সফলতার সিঁড়ি তৈরি করার কৌশল:

in Incredible Indialast year

" বিসমিল্লাহির রাহমানির রাহিম "

আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই মহান সৃষ্টিকর্তা দয়ায় ভালো আছেন।

আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমাদের সফলতা অর্জন করতে কিসের গুরুত্ব অপরিসীম।

pexels-jill-wellington-40815.jpg

সফল মানুষ

ছবির উৎস
বন্ধুরা শুরুতে বলি আমাদের সফলতা অর্জন করতে হলে সর্বপরি কঠিন পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া কোন কিছুই অর্জন করাসম্ভব না। সফলতা অর্জন করার জন্য আমাদের সময়ের মুল্য দিতে হবে, কঠোর পরিশ্রম ও ব্যর্থতার পরেও কাজ করে যেতে হবে,আর জীবনের লক্ষ্য এক হতে হবে। আমাদের স্বপ্ন পূরণ করার জন্য ব্যর্থতার দেখা পেতেই হবে তাই ব্যর্থতার মাঝেও আমাদের কাজ করে যেতে হবে।

pexels-mutahir-jamil-8990556.jpg

পরিশ্রমী ব্যক্তি

ছবির উৎস
আমরা পরিশ্রম না করলে সফলতা আমাদের কাছে আসবে না আমাদেরকে পরিশ্রম করে সফলতাকে আমাদের কাছে আনতে হবে। পরিশ্রম ছাড়া কোন কিছুই পাওয়া যায় না। পরিশ্রম করলে একদিন না একদিন সফলতার মুখ সৃষ্টিকর্তা আমাদের দেখাবেই। তাই আমাদের পরিশ্রম করে যেতে হবে।

pexels-long-bùi-17239109.jpg

সময়ের মূল্য

ছবির উৎস
আর এই সফলতা অর্জন করতে হলে আমাদের কে সময় এর মূল্য বুঝতে হবে। আমরা সময় এর মূল্য দিতে না পারলে আমাদের সফলতা চাবি কাঠি অর্জন করতে পারবোনা। সফলতা পেতে হলে সময় কে আঁকড়ে ধরে তার সঠিক ব্যবহার করতে হবে।কারন সময়ের গুরুত্ব প্রতিটি মানুষের জীবনে অপরিসীম। কোন ও সময় আমাদের জীবন থেকে একবার চলে গেলে সেই সময় আর কোন ও সময় ফিরিয়ে আনা যায় না। পৃথিবীতে সব কিছু আটকাতে পারলেও সময় কে কেউ আটকে রাখতে পারবে না।সময় সে তার মত অতিবাহিত হতেই থাকবে তাই সবাই এই সময় একে গুরুত্ব দিতে হবে সফলতা অর্জন করার জন্য।

pexels-julian-jagtenberg-103123.jpg

এক আকাশ পরিমাণ স্বপ্ন

ছবির উৎস
আর আমাদের প্রতিটি মানুষের জীবনে একটি স্বপ্ন থাকে আর স্বপ্নবিহীন মানুষ কোনদিনই সফলতা পেতে পারে না। কারন স্বপ্ন মানুষের মনের বল দ্বিগুণ বাড়িয়ে দেয়।আর আমরা সবাই জানি আমাদের মনের বল একটি কাজ এগিয়ে নিতে কতটা ভূমিকা পালন করে।আর আপনার আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের জীবনের লক্ষ্য কি।

সফলতা ছোট একটি শব্দ কিন্তু এই টার পিছনে আমরা মৃত্যুর আগ পর্যন্ত ছুটি।আমরা সফলতা হিসাবে সাধারণত বুঝি গাড়ি বাড়ি টাকা পয়সা, ও আশেপাশের মানুষের কিছু মিষ্টি কথা।

pexels-snapwire-6945.jpg

বেটার লাইফ

ছবির উৎস
একটা মানুষ যখন সফল হয় তখন তার বাজে কথা ও মানুষের কাছে ভালো লাগেও সেই কথাটি মনোযোগ দিয়ে শোনে।আর একটি সফলতা বিহীন মানুষের মূল্যবান কথাও কেউ কোন ও মূল্য দেয় না। আমাদের সমাজের মানুষ এখন সফলতার পিছনে না ছোটে তারা সব সময় কোন মানুষ কি করে তা নি সমালোচনা করে।আর কে কোন যাগায় আছে তা নিয়ে হিংসা করে। কিন্তু সে কখনো সেই পর্যায়ে যাওয়ার জন্য চেষ্টা করে না। আর তাই এরকম মানুষ কোনদিন সফলতার চাবিকাঠি পাওয়ার যোগ্য না।

