ভিডিওগ্রাফি- কক্সবাজার ইনানী সমুদ্র সৈকতের ভিডিও।

in আমার বাংলা ব্লগlast year

শুভ সকাল সবাইকে।

প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন। নিশ্চয়ই সকলেই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তার অসীম রহমতে। তবে বেশ কয়েকদিন যাবত অনেক বেশি দুর্বল মনে হচ্ছে। কেন জানিনা সবকিছু ঠিকঠাক খাওয়া দাওয়া হচ্ছে তারপরও মনে হচ্ছে দুর্বলতা। দোয়া করবেন সবাই যেন সুস্থ হয়ে থাকতে পারি পরিবারের মাঝে এবং সবার মাঝে। তো প্রতিদিনের ধারাবাহিকতায় আজকেও নতুন একটি পোস্ট শেয়ার করব আপনাদের সাথে। আজকে আপনাদের সাথে একটি ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করব।

Add a heading (3).jpg

বেশ কয়েকদিন হল আপনাদের সাথে ভিডিওগ্রাফি শেয়ার করা হয় না। আসলে ব্যস্ততার মাঝে থাকার কারণেই ভিডিও এডিটিং করতে পারি নাই। তো আজকে ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিওগ্রাফি শেয়ার করি। আপনারা জানলে অনেক খুশি হবেন যে আজকের ভিডিওগ্রাফিটা সবার অনেক প্রিয় একটি জায়গার। সেটা হচ্ছে যে কক্সবাজার ইনানী বীচের একটি ভিডিও আমি নিয়েছিলাম। আমি যখন ইনানী ভ্রমণে গেছিলাম সেই সময় ভিডিওগ্রাফি টা নিয়েছি। ইনানী রয়েল টিউলিপ পয়েন্ট থেকে সোজা ইনানী বীচে আমরা সময় কাটায়। যেহেতু ওয়েদার টা একটু বৃষ্টিময় ছিল সেজন্য সাগর অনেক বেশি উত্তাল ছিল। তাই সাগরের দৃশ্য দেখতে খুবই ভালো লাগছিল। অনেক উত্তাল এছাড়া অনেক বেশি গর্জন ছিল বেশ অনেকক্ষণ ধরে অনুভব করেছিলাম।

বর্ষাকালে সাগরের এমন দৃশ্য দেখতে আমার খুব ভালো লাগে। তাছাড়া সাগর অনেক কথা বলে গর্জনের গতিতে। মানুষের জীবন যাত্রা এবং সাগরের জীবন যাত্রার মধ্যে বেশ মিল আছে। সাগর যেমন হঠাৎ করে তার গতি হারায়। মানুষের জীবনে এমন হঠাৎ করে গতির পরিবর্তন হয়। তো মনে যদি কোন দুঃখ থাকে। কিংবা নীরবতা পালন করতে হলে সাগর পাড়ে গেলেই যথেষ্ট। তো চলুন বন্ধুরা আমার আজকের ভিডিওগ্রাফিটি দেখে আসি আশা করি ভালো লাগবে।

ভিডিওগ্রাফি টি দেখার জন্য নিচে ক্লিক করুন।

প্রিয় বন্ধুরা আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। কারণ এমন সুন্দর একটি মুহূর্ত কারো ভালো না লেগে থাকতে পারে না। যেহেতু জায়গাটি সবার প্রিয় একটি জায়গা। তাই চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার। তো কেমন লেগেছে আমার আজকের ভিডিওটা মতামত দিয়ে জানালে বেশ ভালোই লাগবে। ধন্যবাদ সবাইকে সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য।

268712224_305654151337735_1271309276897107472_n.png

ক্যামেরার বিবরণ


ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিভিডিওগ্রাফি
ভিডিও এডিটিং@samhunnahar
লোকেশনকক্সবাজার ইনানী সমুদ্র সৈকত


সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার শেয়ার করা ভিডিওগ্রাফি দেখার জন্য।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJxBV1deubp3jTX5M8sF2eMPzpt7ToKs7xvshYmvG2N9uBGen8JJSxhXd6cj7tosB3JWqedqnSVHWyMFLQizB7ouZeu28paqWxpHmLGq5FJ23YStCWcEHwtnsfm6gSWK8GH8.gif

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

New_Benner_ABB1.png

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Ehur2Z3EsVgTD2AcTmkokXePYxgzpSqwnBNBj3ZteFgQGBvoV1Gau6PdZ2iRjGoCbkshRWuRQSfGSpuzhGGAeLA4Vf5U1Hc8iJwwxD89QHRxVn1je1P4CmpDJ3i8T6K3VVLivshpofZcmEc1F66yhadmSAKB5S67TB9CT5ts8F67pFjTnJQ9RnA2Qqq1Qc1.gif

