ICCB || কনভোকেশন ভলেন্টিয়ার

in আমার বাংলা ব্লগ11 months ago

আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.

১৫ কার্তিক মাস, ১৪৩০ বঙ্গাব্দ।

৩১ অক্টোবর, মঙ্গলবার।



মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি, আজকে নিজের কিছু মনের কথায় লিখে দেয়ার চেষ্টা করব, নিজের অনুভূতি প্রকাশ করার চেষ্টা করব।


কনভোকেশন ভলেন্টিয়ার

Beige Torn Paper Vision Board Life Goals Photo Collage (1).jpg


কালকে সকাল থেকে রাত পর্যন্ত আইসিসিবির মধ্যেই সময় কাটালাম, আগে বিভিন্ন সময় ভিজিটের হিসেবে বিভিন্ন প্রোগ্রামে গিয়েছিলাম কিন্তু কাজ করার সুযোগ হয়নি। প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে দুজন করে হবেন কে নেয়া হয়েছিল কনভোকেশনে সিনিয়রদের হেল্প করার জন্য, সকল ডিপার্টমেন্ট থেকে আমাদের ডিপার্টমেন্টের স্টুডেন্ট সংখ্যা বেশি। আমরা বলেছিলাম আমাদের ১০ জন ভলেন্টিয়ার লাগবে।

যাইহোক যেহেতু ইভেন ম্যানেজমেন্ট ছিল তাই সকালে ভেবেছিল প্রতি ডিপার্টমেন্ট থেকে দুই জন করে মোট দশটা ভলেন্টিয়ার হলেই চলবে। মজার বিষয় হচ্ছে প্রত্যেক ডিপার্টমেন্টের একটি করে বুত রয়েছে, শুধুমাত্র আমার ডিপার্টমেন্টের জন্য তিনটা বুতের প্রয়োজন হয়েছে। কারণ পুরো সংখ্যার 50%ই ছিল আমার ডিপার্টমেন্টের। আমাদের আরও ভলেন্টিয়ার প্রয়োজন ছিল সেটা সেখানে গিয়ে শিক্ষকেরা বুঝতে পেরেছে।


IMG_20231030_083713.jpg

IMG_20231030_092329.jpg

IMG_20231030_092453.jpg


অর্থাৎ দশ টা ভলেন্টিয়ারের কাজ আমরা দুজন করেছি, যাইহোক এই প্রথম দুই হাজারেরও বেশি সিনিয়রদের সাথে দেখা হল একসাথে, মজার বিষয় হচ্ছে আমি তাদেরকে না চিনলেও তারা প্রত্যেকেই আমাকে চেনো, এটা হয়তো কোন এক সময় কাজে লাগতে পারে কিংবা নাও লাগতে পারে। হেল্প সেন্টার থেকে শুরু করে আর আগে থেকে আমার সাথে কানেক্টেড।


IMG_20231030_151006.jpg

IMG_20231030_145538.jpg


সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে কাটলো, সময় সুযোগ পেলে মাঝে মাঝে রেস্টুরেন্টে খানিকের রেস্ট নিয়ে আসছি। হাসিমুখে সারাটা দিন একা তো ঝামেলা পেরুতে হলো, অনেক সময় নিয়ম-অনিয়ম হয়েছে, অনেক সময় যাদের জন্য কাজ করছি তারাই কথা শুনেছে। অনেকেই রাগ হয়েছে দেরি হওয়ার জন্য তবে অনেকেই আমাদের কাজে খুশি তারা আমাদেরকে আজীবন মনে রাখবে বলেও জানিয়েছে।


IMG_20231030_150140.jpg

IMG_20231030_152906.jpg

IMG_20231030_152911.jpg


পৃথিবীতে কেউ কাউকে মনে রাখে না এটা সত্যি, কিন্তু এটাই তো প্রাপ্তি তিন শেষে অনেক মানুষ দোয়া করলো কারণ তাদের অনেক অনেক কঠিন কাজ আমরা সহজ করে দিয়েছি গত কয়েক মাসে এবং আজকের তার প্রতিফলন ঘটল। আমাদের হাত ধরে অনেক মানুষ তাদের অরজিনাল সার্টিফিকেট পেল যেটা অনেকদিন ধরেই পেন্ডিং এ ছিল। তো সবকিছু করতে গিয়ে সারা শরীর ব্যথা সারাদিন হাটাহাটি দৌড়াদৌড়ি কারণে পুরো পা ব্যথা হয়ে আছে পুরো একটা দিন রেস্ট নিলাম তারপরেও ব্যথা কমছে না।



আমি কে?

আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।


@sajjadsohan (1).gif


image.png



logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


image.png

115.png

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 60632.49
ETH 2366.53
USDT 1.00
SBD 2.56