বড় আলু দিয়ে দেশি মুরগির ঝোল রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা!!

আসসালামুআলাইকুম।


morgi19.jpeg

morgi20.jpeg

আমি সামশুন নাহার হিরা@samhunnahar।বাংলা ভাষায় ব্লগিং প্রিয় বন্ধুরা নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন আমি পোষ্টের সৃজনশীলতা বজায় রাখার জন্য বিভিন্ন ধরনের পোষ্ট শেয়ার করার জন্য চেষ্টা করে যাচ্ছি।তো সেই মোতাবেক আমি আজও একটি রেসিপি পোস্ট শেয়ার করবো।@amarbanglablog বন্ধুরা তাই আমি আজ নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাদের সাথে যুক্ত হয়েছি।আজ আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে বড় আলু দিয়ে দেশি মুরগির মাংসের ঝোল রেসিপি।নিশ্চয় আপনারা সবাই পরিচিত বড় আলুর সাথে।

আপনারা চিনেন কিনা জানিনা তবে আমাদের এখানে বড় আলু অনেক বেশি খাওয়া হয় শীতকাল আসলে।তো অনেক মজার একটি রেসিপি।বড় আলু দিয়ে যেকোন তরকারি রান্না করলে খেতে অনেক ভালো লাগে।মাছ মাংস যে কোনো কিছু দিয়ে বড় আলু রান্না করলে মাখা মাখা খেতে বেশ ভালো লাগে।সেদিন আমি দেশি মুরগির সাথে বড় আলুর ঝোল করেছিলাম ঝাল ঝাল খেতে দারুন ছিল।শীতকাল সিজনে যেহেতু বড় আলু গুলো পাওয়া যায় তাই শীতকালে যে কোন রেসিপি করে খেতেই হয় আমার।আমার এই রেসিপিটি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে কারণ এমন মজার রেসিপি কেবা পছন্দ করবে না।অনেকগুলো উপকরণ দিয়ে আমি দেশি মুরগির ঝোল করেছিলাম বড় আলু দিয়ে।ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করে দেখাবো তাহলে শুরু করা যাক।

রেসিপির প্রয়োজনীয় উপকরণ সমূহঃ


উপকরণ সমূহ

morgi.jpeg

উপকরণপরিমাণ
মুরগির মাংস১ টি ১ কেজি ওজনের
বড় আলু৫০০ গ্রাম
পেঁয়াজ বাটা২ টি
বাদাম বাটা২ চামচ
সরিষা বাটা২ চামচ
ধনিয়ার গুঁড়া২ চামচ
জিরার গুঁড়া২ চামচ
হলুদ গুঁড়া২ চামচ
লবণস্বাদমত
কাঁচা মরিচ পেস্ট৪ চামচ
লাল মরিচ২ চামচ
আদা বাটা৩ চামচ
রসুন বাটা৩/৪ চামচ
তেলপরিমাণ মত
ধনেপাতা কুচিপছন্দমত
লবঙ্গ,তেজপাতা, এলাচি, দারুচিনিপরিমাণ মত
টক দই২/৩ চামচ



বড় আলু দিয়ে দেশি মুরগির ঝোল রেসিপির ধাপ সমূহঃ


ধাপ-১
প্রথমে আমি মুরগির মাংস সাইজ করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি।অন্যান্য উপকরণ গুলো সুন্দর করে সাজিয়ে নিয়ে রান্নার ধাপে চলে যায়।প্রথমে উল্লেখিত পরিমাণ অনুযায়ী সব উপকরণ সমূহ মাংসের মধ্যে দিয়ে দিব।বাটা মসলা এবং শুকনো মসলা সব উপকরণ পরিমাণ মতো মুরগির মাংসের মধ্যে দিয়েছি।দেওয়ার পরে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে।মেখে নেওয়া শেষ হলে অন্য ধাপে চলে যাব।

morgi1.jpeg

morgi3.jpeg

morgi4.jpeg

morgi6.jpeg


ধাপ-২
এরপর রান্নার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি।পাত্রটি গরম হয়ে আসলে তাতে পরিমাণ মতো তেল দিয়ে গরম হওয়ার জন্য অপেক্ষা করবো।তেল গরম হলে দারুচিনি, তেজ পাতা, লবঙ্গ, এলাচ দিয়ে ভেজে নিবো।দারুচিনি, তেজ পাতা, লবঙ্গ, এলাচ ভাজা হয়ে গেলে মেখে রাখা মাংস দিয়ে দিবো।

morgi8.jpeg

morgi9.jpeg

morgi10.jpeg


ধাপ-৩
আগে যেহেতু মাংসের মধ্যে সব উপকরণ দিয়ে মেখে নিয়েছিলাম এখন তেলের মধ্যে মাংসগুলো দিয়ে কিছু সময় কষিয়ে নেব তেলের মধ্যে।

