মিশন বিয়ে বাড়ি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.

১৭ বৈশাখ, ১৪৩০ বঙ্গাব্দ।

৩০ এপ্রিল, রবিবার।



মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।আমাদের কাঙ্খিত দিন চলে আসলো যেদিন আমরা সকলে মিলে বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম সেদিনের ঘটনায় আপনাদের সাথে শেয়ার করব।


মিশন বিয়ে বাড়ি

Beige Torn Paper Vision Board Life Goals Photo Collage (2).jpg


প্রথমে আমাদের কথা ছিল ৭-৮ জন যাওয়ার কথা, কিন্তু পরবর্তীতে সবাই প্ল্যান ক্যান্সেল করতে করতে চারজন আমাদের বাধ্যতামূলক যেতেই হবে। প্ল্যান করা হলো একজন টঙ্গী থেকে আমাদের এলাকায় আসবে আমাদের এলাকা থেকে যাত্রা শুরু। আমাদের আরেকটা ফ্রেন্ড মিরপুর থাকে তাই মিরপুর দিয়ে যাওয়ার চিন্তা করলাম। চেয়েছিলাম সাথে একটা ফুলের তোড়া নিতে কিন্তু আপনারা সবাই জানেন ঈদের সময় সব কিছু বন্ধ থাকবে। যাইহোক যারা সকালে নাস্তা করেনি তারা নাস্তা করছিল, তারপর আমরা সকলে মিলে দই খেলাম।


IMG_20230426_093207.jpg

IMG_20230426_093214.jpg

IMG_20230426_093235.jpg

IMG_20230426_093236.jpg

লোকেশন


খাওয়া-দাওয়া শেষ করে তারপর আমরা বেশ আরো কিছু সময় অপেক্ষা করলাম চা খেলাম এরপর আমরা আমাদের গন্তব্য যাওয়ার জন্য বাসে উঠলাম, যদিও আমাদের এখান থেকে আরো দুইটা বাস পরিবর্তন করতে হবে তাই আমরা আর দেরি করলাম না।


IMG_20230426_095721.jpg

IMG_20230426_095722.jpg

লোকেশন


ভিপির সাথে এই বসলাম আমি তার সাথে আমার একটু জমে বেশি, ক্লাবের দিক থেকে হোক বা ফ্রেন্ডশিপ এর দিক থেকে হোক বড় ভাই হলেও তিনি আমার সাথে বেশি চলাফেরা করতে পছন্দ করেন, চারজন চারটা সিট নিয়ে রওনা হলাম মানিকগঞ্জের দিকে, মানিকগঞ্জ এতটুকু পর্যন্ত আমি জানি এর ভিতরে আরও যে ডিটেলস রয়েছে। আমি আশেপাশের পরিবেশ উপভোগ করার চেষ্টা করছিলাম।


IMG_20230426_131411.jpg


যেতে যেতে মাঝখানে আমাদের অনেক স্মৃতি মধুর ঘটনা ঘটেছে অনেক মজা করেছি, লোকেশন চিনতে খুব বেশি একটা ভুল হয়নি আমরা যাদের বাসায় পৌঁছে গেলাম। বিয়ে বাড়ি বলে কথা প্রচুর পরিমাণ ভিড় তবুও আমাদেরকে ভেতরে ডেকে আপ্যায়ন করা হয়। যাই হোক আমরা তারপর বাহিরে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম দুপুরের খাওয়া-দাওয়া করার পর আমরা আশেপাশে ঘুরে দেখার চেষ্টা করলাম, যদিও নদী নালা খাল বিল সব শুকিয়ে গেছে পরিবেশটা ঠিক আগের মত নেই।


IMG_20230426_171329.jpg

IMG_20230426_170643.jpg

লোকেশন


যেহেতু আমরা সন্ধ্যার সময় রওনা হবো তাই সময় কাটছিল না যেহেতু অপরিচিত একটা জায়গা, তাই আমরা ঠিক করলাম অটো দিয়ে এলাকাটা ঘুরে দেখি, জানলাম এখানে একটা নদী রয়েছে আমরা সেটা দেখতে গেলাম যদিও এখানে পানি খুবই কম।

কিছুটা ভালো সময় কাটল গরমের মধ্যে পা ভিজতে পেরে বেশ আরাম পাচ্ছি, ছোট ভাইবোন যারা এসেছিল তারা ফটোগ্রাফি করছেন মেয়েরা তো তখন মডেল ছেলেরা তখন ক্যামেরাম্যান, আমরা বুড়ো হয়ে গেছি দেখেও না দেখার ভান করে রয়েছি হাহাহা।

এভাবে ইনজয় করতে করতে সময় পেরিয়ে গেল, আবার সেই বিয়ে বাড়িতে গেলাম সবার কাছ থেকে বিদায় নিয়ে রাত্রে আমরা রওনা দিলাম।




আমি কে?

আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।


@sajjadsohan (1).gif


image.png



logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


image.png

115.png

Sort:  
 2 years ago 

সকলে মিলে তাহলে বিয়ে বাড়িতে চলে গেলেন। যার সাথে বসে ভ্রমন করলেন তাকে আমার কাছে ভীষণ আন্তরিক মানুষ মনে হলো ছবি দেখে। যাক বিয়ে বাড়িতে নিশ্চয়ই জমিয়ে খেয়েছেন আর ঘুরাঘুরি করেছেন বেশ দেখলাম।
আর নদীতে পা ডুবানো ছবিটা দেখে বেশ রিলাক্স মুডে ছিলেন বোঝাই যাচ্ছে।
ধন্যবাদ ভাই চমৎকার পোস্টটি ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

হ্যাঁ বড় ভাই আমার সাথে বেশ ফ্রেন্ডলি মিশে, বয়সে বড় হলেও একদম বন্ধু বন্ধু মানে একদম বন্ধুর মতই। খাওয়া-দাওয়া মোটামুটি ভালই হয়েছে ঘোরাঘুরিতে ইনজয় করেছি বেশি।

 2 years ago 

ভাই আপনার বিয়ের মিশন কবে তাই বলেন ৷ বন্ধুদের সঙ্গে দারুন সময় অতিবাহিত করেছেন ৷ এরপর আবার নদীর পাড় ঘুরাঘরি সবমিলে দারুন একটি সময় কাটিয়েছেন ৷

 2 years ago 

আমার সাথে যে বড় ভাই আছে তার বিয়ে হলে তারপর আমি চিন্তা ভাবনা করবো আর কয়েক বছর পর হাহাহা।

 2 years ago 

বিয়ে বাড়িতে সবাই মিলে খুব সুন্দর সময় কাটিয়েছেন, দেখে খুব ভালো লাগলো।বড় ভাই হলে বন্ধু মানুষ আর খুব আন্তরিক ফটোগ্রাফিতে বেশ বোঝা যাচ্ছে। নদীর পানিতে খুব আনন্দে পা ভিজিয়ে বসে আছেন।অনুভূতি গুলো খুব সুন্দর ভাবে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

হ্যাঁ আমরা সবাইকে আন্তরিক এবং সবাই সবার সাথে সব কিছু শেয়ার করি একদম বন্ধুর মত চলার চেষ্টা করি।

 2 years ago 

বিয়ে বাড়ি মানেই আনন্দের জায়গা এবং দুটি মানুষের এক হওয়ার দিন। আপনার বড় ভাই মনে হলেও দেখে মনে হচ্ছে আপনার অন্তরঙ্গ বন্ধু এই ধরনের মানুষের সাথে মিশে অনেক আনন্দ এবং স্বচ্ছলতা পাওয়া যায়। আপনারা সকলে মিলে অনেক আনন্দ করেছেন বিয়ে বাড়িতে। নদীর পাড়ে ঘোরাঘুরিতে অনেক মজা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি আনন্দময় পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ চমৎকার বলেছেন আর উনিও বেশ চমৎকার মানুষ আমার সাথে বেশ ভালো মিশে এবং আমিও চেষ্টা করি আমার যত সিনিয়র আছে সবার সাথেই বন্ধুর মত একটা সম্পর্ক তৈরি করতে পেরেছি।

 2 years ago 

আপনারা তো দেখতেছি অনেক জার্নি করে বিয়ে বাড়িতে গেলেন। যাক চারজন মিলে দিয়ে বাড়িতে খুব মজা করে খেয়েছেন। তবে বাড়িতে এত জামিলা থাকুক না কেন আনন্দর মজাই আলাদা। যাক শেষ পর্যন্ত নদীর ধারে ঘুরতে গেলেন এবং পাও ভিজিয়ে নিলেন। আপনার পোস্টটি পড়ে সত্যি অনেক ভালো লাগলো।

 2 years ago 

হ্যাঁ আমরা চেষ্টা করেছি আমরা নিজেদের মতো মজা করার জন্য, আমরা আশেপাশে ঘুরে দেখেছি বেশ ভালো একটা সময় কাটিয়েছি।

 2 years ago 

বিয়ে বাড়িতে যাওয়া এবং অনুভূতি মজাই আলাদা। যাক আপনারা অনেক দূর থেকে জার্নি করে তিনটি গাড়ি চেঞ্জ করে বিয়ে বাড়িতে গেলেন। বিয়ে বাড়ি মানি পরিচিত আন পরিচিত একসাথে হওয়া। যাক বিয়ে বাড়িতে গিয়ে নদীর ধারে ঘুরতে গেলেন। তবে ভালো লাগলো বিয়ে বাড়ির অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

হ্যাঁ খানিকটা দূরেই হয়ে গেছে, তবুও সবাই সময় বের করে বের হয়েছি এনজয় করতে করতে গিয়েছে খারাপ লেগে নি।

 2 years ago 

একসাথে সবাই মিলে কোথাও গেলে বেশ ভালো লাগে। আপনারা বিয়ের দাওয়াতে গিয়েছেন,তবুও এতো ঝামেলার মধ্যে আপনাদেরকে আপ্যায়ন করা হয়েছে। এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে। কারণ আপনারা অনেক দূর থেকে গিয়েছেন। তারপর সেই এলাকায় একটু ঘুরাঘুরি করেছেন। সবমিলিয়ে খুব ভালো সময় কাটিয়েছেন আপনারা। পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হ্যাঁ আমাদের কাছে ভালো লেগেছে বিষয়টা, আগে থেকেই হয়তো বলা ছিল আমরা আসবো তাই তারাও রেডি ছিল।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.31
JST 0.034
BTC 110859.08
ETH 3943.73
USDT 1.00
SBD 0.59