ফটোগ্রাফিঃ- রেনডম সাতটি ফুলের ফটোগ্রাফি নিয়ে আমার আজকের ব্লগিং।

in আমার বাংলা ব্লগ6 months ago

শুভ বিকেল সবাইকে,

প্রিয় @amarbanglablog কমিউনিটির সকল ব্লগার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমার আজকের ব্লগিংয়ে। আশা করি আপনারা পরিবার-পরিজনকে নিয়ে সবাই ভালো আছেন। আমিও ভাল আছি সৃষ্টিকর্তার অসীম রহমতে আপনাদের দোয়ায়। বন্ধুরা প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের সাথে ভালো মন্দ বিষয় শেয়ার করার জন্য। প্রতি সপ্তাহের সাত দিন ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করার চেষ্টা করি। আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব তা হচ্ছে একটি ফটোগ্রাফি পোস্ট। যদিও প্রতি সপ্তাহে একটি করে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার চেষ্টা করি। তাই আজকেও সেই ধারাবাহিকতায় একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে উপস্থিত হয়েছি।

f.jpg

প্রিয় কমিউনিটির সকল বন্ধুরা আপনাদের উদ্দেশ্য একটা কথা বলতে চাই সেটা হচ্ছে ফটোগ্রাফি করতে খুব ভালো লাগে। যখন যেখানে যাই না কেন সুন্দর কিছু দেখলেই ফটোগ্রাফি করার চেষ্টা করি। বলতে পারেন ফটোগ্রাফি করা আমার কাছে একটি নেশার মত হয়ে গেছে। দিন যতই যাচ্ছে ততই ফটোগ্রাফির নেশা বেড়ে যাচ্ছে। তাই চেষ্টা করি নিজের পছন্দের কাজ গুলো করে সব সময় নিজের মন-মানসিকতা একটু সতেজ রাখার জন্য।

f4.jpg

কারণ যে কাজ আমাকে মানসিকভাবে প্রশান্তি দেবে। যে কাজে আমি আমাকে খুশি রাখতে পারব সে কাজ আমি করতে সব সময় সচেষ্ট থাকি। কারণ কে কি করল কিংবা কি বললো সেটা তো আমার কিছু যায় আসে না। কারণ সিদ্ধান্তটাই হচ্ছে আমার জীবনটাই হচ্ছে আমার। তাই আমার ভালো লাগার বিষয় গুলো অবশ্যই আমাকে বেছে নিতে হবে।

f1.jpg

তো আজকে আমি যে ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করব তা হচ্ছে ভিন্ন ভিন্ন কিছু ফুলের ফটোগ্রাফি। যদিও ফটোগ্রাফি গুলো আমি এক জায়গা থেকে সংগ্রহ করি নাই। বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি। শীতকালীন কিছু ফুলের ফটোগ্রাফি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি মনে করি ফুলের সিজনের জন্য শীতকাল হচ্ছে যথেষ্ট। যেদিকে যাচ্ছিনা কেন যেদিকে বের হচ্ছিনা কেন শুধু ফুল আর ফুল দেখতে পাচ্ছি। একটি ফুলের বৈশিষ্ট্য এক এক রকমের। ইদানিং ফুলের জগতে অনেক পরিবর্তন এসেছে। আগে এতো সুন্দর সুন্দর ফুল দেখতে পেতাম না। তবে ইদানিং খুব সুন্দর সুন্দর ফুল দেখতে পাওয়া যায়।

f2.jpg

বিশেষ করে একদিন সকালে আমি নার্সারিতে গিয়েছিলাম। বাচাকে স্কুলে প্রবেশ করায় দিয়ে পাশে একটা নার্সারি ছিল সেখানে প্রবেশ করি। আসলে আমি চিন্তা করছিলাম কুয়াশা ভেজা ফুলে ফটোগ্রাফি পাই কিনা দেখতে গেলাম। কিন্তু এত শীতের মধ্যেও কুয়াশা ভেজা কোন ফুলের ফটোগ্রাফি পাইনি। যদিও কুয়াশা ছিল তা খুবই সামান্য ছিল। যাক কুয়াশা না থাকলেও এত সুন্দর সুন্দর ফুল আমি কিন্তু হাতছাড়া করি নাই। যতটুকু পেরেছি বেশ কিছু ফুলের ফটোগ্রাফি নিয়েছিলাম। তাছাড়াও আমাদের বাসার পাশে জেলা পরিষদ অফিস আছে। সেখানে সুন্দর একটি ফুলের বাগান আছে। তবে সেখানে গিয়েছিলাম হাঁটেতে হাঁটতে। যাওয়ার পরে দেখলাম সিকিউরিটি ফুলের বাগানের মধ্যে পানি দিচ্ছে।

