জেনারেল রাইটিংঃ- বড় যদি হতে চাও ছোট হও তবে।

in আমার বাংলা ব্লগ6 months ago

প্রিয়া আমার বাংলা ব্লগ পরিবার,

প্রিয় কমিউনিটির @amarbanglablog এর সকল ব্লগার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। লেখার শুরুতে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমার আজকের ব্লগিং পর্বে। আশা করি বন্ধুরা আপনারা শীতকালে খুব সুন্দর একটি সময় অতিবাহিত করতেছেন। যেহেতু শীতকাল এবং ডিসেম্বর মাস বেশ সুন্দর একটি মুহূর্ত নিয়ে সময় অতিবাহিত করেন সবাই। চেষ্টা করেন সবাই যে যার মত করে ঘোরাফেরা করতে। আমারও বেশ ভালোই লাগে শীতকাল ঋতুতে। বিশেষ করে শীতের দিনে বিভিন্ন জায়গায় সময় কাটাতে অনেক বেশি পছন্দ করি। তো চেষ্টা করি আমিও ঘোরাফেরা করার। তবে এবারে মনটা একদম খারাপ হয়ে গেল। যেহেতু মা আমাদেরকে ছেড়ে চলে গেলেন। তাই আমার আর কোথাও ঘোরাঘুরি করার একদম মন মানসিকতা নেই। ঘরের ভিতর সারাদিন বসে থাকতে ইচ্ছে করে।

বড় যদি হতে চাও ছোট হও তবে।.jpg

যাক বন্ধুরা কথা না বাড়িয়ে আমার মূল টপিক্সে ফিরে আসি। আমি আজকে যে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব তা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। প্রতিটি মানুষের আলাদা আলাদা পছন্দ অপছন্দ রয়েছে। যেহেতু প্রত্যেকটা মানুষের ভিন্নতা রয়েছে এবং আলাদা বৈশিষ্ট্য রয়েছে। তাই আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে যারা অনেক বেশি অহংকারী। আমি মনে করি অহংকারী হওয়ার জন্য মানুষকে যথেষ্ট পরিমাণ সুন্দর হতে হয় না। অহংকার করার জন্য মানুষকে প্রচুর পরিমাণ ধন সম্পদের অধিকারী হতে হয় না। অথবা প্রচুর পরিমাণ ক্ষমতাশালী হতে হয় না।

এমন কিছু অল্প জ্ঞানের মানুষ আছেন আমাদের চারপাশে যারা নিজেকে অনেক বেশি অহংকারী মনে করেন। কথায় বলে অল্প বিদ্যা ভয়ংকর আমি বিষয় টার সাথে একমত। তারা নিজেকে অনেক বেশি ধনী মনে করেন। নিজেকে অনেক বেশি অন্যদের থেকে সেরা মনে করেন। তারা অল্প সম্পদের মালিক হয়েও নিজেকে অনেক বেশি সম্ভ্রান্ত পরিবার মনে করেন। তাছাড়া ও নিজের সামান্য ক্ষমতাকে অনেক দাপট্যের সাথে ঘুরে বেড়ায়। যা মানুষকে অনেক বেশি আঘাত দিয়ে থাকেন তাদের এসব আচরণের মাধ্যমে।

সময় যেমন পরিবর্তনশীল মানুষ ও তেমনি পরিবর্তনশীল। সময় যেমন কারো জন্য অপেক্ষা করে না। ঠিক তেমনি মানুষের জীবনও থেমে থাকে না। তাই ভাবতে হবে এক সময় এই অহংকার ধূলার সাথে মিশে যাবে। একমাত্র অহংকারের মালিক হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা। তাই একমাত্র অহংকার সৃষ্টিকর্তাকে মানায়। সৃষ্টিকর্তার কোন সৃষ্টিকে অহংকার করতে একদম মানানসই নয়। তো আমাদের পাশের একজন মহিলাকে দেখলাম খুব কটূ ভাষায় মানুষকে ব্যবহার করেন। আসলে লেখাপড়া ও এত বেশি না। এত বেশি গুণবতী কিংবা রূপের দিক থেকেও না। অথবা বলতে পারেন এত বেশি ধন-সম্পদের মালিকও না। বলতে পারেন এত বেশি ক্ষমতাশালী ও না।

