশি সবাই কাঠগোলাপ ফুল অনেক বেশি পছন্দ করেন। কারন কাঠগোলাপ ফুল এমন একটি ফুল যা দেখলেই চোখ ফেরানো যায় না। সৃষ্টিকর্তা এত কিছু সৃষ্টি করেছেন যা দেখি না কেন দেখতে বেশ ভালো লাগে। যখন ফুলের মধ্যে বৃষ্টির ফোঁটা পড়ে আমার বেশ ভালো লাগে। বৃষ্টি হওয়ার কারণে কাঠগোলাপ ফুলের মধ্যে বৃষ্টির ফোঁটা লেগে থাকছিল। সেই সুন্দর ফুলের ফটোগ্রাফি আমি সংগ্রহ করার চেষ্টা করেছিলাম বাগান থেকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম।

f.jpg

শরিফা ফল/আতা ফল-

শরিফা বা আতা ফল আমার অনেক বেশি পছন্দের ফল। শরিফা এই সিজনে বেশি দেখা যায়। শরিফ আমার খেতে খুব ভালো লাগে। তাছাড়া ও স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। শরীফা ফলের মধ্যে অনেক গুণ রয়েছে যা স্বাস্থ্যের জন্য রোগ প্রতিরোধ বৃদ্ধি করতে সহায়তা করে। তবে পর্যাপ্ত পরিমাণ পাওয়া যায় না বললে চলে এই ফল। যদি বাড়ির আঙিনায় একটি করে শরিফা ফল লাগানো যায় তাহলে শরিফা সিজনাল ফল হিসেবে খাওয়ার সুযোগ থাকবে। কারণ বাইরের যে ফলগুলো আমরা কিনে খাই হয়তো সেগুলো ফরমালিন যুক্ত হতে পারে। কিন্তু আমরা যদি এভাবে বাড়ির আঙিনায় একটি গাছ থাকে তাহলে আমরা সিজনাল ফল হিসাবে একটু ফ্রেশ খাবার খেতে পারবো। বৃষ্টি ভেজা আতা ফল দেখতে খুবই সুন্দর ছিল।

f6.jpg

করমচা ফল–

করমচা ফল একটি সিজনাল ফল। এই ফল সব সিজনে পাওয়া যায় না। বিশেষ করে এই ফল খেতে একটু টক জাতীয় হয়। তবে আমি যখন ছাদের মধ্যে বৃষ্টি ভেজা ফুলের এবং ফলের ফটোগ্রাফি নিয়েছিলাম এই ফলটি চোখে পড়ে। বেশ বড় সাইজের একটি ঝোপঝাড় গাছের মধ্যে ফল গুলো ছিল। যখন আমি ফটোগ্রাফি নিলাম তখন আমার এই ফল খাওয়ার লোভ লেগে গেল। যদিও এই ফলটি পরিপূর্ণভাবে খাবার উপযোগী হয়নি তখন।কিন্তু আমি যখন গাছ থেকে ছিড়ে মুখে দিলাম বেশ খস ছিল। তাছাড়া ও একটু টক ছিল। যায় হবে হোক ফল টি দেখতে খুবই সুন্দর।

f1.jpg

কাঁটা মুকুট ফুল—

অন্যান্য ফুলের মত কাঠামো ফুল আমার দেখতে খুবই ভালো লাগে। এই কাটামুকট ফুল সব সিজনে দেখা যায়। বেশ কিছুদিন আগে আমি যখন নার্সারিতে গেছিলাম তখন সুন্দর সুন্দর বেশ কিছু কাটামুকট ফুলের ফটোগ্রাফি নিয়েছিলাম। অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম সেই ফটোগ্রাফি গুলো। কিন্তু আজকে আমি যে কাঠামুকুট ফুলের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করবো তা হচ্ছে বৃষ্টি ভেজা ফুল। ছাদ বাগান থেকে নিয়েছিলাম দেখতে খুবই সুন্দর ছিল। বৃষ্টির পানির ফোঁটা থাকার কারণে বেশি সুন্দর ছিল।

