একগুচ্ছ প্রেমের অনু কবিতা-"তোমার শীতলতার ছোঁয়ায়"-Writing by @samhunnahar.

in আমার বাংলা ব্লগ2 months ago

জুমা মোবারক,


Add a heading (6).jpg

প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে আপনাদের কার কি অবস্থা জানালে ভালো লাগবে। যদিও বৃষ্টি হচ্ছে কিন্তু প্রচুর পরিমাণ গরম। বৃষ্টি ও হালকা পাতলা হচ্ছে বেশ ভালো লাগতেছে। আপনাদের দিনকাল কেমন যাচ্ছে পরিবার-পরিজনকে নিয়ে এই ছুটির দিনে? নিশ্চয়ই ভালো থাকারই কথা যদি বৃষ্টি হয় তাহলে তো আরও ভালো কথা। আজকে বন্ধুরা আবার উপস্থিত হয়েছি নতুন একটি পোস্ট শেয়ার করতে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিছু অনু কবিতা। অনু কবিতা লিখতে অনেক ভালো লাগে। তাছাড়া অনু কবিতা পড়তে খুব বেশি পছন্দ করি আমি। আজকে আমি যে ছয়টি অনু কবিতা লিখেছি তা লিখতে বেশ সময় লেগেছে আমার।

আসলে কবিতা লিখতে গেলে একটু নীরব মনে লিখতে হয়। যেহেতু বাচ্চারা আছে মাঝেমধ্যে তারা খুব বিরক্ত করে। যদি শান্ত পরিবেশে লেখা যায় তাহলে খুব সহজেই লেখা হয়ে যায়। যেহেতু তখন খুব সুন্দর সুন্দর কবিতার ছন্দ মনে পড়ে। আমি যখন লিখতে বসলাম বাচ্চারা খুবই বিরক্ত করছিলো সহজে মিলাতে পারছিলাম না কবিতার ছন্দ। যাক অবশেষে সুন্দর সুন্দর ছয়টি অনু কবিতা লিখতে পেরেছি। আশা করি আমার আজকের লেখা অনু কবিতা গুলো আপনাদের কাছে ভালো লাগবে। এখন তো কমিউনিটিতে সবাই সুন্দর সুন্দর কবিতা লিখেন। বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় দুই দাদাদের কবিতা এবং আমাদের প্রিয় এডমিন মডারেটরদের কবিতাগুলো অনেক ভালো লাগে। তারা অনেক দক্ষ মানুষ তাদের কাছ থেকে আমরা প্রতিনিয়ত শিখতেছি।

আমাদের প্রিয় এডমিন মডারেটর এবং দাদাদের অনুপ্রেরণায় উৎসাহ পেয়ে আমরাও সুন্দর সুন্দর কবিতা লিখতে সক্ষম। কৃতজ্ঞতা জানাই তাদের প্রতি যারা আমাদেরকে এত সুন্দর অনুপ্রেরণা দিচ্ছেন প্রতিনিয়ত। নিশ্চয় বন্ধুরা আমার কাছে অনেক ভালো লাগে সবার কবিতা পড়তে। এছাড়াও আরো অনেক ভালো লাগে এবিবি ফানের উদ্যোগে লেখা কবিতাগুলো পড়তে। সেখানে প্রতিনিয়ত কবিতা লেখার চেষ্টা করি। সেই ধাপে প্রতিনিয়ত নিজেও অনু কবিতা লিখতে সক্ষম হচ্ছি। বন্ধুরা কবিতাগুলো কেমন হলো তাহলে চলুন দেখে নেওয়া যাক—-

💖"একগুচ্ছ অনু কবিতা"💖

(১)
প্রখর রৌদ্রের উত্তাপে বিষন্ন মন
অপেক্ষায় ছিলাম বৃষ্টি হবে কখন
অবশেষে বৃষ্টি এলো মুষলধারে
বৃষ্টির শীতলতায় ছুঁয়ে গেল যখন
শান্ত এই মন।