Sort:  
 last year 

কক্সবাজার ইনানী সমুদ্র সৈকতে এ পর্যন্ত আমি তিনবার গিয়েছি এবং সেখানে গিয়ে অনেক মজা করেছি। সে সকল দৃশ্যগুলো আজকে আপনার ভিডিওর মাধ্যমে দেখতে পেলাম। দেখে খুব ভালো লাগছে। ধন্যবাদ জানাচ্ছি ইনানী সৈকত সমুদ্র এত সুন্দরভাবে ভিডিও করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ইনানী এমন একটি জায়গা বারবার যেতে ইচ্ছে করে। অনেক সুন্দর অনুভূতি ছিল ভাইয়া ভীষণ ভালো লেগেছে পড়ে।

 last year 

সুন্দর ওয়েদারে এরকম সাগরের দৃশ্য দেখতে আমার কাছে খুবই ভালো লাগলো আপু। অসাধারণ সমুদ্র সৈকতের ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। তবে সাগরের গর্জন টা ও বেশ ছিল। যদিও আমি আজও সমুদ্র সৈকত ঘুরতে যাইনি। আপনার ভিডিওর মাধ্যমে তা অনেক টাই দেখা হয়ে গেল। ধন্যবাদ আপু।

 last year (edited)

সমুদ্রের মধ্যে অনেক গর্জন ছিল আপু তখন।

Posted using SteemPro Mobile

 last year 

কক্সবাজার ইনানী সমুদ্র সৈকত থেকে দারুণ ভিডিওগ্রাফি ধারণ করে আমাদের মাঝে আপনি শেয়ার করেছেন আপু। অনেক দিনের ইচ্ছা রয়েছে এই জায়গাটিতে ভ্রমণ করতে যাব কিন্তু আজ পর্যন্ত সুযোগ হয়ে ওঠেনি। আপনার পোষ্টের মাধ্যমে জায়গাটি দেখতে পেরে খুব ভালো লাগলো।

 last year 

আপনারা ইচ্ছে যাতে সফল হয় আপনার জন্য দোয়া রইলো ধন্যবাদ।

 last year 
 last year 

আপনি কক্সবাজার ইনানী সমুদ্র সৈকতের ভিডিওগ্রাফিটি অনেক সুন্দর ভাবে করেছেন আপু । সমুদ্রের ঢেউ দেখতে খুব ভালো লাগছে। আপনার ভিডিওতে সমুদ্রের ঢেউ দেখছি আর অনুভব করছি। খুব ভালো লাগলো আপনার ভিডিও গ্রাফিটি । অনেক শুভকামনা আপু আপনার জন্য।

 last year 

অনেক ধন্যবাদ আপু আমার শেয়ার করা ভিডিওগ্রাফি টি দেখার জন্য।

 last year 

আপু আপনি খুব দারুন সুন্দর একটি ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ভিডিওটা দেখে খুবই ভালো লেগেছে। আসলে সমুদ্র পাড়ের দৃশ্যগুলো দেখতে ভীষণ ভালো লাগে। যদিও আমাদের সেই সৌভাগ্য হয়ে ওঠেনা। কারণ আমরা সমুদ্রের পাড়ের মানুষ নই। এতো সুন্দর একটি ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 last year 

আশা করি একদিন সৌভাগ্য হবে আপনার সেই কামনা করি।

 last year 

কক্সবাজার ইনানী সমুদ্র সৈকতে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। ইনানী সমুদ্র সৈকত অনেক বেশি সুন্দর। আমি এর আগে যখন কক্সবাজারে ঘুরতে গিয়েছিলাম তখন ইনানী সমুদ্র সৈকতে গিয়েছিলাম। কক্সবাজার ইনানী সমুদ্র সৈকতের ভিডিওগ্রাফিটি অনেক সুন্দর হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ভিডিও গ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

তাহলে তো ইনানী তে এসে অনেক আনন্দ করেছেন। আবারও আসবেন সেই কামনা করি।

 last year 

খুবই সুন্দর একটি ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু,যা দেখে খুবই ভালো লাগলো।আসলে অনেক কিছু আছে যা ভিডিওগ্রাফির মাধ্যমে সুন্দর করে তোলা যায়।সমুদ্রের ঢেউ দেখতে আমারও ভিষণ ভালো লাগে।আজ আপনার ভিডিওগ্রাফির মাধ্যমে দেখা হল।আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু, এতো সুন্দর একটি ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

অনেক ধন্যবাদ ভাইয়া আমার ভিডিওগ্রাফিটি দেখে আপনাদের এতো ভালো লাগার জন্য।

 last year 

কক্সবাজার ইনানী সমুদ্র সৈকতের ভিডিও দেখে মনে হচ্ছে এখনি চলে যায়।তবে রাত তো তাই আর গেলাম না হাহা।দিনে যাবো কোনো একদিন।ভালো লেগেছে আপু আপনার ভিডিও টি।জায়গাটি অনেক সুন্দর।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

অনেক ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59378.58
ETH 2646.25
USDT 1.00
SBD 2.46