Better Life with Steem|| The Diary Game||28 December 2023||

in Incredible India9 months ago
" হ্যালো স্টিমিট বন্ধুরা "
Picsart_23-12-29_03-24-00-685.jpg

Editing by PicsArt

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো, আমার কাটানো আজকের সকল কার্যক্রম গুলো। আমাদের প্রতিটা দিন কিন্তু এক রকম ভাবে কাটে না হয়তো বা কিছু কিছু জিনিস আছে যা আমাদের জীবনে সাথে সব সময় জড়িত থাকে সেগুলো মিলতে পারে।তো আমার আজকের দিনের কার্যক্রম গুলো আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সবাই ধৈর্য সহকারে পড়ার চেষ্টা করবেন।

🌺 সকাল বেলা 🌺
IMG_20231228_105647-01.jpeg

আজকে আমি ঘুম থেকে উঠেছিলাম আমার মামীর ডাকে। ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম আর তার পরে আমাকে নাস্তা খেতে দিল। সকালের নাস্তা হিসেবে ছিলো আঁটার রুটি আর মুরগির মাংস। খাওয়া সময় আমি টিভি ও দেখছিলাম।খাওয়া শেষ করে আমি একটু বিশ্রাম নিলাম।

IMG_20231228_120134-01.jpeg

আমাকে আমার মামি এসে বলে বাহিরে গিয়ে একটা নারিকেল নিয়ে আসো।আমি বললাম কোন দোকান থেকে আনবো , মামি বললো তোমার মামা যেখানে তোমাকে চা খেতে নিয়ে গেছিল সেই দোকান থেকে। আমি বললাম আচ্ছা ঠিক আছে , আমি তারপরে সেই দোকানে চলে গেলাম গিয়ে মামার নাম বলে একটি নারিকেল নিয়ে আসলাম।

IMG_20231228_103834-01.jpeg

বাসায় এসে আমি নারিকেল টা মামির কাছে দিয়ে রুমে গেলাম। কিছুক্ষণ পর ভাবি এসে বললো ফ্রিজে মিষ্টি আছে বের করে খেয়ে নেও‌ আমি একটু কাজে ব্যস্ত আছি।আমি তার পরে ফ্রিজ থেকে দুটি মিষ্টি নিয়ে খেলাম। মিষ্টি গুলো মোটামুটি ভালোই ছিল।

IMG_20231228_135806-01.jpeg

১২ টার দিকে আমি গোসল করতে চলে গেলাম কারণ শীতের দিনে তাড়াতাড়ি গোসল করাই ভালো। গোসল করে এসে আমি একটু রোদে বসে ছিলাম। রোদের ভিতরে যতক্ষণ বসে থাকি ততক্ষণই ভালো লাগে । রুমে যেতে ইচ্ছা করে না তাই আমি অনেকক্ষণ এখানে বসে রইলাম।

💫 দুপুর বেলা+বিকাল বেলা 💫
IMG_20231228_125724-01.jpeg

রোদ থেকে রুমে গেলাম দুপুরের খাবার খাওয়ার জন্য। খাওয়া দাওয়া করে বিছানায় ১০ মিনিট গড়াগড়ি খেলাম। আর তারপরে বাসায় মামি আর ভাবি কে একটু কাজে সাহায্য করলাম।আর তাঁরা যে কাজটা করছিল তা হলো কাঁচের থাল প্লেট অন্য রুমে নিতে ছিল।আমি কিছু নিয়ে দিলাম।

IMG_20231228_164141-01.jpeg

বাসায় পিঠা বানাবে বলে আমাকে বাহির থেকে ৪ কেজি দুধ আনার কথা বললেন।আর দোকান টা ছিলো সকাল বেলা যে দোকান থেকে নারিকেল আন ছিলাম সেই দোকান। আমি দোকানে গিয়ে চার কেজি দুধ নিয়ে আসলাম এসে মামীকে দিলাম।

🍁 সন্ধ্যা+রাত 🍁
IMG_20231228_111005-01.jpeg

সন্ধ্যাবেলা আমরা সবাই একসাথে বসে চা খেলাম আর সাথে বিস্কুট তো আছেই। খেয়ে আমি কিছু সময় টিভি দেখলাম।