f3.jpg

বন্ধুরা দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম। মূলত আমাকে সেখানে নিয়ে গেল আমার বড় মেয়ে আদিলা। সেই বাবার সাথে সাইকেল চালাতে যাই জেলা পরিষদে। তাই আমাকে বললো চলো মা আমরা জেলা পরিষদ যাই। আর আমিও না বলি নাই। আমি ভাবতেও পারিনি যে এত সুন্দর একটি ফুলের বাগান দেখতে পাবো। যেখানে হরেক রকমের ফুলের গাছ ছিল। এবং অনেক সুন্দর সুন্দর রংবেরংয়ের ফুল ছিল। তাছাড়া ও অনেক সুন্দর কিছু গোলাপ ফুলের ফটোগ্রাফি নিয়েছিলাম। অনেক বড় বড় গাঁদা ফুল ছিল। তাছাটাও ছিল ছোট ছোট মোরগ ঝুঁটি ফুল। এছাড়াও নাম না জানা অনেক ফুলের বাগান ছিল।

f6.jpg

যদিও অনেক ফুলের আমার নাম জানা ছিল না কিন্তু আমি ফটোগ্রাফি গুলো নিয়ে নিলাম। তো বন্ধুরা সেখান থেকে কিছু কিছু বাছাই করা ফুলের ফটোগ্রাফি নিয়ে আমি আজকে ফুলের ফটোগ্রাফি ব্লগ করতে উপস্থিত হয়েছি। আশা করি আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে বেশ ভালই লাগবে। কেমন লেগেছে জানাতে ভুলবেন না প্রিয় বন্ধুরা। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ফটোগ্রাফি ব্লগ দেখার জন্য।

f5.jpg


268712224_305654151337735_1271309276897107472_n.png

আশা করি আমার আজকের শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লেগেছে। আপনাদের কাছে আমার আজকের ফটোগ্রাফি গুলো ভালো লাগার মানে হচ্ছে আমার শেয়ার করার সার্থকতা। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে।


ক্যামেরার বিবরণ


ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
লোকেশনবাংলাদেশ,কক্সবাজার, বাহার ছরা
ক্যাটাগরিফুলের ফটোগ্রাফি


24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJxBV1deubp3jTX5M8sF2eMPzpt7ToKs7xvshYmvG2N9uBGen8JJSxhXd6cj7tosB3JWqedqnSVHWyMFLQizB7ouZeu28paqWxpHmLGq5FJ23YStCWcEHwtnsfm6gSWK8GH8.gif

আমার সংক্ষিপ্ত পরিচিতি।
আমি সামশুন নাহার হিরা।আমার ইউজার আইডি@samhunnahar।আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি।ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি।তাই আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত।তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

Banner_New.png

Steem_Pro.png

Sort:  
 6 months ago 

আসলে আপু ফুলের প্রতি আমার অন্যরকম ভালো লাগা আছে , ফুলের ফটোগ্রাফি করতে এবং ফুলের ফটোগ্রাফি দেখতে আমার অসম্ভব ভালো লাগে ৷ আপনি আজ চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন ৷ আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো ৷ সত্যিই চমৎকার হয়েছে ৷ ধন্যবাদ আপু শেয়ার করার জন্য

Posted using SteemPro Mobile

 6 months ago 

অনেক ধন্যবাদ ভাইয়া খুশি হলাম আপনার সুন্দর উৎসাহ পেয়ে।

 6 months ago 

আপনি একজন ফটোগ্রাফী প্রেমিক, শুনে আমার অনেক ভালো লাগলো। আসলে ফটোগ্রাফী করতে আমার ও অনেক ভালো লাগে।আজকে আপনি বেশ অনেক গুলো ফুলের ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা প্রতিটি ফটোগ্রাফী অসাধারণ হয়েছে।

 6 months ago 

সবার মত আপনিও তো দেখছি ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করেন। শুনে ভালো লাগলো ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে আপু ফুল দেখলে আমার কাছে অনেক ভালো লাগে। আপনি নার্সারিতে গিয়ে অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফির পাশাপাশি সুন্দর বর্ণনা দিয়েছেন।ধন্যবাদ আপু সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 6 months ago 