(২)
বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বৃষ্টির দেখা নাই
বৃষ্টি তুমি সোনার হরিণ যেন এক অদৃশ্য মায়া
ভোর হলো সন্ধ্যা নামে হয়ে এলো ঘোর অন্ধকার
শান্তির শীতল হাওয়া বয়ছে মনে আসবে বলে বৃষ্টি
বৃষ্টি এসে ভিজিয়ে দিলো এই কেমন শান্তির সৃষ্টি।

(৩)
প্রচন্ড উত্তাপে দাঁড়িয়ে ছিলাম সমুদ্রের কিনারে
সমুদ্রের গর্জনে আর শীতলতা বাতাসে
মনে আমার প্রবল প্রেমের আকাঙ্ক্ষা
কিন্তু সবই ছিলো শুধু তুমি ছিলে না পাশে
এই কেমন তোমার আমার প্রেমের লুকোচুরিতা।

(৪)
ভালোবাসতে যেয়ে বার বার হেরেছি
হারিয়েছো তুমি আমায়!
করেছো ছলচাতুরি আমার মনকে নিয়ে
আমি জানি তুমি সুখি হবে না কখনো,
দিন শেষে আমাকে খুঁজবে তুমি
হাজার প্রেমে ব্যর্থ হয়ে
সেই দিনও পাশে পাবে আমায়
আমি রইবো তোমার পাশে তখনো।

(৫)
দুঃখ মানুষকে মহৎ করে
দুঃখ মানুষকে খাঁটি সোনায় পরিণত করে
দুঃখ মানুষকে মানুষ চিনতে সহায়তা করে
দুঃখ মানুষকে সংগ্রাম করে বাঁচতে শিখায়
দুঃখ মানুষকে হাজারো কষ্টের মাঝে
জীবনকে উপলদ্ধি করতে শিখায়
এই যেন এক খাঁটি মানুষের রুপান্তর।।

(৬)
শত কষ্টের মাঝে চেয়েছিলাম তোমার ছোঁয়া
মনে ছিলো আমার কষ্টের ধোঁয়া
তোমার ছোঁয়ায় হয়েছে কষ্টের অবসান
এই ছিলো আমার জীবনের শ্রেষ্ট পাওয়া।

qara-xett.png

সমাপ্তি-@samhunnahar


আশা করি আপনাদের সকলের কাছে আমার অনু কবিতা গুলো পড়েই ভালো লেগেছে। তো বন্ধুরা আমার একগুচ্ছ অনু কবিতা পড়ে কেমন লাগলো কমেন্টে জানালে অনেক বেশি ভালো লাগবে। আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন।


লেখার উৎসনিজের অনুভূতি থেকে
ইমেজ সোর্সকেনভা দিয়ে তৈরি
অবস্থানকক্সবাজার, বাংলাদেশ
রাইটিং ক্রিয়েটিভিটি@samhunnahar
ক্যাটাগরিএকগুচ্ছ অনু কবিতা


আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

Steem_Pro.png

New_Benner_ABB1.png

💖ধন্যবাদ সবাইকে💖

Sort:  
 2 months ago 

তোমার শীতলতার ছোঁয়ায় শিরোনামে অণুকবিতা গুলো অনেক সুন্দর হয়েছে আপু। বৃষ্টি নিয়ে লেখা প্রথম কবিতাটি আমার অনেক বেশি ভালো লেগেছে। আর হ্যাঁ এই কমেন্ট যখন করছি তখন বৃষ্টি হচ্ছিল ঢাকায়। তবে পরিমানে কম। তবুও কিছুটা শীতলতার ছোঁয়া বইয়ে দিচ্ছে। কবিতা নিয়ে পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 months ago 

এখানেও খুব কম পরিমাণ বৃষ্টি হয়েছে তবে পরিবেশটা ঠান্ডা। ভালো লাগলো আপু অনেক ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

