ভিডিওগ্রাফিঃ- রাঙ্গামাটি পলওয়েল পার্কের একটি ভিডিওগ্রাফি।

in আমার বাংলা ব্লগ4 months ago

জুমা মোবারক সবাইকে।


f2.jpg

প্রিয় কমিউনিটির সকাল ব্লগার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আশা করি আপনারা সকলে ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সৃষ্টিকর্তার অসীম রহমতে আপনাদের দোয়ায়। প্রতিনিয়ত ভালো থাকার চেষ্টা করি। তবে পরিস্থিতি দিন দিন এত খারাপ হয়ে যাচ্ছে সুস্থ থাকা খুবই কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে। কারণ ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে এখন সবাই অসুস্থ হয়ে পড়ছেন। আশা করি সবাই একটু সাবধানতা অবলম্বন করলে আমরা ভালো থাকতে পারবো। আর একটা বিষয় হচ্ছে যে দিন দিন এত ব্যস্ততা বেড়ে যাচ্ছে বলার মতোই না। শত ব্যস্ততার মাঝেও কমিউনিটিতে সময় দেওয়ার চেষ্টা করি। কমিউনিটিতে একটিভিটিস বজায় রাখার চেষ্টা করি। সেই সুযোগে আমি আবার উপস্থিত হয়েছি আপনাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করার জন্য। প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে ভিডিওগ্রাফি শেয়ার করার।

f.jpg

আজকে আমি যে ভিডিওটি শেয়ার করব তা হচ্ছে রাঙ্গামাটির একটি পার্ক থেকে নেওয়া ভিডিওগ্রাফি। রাঙ্গামাটি যখন ঘুরতে গিয়েছিলাম তখন খুব সুন্দর একটি পার্কে গিয়েছিলাম। পলওয়েল পার্ক আমার দেখতে খুবই ভালো লাগছিল। সেখানে ভিতরে প্রবেশ না করলে বোঝা যাবে না এত সুন্দর একটি পরিবেশ। পার্কের ভিতরে খুব সুন্দর একটি ঝুলন্ত ব্রিজ ছিল। ভীষণ সুন্দর ছিল রাঙ্গামাটির মেইন ঝুলন্ত ব্রিজের তুলনায় এটা আরও দীগুণ সুন্দর ছিল। যদিও রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ দেখার আগে আমরা পলওয়েল পার্কে প্রবেশ করেছিলাম। সেখানকার পরিবেশ খুব সুন্দর ছিল।

f3.jpg

বিশাল একটি এরিয়া নিয়ে এই পার্ক করা হয়েছে। পার্কে প্রবেশ করার সময় জন প্রতি ৫০ টাকা করে নিয়েছিল। পার্কের ভিতরে সুন্দর খাবার-দাবাদের ব্যবস্থা আছে। তাছাড়া ও রাঙ্গামাটি যেহেতু লেক নিয়ে অবস্থিত পলওয়েল পার্কের ভিতর অনেক গুলো লেক ছিল। তাছাড়া সেই লেকের ভিতরে ঘোরাফেরা করার জন্য বোট ছিল। সবকিছু মিলিয়ে অসাধারণ একটি সময় কাটিয়েছিলাম রাঙ্গামাটিতে। যে দিকে গিয়েছিলাম সেই দিকেই নানা রঙের প্রাকৃতিক দৃশ্যে ভরপুর। সেই প্রাকৃতিক দৃশ্য গুলোকে কৃত্রিম ভাবে সাজিয়ে আরও দ্বিগুণ সৌন্দর্য ফিরে আনছিল।

f4.jpg

সেখান থেকে আমি ছোট ছোট কিছু ভিডিও সংগ্রহ করেছিলাম। আজকে আমি সেই ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি। দুইটি ভিডিও ক্লিপ নিয়ে একটি ভিডিও তৈরি করেছি। সেটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেখানে আপনারা দেখতে পাবেন ঝুলন্ত ব্রিজের দৃশ্য এবং চারপাশের পরিবেশ। দেখার মত একটি পরিবেশ। আশা করি বন্ধুরা বেশ ভালই লাগবে। তাহলেই চলুন ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি-

