Music 🎵 || তোমার ঘরে বসত করে কয় জনা Cover by @sajjadsohan|| 2 Jun 2021

in Steem Bangladesh4 years ago

আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from Bangladesh
আজ ২ ই জুন, বুধবার।

আশা করি সবাই ভাল আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি আমার একটি পছন্দের গান আপনাদেরকে শোনাবো। গানটির নাম : তোমার ঘরে বসত করে কয় জনা। আশা করি আপনাদের ভালো লাগবে।


Song sung by your friend @sajjadsohan..


  • তোমার ঘরে বসত করে কয় জনা--লিরিক্স

  • তোমার ঘরে বাস করে কারা ও মন জান না
    তোমার ঘরে বাস করে কারা ও মন জান না
    তোমার ঘরে বসত করে কয় জনা মন জান না
    তোমার ঘরে বসত করে কয় জনা।

    এক জনে ছবি আঁকে এক মনে, ওরে মন
    আরেক জনে বসে বসে রঙ মাখে, ওরে মন (x2)
    ও আবার সেই ছবিখান নষ্ট করে
    কোন জনা, কোন জনা
    তোমার ঘরে বসত করে কয় জনা মন জান না
    তোমার ঘরে বসত করে কয় জনা।

    এক জনে সুর তোলে এক তারে, ওরে মন
    আরেক জনে মন্দিরাতে তাল তোলে, ওরে মন (x2)
    ও আবার বেসুরা সুর ধরে দেখ
    কোন জনা, কোন জনা
    তোমার ঘরে বসত করে কয় জনা মন জান না
    তোমার ঘরে বসত করে কজনা।

    রস খাইয়া হইয়া মাতাল,
    ঐ দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগাম (x2)
    সেই লাগামখানা ধরে দেখো কোন জনা কোন জনা
    তোমার ঘরে বসত করে কজনা মন জান না
    তোমার ঘরে বসত করে কয় জনা কজনা।

    source


    115.png

    𝕋𝕙𝕒𝕟𝕜 𝕪𝕠𝕦 𝕖𝕧𝕖𝕣𝕪𝕠𝕟𝕖

    image.png


    Sort:  
     4 years ago 

    গানটা আমার খুব প্রিয়।
    খুব যত্ন সহকারে গেয়েছো ভাই।
    খুব ভালো লেগেছে।

    তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাই। 💝💝💝

     4 years ago 

    অসাধারণ 👌💝

    ধন্যবাদ ভাই।

    অনেক সুন্দর একটা গান,ভালো হয়েছে অনেক

    Thank u আপু।💝

     4 years ago 

    Osthir hoice bondhu...

    Thank u dstw.💝

    শ্রুতিমধুর ❤️

    Thank u bro❤️

     4 years ago 

    Onek sundor ekta gan. Temon sundor geyechen.

    Thank u vai

     4 years ago 

    Song ta sei hoiche vai

    ধন্যবাদ ভাই।

    Valo hoyeche

    Thank u

     4 years ago 

    অসাধারণ গেয়েছেন ভাই ❤️

    ধন্যবাদ ভাই।

    Coin Marketplace

    STEEM 0.22
    TRX 0.25
    JST 0.039
    BTC 95428.83
    ETH 3314.03
    USDT 1.00
    SBD 3.16