অন্যরা কি করলো তা না দেখে আমাদের উচিত নতুন কিছু করার মানসিকতা নিজের ভিতরে তৈরি করা তাহলে সফলতা আমাদের কাছে ছুটে চলে আসবে।আর একটি সফলতা অর্জন শীল মানুষ এটি বিশ্বাস করে যে সে যাই করুক না কেন ও সেই পরিশ্রম করে সেখান থেকে সফলতা অর্জন করে আনবে।আর কার ভাগ্য কোথা থেকে পরিবর্তন হবে সেটা কেউ জানে না তাই সব সময় পরিশ্রম করে যেতেই হবে পরিশ্রমের ফল সৃষ্টিকর্তা একদিন না একদিন দিবেই।

pexels-amina-filkins-5560536.jpg

সফলতার সিঁড়ি

ছবির উৎস
এই সব কাজ করলে সফলতার সিঁড়ি পার হতে কোন ও সমস্যা হবে না আমার মতে। আপনাদের মতামত আমাকে কমেন্ট করে জানাবেন।আর আমার লেখায় অনেক ভুল হতে পারে সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ মাত্রই তো ভুল।

আজকে এই পর্যন্তই আশা করি সবার এই পোস্ট টি ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন।

"আমার পোস্টটি সম্পূর্ণ পরার জন্য অসংখ্য ধন্যবাদ"

(আল্লাহ হাফেজ)

Sort:  
 last year 

আমরা পরিশ্রম না করলে সফলতা আমাদের কাছে আসবে না আমাদেরকে পরিশ্রম করে সফলতাকে আমাদের কাছে আনতে হবে। পরিশ্রম ছাড়া কোন কিছুই পাওয়া যায় না। পরিশ্রম করলে একদিন না একদিন সফলতার মুখ সৃষ্টিকর্তা আমাদের দেখাবেই। তাই আমাদের পরিশ্রম করে যেতে হবে।
পরিশ্রমই সৌভাগ্যের চাবিকাঠি ।

আপনার এই পোস্টটি পড়ে আমার খুবই ভালো ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি সম্পূর্ণ পড়ার জন্য।

Loading...
 last year 

এই কথা একদমই সত্য যে সফলতা অর্জন করবে তাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে কারণ ধৈর্য ব্যতীত সফলতার সিঁড়ি তে উঠা অসম্ভব।

এই সফলতার সিঁড়িতে উঠতে হলে তাকে কঠোর পরিশ্রম অপরিহার্য। কেননা কঠোর পরিশ্রম ব্যক্তি কখনো সফলতা কল্পনা করা যায় না। মানুষ পরিশ্রম করবে এবং মাঝে মাঝে হুচুট খাবে কিন্তু কখনো এই কঠোর পরিশ্রম ছেড়ে দেওয়া যাবে না।

অন্য ব্যক্তি কোন দিকে অগ্রসর হলো এবং কোন বিষয় নিয়ে সে অগ্রসর হল তার দিকে তাকিয়ে বা আমার স্বপ্ন কি বিভ্রান্তির মধ্যে ঠেলে দেওয়া উচিত নয়। সুতরাং যে কাজ তুমি পারো কাজের দিকেই মনোযোগ দাও কঠোর পরিশ্রম করো সময়ের মূল্য বোঝো। সর্বোপরি একদিন সফলতা অর্জন করবে।

ধন্যবাদ জানাই আমাদের সাথে সফলতার অর্জন করার কিছু কথা তুলে ধরার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি সম্পূর্ণ পড়ার জন্য এবং এতো সুন্দর একটি কমেন্ট করার জন্য।

 last year 

সফলতা অর্জন করার জন্য,,, অবশ্যই নিজের জায়গা থেকে সৎ আত্মবিশ্বাসী এবং পরিশ্রমী একজন মানুষ হতে হবে! তা না হলে জীবনে সফল হওয়া যাবেনা।

পরিশ্রম না করলে জীবনে সফলতা আপনা আপনি চলে আসবে না! অবশ্যই সফলতার সিঁড়িটাকে ধরে রাখার জন্য,, নিজের জীবনটাকে মাঝে মাঝে বাজি ধরতে হয়! তাহলেই সফলতা পাওয়া যায়।

অসংখ্য ধন্যবাদ,,, এত সুন্দর একটা বিষয় আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য! আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল! ভালো থাকবেন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি সম্পূর্ণ পড়ার জন্য এবং এতো সুন্দর একটি কমেন্ট করার জন্য। আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 59111.01
ETH 2441.11
USDT 1.00
SBD 2.45