এটা কিন্তু সত্য কথা, কবিতার নীরব মনে লেখা লাগে এমনিতে লেখা যায় না। আমি তো কবিতা লেখার সময় সবার কাছ থেকে আলাদা হয়ে ঠান্ডা মাথায় নীরব হয়ে তারপর লিখে থাকি। আপনি এত সুন্দর বেশ কিছু অনু কবিতা লিখেছেন দেখে আমার কাছে সবগুলো কবিতা পড়তে খুব ভালোই লেগেছে। সবার কাছ থেকে উৎসাহিত হয়ে এখনো অনেক সুন্দর কবিতা লিখে থাকেন। আসলে চেষ্টা করলে সব কিছুই করা সম্ভব। কবিতা লেখার চেষ্টা করার কারণে এত সুন্দর কবিতা লিখতে পারেন। আজকের অনু কবিতাগুলো পড়ে মুগ্ধ হলাম।

 2 months ago 

একদম তাই আপু নীরব মনে খুব সুন্দর করে কবিতা লেখা যায়। আপনি তো ভালো করেন একা একা লিখেন।

 2 months ago 

আমাদের এদিকে বিকেলের দিকে প্রচন্ড বৃষ্টি হয়েছে। তবে ওয়েদার এখন অনেকটাই ঠান্ডা। আমার কাছে বেশ ভালো লেগেছে আপনার আজকের অনু কবিতাগুলো পড়ে। এরকম সুন্দর একটা ওয়েদার আপনার এই শীতল ছোঁয়ার একগুচ্ছ অনু কবিতা পড়ে সত্যিই অনেক ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

আপনাকে অনেক ধন্যবাদ আপু আমার লেখা অনু কবিতা গুলো পড়ে ভালো লাগার জন্য। তবে আপনাদের ওয়েদারটা ঠান্ডা শুনে ভালো লাগলো।

 2 months ago 

আপনাকেও পবিত্র শুক্রবারের শুভেচ্ছা জানাই। পবিত্র এই দিনে খুব সুন্দর সুন্দর ছোট ছোট কবিতা লিখে শেয়ার করেছেন আপু। আপনার লেখা কবিতাগুলো বেশ ভালো লেগেছে আমার। আপনাদের কবিতা লিখতে দেখে কিন্তু আমার কবিতা লেখার প্রতি উৎসাহ জেগে ছিল। আশা করব এভাবে আরো অনেক সুন্দর কবিতা লিখে শেয়ার করবেন।

 2 months ago 

চেষ্টা করি আপু সপ্তাহে একবার কবিতা লেখার। তাই শুক্রবার দিন শেয়ার করলাম অনু কবিতা। আপনাকে অনেক ধন্যবাদ কবিতা পড়ার জন্য।

 2 months ago 

ওয়াও দারুণ হয়েছে আপনার অনু কবিতাটি।আপনার শেয়ার করা প্রতি টা অনু কবিতা আমার কাছে ভীষণ ভালো লাগে। আজকের কবিতা টি চমৎকার হয়েছে আপু। ২ নাম্বার অনু কবিতা টি বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপু এতো সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

ধন্যবাদ ভাইয়া আমার কবিতাগুলো পড়ে অনেক সুন্দর প্রশংসা করলেন। তাতে অনেক বেশি অনুপ্রাণিত হলাম।

 2 months ago 

কবিতা লিখতে গেলে একেবারে শান্ত মন এবং সুন্দর পরিবেশ দরকার হয়। গত কয়েকদিন ধরেই বৃষ্টির প্রতিক্ষায় আছি কিন্তু বৃষ্টি যেন আসি আসি করেও আসছে না হা হা হা। ভালোবাসা খুবই বাজে একটা ব‍্যাপার। এখানে বিষয়টি এমন যে সৎ লয়‍্যাল থাকবে সেই ঠকবে জঘণ্যভাবে ঠকে যাবে। দারুণ লিখেছেন কবিতা টা আপু। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।

 2 months ago 

এখানে বেশ বৃষ্টি হলো হালকা পাতলা। ভাল লাগলো পরিবেশটা এখন অনেক ঠান্ডা ঠান্ডা।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68666.90
ETH 3251.63
USDT 1.00
SBD 2.67