এই যে প্রথমে বললাম কিছু মানুষের আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যের ভিত্তিতে এমন প্রকৃতির কিছু মানুষ আছেন। যারা বেশি অহংকার করে ঘুরে বেড়াই। তারা মনে করেন তারাই শ্রেষ্ঠ এবং তারাই সব কিছুর উর্ধে। তারাই মনে করেন তারা প্রচুর ধন সম্পদের মালিক। এবং তারা মনে করেন প্রচুর প্রভাবশালী ক্ষমতাশালী। আসলেই এই ধরনের মানুষ মানুষকে মানুষ হিসেবে গণ্য করে না। এক সময় দেখবেন এরা খুবই কষ্ট পাই এই হিংসে প্রকৃতির মানুষ গুলো। কারণ উপরে সৃষ্টিকর্তা বলে একজন আছেন। মানুষের সাথে যদি এমন খারাপ ব্যবহার করেন সেটা তো অবশ্যই ভোগ করতে হবে। তার পরিণাম খুবই খারাপ হয়।

যদি বড় হতে হয় তাহলে ছোট হওয়া ভালো। যতই আপনি ছোট হয়ে চলবেন ততই আপনি মানুষের চোখে ভালো মানুষ হয়ে থাকবেন। কারণ আপনাকে মানুষ যতই খারাপ ব্যবহার করুক না কেন। আপনি যদি সহ্য করেন তাহলে আপনি মহান হবেন। সহ্যের ফল আপনাকে অবশ্যই একদিন না একদিন ভালো ফলাফল দেবে। ছোট হওয়া মানে এই নয় যে নিজের মান সম্মান ক্ষুণ্ণ হয়ে যাবে। আমি মনে করি ছোট হওয়া মানেই মানুষের সাথে অহংকার না করা। মানুষের সাথে খারাপ ব্যবহার না করা। যদিও প্রচুর পরিমাণ ধন সম্পদ থাকে কিন্তু সবার সাথে সুন্দরভাবে ব্যবহার করা। সেই সম্পদের অহংকার না করা। আমাদের আশেপাশে এমন কিছু প্রভাবশালী মানুষ আছেন। কিন্তু তাদের কাছে কোন ধরনের সম্পদের অহংকার থাকে না। তাদের থাকে না কোন ক্ষমতার অহংকার। তারা মানুষের সাথে খুব সুন্দর বিনয়ের সাথে আচরণ করেন। এর মানে এই নয় যে আপনি খুব ছোট হয়ে গেলেন মানুষের কাছে।

এটার অর্থ দাঁড়ায় যে ওই মানুষটি খুব মহান একজন মানুষ। যার কাছে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ সমান এবং সকলের সাথে ভালোভাবে মিশতে পারে। তাদের থাকে না কোন বড় বড় ডিগ্রীর অহংকার। এমন ধরনের মানুষই যেমন সম্মানিত হয় তেমনি সৃষ্টিকর্তা ও আরো বেশি সম্মানিত করেন। আসলে এরা আমাদের সমাজে খুব সুন্দর মনের মানুষ এবং অনেক আলোচিত মানুষ। তাই ছোট হওয়া মানে এই নয় যে নিজের মান সম্মানটুকু সব শেষ হয়ে যাবে। এর মানে হচ্ছে একটু ধৈর্য ধরে সবার সাথে মানিয়ে চলা।

তো বন্ধুরা আশা করি আমার আজকের বিষয় আপনাদের কাছে বেশ ভালই লাগলো। সময় দিয়ে আমার আজকের ব্লগিং ভিজিট করার জন্য এবং পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে।

268712224_305654151337735_1271309276897107472_n.png

লেখার উৎসঅনুভূতি থেকে
ইমেজ সোর্সকেনভা দিয়ে তৈরি।
অবস্থানকক্সবাজার, বাংলাদেশ
ক্যাটাগরিজেনারেল রাইটিং


সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার ব্লগটি ভিজিট করার জন্য।

268712224_305654151337735_1271309276897107472_n.png

🥀আল্লাহ হাফেজ সবাইকে🥀


আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে অনেক ভালবাসি। রান্না করতে আমি অনেক পছন্দ করি। তাছাড়া সময় পেলে ভ্রমণ করি আর প্রকৃতিকে অনুভব করি। ফটোগ্রাফি করতে আমার ভীষণ ভাল লাগে। আমি মাঝে মাঝে মনের আবেগ দিয়ে কবিতা লেখার চেষ্টা করি। আমার প্রিয় শখের মধ্যে তো গান গাওয়া অন্যতম। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের/ভালবাসার কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7DiLvzq9baKkST8T1mkhiizFXSFVv2PXDydTeMWpnYK2gToiY733FT9uwSdBSXWz7RnGmzsa8Pr9pGoyYaQFsuS3p.png

Steem_Pro.png

Sort:  
 6 months ago 

আপু আপনি ঠিক কথা বলেছেন, আমাদের যদি বড় হতে হয় তাহলে ছোট হতে হবে, তবে আমরা বড় হতে পারব। আমরা খুব সহজেই মন খারাপ করে বসে থাকি কিছু একটা হলেই,জি আপু প্রতিটা মানুষের ভিতরে ভিন্নতা আছে এবং অনেক মানুষের নিজেকে নিয়ে অহংকার করে এবং বড় মনে করে। যারা নিজেকে বড় মনে করে তারা কখনোই মানুষের মত মানুষ হতে পারেনা, একটা সময় তারা ঠিক নিচে নেমে যায়। দারুন আলোচনা করেছেন

Posted using SteemPro Mobile

 6 months ago 

আমাদের ভাবতে হবে কর্ম যেমন হবে ফলাফলও তেমন হবে।

 6 months ago 

আসলে আপু যারা সব দিক থেকে পারদর্শী তারা কখনো অহংকার করে না। তবে যাদের কিছুই নেই তাদের অহংকারের শেষ থাকে না। আসলে কথায় আছে না, শূন্য কলসি বাজে বেশি।যাইহোক আপু আপনার লেখাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপু শিক্ষামূলক একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 6 months ago 

অনেক ভাল লাগলো আপু আপনার গঠন মূলক মতামত পড়ে।

 6 months ago 

খুব সুন্দর কথা বলেছেন আপনি বড় যদি হতে চাও ছোট হও আগ। আসলেই তাই যত বড় ধনী ব্যক্তি হোক না কেন সে যদি বিনয়ী হয় মানুষের কাছে নিজেকে ছোট বলে প্রমাণ করতে চায় তখন আপনা আপনি মানুষ তাকে বড় এবং জ্ঞানী উপাধি দিয়ে থাকে। কিছু কিছু মানুষের অহংকার করতে রূপ, ধন সম্পদ জ্ঞান কোন কিছুই লাগে না তারা নিজেকেই সব ভেবে নেয় এবং অহংকার করে থাকে। আপনার পোস্টটি খুব ভালো লাগলো ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 6 months ago 

কিছু কিছু মানুষ আছেন যারা অতি সম্পদ থাকার সত্তেও অহংকার করেনা।

 6 months ago 

অত্যন্ত শিক্ষামূলক একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার পোস্টের লেখাগুলো পড়ে আমার অনেক অনেক ভালো লেগেছে। আসলে জীবনে ভালো কিছু করতে হলে অর্থাৎ জীবনে বড় হতে হলে সকল প্রকারের অহংকার ভুলে গিয়ে স্বাভাবিক থেকে বড় হওয়ার চেষ্টা করতে হবে। তাহলে হয়তো জীবনের সাফল্য অর্জন করা সম্ভব হবে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 6 months ago (edited)

ভাল লাগলো আপনার গঠন মূলক লেখা গুলো পড়ে।

 6 months ago 

খুব সুন্দর একটি টপিক নিয়ে জেনারেল রাইটিং আমাদের সাথে শেয়ার করেছেন আপু। বড় যদি হতে চাও ছোট হও তবে শিরোনামে জেনারেল রাইটিং শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। কবি হরিশচন্দ্র মিত্রের "বড় কে" কবিতার একটি বিখ্যাত লাইন নিয়ে অনেক সুন্দর করে ব্যাখ্যা করেছেন।আর ঠিক বলেছেন, অহংকারিরা নিজেকে বড় ভাবে। আর জ্ঞানীরা বিনয়ী হয়। ভালো থাকবেন।

