Better Life with Steem|| The Diary Game||15 December 2023||

in Incredible India9 months ago
" হ্যালো স্টিমিট বন্ধুরা "
Picsart_23-12-17_01-00-28-086.jpg

Editing by PicsArt

আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, আমার কাটানো গতকালকের সকল কার্যক্রম গুলো।

🌺 সকাল বেলা 🌺

আপনারা আমার আগের দিনের পোস্টটি পড়লে জানতে পারবেন যে আমি নানাবাড়ি বসে পিকনিক খেয়েছিলাম। পিকনিক থেকে বাসায় গিয়ে ঘুমাতে আমার রাত ৩:৩০ টার মত বেজে গেছিল। আর তাই আমার গতকাল সকাল বেলা উঠতে অনেক দেরি হয়ে গেছিল। আমি ঘুম থেকে উঠেছিলাম ১২ টার দিকে। আর তারপরে ফ্রেশ হয়ে আমি নানা বাড়ির সকলের কাছে বলে বাসায় চলে আসি। আমাকে অনেকবার কিছু খাবার খেতে বলেছিল কিন্তু আমি খাইনি কারণ ঘুম থেকে উঠে খাবার খেতে ভালো লাগে না।

বাসায় আসার পরে আমি গোসল করতে চলে গেলাম কারণ গতকালকে ছিল শুক্রবার দিন জুম্মার নামাজ আদায় করতে যেতে হবে। গোসল শেষ করে আমি পাঞ্জাবি পায়জামা পড়ে নামাজ পড়তে চলে গেলাম। ৩০ মিনিটের ভিতরে নামাজ শেষ হয়ে যায় আমি বাসায় চলে আসি।

💞 দুপুর বেলা+বিকাল বেলা 💞
IMG_20231215_143149-01.jpeg

বাসায় এসে আমি দুপুরের খাবার খেতে বসে গেলাম কারণ সকাল বেলা কিছুই খাওয়া হয়নি আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন। খাবার খেয়ে আমি একটু বিশ্রাম নিলাম।আর আমি কোন ও কিছু মানি আর না মানি খাবার খাওয়ার পরে একটু বিশ্রাম নেওয়া উচিত এটা মানি আর আমি সব সময় এটা করে থাকি।

বিশ্রাম নেওয়ার সময় আমাকে আমার মা বলে বেতাগী যেতে হবে।আমি বললাম কেন ও বলে তোর খালা যেতে বলছে।আমি তার পরে খালাকে ফোন দিলাম তার সাথে কথা বলে জানতে পারলাম যে সে আবার ও আমাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে। আমি তার পরে বেতাগী যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম।

বেতাগী যেতে আমার সময় লেগেছিল ৪৫ মিনিট। আজকে একটু বেশি সময় লেগেছিল কারণ গাড়ি টা অনেক কম দূরত্ব যাচ্ছিল। বেতাগী পৌঁছে আমি ডাক্তারের চেম্বারে গিয়ে দেখি ডাক্তার আজকে বসে নায় চেম্বারে। আমি অন্য একটি চেম্বার এ গিয়ে খোঁজ নিয়ে জানতে পারলাম যে আমার খালা যাকে দেখাবে সে আজকে আসবে না। ডাক্তারের নাম ছিল রবীন্দ্রনাথ সরকার।

IMG_20231215_154543-01.jpeg

আমি খালাকে ফোন দিয়ে বলে দিলাম যে ডাক্তার আজকে চেম্বারে আসেনি। তারপরে আমি আবার বাসায় আসার জন্য রওনা হলাম। আসার সময় আমি একটা সুন্দর দৃশ্য দেখতে পাই। বেতাগী সরকারি মডেল মসজিদ আমার চোখে পড়ে। আমি তাড়াতাড়ি করে একটি ছবি তুলে নিলাম। এরপরে আমি একটি গাড়িতে করে সোজা সুবিদখালী আমার বাসার সামনে চলে আসে।