ধন্যবাদ আপু ফটোগ্রাফি গুলো দেখেছেন। ভালো লাগার জন্য খুশি হলাম।

 6 months ago 

আসলে আপু আপনার মত আমার ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে। সবগুলো ফুলের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি খুব সুন্দর ফটোগ্রাফি করতে পারেন। আজকের ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। সবগুলো ফটোগ্রাফি সুন্দর ছিল। তবে বিশেষ করে শেষের ফটোগ্রাফি টি আমার কাছে খুবই ভালো লেগেছে। সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 6 months ago 

অনেক ধন্যবাদ আপু আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে আপনার।

 6 months ago 

অনেকদিন থেকে নার্সারিতে যাওয়া হয় না। তাই সেভাবে ফুলের ছবিও তোলা হয় না। আপু আপনি মেয়েকে স্কুলে নিয়ে গিয়েও পাশাপাশি একটি নার্সারিতে গিয়েছিলেন জেনে ভালো লাগলো। ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে আপু। দেখে অনেক ভালো লাগলো।

 6 months ago 

একদম সকাল ছিল আপু তাই সময় পেয়েছিলাম। ভাবছিলাম কুয়াশা ভেজা কিছু ফটোগ্রাফি নিব। কিন্তু কুয়াশা তো খুঁজে পাইনি। তাই যেমন পেয়েছি তেমন তো নিয়ে ফেললাম আপু।

 6 months ago 

অনেক বেশি সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। ফুলের ফটোগ্রাফি গুলো দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর করে ক্যামেরা বন্দি করেছেন। শীতকাল মানে হচ্ছে বিভিন্ন ফুলের সমারোহ। অনেক ধন্যবাদ আপনাকে আপু।

Posted using SteemPro Mobile

 6 months ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আমার ফটোগ্রাফি গুলো দেখে খুব সুন্দর একটি অনুভূতি প্রকাশ করলেন।

 6 months ago 

আসলে আপু মাঝে মাঝে ফটোগ্রাফি করতে আমার কাছেও ভীষণ ভালো লাগে। এখন আমাদের সবারই মনে হয় ফটোগ্রাফি একটা নেশার মতো হয়ে গিয়েছে।আজ আপনি চমৎকার কিছু ফটোগ্রাফি আজ আমাদের মাঝে শেয়ার করেছেন ।প্রত্যেকটি ফুলই আমার কাছে ভীষণ ভালো লেগেছে, দারুন ক্যাপচার করেছেন। দেখে মুগ্ধ হয়ে গেলাম। অনেক ধন্যবাদ আপনাকে।।

 6 months ago 

একদম আপু ফটোগ্রাফি করা একটা নেশার মত হয়ে গেছে। ফুলের ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে শুনে ভাল লাগলো।

 6 months ago 

রেনডম সাতটি ফুলের ফটোগ্রাফি দেখে খুবি ভালো লেগেছে। আপনার প্রতিটা ফুলের ফটোগ্রাফি আমার খুবি ভালো লেগেছে। এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ। এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য অনেকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 6 months ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আমার ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগার জন্য।

 6 months ago 

আপনি সপ্তাহের সাত দিনে ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করেন জেনে খুশি হলাম। এটা অনেক ভালো একটা কাজ। আপনি চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। অনেক ধন্যবাদ আপু ফটোগ্রাফি গুলা আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 6 months ago 

অনেক ধন্যবাদ আপু শুনে ভাল লাগলো।

 6 months ago 

আপু আপনার মত আমিও আমার বাংলা ব্লগে আসার পর থেকেই ফটোগ্রাফি বেশি করি। আর এটা ঠিক বলেছেন যত দিন যাচ্ছে আমাদের ফটোগ্রাফি করার নেশাও বেড়ে যাচ্ছে। আমিও যেখানে যাই সেখানেই ফটোগ্রাফি কাটার চেষ্টা করি। তবে আজকে আপনার কাছ থেকে এত রকমের ফুল গুলো দেখতে পেয়ে ভীষণ ভালো লেগেছে। সবগুলো ফটোগ্রাফি দারুন ক্যাপচার করেছেন।

 6 months ago 

ফুল গুলো লাগলো আপনার শুনে খুশি হলাম।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57610.17
ETH 3118.28
USDT 1.00
SBD 2.39