morgi11.jpeg

কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি।

morgi12.jpeg


ধাপ-৪
এখন যেহেতু মাংস প্রায় সিদ্ধ হয়ে এসেছে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু মাংসের মধ্যে দিয়ে দিব। বড় আলু গুলো যেহেতু গরম পেলেই সিদ্ধ হয়ে যায় তাই আমি বেশিক্ষণ সিদ্ধ করব না পরিমাণ মতো ঝোল দিয়ে দিব।

morgi13.jpeg

morgi14.jpeg

morgi16.jpeg


ধাপ-৫
আলু যেহেতু গরম পেলেই সিদ্ধ হয়ে যায় তাই বেশিক্ষণ সিদ্ধ করিনি আগে যেহেতু মাংস বেশ খানেক সিদ্ধ করে নিয়েছি।এই ধাপে এসে মুরগির মাংস এবং বড় আলু সিদ্ধ হওয়া শেষ।সিদ্ধ করা হয়ে গেলে কুচি করে রাখা ধনে পাতা দিয়ে নামায় ফেলবো চুলা থেকে।

morgi17.jpeg

morgi18.jpeg


পরিবেশনা
এত মজার আমার প্রিয় একটি রেসিপি রান্না করেছি যেহেতু রান্না শেষ খেয়ে দেখতে হবে কেমন হয়েছে।পরিবেশনের জন্য একটি প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি।সাথে ভাপা পিঠা তৈরি করেছিলাম ঝাল ঝাল বড় আলুর সাথে দেশি মুরগির মাংস খেতে অসাধারণ হয়েছিল।তাছাড়া শীতকালে তো ধনেপাতা দিলে রান্নার স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়।

morgi20.jpeg

morgi19.jpeg

সত্যি বলতে বড় আলু দিয়ে মুরগির মাংস রান্না খেতে আমার অনেক ভালো লাগে।আপনারাও এভাবে তৈরি করে নিতে পারেন বড় আলু দিয়ে দেশি মুরগির ঝোল।ঝাল ঝাল খেতে অনেক ভালো লাগে শীতকালে।


3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyYtysqh4AAKfFe2PjLrs9yQRDk8uu33U6mEQUawZfzwZRYHVdfBKjFEY9bHUj2cEFqDLafjxhMAvvZ2X2XstetmAcXYKpNe12SxRqNp6Gmb26rx24bwCKs8efnZmDBjqw3vfLyQcM9veyo7s7yuvBXZF3apdXECBXE2swReCRwM4Gy8HZQSXyuZquP4wq.png


ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিরেসিপি


প্রিয় বন্ধুরা আমার আজকের রেসিপিটি আশা করি আপনাদের সকলের ভাল লাগবে।আজ আমি এখানে আমার লেখা শেষ করতেছি।আবার উপস্থিত হব নতুন কোন পোস্ট নিয়ে।সবাই সুস্থ থাকবেন।


🥀আল্লাহ হাফেজ সবাইকে🥀



24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErUogEiSdZAWauW2HBq1zWnaXTkFLcSDf1FNjZSG74aKLZVGvRiXgXAoHNcwd2pCdbdU4UBDUSCpWCCEVSxQb1dLcZJjZwnHQ7cKET7dP2WdCG8XqX6kAVShvxwj4ADcqXM5SRVok8jcf6QUdnKuHYGEBSfAT19oFbhrhr1248EYdHUHm3UH5XWQxGVuZ7.png

WhatsApp Image 2022-11-20 at 9.12.56 PM.jpeg

আমি সামশুন নাহার হিরা।আমার ইউজার আইডি@samhunnahar।আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে।আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি।আমি রান্না করতে পছন্দ করি।ভ্রমণ আমার প্রিয় একটি নেশা।আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি।আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত।তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Ehur2Z3EsVgTD2AcTmkokXePYxgzpSqwnBNBj3ZteFgQGBvoV1Gau6PdZ2iRjGoCbkshRWuRQSfGSpuzhGGAeLA4Vf5U1Hc8iJwwxD89QHRxVn1je1P4CmpDJ3i8T6K3VVLivshpofZcmEc1F66yhadmSAKB5S67TB9CT5ts8F67pFjTnJQ9RnA2Qqq1Qc1.gif

Sort:  
 2 years ago 

দেশি মুরগির মাংস আমার খুবই ফেভারিট তাছাড়া আপনি প্রস্তুত করেছেন মেটে আলু দিয়ে যার জন্য আরো বেশি লোভনীয় দেখাচ্ছে।।
সকাল সকাল আপনার প্রস্তুত করার রেসিপিটি দেখে খুব লোভ হচ্ছে দেখে জিভে জল চলে আসলো খেতে নিশ্চয়ই খুব মজাদার হয়েছিল।