IMG_20231215_164817-01.jpeg

বাসার সামনে এসে মায়ের সাথে দেখা করে আমি আবার বাহিরে চলে গেলাম। আমার বন্ধুকে ফোন দিয়ে জানতে পারলাম যে সে ধান ক্ষেতের জমিতে ঘোরাঘুরি করতে গেছে। আমিও তার পরে ওর কাছে চলে গেলাম। গিয়ে আমি অসাধারণ একটি দৃশ্য দেখতে পেলাম আপনাদের সাথে শেয়ার করব বলে আমি একটি ছবি তুলে নিলাম।

IMG_20231215_173312-01.jpeg
IMG_20231215_173330-01.jpeg
সেখান থেকে রাস্তায় আসার পরে আমি একটি ফুলের দেখা পেলাম যেটি বাসার সামনে ছিল। ফুল টার জন্য বাসার সৌন্দর্য অনেকটা বেড়ে গেছিল। বাসার সামনে ফুল গাছ লাগানো অনেক ভালো আমার মতে।আর আপনাদের টা আমাকে কমেন্ট করে জানাবেন..?।
👑 সন্ধ্যা +রাত 👑
IMG_20231215_204152-01.jpeg
IMG_20231215_204244-01.jpeg

সন্ধ্যা হয়ে গেলে আমি বাসার দিকে আসা শুরু করি। বাসার সামনের একটি মুদি দোকান থেকে আমি ২ কেজি আলু আর এক কেজি পেঁয়াজ কিনে নিয়েছিলাম। নিয়ে আমি বাসার ভিতরে চলে আসি।

বাসায় আসার পরে কিছুক্ষণ আমি ফোন দেখি আর তারপরে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি কারণ আগের দিন রাতে এমনি ঘুমাতে পারিনি।

" তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন "
Sort:  
 9 months ago 

আপনার আগের পোস্টটি পড়েছিলাম আপনি নানা বাড়ি রয়ে গিয়েছিলেন পিকনিকের জন্য। অতঃপর সকালে ঘুম থেকে উঠে আপনি নিজের বাড়িতে ফিরে এলেন। না খেয়ে গোসল করে জুম্মার নামাজ পড়তে গেলেন। দুপুরে খাবার খেয়ে আপনি আপনার খালাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য বের হয়ে গেলেন। কিন্তু ডাক্তার দেখাতে পারলেন না। পরবর্তীতে আপনি আবারো আপনার বাড়ি ফিরে আসলেন। অতঃপর একটি ফুলের ফটোগ্রাফি করলেন। এই ফুল বাড়ির আঙিনার সৌন্দর্য অনেক বাড়িয়ে দেয়। অতঃপর আলু ও পেঁয়াজ কিনে বাড়ি ফিরে এলেন। সব মিলিয়ে আপনি ব্যস্ত দিন পার করলেন।

আপনার কমেন্টটি পড়ে অনেক ভালো লাগলো। ঘুম থেকে উঠার পরই কিছু খেতে ভালো লাগে না আর তাই না খেয়ে এসে পরি বাসায়।আর ফুল টা দেখতে অনেক সুন্দর ছিলো আপনার কাছে কেমন লাগছে। ভালো থাকবেন সুস্থ থাকবেন ।

Loading...

রাত সাড়ে তিনটের সময় ঘুমোলে ঘুম থেকে উঠতে তো বেলা বারোটা বাজবেই। আমি তো আবার খাবার খাওয়ার পর একটু বেশিই বিশ্রাম নিয়ে থাকি। ধানক্ষেতের মাথার উপর দিয়ে সূর্য অস্ত যাচ্ছে। ওহ সত্যি ছবিটা দারুন তুলেছেন। এই ফুলগুলোকে আমাদের এখানে মনে হয় কাগজী ফুল বলে। আপনাদের ওখানে কি বলে আমি জানি না। আপনি ঠিক কথাই বলেছেন, বাড়ির সামনে ফুল গাছ লাগালে বাড়ির সৌন্দর্য অনেকটা বেড়ে যায়।

ভাই আমার কাছেও সূর্য অস্ত যাওয়ার ছবিটি অনেক ভালো লেগেছে। আর আমাদের এখানে ফুলটিকে কাগজী ফুল বলা হয়। কাগজি ফুলটি বাসার সামনে লাগালে অনেক সুন্দর দেখা যায়। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 9 months ago 