ভিডিওগ্রাফি টি দেখার জন্য নিচে ক্লিক করুন

প্রিয় বন্ধুরা আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। কারণ এমন সুন্দর একটি মুহূর্ত কারো ভালো না লেগে থাকতে পারে না। তাই চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার। তো কেমন লেগেছে আমার আজকের ভিডিও? মতামত দিয়ে জানালে বেশ ভালোই লাগবে। ধন্যবাদ সবাইকে সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য।

268712224_305654151337735_1271309276897107472_n.png

ক্যামেরার বিবরণ


ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ভিডিওগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিভিডিওগ্রাফি
ভিডিও এডিটিং@samhunnahar


সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার শেয়ার করা ভিডিওগ্রাফি দেখার জন্য।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJxBV1deubp3jTX5M8sF2eMPzpt7ToKs7xvshYmvG2N9uBGen8JJSxhXd6cj7tosB3JWqedqnSVHWyMFLQizB7ouZeu28paqWxpHmLGq5FJ23YStCWcEHwtnsfm6gSWK8GH8.gif

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

New_Benner_ABB1.png

4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqKGFwaM8Kqv9tMReTkL2w3ow2M2CubmYy2Aod1kEXoUDtqH3fo7m2hBK4uDhMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAm1.png

Sort:  
 4 months ago 

রাঙ্গামাটি পলওয়েল পার্কের একটি ভিডিওগ্রাফি ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার ভিডিওগ্রাফির মাধ্যমে পার্কে কি কি রয়েছে সেটা জানতে পারলাম এবং দেখতে পারলাম। বেশ কয়েক বছর আগে আমি যখন রাঙ্গামাটিতে গিয়েছিলাম তখন আমিও এই ঝুলন্ত ব্রিজ এ চলেছিলাম।

 4 months ago 

তাহলে আপনি ভিডিওর মাধ্যমে বেশ উপভোগ করলেন অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

রাঙ্গামাটি পলওয়েল পার্ক বাহ্ অনেক সুন্দর একটি পার্ক। ঝুলন্ত সেতু দেখে বেশি ভালো লাগলো। ভিডিওটির মাধ্যমে অনেক সুন্দর ভাবে রাঙ্গামাটি পলওয়েল পার্ক দেখতে পেয়ে ভালো লাগলো। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

 4 months ago 

অনেক সুন্দর একটি জায়গা ভাইয়া ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।

 4 months ago 

আজকে আপনার পোস্টের মাধ্যমে রাঙ্গামাটি পলওয়েল পার্কের একটি ভিডিওগ্রাফি দেখতে পারলাম। আপনি খুবই সুন্দর করে পার্কের ভিডিও টি সংগ্ৰহ করেছেন।এই ঝুলন্ত সেতুর নাম অনেক শুনেছি কিন্তু কখনো দেখার সুযোগ হয়নি। আজকে আমি আপনাদের পোস্টের মাধ্যমে অসাধারণ কিছু সুন্দর দৃশ্য দেখতে পারলাম।

 4 months ago 

একদিন সময় সুযোগ করে যেয়ে দেখে আসবেন খুব সুন্দর একটি জায়গা।

 4 months ago 

জায়গাটি তো ভিশন প্রিয়। বিশাল এরিয়া নিয়ে পার্কটি তৈরি করা হয়েছে। আমার দেখে তো এখনই যেতে মন বলছে। এত সুন্দর জায়গা আস্তে আস্তে অনেক সুন্দর ভাবে তৈরি করা হচ্ছে রাঙ্গামাটি। যদি কখনো সুযোগ হয় অবশ্যই যাবো। ঝুলন্ত ব্রিজটি দেখার মত ছিল। অসাধারণ ছিল আপনার ভিডিওগ্রাফি ।

