স্বরচিত কবিতা||"হতাশার জীবন"||@Shy-Fox ১০%

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা!!

আসসালামু আলাইকুম/আদাব।


Add a heading (4).jpg
Made by Canva-@samhunnahar

ভারত-বাংলাদেশী ব্লগার ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন।আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি এবং সুস্থ আছি।আজ আমি আপনাদের সাথে নতুন একটি পোস্ট শেয়ার করার জন্য আবারও হাজির হয়ে গেছি।আমার আজকের পোস্ট হচ্ছে কবিতা।আজ নতুন আরেকটি কবিতা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বলে মনস্থির করেছি।যেহেতু সপ্তাহে একটি করে কবিতা পোস্ট করি।তাই আমি আজ নতুন আরেকটি কবিতা লিখে নিয়েছি।সেই কবিতাটি আজ শেয়ার করব সবার সাথে।আশা করি আমার আজকের কবিতাটি সকলের ভালো লাগবে।

কবিতার মূলভাব-
হতাশা এমন একটি জিনিস যা মানুষকে অনেক বেশি ব্যাহত করে।কোন কাজে যদি বারবার ব্যর্থ হয় তাহলে এক প্রকার হতাশা চলে আসে।সেটা কোন কাজে ক্ষেত্রে হোক কিংবা কোন কাছের মানুষকে কাছে পাওয়ার চেষ্টায় ব্যর্থ হওয়া কিংবা অন্য কোন কাজে ব্যর্থ হতে হতে একসময় জীবনে হতাশা নেমে আসে।ঠিক দারিদ্রতার কারণে ও মানুষের জীবনে হতাশার কারণ নেমে আসে।কাছের মানুষের প্রতিঘাতেও হতাশা নামক জিনিসটা জীবনকে ঘিরে ধরে।হতাশা জনিত জীবন খুবই বিষন্ন ময় মানুষকে নিরবে ধ্বংস করে দেয়।বাস্তব জীবনে চলতে গেলে এই হতাশা আসবে সেটা স্বাভাবিক।হতাশা থেকে আমাদেরকে উত্তরণের পথ বের করতে হবে।তাই হতাশা নিয়ে সুন্দর একটি কবিতা লিখেছি যা আমি আজ আপনাদের সাথে শেয়ার করে নিব।

চলুন তাহলে আমার কবিতাটি শুরু করা যাকঃ-


"হতাশার জীবন"

উদরে মোর ক্ষুদায় ভরা,
থলেতে ভাত অল্প,
থামাতে চেয়েও পারিনা থামাতে
কষ্টের জীবনের গল্প।


নিত্য অপেক্ষায় কাটে প্রহর
বুক ভরা সীমাহীন কষ্ট নিয়ে,
কেউ রাখেনি প্রতিশ্রুতি
মিছে আশা যায় দিয়ে।

জীবন শুধুই জীবন ধারণ
কেউ নয় কারো আপন,
শুধু বেঁচে থাকা মিথ্যে মায়ার বন্ধন।

শুধু অশ্রুজল,নীরব দীর্ঘশ্বাস
আহত হৃদয় না পাওয়ার বেদনাই
বয়ে চলে গ্লানি আর গ্লানি।

হতাশার জীবন ছেয়ে গেছে বিষ
তেল হীন শূন্য বাতি,
আলো আজ আর দেয়না ছুঁয়ে
জোছনা হীন আধার রাতি।

ভাবনা নদী শুকিয়ে চৌচির
আষাঢ় মাসেও খরা,
অভাবের পেট হয়েছে বড়।

qara-xett.png

সমাপ্তি-@samhunnahar


🌺ধন্যবাদ সবাইকে আশা করি আমার কবিতা আপনাদের পড়ে ভাল লেগেছে।আজকে আমার ব্লগ লেখা এখানে সমাপ্তি করছি।সবাই ভাল থাকবেন🌺

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJxBV1deubp3jTX5M8sF2eMPzpt7ToKs7xvshYmvG2N9uBGen8JJSxhXd6cj7tosB3JWqedqnSVHWyMFLQizB7ouZeu28paqWxpHmLGq5FJ23YStCWcEHwtnsfm6gSWK8GH8.gif


3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyYtysqh4AAKfFe2PjLrs9yQRDk8uu33U6mEQUawZfzwZRYHVdfBKjFEY9bHUj2cEFqDLafjxhMAvvZ2X2XstetmAcXYKpNe12SxRqNp6Gmb26rx24bwCKs8efnZmDBjqw3vfLyQcM9veyo7s7yuvBXZF3apdXECBXE2swReCRwM4Gy8HZQSXyuZquP4wq.png

🥀আল্লাহ হাফেজ সবাইকে🥀


আমার পরিচয়

WhatsApp Image 2022-11-03 at 4.38.39 PM.jpeg

আমি সামশুন নাহার হিরা।আমার ইউজার আইডি@samhunnahar।আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে।আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি।আমি রান্না করতে পছন্দ করি।ভ্রমণ আমার প্রিয় একটি নেশা।আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি।আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত।তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Ehur2Z3EsVgTD2AcTmkokXePYxgzpSqwnBNBj3ZteFgQGBvoV1Gau6PdZ2iRjGoCbkshRWuRQSfGSpuzhGGAeLA4Vf5U1Hc8iJwwxD89QHRxVn1je1P4CmpDJ3i8T6K3VVLivshpofZcmEc1F66yhadmSAKB5S67TB9CT5ts8F67pFjTnJQ9RnA2Qqq1Qc1.gif