IMG_20231228_212911-01.jpeg

অনেকক্ষণ পর আমার জন্য আমার ভাবী পিঠা নিয়ে আসে ২ টা।আমি পিঠা দেখে একটু অবাক হলাম কারন পিঠা তো আগামীকাল বানানোর কথা ছিল।আর আমাকে যে পিঠা টা খেতে দিয়েছিল তার নাম হলো পাটি সাপটা পিঠা।আমি পিঠা দুটো খেয়ে নিলাম আর সত্যি অনেক মজাদার পিঠা ছিল।আমি পিঠা খেয়ে রাতে আর খাবার ও খাইনি।

" তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন "
Sort:  
 9 months ago 

মামার বাড়িতে বেড়াতে এসে শুধু পেট ভরে খাওয়া আর বিশ্রাম নেওয়া। আপনার দিনলিপি গুলো খুব চমৎকার ভাবে কাটলো। ঘুম ভাঙলো মামীর ডাকে তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুটি মাংস দিয়ে নাস্তা করলেন। মামীর কথা মতন দোকান থেকে একটা নারিকেল আনলেন তারপর দুপুর বেলার মিষ্টি খেলেন। দুপুরে খাওয়া দাওয়ার পর রেস্ট নিলেন। তারপর মামি ভাবিকে কাজে কিছু সাহায্য করলেন। বাজারে গিয়ে চার কেজি দুধ নিয়ে আসলেন পিঠা বানাবে তার জন্য। সেই দুধ আটা দিস আপনাকে সন্ধ্যা পিঠা বানিয়ে সামনে দিল আপনি বেশ মজা করে খেলেন।

চমৎকার ভাবে আপনার দিনটি কাটলো মামার বাড়িতে বেড়াতে এসে। থ্যাঙ্ক ইউ সারা দিনের কার্যক্রম গুলো আমাদের সাথে শেয়ার করলেন।

আপনি একদম সঠিক কথা বলেছেন আমার মামার বাসায় আমার দিন খুব আনন্দের সাথে কেটে গেছে।আর মামার বাসায় গিয়েছি আর খাবো না এমনটা হয় না। আমার পোস্ট পড়ে কমেন্ট করার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 9 months ago 

কথায় আছে না বিয়ে বাড়িতে গেলে শুধু খাওন আর খাওন। তেমনি এরকমটা আপনি মামার বাড়িতে গেছেন শুধু খাওন আর খাওন। মামার বাড়ি মধুর রসের হাড়ি।

থ্যাঙ্ক ইউ আমার কমেন্টটি পড়ে আপনার খুব সুন্দর একটি রিপ্লাই দিয়েছেন।

আপনার কমেন্টটি পড়ে আমি অনেক খুন হাসলাম খাওন আর খাওন। আসলে ছোট বেলা থেকেই মামা দের অনেক ভালো বাসার মধ্যে দিয়ে বড় হয়েছি আর এখন ও অনেক ভালো বাসে তারা। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

আপনার দিনলিপিটি চমৎকার লাগল। আপনি আবারও ঢাকায় গিয়েছেন।সেখানে আপনি আপনার মামার বাসায় উঠেছেন।সকালে ঘুম থেকপ উঠে নাস্তা সারলেন। মামির কথায় বাইরে এসে নারকেল নিলেন।ওখানে নারকেলের কেমন দাম?
এরপর স্নান সেরে একটু রোদ পোহালেন।দুপুরে খেয়ে নিলেন এবং সন্ধ্যায় পিঠা বানানোের জন্য সেই দোকান থেকে দুধ আনলেন।আচ্ছা ওই দুধে পানি মেশানো নাই তো? ঢাকা শহর বিধায় জিজ্ঞাসা করলাম।
ভালো থাকেন,সুস্থ থাকেন। ধন্যবাদ।

আমার দিনটা সত্যিই অনেক ভালো কেটেছে। ভাই আপনি আমার কাছ থেকে নারিকেল এর দাম জানতে চেয়েছেন কিন্তু দুঃখের বিষয় হলো দোকানে মামার নাম বলে নিয়ে আসছিলাম তাই দাম জিজ্ঞেস করি নি। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

নারিকেলের দাম শুনতে চেয়েছিলাম তার কারণ খুলনায় একটা নারকেলের দাম ১১০-১৩০/-,যেটা আমার কাছে অনেক পেইনফুল লাগে।কারণ কয়েক বছর আগে গ্রামের বাড়িতে বছরে কয়েকবার ঘান দিত,ডাব দিয়ে আমরা রীতিমতো স্নান করতাম!
আর আজ কি অবস্থা এসবের।
ভালো থাকবেন,সুস্থ থাকবেন।