f2.jpg

লেবু—

লেবু এমন একটি উপকারী টক ফল যা আমরা সবাই খেতে অনেক বেশি পছন্দ করি। আমাদের সবার বাড়ির আঙিনায় একটি করে লেবু গাছ থাকে। এই লেবু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। যেকোন ভাবেই আমরা খাওয়ার চেষ্টা করি। জুস বানিয়ে খেতে পারি এছাড়া ও সালাদের সাথে খেতে পারি অথবা ভাতের সাথে খেতে পারি। তাছাড়া ও বিভিন্ন পদ্ধতিতে আমরা লেবু খেয়ে থাকি। আমাদের শরীরের উপকারিতার জন্য কিংবা অসুস্থতার জন্য। লেবুটি দেখতে খুবই সুন্দর ছিল বৃষ্টির পানি থাকার কারণে। এমন সুন্দর সব ফটোগ্রাফি গুলো আমি ছাদ বাগান থেকে নিয়েছিলাম। যা আমার দেখতে বেশ ভালো লাগছিল।

f4.jpg

আশা করি আমার আজকের শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি ভালো লাগবে। কেমন লেগেছে জানাতে ভুলবেন না।


268712224_305654151337735_1271309276897107472_n.png

ক্যামেরার বিবরণ


ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
লোকেশনকক্সবাজার
ক্যাটাগরিবৃষ্টি ভেজা ফুল-ফলের ফটোগ্রাফি।


💘ধন্যবাদ সবাইকে💘

@samhunnahar

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7DiLvzq9baKkST8T1mkhiizFXSFVv2PXDydTeMWpnYK2gToiY733FT9uwSdBSXWz7RnGmzsa8Pr9pGoyYaQFsuS3p.png

Steem_Pro.png

Sort:  
 6 days ago 

আজকে আপনি সুন্দর কিছু ফুল এবং বৃষ্টি ভেজা ফলের ফটোগ্রাফি করেছেন। তবে আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমার কাছে খুব ভালো লাগলো। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। এবং আতাফল এর ফটোগ্রাফিও খুব অসাধারণ হয়েছে। সত্যি বলতে সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 5 days ago 

অনেক ধন্যবাদ ফুলের ফটোগ্রাফি গুলো ভালো লাগার জন্য।

 6 days ago 

বৃষ্টির মধ্যে ভেজা বা বৃষ্টি ভেজা ফটোগ্রাফি অনেকদিন করা হয় না। কোন অভিযোগে অভিযুক্ত আমরা জানি না যার কারণে কুষ্টিয়াতে বৃষ্টি হয় না।
যাইহোক বৃষ্টি ভেজা মুহূর্ত এবং ফটোগ্রাফি দারুন ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।
খুবই ভালো লাগলো।

 5 days ago 

হবে ভাইয়া ইনশাল্লাহ বৃষ্টি না হয়ে কোথায় যাবে। অনেক ধন্যবাদ আপনাকে।

 6 days ago 

বৃষ্টি ভেজা ফুল কিংবা ফল দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে কাঠগোলাপ এবং করমচা ফল দেখতে বেশি সুন্দর লাগছে। চমৎকার বর্ণনার মাধ্যমে এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 5 days ago 

একদম ঠিক বলছেন আপু কাঠগোলাপ ফুল আমার কাছেও অনেক সুন্দর লাগছিলো।

 6 days ago 

বৃষ্টি ভেজা ফুলের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে।আর এ ধরনের ফটোগ্রাফি করতে অনেক দক্ষতার সাথে করতে হয় এবং ধৈর্যের সঙ্গে করতে হয়।এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 5 days ago 

অনেক ধৈর্য ধরে সুন্দর করে ফটোগ্রাফি করতে হয় তাহলে ভালো ফটোগ্রাফি নেয়া সম্ভব।

 6 days ago 

প্রকৃতির গিফট ফুল ও ফল এমনিতেই দেখতে অনেক সুন্দর লাগে। আর সেটা যখন রহমতের বৃষ্টির পানিতে ভিজে থাকে তখন দেখতে আরো বেশি ভালো লাগে। আপনার ফুলগুলো যেমন তেমন ফলগুলো দেখতে বেশি ভালো লাগছে। আম, লেবু, করমচা ফলটি দেখতে দারুণ লাগছে। বৃষ্টির পরে ফটোগ্রাফি করতেও খুবই ভালো লাগে। ধন্যবাদ আপু।

