স্পোকেন ইংলিশ ক্লাস ৩: ২০টি প্রতিদিনের প্রয়োজনীয় ইংরেজি বাক্য

in Steem Bangladesh3 years ago

আসসালামু আলাইকুম সবাই। কেমন আছেন সবাই?আশা করি অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

PicsArt_08-21-12.28.03.jpg

আমাদের মাতৃভাষা বাংলা।আমরা ছোট থেকেই মায়ের মুখ থেকে শোনে শোনে এই ভাষা শিখি।যা আমরা সহজেই বলতে পারি।কিন্তুু বর্তমানে ইংরেজি ভাষা শেখার গুরুত্ব অনেক।সব প্রাতিষ্ঠানিক সেক্টরে ইংরেজি ভাষা থাকবেই।বর্তমানে ইংরেজি শেখার গুরুত্ব অনেক । বর্তমানে ইংরেজি জানা ছাড়া কোন চাকরি চিন্তা করা যায় না। তাই আমাদের সবার উচিত প্রতিদিন কিছু কিছু করে ইংরেজি শেখা। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের তৃতীয় ক্লাস। আজকে আমরা ২০টি এমন বাক্য শিখবো যা আমাদের প্রতিদিনের প্রয়োজনীয় কাজে ব্যবহার হবে।তো চলুন শুরু করা যাক -

কেউ কেমন আছে জিজ্ঞেস করতে চাইলে যা বলবেন

1.What's up?
2.How's it going?(কেমন যাচ্ছে দিনকাল)
3.How's everything? (সবকিছু কেমন যাচ্ছে)

কেউ যদি জিজ্ঞেস করে আপনি কেমন আছেন তাহলে যা বলবেন

4.I am fine, thanks. how are you? (আমি ভালো আছি, ধন্যবাদ, আপনি কেমন আছেন?)
5.pretty good (মনে করেন আপনি অনেক বেশি ভালো নেই আবার অনেক বেশি খারাপও নেই)
6.not so great really (মনে করেন আপনি খুব একটা ভালো নেই)

ধন্যবাদ বলার জন্য যা বলতে পারেন

7.I'm really grateful (আমি সত্যিই কৃতজ্ঞ)
8.I can't thank you enough (আমি যত বারই thank you বলি না কেন সেটা কম হবে)
9.I owe you one!(আমি তোমার কাছে ঋণী)

welcome বলতে যা যা বলতে পারেন

10.you are most welcome (অনেক ধন্যবাদ)
11.anytime (এর মানে হলো আপনি আবারও তার জন্য এই হেল্প টা করে দিতে পারবেন কোন ব্যাপার না)
12.my pleasure (মানে সাহায্য করে আপনারও ভালো লেগেছে)

কিছু না জানলে যা বলবেন

13.no idea (মানে আপনি জানেন না)
14.no clue(এর মানে আপনার জানা নেই)

সম্মতি প্রকাশ করতে যা বলবেন

15.that's so true (এটা একদম সত্যি)
16.I could not agree more (মানে এর চেয়ে বেশি একমত হওয়া আসলে আর সম্ভব না)

মতভেদ প্রকাশ করতে যা বলবেন

17.not necessarily (জরুরী না যে এটা এমনই হবে)
18.I could not disagree more (আমি আপনার সাথে এত কম একমত যে, এর চেয়ে কম একমত হওয়া সম্ভব না)

Goodbye বলার সময় যা বলতে পারেন

19.I must take off (আমার যেতে হবে)
20.speak to you soon (আবারও কথা হবে)

তো আজকের জন্য এটুকুই। আমরা প্রতিদিন একটু একটু করে শিখব আশা করি। কিভাবে উপস্থাপন করলে আপনারা আরও সহজে বুঝতে পারবেন তা আমাকে জানান।এই লিঙ্কে প্রবেশ করুন :
স্পোকেন ইংলিশ ক্লাস ১ঃকিভাবে ইংরেজিতে নিজের পরিচয় দিতে হয়
স্পোকেন ইংলিশ ক্লাস ২:কিভাবে নতুন একজন ব্যক্তির সাথে পরিচিত হবেন

IMG_20201130_151730.png

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 61726.97
ETH 2392.47
USDT 1.00
SBD 2.60