Posted using SteemPro Mobile

 4 months ago 

হ্যাঁ অনেক জায়গা নিয়ে পার্ক টি তৈরি করা হয়েছে। ভাবিকে নিয়ে একদিন ঘুরে আসেন ভালো লাগবে।

 4 months ago 

প্রাকৃতিক দৃশ্যে ভরপুর রাঙ্গামাটি।রাঙ্গামাটি পলওয়েল পার্ক অনেক সুন্দর একটি পার্ক। আপনার ভিডিওগ্রাফির মধ্যে এই পার্কের সম্পূর্ণ দৃশ্যগুলি দেখতে পেলাম দেখে অনেক বেশি ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ভিডিওগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 months ago 

আপনাকেও অনেক ধন্যবাদ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য।

 4 months ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন রাঙ্গামাটি পলওয়েল পার্কের একটি ভিডিওগ্রাফি। আপনার শেয়ার করা ভিডিওগ্রাফিটি দেখতে আমার কাছে বেশ দারুন লেগেছে। আসলে রাঙ্গামাটি এখনো আমার যাওয়া হয়নি। তবে আশা করছি ঈদের কয়েকদিন পরেই রাঙামাটিতে রওনা দিব। আমার কাকা রয়েছে বিজিবি চাকরি করে আর রাঙ্গামাটি বরকলে থাকে এখন বর্তমান। কাকার কাছে কিছুদিন বেড়াতে যাব আগে থেকেই আপনার পোষ্টের মাধ্যমে দেখতে পেয়ে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 4 months ago 

সিলেটে যেয়ে তো বেশ ঘোরাঘুরি করলেন করলেন। এবার রাঙ্গামাটি আসেন ঘুরে যান।

 4 months ago 

আপনি অনেক সুন্দর ভিডিও গ্রাফি করেছেন। আসলে আপু ব্যস্ততার কথা আর কি বলব। যাইহোক আপনি রাঙ্গামাটি পলওয়েল পার্কে বেশ ভালো একটা সময় কাটিয়েছেন।আসলে মাঝে মাঝে এভাবে ঘুরলে অনেক ভালো লাগে। বাচ্চারা অনেক আনন্দ পেয়েছে। ধন্যবাদ আপু সুন্দর কাটানোর মুহূর্ত আমার
মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

হ্যাঁ আপু ঠিক বলছেন অনেক সুন্দর একটা সময় কাটিয়েছিলাম। আপনাকে অনেক ধন্যবাদ ব্লগ টা ভিজিট করার জন্য।

 4 months ago 

রাঙামাটি তে অবস্থিত এই পলওয়েল পার্কে আমারও ঘিরতে যাওয়া হয়েছিলো বেশ কয়েক বছর আগে। তবে তখন অবশ্য ওখানে এই ঝুলন্ত ব্রীজটি ছিলো না আপু। তবুও বেশ সুন্দর ছিলো তখনও পার্কটি। এখন তো নিশ্চয়ই আরো সুন্দর করেছে কতৃপক্ষ সেই পার্কটি। এমন পার্কে বিকেল বেলার সময় কাটাতে পারলে বেশ উপভোগ করার মতোন একটি বিকেল হবে সেটা নি:সন্দেহেই।

Posted using SteemPro Mobile

 4 months ago 

অনেক সুন্দর আপু অনেক পরিবর্তন এসেছে। সময় করে আবার ঘুরে আসতে পারবেন।

 4 months ago 

রাঙ্গামাটি পলওয়েল পার্কের ভিডিওগ্রাফি দেখে ভীষণ ভালো লাগলো। আপনারা পলওয়েল পার্কের ঘুরতে গিয়ে বেশ চমৎকার সময় অতিবাহিত করেছেন জেনে খুশি হলাম। বিশেষ করে ঝুলন্ত ব্রিজ আমার কাছে বেশ ভালো লাগে। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 4 months ago 

এই ব্রিজ টা খুবই সুন্দর ছিল। যা ভিডিও চেয়ে বাস্তবে আরও অনেক বেশি সুন্দর।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57034.02
ETH 3084.35
USDT 1.00
SBD 2.41