 2 years ago 

সত্যি তো ভাইয়া লোভনীয় রেসিপি।এরকম রেসিপি দেখলে খেতে ইচ্ছে করে আপনাকে দাওয়াত দিলাম বাসায় চলে আসেন।

 2 years ago 

বড় আলু দিয়ে দেশি মুরগির ঝোল তৈরি করেছেন।দেখতে খুব সুস্বাদু মনে হচ্ছে। আমার মুরগির মাংস খুব পছন্দের।আর আপনার তৈরি করা রেসিপিটিও আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এত সুস্বাদু একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

জ্বী ভাইয়া মুরগির মাংস এবং বড় আলু দিয়ে রান্না করলে খেতে অনেক স্বাদের হয়।

 2 years ago 

বড় আলু দিয়ে মাছের তরকারি অনেক খেয়েছি, যা খেতে খুবই ভালো লাগে ,এবং আমার বেশ পছন্দের। কিন্তু আলু দিয়ে কখনো মাংস দিয়ে খাওয়া হয়নি। রেসিপিটি দেখে বেশ ভালই লাগছে । রেসিপিটি আমি অবশ্যই একবার ট্রাই করবো। প্রথম দেখলাম বড় আলু ও মুরগির মাংসর রেসিপি। আপনাকে ধন্যবাদ আপু সুন্দর এই রেসিপি জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু মুরগির মাংস দিয়ে বড় আলু রান্না করে খেয়ে দেখবেন খেতে অনেক মজার হয়।

 2 years ago 

বড় আলু কে চিনবে তা জানি না ৷ তবে গ্রামের সবাই চিনে ৷ আসলে বড় আলু হলো মাটির তলে যা অনেক বড় হয় ৷ আর অনেক দিন পর মাটি খুরে উঠানো হয় ৷ আর বড় আলু খেতেও অনেক সুস্বাদু ৷
আপনি বড় আলু দিয়ে দেশি মুরগীর মাংস রেসেপি করেছেন ৷ সত্যি দেখে অনেক ভালো লাগলো ৷

 2 years ago 

আমি মনে করছিলাম বড় আলু অনেকেই চিনবেনা এখন দেখছি সবাই চিনে অনেক ভালো লেগেছে।

 2 years ago 

বড় আলু দিয়ে বেশ কিছুদিন আগে গরুর মাংস খেয়েছিলাম। খেতে দারুন লাগে। আপনি দেখছি বড় আলু দিয়ে মুরগির মাংস রান্না করেছেন। আপনার রান্নার প্রক্রিয়াটা সুন্দর ছিল। প্রতিটি ধাপ সুন্দর ভাবে বর্ণনা করেছেন । ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার কাছে সব চেয়ে মজা হচ্ছে যে বড় আলু দিয়ে মুরগির মাংস রান্না।তবে শীতকালে এভাবে আমাদের এখানে অনেক বেশি খাওয়া হয়।

 2 years ago 

দেশি মুরগির মাংসের অন্যরকম এক স্বাদ থাকে ৷ দেশি মুরগির মাংস আমারও বেশ পছন্দ ৷ আপনি বড় আলু দিয়ে বেশ লোভনীয় ভাবে দেশি মুরগির মাংস রান্না করেছেন ৷ আপনার রেসিপি দেখতে খুবই লোভনীয় হয়েছে ৷ আর খেতেও যে ভীষণ মজার হয়েছে তা রেসিপির কালার দেখেই বোঝা যাচ্ছে ৷ ধন্যবাদ আপনাকে মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ৷

 2 years ago 

ঠিক বলছেন ভাইয়া দেশি মুরগির মধ্যে আলাদা একটা স্বাদ থাকে।

 2 years ago 

আপু এই আলু গুলোকে আমাদের এখানে মাটির নিচের আলু বলে। এভাবে বড় আলু দিয়ে মুরগির মাংস কখনো খেয়ে দেখা হয়নি। তবে আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছিল। আমি অবশ্যই রেসিপিটি বাসায় একদিন ট্রাই করবো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু আমরা বড় আলু বলি আবার মাটির নিচের আলুও বলি।দেশি মুরগির মাংস দিয়ে রান্না করেছিলাম খেতে অনেক মজা হয়েছিল এভাবে প্রায় সময় রান্না করা হয়।

 2 years ago 

আমরা এটাকে পেস্তা আলু বলি। এই আলু দিয়ে রেসিপি খেতে অনেক ভালো লাগে। আমি কিছু দিন আগে এনেছিলাম। মাংস দিয়ে খাওয়া হয়নি তবে আপনার রেসিপি দেখে বুঝতে পারছি অনেক সুস্বাদু হয়েছিল। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু একদিন মাংস দিয়ে রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুন লাগে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 60480.09
ETH 2363.08
USDT 1.00
SBD 2.65