 6 months ago 

আপনাকেও অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার লেখাগুলো পড়ার জন্য।

 6 months ago 

চমৎকার একটি টপিক শেয়ার করেছেন আপু! আমাদের চারপাশে এমন মানুষ আসে যারা অহংকার করে বেশি! নিজের অবস্থান থেকে শুরু করে সবকিছু নিয়ে অহংকার করে! তাদের থেকে দূরে থাকাই ভালো। যারা নিজেক খুব সামান্য একজন ভাবে তারাই ভালো থাকে জীবনে। আমি সবসময় তা ভাবার চেষ্টা করি 🌼

 6 months ago 

ধন্যবাদ আপনার পজিটিভ চিন্তা আমার খুব লাগলো।

 6 months ago 

তাই ছোট হওয়া মানে এই নয় যে নিজের মান সম্মানটুকু সব শেষ হয়ে যাবে। এর মানে হচ্ছে একটু ধৈর্য ধরে সবার সাথে মানিয়ে চলা।

আপু আজকে অনেক সুন্দর এবং শিখনীও একটি পোস্ট উপহার দিয়েছেন। আপনার লেখা গুলো পড়ে ভীষণ ভালো লাগলো। বড় যদি হতে চাও ছোট হও তবে একদমই ঠিক বলেছেন। এধরনের লেখা গুলো পড়ে আমাদের অনেক কিছু শেখার রয়েছে। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

 6 months ago 

অনেক ধন্যবাদ ভাইয়া লেখা গুলো ভাল লাগার জন্য

 6 months ago 

খুব সুন্দর একটি টপিক নিয়ে লিখেছেন আপনি। পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে। ঠিকই বলেছেন আপনি। তুমি যদি বড় হতে চাও তাহলে তোমাকে আগে ছোট হতে হবে। সময় যেরকম থেমে থাকে না। আসলে মানুষের জীবন থেমে থাকে না। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা নিজেকে অনেক বড় মনে করে এবং খুব অহংকার করে যা কখনো ঠিক নয়।

 6 months ago 

জীবনে যত বিনয়ী হওয়া যাই ততই ভাল।

 6 months ago 

আপনার আম্মা এখন আর আপনাদের সাথে নেই এটা জেনে খুবই খারাপ লাগলো আর শীতের সময় বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে অনেক বেশি ভালো লাগে। যাইহোক খুবই চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার এই পোস্ট পড়ে অনেক বেশি ভালো লাগলো, আমি আপনার কথার সঙ্গে একমত পোষণ করছি অল্প বিদ্যা সবসময়ই ভয়ঙ্কর হয়ে যায়। কিছু কিছু মানুষ আছে সামান্য একটু বড় হলে তখন আর কাউকে মানুষ মনে করে না,মনে করে সে যা জানে হয়তো বা অন্য মানুষের গুলো জানে না বা বোঝেনা, যার কারণে অনেক সময় মানুষকে খুবই নিচু ভাষায় কথা বলে যেটা মানুষ হিসেবে কখনোই তার কাছ থেকে আশা করা যায় না। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য।

Posted using SteemPro Mobile

 6 months ago 

সঠিক মতামত প্রদান করার জন্য অনেক অনক ধন্যবাদ।

 6 months ago 

খুবই সুন্দর একটি বিষয় নিয়ে আপনি আজকে আলোচনা করেছেন। হেডলাইনটা পড়েই নিজের কাছে অনেক ভালো লাগলো খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। আসলে নিজেকে বড় করতে হলে অবশ্যই আগে প্রথমে নিজেকে ছোট করে দেখতে হবে। প্রথম
অবস্থাই যদি আপনি নিজেকে অহংকারী মনে করেন তাহলে কোন কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন না।

 6 months ago 

অহংকারী মানুষ কখনো মাথা উঁচু করে বাঁচতে পারেনা এই সমাজে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.029
BTC 61043.90
ETH 3378.35
USDT 1.00
SBD 2.46