বাসার সামনে কোন ফুল গাছ লাগানো হলে সেই বাসার সৌন্দর্য টা অনেক বেশি বেড়ে যায়,, তাছাড়া ফুলের ফটোগ্রাফি তবে সুন্দর হয়েছে, সারাদিন বাসার বাহিরে থাকার কারণে সন্ধ্যায় বাসায় সামনে থেকে 2 কেজি আলু দুই কেজি পেয়াজ কিনে নিয়ে,, ধন্যবাদ আপনার আজকের দিনের কার্যক্রম শেয়ার করার জন্য।

ফুলে সৌন্দর্য সবখানি শোভা পায় কিন্তু বাসার সামনে লাগালে বাড়ি টা অনেক সুন্দর লাগে দেখতে। পেঁয়াজ এর দাম এতোটা বেড়েছে তাতে মনে হয় না যে বেশি একসাথে কেনা যাবে কোন ও সময়। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 9 months ago 

জি ভাইয়া এখন মূল্যের দাম প্রচুর পরিমাণে বেড়েছে।

 9 months ago 

জুম্মার দিন আপনি বারোটা পর্যন্ত ঘুমিয়েছেন তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রায় নামাজের সময় হয়ে এসেছে অবশ্য বাংলাদেশে এখন ১২:৩০ টায় আজান দেয়।

৩০ মিনিটের ভিতরে নামাজ শেষ হয়ে যায় তারপর আপনি বাসায় চলে আসেন এরপর দুপুরে খাবার খান আজকে সকালে আপনি কিছুই খান নাই এতে করে আপনার শরীর অসুস্থ হয়ে বলে আমি মনে করি। সময় মত খাওয়া এবং ঘুম আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার।

দিনের শেষ অংশ আপনি বাসায় ফেরার পথে মুদিখানার দোকান থেকে আলু এবং পিয়াজ কিনে নিয়ে আসেন এখন পেঁয়াজের দাম অনেক বেশি যদি দামটা উল্লেখ করে দিতেন তাহলে দলবমূল্য সম্পর্কে আমরা জানতে পারতাম।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার একটি দিনের কার্যাবলী আমাদের কাছে শেয়ার করার জন্য।

ভাই আপনি একজন সঠিক কথা বলেছেন যে বাংলাদেশে এখনো ও সেই আগের মতই সাড়ে বারটার সময় জুম্মা নামাজের আযান দেয়। আপনার কমেন্ট টি পড়ে সত্যিই অনেক ভালো লাগলো। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 9 months ago 

নানাবাড়িতে পিকনিক করার কারনে বেশ রাত হয়ে গিয়েছিল আপনার ঘুম আসতে।এরপর সকালে বাড়িতে এসে এসে আর কিছু খান নাই। পরে দুপুরে একবারে নামাজ পরে এসে খেয়েছেন।আপনার ধানক্ষেতে তোলা ছবিরি সুন্দর।
চমৎকার ভাবে আপনার দিনলিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
শুভকামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

ধান ক্ষেতে বসে তোলা ছবি টি আমার কাছে অনেক ভালো লেগেছে। সূর্য অস্ত্রের দৃশ্যটি অনেক ভালো ছিলো। আমাদের নানাবাড়ি প্রতিবছর এই একই দিনে পিকনিকের আয়োজন করা হয় আর আমরা সকলে সেখানে উপস্থিত থাকি। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 9 months ago 

অনেক রাত করে ঘুমালে সকালে অনেক দেরিতে ঘুম থেকে উঠতে হয় এটাই স্বাভাবিক। আর ঘুম থেকে উঠলে শীতের সময় খাবার খেতে তেমন একটা ভালো লাগে না। বাসায় এসে নামাজ পড়ে দুপুরের খাবার খেয়ে নিয়েছেন। আমি মাঝে মাঝেই দেখি আপনি আপনার পরিবারকে অনেক বেশি সাহায্য করেন। এরপর আপনি আপনার খালার সাথে ডাক্তার দেখানোর জন্য চলে গিয়েছেন। ব্যস্তময় সময়ের মধ্যে নিজেকে ও খানিকটা সময় দিয়েছেন। তারপর পরিবারের জন্য বাজার করে বাসায় ফিরে এসেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য।