 5 days ago 

সৃষ্টিকর্তায় সৃষ্টির মধ্যে ফুল অন্যতম সুন্দর বলতে হয়। ধন্যবাদ আপনাকে।

 6 days ago 

বৃষ্টি ভেজা আম এবং লেবুর ফটোগ্রাফি গুলো দেখে বেশ টাটকা টাটকা লাগছিল আপনি খুব সুন্দর সময়ের ফটোগ্রাফি গুলো ক্যাপচার করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার পোস্টগুলো আমার অনেক ভালো লাগে আজকেও খুব কোয়ালিটি ফুল একটা পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করলেন ধন্যবাদ আপনাকে।

 5 days ago 

বৃষ্টি ভেজা আম এবং লেবুর ফটোগ্রাফি দেখে ভালো লাগার জন্য ধন্যবাদ।

 6 days ago 

বৃষ্টিতে ভিজে থাকা যে কোন কিছুর ফটোগ্রাফি করলে অনেক বেশি সুন্দর লাগে। আপনি আজকে বৃষ্টিতে ভেজা বেশ কয়েকটি ফুল এবং ফলের ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। বৃষ্টিতে ভিজে থাকা ফল এবং ফুলের মধ্যে পানির মিশ্রণ থাকার ফলে অনেক বেশি সুন্দর লাগছে।

 5 days ago 

অনেক ধন্যবাদ আপনাকে ফটোগ্রাফি গুলো ভালো লাগার জন্য।

 6 days ago 

এটা অবশ্য ঠিক বলেছেন আপু একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। একটি পরিবার শেষ হয়ে যায়। আশা করছি সবাই নিরাপদে নিজের গন্তব্যে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে। আপু আপনি গ্রামে অবস্থান করছেন জেনে ভালো লাগলো। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো অনেক ভালো লেগেছে। বৃষ্টি ভেজা প্রকৃতি আর সুন্দর সব মুহূর্তগুলো এত সুন্দর করে উপস্থাপন করেছেন দেখে ভালো লেগেছে।

 5 days ago 

যাতায়াতের সময় একটু সাবধানতা অবলম্বন করা ভালো অনেক ধন্যবাদ।

 6 days ago 

আসলে আপু আপনি ঠিকই বলেছেন সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে। কেননা ঈদের ছুটিতে বাড়ি যাবার তাড়াহুড়ায় অনেক দুর্ঘটনা ঘটে থাকে। যাইহোক আজ আপনি চমৎকার কিছু বৃষ্টি ভেজা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন যা দেখে একদম মুগ্ধ হয়েছি। প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে ।অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 5 days ago 

ঈদের ছুটিতে অনেক ভিড় জমে যায়। যদি আগে যাওয়া যায় তাহলে ভালো। আর এক সাথে সবাই গেলে খুবই যানজটের মধ্যে পড়ে যায়।

 6 days ago 

ঠিক বলেছেন আপু একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আমাদের সবার উচিত নিজেদের জায়গা থেকে সচেতন থাকা। যাইহোক আপনার আজকের ফটোগ্রাফি গুলো অসম্ভব সুন্দর হয়েছে। আসলে বৃষ্টির পর সবকিছুই সতেজ হয়ে ওঠে। আমার কাছে কাঠ গোলাপ ফুল এবং আতা ফলের ফটোগ্রাফি টা অনেক বেশি ভালো লেগেছে। লাল রঙের এই ফলগুলো হচ্ছে করমচা ফল। ফলগুলো দেখতে সুন্দর তবে খেতে একদমই ভালো লাগেনা। ফটোগ্রাফি গুলা শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 5 days ago 

ধন্যবাদ আপু ভালো লাগলো সময় দিয়ে আমার ফটোগ্রাফি পোস্ট বিশেষ করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64467.84
ETH 3492.64
USDT 1.00
SBD 2.54