Sort:  
 2 years ago 

হতাশা নিয়ে কোন কাজ করলে কাজে মনোযোগ থাকে না। কবিতা পড়তে আমার অনেক ভালো লাগে। আপনার কবিতাটি পড়ে আমার খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ঠিক বলছেন আপু হতাশা এমন এক জিনিস কাজের আগ্রহ অনেক কমিয়ে দেয়।ধন্যবাদ আপু মতামত দিয়ে পাশে থাকার জন্য।

 2 years ago 

আপনার স্বরচিত কবিতা হতাশার জীবন পড়ে মুগ্ধ হয়ে গেলাম আপু।আপনি খুবই সুন্দর করে সহজ সাবলীল ভাষায় কবিতার লাইনগুলো উপস্থাপন করেছেন।নিজের আবেগ কবিতার মাঝে ফুটিয়ে তুলেছেন।ধন্যবাদ আপনাকে আপু সুন্দর কবিতা পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধনবাদ আপু আমার কবিতা আপনার ভাল লাগে সব সময়।এভাবে পাশে থেকে সহযোগিতা করলে অনেক উৎসাহ পায়।

 2 years ago 

হতাশ জীবন নিয়ে খুবই সুন্দর কবিতা লিখেছেন। এই কবিতার মধ্যে আমাদের বাস্তবতা লুকিয়ে রয়েছে। সত্যি আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো।

 2 years ago 

প্রত্যকের জীবনে কমবেশি হতাশা রয়েছে তবে হতাশা কাঠিয়ে কাজগুলো করাই হচ্ছে শ্রেষ্ঠ।

 2 years ago 

হতাশার জীবন কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম। বাস্তবতা তুলে ধরেছেন আপনার কবিতার মাধ্যমে। কবিতার মূলভাব পড়ে ভীষণ ভালো লাগলো। চমৎকার একটি কবিতা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

আপনাদের ভালো লাগা থেকে কবিতা লেখা ভাইয়া। আপনারা এত উৎসাহ দেন বলে কবিতা বারবার লেখার জন্য অনুপ্রেরণা পাই।

 2 years ago 

হতাশা যখন জীবনে গ্রাস করে তখন জীবন টা হয় মরুভূমি। আর হতাশা কে নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন আপু। বিশেষ করে নিচের লাইনগুলো তো বেশ গুছালো।

হতাশার জীবন ছেয়ে গেছে বিষ
তেল হীন শূন্য বাতি,
আলো আজ আর দেয়না ছুঁয়ে
জোছনা হীন আধার রাতি।

 2 years ago 

হতাশায় যখন জীবনকে গ্রাস করে নেই তখন আর কিছু ভালো লাগে না।কোন কাজে মন বসে না বেশ সুন্দর মন্তব্য করেছেন আপনি ধন্যবাদ।

 2 years ago 

আপনার কবিতা পড়ে আমার মনটা একেবারে ভরে গেল। আপনার এই কবিতাটির প্রত্যেকটি লাইন সত্যি খুবই মনোমুগ্ধকর ছিল। যেগুলো পড়ার সময় আমি যেন কবিতার মাঝেই হারিয়ে গিয়েছিলাম। আসলে আমি কবিতা পড়তে একটু বেশি পছন্দ করি। আমি কবিতা লিখতে যেমন পছন্দ করি পড়তে আরো বেশি ভালো লাগে আমার কাছে। কবিতার মাধ্যমেও নিজেদের দক্ষতা প্রকাশ করা যায়।

 2 years ago 

ঠিক বলছেন কবিতা পড়তে ভালো লাগলে এবং কবিতার অর্থ বুঝলে অনেক সময় কবিতার মাঝে হারিয়ে যায় তা নিজেও টের পাওয়া যায় না।

 2 years ago 

আপনার কবিতার প্রতিটি লাইন মনোমুগ্ধকর ছিল। আপনার কবিতা পড়ে ভালো লাগলো। আপনার কবিতা বাস্তবতার সাথে মিল আছে। সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে আমার কবিতাটি পড়ে খুব সুন্দর ভাবে আমাকেও দিয়েছেন।

 2 years ago 

হতাশার জীবন যে কতটা কষ্টের তা একজন মিন্ম মধ্যবিত্ত পরিবারের ছেলেরা জানে ৷ জীবনে অনেক স্বপ্ন আশা কিন্তু স্বপ্ন আশা সব অপূর্নতা থেকে যায় ৷ যা হোক অনেক সুন্দর করে কবিতা লিখেছেন ৷ অনেক ভালো লাগলো আপু ৷

 2 years ago 

আপনি ঠিক বলছেন ভাইয়া হতাশা শুধু এক দিক দিয়ে নয়।আর্থিক দিক দিয়ে কাজের দিক দিয়ে কিংবা প্রিয়জনের কাছ থেকে পাওয়া আঘাতের দিক দিয়ে সবকিছুই অনেক মর্মাহত হয় ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি হতাশ জীবন নিয়ে দারুন একটি কবিতা রচনা করেছেন আপু খুবই ভালো লেগেছে আমার কাছে আসলে আপু মানুষ হতাশ হলে অনেক কিছুই করে বসে। আর হতাশা যেকোনো কারণেই হতে পারে। ধন্যবাদ আপু সুন্দর একটা কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

হতাশার জীবন ভালো লাগে না জীবনকে বিষন্ন করে তোলে অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 59972.21
ETH 2389.55
USDT 1.00
SBD 2.42