আপনি একদম সঠিক কথা বলেছেন আগে ডাব এর দাম অনেক কম ছিল কিন্তু এখন তো ধরাছোঁয়ার বাহিরে। আমাদের গ্ৰামে যে দাম কম তা কিন্তু না অনেক দাম এখানেও। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

কয়েকদিন আগে আমি হঠাৎ ডাবের ভ্যান দেখে দাড়িয়ে জিজ্ঞাসা করি দাম কত করে।সে আমাকে উত্তর দেয় ৪০ টাকা।আমি সাথে সাথেই বললাম ১০ পিস দেন।সে বলে তারা মানুষের বাড়িতে গিয়ে কেনে ৪০ টাকা করে।তার মানে তারা এটা বিক্রি করে ম্যাক্সিমাম ১০ টাকা লাভে।আর সেই ডাব ভোক্তা লেভেলে বিক্রি হয় ১০০-১৩০ টাকা।
ধন্যবাদ আপনাকে।

ভাই আপনি একদম ঠিক কাজ করেছেন ১০ পিস নিয়ে নিয়েছেন। আসলে নারিকেল কে বর্তমানে শোনা নারিকেল বলতে পারেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট এর রিপ্লাই করার জন্য ধন্যবাদ।

Loading...

আপনার একটি দিনের কার্যক্রম আমাদের মাঝে শেয়ার করেছেন। মামার বাড়ি বেড়াতে আসা মানে খাওয়া দাওয়া ভরপুর। সকালের নাস্তা রুটি এবং গোশত। এটা অসাধারণ একটা খাবার আমার খুব পছন্দ সকালে নাস্তা হিসাবে রুটি এবং গোশত খুবই ভালো লাগে। সন্ধ্যার সময় চা এবং বিস্কুট খেতে টিভি দেখছিলাম। আপনার ভাবি আপনার জন্য দুইটা পিঠা নিয়ে আসলো। পিঠা দেখে আপনি অবাক হলেন। দেখতে যেমন অসাধারণ খেতেও তো মজা হবেই ধন্যবাদ

আপনি একদম সঠিক কথা বলেছেন সকালের নাস্তা টা খুব সুস্বাদু ছিলো আর আমি অনেক মজা করে খেয়েছিলাম। আসলেই পিঠা খেতে ভালো ছিল। আমার পোস্ট টি পড়ে কমেন্ট করার জন্য ধন্যবাদ।

আমি আবার সকালের নাস্তায় রুটি আর মুরগির মাংস খাইনা।। বাড়িতে মুরগির মাংস রান্না করা থাকলে আমি দুপুরে ভাত দিয়ে আর রাতে রুটি দিয়ে খাই। এই পিঠাগুলোকে আমাদের কোলকাতাতেও পাটিসাপটা বলে। পাটিসাপটার ভিতরে পুর হিসেবে নারকেল বা ক্ষীর দেয়া হয়ে থাকে। আমার আবার ক্ষীরের পাটিসাপটা খেতেই বেশি ভালো লাগে।

আপনি সকালে রুটি আর মাংস কেন ও খান না ..?।আমি জানতাম না পড়ে মামির কাছ থেকে জেনেছি।আপনি একদম সঠিক কথা বলেছেন এর ভিতরে নারিকেল দেওয়া ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 9 months ago 

আপনার মামার বাড়িতে আপনার দিনটা বেশ ভালোভাবেই কেটে গিয়েছে। শীতের সকালে সকাল সকাল গোসল করার পর রোদে দাঁড়িয়ে থাকার মজাটাই অন্যরকম। আপনার একটা জিনিস আমার কাছে বেশ ভালই লাগলো। আপনি বাসায় থাকতেও আপনার মাকে বাজার করার ক্ষেত্রে সাহায্য করতেন। এখানে এসে আপনার ভাবি এবং আপনার মামীকে সাহায্য করছেন। পাটি সাপটা পিঠাগুলো অনেক বেশি লোভনীয় ছিল যেটা দেখে আমার লোভ লেগে গেল। অবশ্যই বানানোর চেষ্টা করব, ধন্যবাদ আপনাকে আপনার একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

 9 months ago 

মামীর বাসায় অনেক আনন্দে আছেন ভাই।। সকালে মামি ডেকে তুলে নাস্তা খেতে দেয় আবার বাইরেও পাঠিয়েছিল নারিকেল আনতে।। আর শীতের সময় একটু তাড়াতাড়ি আমার অনেক পছন্দ।। আজ পিঠা বানানোর জন্য ৮ কেজি দুধ এনেছেন।। সব মিলিয়ে অনেক সুন্দর একটা দিন উপভোগ করেছেন।।