আমি যতটা পারি সাহায্য করি কারণ আমার বড় ভাই বাড়িতে থাকে না বাবা থাকে না আমি আছি শুধু।আর খালা আমাকে যে সময় বেশি প্রয়োজন হয় সে সময় শুধু ডাকে আর তাই না করতে পারিনা। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 9 months ago 

নানা বাড়িতে পিকনিক খাওয়ার পরে রাত তিনটা তিরিশ মিনিটে ঘুম গেলেন। এবং পরের দিন সকালে বারোটা বাজে ঘুম থেকে উঠলেন। যাইহোক ওখান থেকে চলে আসলেন বাসায়। বাসায় এসে গোসল করে খা দুপুরে খাবার খেয়ে নিলেন এবং কিছুক্ষণ বিশ্রাম করলেন। আসলে খাওয়া দাওয়া করে বিশ্রাম নেওয়া শরীর পক্ষে খুব ভাল এই কাজটা আমি সবসময় করি। আপনার খালার ফোন পেয়ে বেতাগীতে গেলেন আপনার খালাকে যে ডাক্তার দেখাবেন তো সেই ডাক্তার আজকে আসেনি। ওখান থেকে এসে কলেজ এবং ধান ক্ষেতের একটা দৃশ্য দেখালেন যেটা খুব ভালো লাগছিল। বাসায় আর সময় 2 কেজি আলু এক কেজি পেয়াজ নিয়ে বাসায় আসলাম তারপর রাতের খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লেন। এভাবে একটা দিন আমার আপনার পার হয়ে গেল।

থ্যাঙ্ক ইউ খুব বিস্তারিতভাবে একটা দিন আমাদের সাথে শেয়ার করলেন।

সেদিন রাতে পিকনিক খাওয়ার জন্য আমি রাতে দেরি করে ঘুমিয়ে ছিলাম । আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি বাসায় চলে আসি কারণ সেখানে বসে খাবার খেতে ভালো লাগছিল না। ঘুম থেকে উঠে খাবার খাওয়ার কথা বলেছিল তো তাই। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 9 months ago 

বেতাগী।এটি টি বরিশাল। আমার মনে হয় তাই।তাই হোক আপনার সকালে কিছুই খেতে পারেন নি। তাই দুপুরের খাবার খেয়ে একটু রেস্ট নিয়েছেন। তারপর আপনার খালাকে ফোন করে বলেন।আজ ডআঃ আসেনি। বাসায় আসার সময় আলু আর পিয়াঁজ নিয়ে বাসায় চলে আসেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

বেতাগী হলো বরগুনা যাওয়ার আগে বাজে। আপনি মনে হয় এই জায়গার নাম আগে শুনেছেন আর তাই এটা জিজ্ঞেস করলেন।আর দুপুরের খাবার পরে বিশ্রাম নিলে শরীর টা অনেক ভালো লাগে।আমার পোস্ট টি পড়ে কমেন্ট করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 9 months ago 

হে আমার পাশের ফ্লাটের থাকেন। ওনারা বলতো বরগুনা, বেতাগী এই সব জায়গার নাম।
ধন্যবাদ আপনাকে রিপ্লাই দেওয়া জন্য।

আপনি রাতে দেরিতে ঘুমাতে যাওয়ায় পরদিন বেলা ১২ টায় ঘুম থেকে উঠেছেন।এরপর নামাজ আদায়ের জন্য মসজিদে যান।নামাজ শেষে খাওয়া দাওয়া করেছেন।সন্ধ্যার সময় বাসায় ফিরে আসার সময় মুদির দোকান থেকে কিছু মালামাল কিনে এনেছেন।
ধন্যবাদ আপনাকে এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

আপনি অনেক সুন্দর একটি কমেন্ট করেছেন তার জন্য ধন্যবাদ।আমি সারা দিন বন্ধুদের সাথে আড্ডা দিয়ে থাকি আর তাই মুদি বাজার আমি সন্ধ্যার পরে করি। এতো সুন্দর একটি মন্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60202.34
ETH 2423.33
USDT 1.00
SBD 2.43