আপনি একদম সঠিক কথা বলেছেন আমার দিন অনেক ভালোই কাটছে।আর বেশি ভালো হয়েছিল পিঠা গুলো খেয়ে। শীতে পিঠা খেলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 9 months ago 

শীতের সময় পিটা একটু বেশি মজা লাগে।। আর সেই সাথে শীতের মধ্যে অনেক রকমের পিঠা তৈরি করা হয়।।

আপনি একদম সঠিক কথা বলেছেন শীতে আর কিছু ভালো লাগুক আর না লাগুক পিঠা ভালো লাগে।আর এই বছর সৃষ্টিকর্তা অনেক পিঠা আমার রিজিকে রাখছে আর খেয়েছি। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 9 months ago 

তাহলে ভাই অনেক আনন্দে খেয়েছেন কিন্তু আমার ব্যক্তিগতভাবে কোন পিঠাই তেমন পছন্দ না।।

ভাই আমি শুনে একটু অবাক হলাম এমন মানুষ হয় যে শীতকালীন পিঠা পছন্দ করে না।যাই হোক আমার কমেন্ট এর রিপ্লাই করার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 9 months ago 

ভাই প্রতিদিনের ন্যায় আপনি আজকের দিনটিও অনেক সুন্দর ভাবে কাটিয়েছেন। তবে আপনার খাওয়ার প্রসংশা না করলেই নয়। আপনি খেতে বেস ভালোবাসেন, আপনার পোষ্ট পড়লেই বোঝা যায়। আপনি সারাদিনের মাঝে একবার দোকানে গিয়েছিলেন নারকেল আনার জন্য। বাসায় পিঠা বানাবে জন্য।

এছাড়াও আপনি আজ আপনার ভাবি এবং মামিকে ঘরের কাজে সাহায্য করেছিলেন। সব মিলিয়ে দিনটি দারুন উপভোগ করেছেন। ভালো থাকবনে ভাই । শুভকামনা রইলো আপনার জন্য।

ভাই আমি খেতে অনেক পছন্দ করি আর আলহামদুলিল্লাহ ভালোই খেয়ে থাকি কিন্তু আমার শরীরের একটু ও উন্নতি আমি দেখতে পাই না । আমার পোস্ট পড়ে কমেন্ট করার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 9 months ago 

আপনার এই গুনটি আমার খুব ভালো লাগে। বাসায় থাকলে প্রতিনিয়ত আপনি বাজার করেন। এখন মামার বাসায় বেড়াতে গেছেন
সেখানে মেয়ে ও বাজার করলেন। পিঠা বানানোর জন্য দুধ কিনে আনলেন। সেই পিঠা
আমাকে বানিয়ে খেতে দিল। শুধু পাঠা না অনেক মুখরোচক খাবার ই খেলে। মামাবাড়ি
বলে কথা। আমি এই কথাটা শুনে অবাক হলাম, ওখানে গিয়ে ও আপনি ওদের কাজে সাহায্য
করেছেন। দারুন খুব ভালো লাগলো আপনার
পোস্টটি পড়ে।

আসলে বাজার করাটা যে খুব কষ্টকর তা না আমার কাছে অনেক ভালো লাগে আর সত্যিই কথা বলতে ভালো যদি নাও লাগতো তাও কষ্ট করে হলেও আমাকে বাজারে যেতে হতো আর এটার কারণ হলো সবাই কাজে থাকে। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 9 months ago 

আপনি কোন অবস্থা হলে আপনার কাছে ভালো লাগে। এই কাজটিই অনেকে করতে চায়না। বিরক্ত বোধ করে। এটি আপনার একটি গুণ। তাই আপনার কাছে ভালো লাগে।

শুনে অনেক ভালো লাগলো যে আমাদের মধ্যে ও একটা গুন আছে। আসলে এটা সবাই পছন্দ করে না তা আমি জানি। আমার কমেন্ট এর রিপ্লাই করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

 9 months ago 

কে কে পছন্দ করে না করে তাকে পাত্তা দিবেন না। আপনি আপনার স্বতন্ত্র মত চলবেন। অন্যকে পাত্তা দিয়ে নিজের গুন টা নষ্ট করবেন
না। ভালো থাকবেন সবসময়।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.029
BTC 63491.17
ETH 2618.75
USDT 1.00
SBD 2.79